C পৃষ্ঠা ৫০
- English Word contiguity Bengali definition [কন্টিগিঊআটি] (noun) সন্নিহিত; সংলগ্নতা; নিকটবর্তী অবস্থান।
- English Word contiguous Bengali definition [কান্টিগিউআস্] (adjective) contiguous to (আনুষ্ঠানিক) ছুঁয়ে আছে এমন, সংলগ্ন; প্রতিবেশী; নিকটস্থ। contiguously (adverb)
- English Word continence Bengali definition [কন্টিনান্স্] (noun) আত্মসংযম; মিতাচার; আবেগ এবং বিপুর উপর নিয়ন্ত্রণক্ষমতা; ধার্মিকতা; সচ্চরিত্রতা; সতীত্ব।
- English Word continent 1 Bengali definition [কন্টিনান্ট্] (noun) মহাদেশ; যেমন এশিয়া, আফ্রিকা ইত্যাদি। the Continent ব্রিটেনের অধিবাসীরা ইউরোপের মূল ভূখণ্ডকে যে নামে ডাকে। continental (adjective) (১) মহাদেশীয়; কোনো মহাদেশের বৈশিষ্ট্যপূর্ণ কোনো কিছু: continent climate; continent wars. continent breakfast কেবল কফি ও পাউরুটিসহযোগে প্রাতরাশ। □ (noun) ইউরোপীয় মূল ভূখণ্ডের অধিবাসী।
- English Word continent 2 Bengali definition [কন্টিনান্ট্] (adjective) (আনুষ্ঠানিক) সংযত; মিতাচারী; সংযমী; জিতেন্দ্রিয়; ধার্মিক; সৎ; আবেগ (বিশেষত যৌনাবেগ) সংদমনে সক্ষম; (চিকিৎসাশাস্ত্র) স্বেচ্ছায় মলমূত্রের বেগ চেপে রাখতে সক্ষম।
- English Word contingent 1 Bengali definition [কান্টিন্জান্ট্] (adjective) অনিশ্চিত; আকস্মিক; ঘটনাচক্রজাত। (২) contingent upon (কোনো কিছু) সাপেক্ষ (ঘটতে পারে আবার না-ও পারে)।
- English Word contingent 2 Bengali definition [কান্টিন্জান্ট্] (noun) [countable noun] সৈন্যবাহিনীর দল, জাহাজের দল বা বৃহত্তর সৈন্যবাহিনী বা নৌবহরের অংশ; বৃহত্তর দলের অংশ কিছু ব্যক্তির দল।
- English Word continual Bengali definition [কান্টিনিউআল্] (adjective) অবিরাম; (স্বল্পবিরতিসহ) বারংবার: We grew tired of the continual rain. continually (adverb) অবিরামভাবে; বারংবার।
- English Word continuance Bengali definition [কান্টিনিউআস্] (noun) (১) স্থায়িত্বকাল। (২) বহাল অবস্থা; স্থায়িত্ব: a continuance of affluence.
- English Word continue Bengali definition [কান্টিনিঊ] (verb transitive), (verb intransitive) (১) চলতে থাকা; অবিরাম অনুবৃত্তি করা; স্থায়ী থাকা; বহাল থাকা: If the strike continues , violence is in evitable. He continued his studies. continuation (noun) অনুবর্তন। (২) (বিরতির পর) পুনরায় চলতে থাকা: The film will be continues (on the TV) next week. (৩) বহাল রাখা (পদ ইত্যাদিতে): The Secretary was continued in his office after the expiry of his term.
- English Word continuity Bengali definition [কান্টিনিঊআটি America(n) কান্টিনূঊআটি] (noun) (১) অবিরাম চলমানতা; অবিচ্ছিন্নতা: There is no continuity of plot in the novel. (২) (সিনেমা টিভিতে) দৃশ্যপরম্পরা; কোন দৃশ্যের পর কোন দৃশ্য তার তালিকা। (৩) (টিভি বেতার) অনুষ্ঠানের দুই অংশের মাঝখানে সংযোগকারী মন্তব্য; ঘোষণা ইত্যাদি।
- English Word continuous Bengali definition [কান্টিনিউআস্] (adjective) একটানা; লাগাতার; অবিশ্রাম। (ব্যাকরণ)continuous tense দ্রষ্টব্য progressive. continuously (adverb) অবিশ্রান্তভাবে; একটানাভাবে।
- English Word continuum Bengali definition [কান্টিনিউআম্] (noun) (১) কোনো কিছু যা একটানা চলে। (২) পার্থক্যের স্তর বিন্যস্ত পরম্পরা। দ্রষ্টব্য cline.
