C পৃষ্ঠা ৫১
- English Word contrary 1 Bengali definition [কন্ট্রারি America(n) কন্ট্রেরি] (adjective) (১) (বিপরীত স্বভাব বা প্রবণতা): ‘High’, and ‘low’ are contrary terms. (২) বিরূপ; বিরুদ্ধ (বাতাস কিংবা আবহাওয়া): The ship was delayed by contrary weather. (৩) একরোখা; একগুঁয়ে। (৪) বিপরীত: What you have done is contrary to rules. contrarily [কন্টারালি] (adverb) contrariness (noun) বিরুদ্ধতা; বিষমতা; বৈপরীত্য।
- English Word contrary 2 Bengali definition [কন্ট্রারি] (noun) বিপরীত বস্তু/ধারণা: The contrary of 'high' is 'low'. on the contrary অন্যদিকে; সম্পূর্ণ বিপরীতে। to the contrary ভিন্ন ফল দেয় এমনভাবে: I’ll join next Sunday unless the authority orders me to the contrary. contrariety (noun) বৈপরীত্য; বিরুদ্ধতা।
- English Word contrast 1 Bengali definition [কান্ট্রা:স্ট্ America(n) কান্ট্র্যাস্ট্] (verb intransitive), (verb transitive) (১) contrast (with/and) তুলনা করা; তুলনামূলক বৈষম্য প্রদর্শনের জন্য বিরুদ্ধে স্থাপন করা। (২) contrast with (তুলনা করার ফলে) বিপরীত বা বিরুদ্ধ বলে প্রতীয়মান হওয়া: In the play, city life is contrasted with life in the countryside.
- English Word contrast 2 Bengali definition [কন্ট্রা:স্ট্ America(n) কন্ট্র্যাস্ট্] (noun) (১) তুলনা; প্রতিতুলনা: The contrast between the father and the son surprises me. (২) বৈষম্য; বৈসাদৃশ্য: The contrast of light and shade is important in painting.
- English Word contravene Bengali definition [কন্ট্রাভীন্] (verb transitive) (১) (আইন বা রীতি) লঙ্ঘন করা; বিরুদ্ধ কাজ করা। (২) (কোনো বক্তব্য বা নীতিকে) আক্রমণ করা। (৩) (কোনো বস্তুর) বিরোধী হওয়া; অসঙ্গতিপূর্ণ হওয়া।
- English Word contravention Bengali definition [কন্ট্রাভেন্শ্ন্] (noun) (আইন ইত্যাদি) লঙ্ঘন। in contravention with আইন বা রীতিলঙ্ঘনপূর্বক।
- English Word contretemps Bengali definition [কনট্রাটম্] (noun) (ফরাসি) দুঃখজনক ঘটনা; অপ্রত্যাশিত ঘটনা; অপ্রত্যাশিত দ্বন্দ্ব।
- English Word contribute Bengali definition [কন্ট্রিব্যিউট্] (verb transitive), (verb intransitive) (১) কোনো ব্যাপারে অন্যদের সঙ্গে কিছু দেওয়া বা অংশগ্রহণ করা; যেমন চাঁদা দেওয়া; সাময়িকপত্রে লেখা দেওয়া; কোনো সংগঠনে সাহায্য করা: We contributed to the relief fund. He regularly contributes to the ‘Monthly Nation’. (২) ঘটতে সাহায্য করা: Gambling contributed to his ruin. contributor (noun) যে ব্যক্তি চাঁদা দেয় অথবা সাময়িকপত্রে লেখা দান করে; প্রদায়ক।
- English Word contribution Bengali definition [কন্ট্রিবিউশ্ন্] (noun) [uncountable noun] (১) দান; অংশগ্রহণ; যা প্রদান করা হয়: contributions to the relief fund; সাময়িক পত্রের জন্য প্রদত্ত লেখা। (২) বাধ্যতামূলক চাঁদা: (to) lay under contribution (বিজেতা কর্তৃক বিজিতের নিকট থেকে) বলপূর্বক অর্থ আদায় করা।
- English Word contributory Bengali definition [কান্ট্রিবিউট্রি America(n) কান্ট্রিবিউটোরি] (adjective) (১) সহায়ক। (২) প্রদানমূলক; (কোনো কাজের জন্য) চাঁদাভিত্তিক: a contributory pension scheme.
- English Word contrite Bengali definition [কনট্রাইট্] (adjective) কৃতকর্মের জন্য গভীরভাবে অনুতপ্ত; পাপবোধ দ্বারা পীড়িত। contritely (adverb)
- English Word contrition Bengali definition [কান্ট্রিশ্ন্] (noun) পাপ, অসৎকর্ম ইত্যাদির জন্য গভীর দুঃখবোধ বা অনুতাপ অনুশোচনা।
- English Word contrivance Bengali definition [কান্ট্রাইভান্স্] (noun) (১) কৌশল; ফন্দি; আবিষ্কার; উদ্ভাবিত বস্তু: Boatnists use a contrivance to fertilize flowers. (২) উদ্ভাবন ক্ষমতা: Some things are beyond human contrivance. (৩) ঠকানোর কৌশল।
- English Word contrive Bengali definition [কান্ট্রাইভ্] (verb transitive), (verb intransitive) আবিষ্কার করা; ডিজাইন করা; কোনো কিছু করার জন্য ফন্দি বা কৌশল বের করা: She managed to contrive a secret meeting with her lover. Can you contrive to come out of office a bit early.
- English Word control 1 Bengali definition [কান্ট্রোউল্] (noun) (১) নিয়ন্ত্রণ; কর্তৃত্ব; শাসন: Children should be kept under parental control. The management has no control over the workers. be in control (of) নিয়ন্ত্রণ ক্ষমতার অধিকারী হওয়া। get under control নিয়ন্ত্রণে আনা; সংযত করা; সঠিকভাবে কার্যক্ষম করা। lose control (of) নিয়ন্ত্রণে, আয়ত্তে বা কর্তৃত্বাধীনে রাখতে অক্ষম হওয়া; নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। take control (of) নিয়ন্ত্রণভার হাতে নেওয়া: The Chairman took control of the company as soon as he joined. (২) ব্যবস্থাপনা; নির্দেশনা: traffic control, Birth control, জন্মশাসন; জন্মনিয়ন্ত্রণ। (৩) বিধিনিষেধ: Government controls on trade and industry. (৪) যন্ত্রাদির গতি বা কাজ নিয়ন্ত্রণের জন্য যন্ত্রের অভ্যন্তরে যে বিশেষ ব্যবস্থা থাকে: the controls of an aircraft; the volume ~ of a radio etc. (৫) যে স্টেশনে রেসে অংশগ্রহণকারী মোটরগাড়ি থামতে পারে। (৬) (অধ্যাত্মবিদ্যা/প্রেতচর্চায়) মিডিয়াম বা মাধ্যম; ব্যক্তির উপর যে আত্মা ভর করে।
- English Word control 2 Bengali definition [কান্ট্রোউল্] (verb transitive) (১) নিয়ন্ত্রণ করা; শাসন করা; দমন করা। (২) (দ্রব্যমূল্য ইত্যাদি) নিয়ন্ত্রণে রাখা। (৩) নিরীক্ষা করা: to control the accounts. controllable (adjective) নিয়ন্ত্রণযোগ্য।
- English Word controller Bengali definition [কান্ট্রোউলা(র্)] (noun) (১) ব্যয় এবং হিসাবপত্র নিয়ন্ত্রণকারী ব্যক্তি; নিয়ামক; নিয়ন্ত্রক। (২) কোনো বিরাট প্রতিষ্ঠানের একটি বিভাগের নিয়ন্ত্রণকারী ব্যক্তি: the Controller of Examinations of Dhaka University.
- English Word controversial Bengali definition [কন্ট্রাভাশ্ল্] (adjective) বিতর্কিত; বিতর্ক তুলতে পারে এমন: a controversial speech. controversially (adverb). controversiallist (noun) বিতর্ক সৃষ্টিতে পারঙ্গম বা বিতর্ক সৃষ্টিতে আনন্দ পায় এমন ব্যক্তি।
- English Word controversy Bengali definition [কন্ট্রাভাসি] (noun) বিতর্ক; বিরোধ; মতান্তর; কোনো সামাজিক, নৈতিক বা রাজনৈতিক প্রশ্ন নিয়ে দীর্ঘস্থায়ী বাদানুবাদ: The speech of the leader of the opposition in Parliament caused a lot of controversy.
- English Word controvert Bengali definition [কন্ট্রাভাট্] (verb transitive) (আনুষ্ঠানিক) বিরোধিতা করা; অস্বীকার করা।
- English Word contumacious Bengali definition [কন্টিউমেইশাস্] (adjective) (আনুষ্ঠানিক) অবাধ্য; একগুঁয়ে; বেপরোয়া। contumaciously (adverb) একগুঁয়েভাবে।
- English Word contumacy Bengali definition [কন্টিউমাসি America(n) কন্টূউমাসি] (noun) (আনুষ্ঠানিক) একগুঁয়েভাবে বাধাদান; অবাধ্যতা।
- English Word contumely Bengali definition [কন্টিউম্লি America(n) কন্টূউম্লি] (noun) (আনুষ্ঠানিক) অশালীন গালাগাল; দুর্ব্যবহার; অপমান।
- English Word contuse Bengali definition [কান্টিউজ্ America(n) কান্টূউজ্] (verb transitive) (চিকিৎসাশাস্ত্র) ক্ষত সৃষ্টি করা; আঘাতপূর্বক আহত করা (কিন্তু যাতে চামড়া ছেঁড়ে না বা হাড় ভাঙে না)। contusion (noun) আহত অবস্থা।
- English Word conundrum Bengali definition [কানান্ড্রাম্] (noun) কঠিন প্রশ্ন; বাধা।
- English Word conurbation Bengali definition [কনাবেইশ্ন্] (noun) যে অঞ্চলজুড়ে পাশাপাশি কয়েকটি শহর গড়ে উঠেছে।
- English Word convalesce Bengali definition [কন্ভালেস্] (verb intransitive) রোগমুক্তির পর ক্রমে ক্রমে স্বাস্থ্য ফিরে পাওয়া: He is convalescing after a long illness. convalescent (adjective) রোগমুক্তির পর ক্রমে স্বাস্থ্য ফিরে পাচ্ছে এমন ব্যক্তি। convalescence (noun) রোগমুক্তির পর স্বাস্থ্যের ক্রমোন্নতি।
- English Word convection Bengali definition [কান্ভেক্শ্ন্] (noun) (তরল পদার্থ বা গ্যাসের) একাংশ থেকে অন্য অংশে তাপের সঞ্চালন; পরিচলন।
- English Word convector Bengali definition [কান্ভেক্টা(র্)] (noun) ঘরের বাতাস গরম রাখার জন্য ব্যবহৃত যন্ত্রবিশেষ।
- English Word convene Bengali definition [কান্ভীন্] (verb transitive), (verb intransitive) সভা আহ্বান করা; সমবেত হওয়া বা হতে আহ্বান জানানো। convener (noun) আহ্বায়ক; কোনো সমিতির এমন সদস্য যার দায়িত্ব হলো সভা আহ্বান করা।