- English Word contort Bengali definition [কান্টোট্] (verb transitive) দুমড়ানো; মুচড়িয়ে কোনো কিছুর আকার পালটে দেওয়া: His face was contorted with pain. contortion (noun) দুমড়ানো অবস্থা। contortionist (noun) যে বাজিকর নিজের শরীর দুমড়িয়ে-মুচড়িয়ে কসরত দেখায়।
- English Word contour Bengali definition [কন্টুআ(র্)] (noun) দেহরেখা; কোনো বস্তুর অবয়বের পরিচয়নির্দেশক নকশা। contourline মানচিত্রে প্রদর্শিত সমুদ্রপৃষ্ঠ থেকে সমুন্নত রেখা; সমুন্নতি রেখা। contourmap সমান ব্যবধানে স্থাপিত সমুন্নতি রেখাবলিসংবলিত মানচিত্র। contourploughing পাহাড়ের ঢালুতে ভূমিক্ষয় নিবারণের উদ্দেশ্যে ঢালচিহ্ন বরাবর চাষ। (verb transitive) নকশাসম্মত রেখাদ্বারা চিহ্নিত করা।
- English Word contra- Bengali definition [কন্ট্রা-] (Prefix) বিরুদ্ধে; বিরুদ্ধ; প্রতি-।
- English Word contraband Bengali definition [কন্ট্রাব্যান্ড্] (adjective) (attributive(ly)) বেআইনি; নিষিদ্ধ: contraband goods. □(noun) নির্দিষ্ট বস্তু দেশের ভিতরে আনা বা দেশ থেকে বাইরে পাচার; এমনভাবে আনা বা বাইরে পাচার করা বস্তু। contraband of war যুদ্ধরত দুটি বা ততোধিক রাষ্ট্রের প্রতি নিরপেক্ষ দেশ কর্তৃক সরবরাহকৃত এমন যুদ্ধ সরঞ্জাম যা যুদ্ধরত যে কোনো পক্ষ বাজেয়াপ্ত করতে পারে।
- English Word contraception Bengali definition [কন্ট্রাসেপ্শ্ন্] (noun) [uncountable noun] গর্ভনিরোধ; জন্মশাসন। contraceptive (noun) [countable noun] গর্ভনিরোধক দ্রব্যাদি। (adjective) গর্ভনিরোধক: contraception pills গর্ভনিরোধ বড়ি।
- English Word contract 1 Bengali definition [কনট্র্যাক্ট্] (noun) (১) চুক্তি (ব্যক্তি, দল কিংবা রাষ্ট্রসমূহের মধ্যে)। (২) একটি নির্দিষ্ট দামে মালপত্র সরবরাহ করা; কোনো কাজ সম্পাদন করার চুক্তি: enter into a contract এরকম কাজের জন্য চুক্তিবদ্ধ হওয়া। sign a contract চুক্তিসই করা। breach of contract চুক্তিভঙ্গ। (৩) বিবাহের সম্বন্ধ। (৪) contract bridge তাস খেলাবিশেষ।
- English Word contract 2 Bengali definition [কান্ট্র্যাক্ট্] (verb transitive), (verb intransitive) (১) চুক্তি করা contract to build a bridge. (২) বিবাহ সম্বন্ধ করা: to contract a marriage. (৩) সম্পর্ক স্থাপন করা: to contract an alliance with another country. (৪) রোগাক্রান্ত হওয়া: He contracted veneral diseases. contractor [কন্ট্র্যাকটর] (noun) ব্যক্তি ব্যবসাপ্রতিষ্ঠান যারা চুক্তিতে কাজ করে; ঠিকাদার। contractual (adjective) চুক্তির অধীন।
- English Word contract 3 Bengali definition [কান্ট্র্যাক্ট্] (verb transitive), (verb intransitive) (১) সংকুচিত করা বা হওয়া; ছোট বা খাটো করা: Metals contract as they cool. (২) সংকীর্ণতর হওয়া বা করা: ‘He contracted his brow. তিনি ভুরু কোঁচকালেন। contractible (adjective) সংকোচনযোগ্য; সংকোচনক্ষম: contractible wings of an insect. গুটিয়ে রাখা যায় এমন পাখা।
- English Word contraction Bengali definition [কান্ট্র্যাক্শ্ন্] (১) সংকোচন: The medicine causes contraction of the muscles. (২) কোনো শব্দের সংক্ষিপ্ত রূপ; যেমন can’t হলো cannot-এর contraction বা সংক্ষিপ্ত রূপ।
- English Word contradict Bengali definition [কন্ট্রাডিক্ট্] (verb transitive) (১) অস্বীকার করা; প্রতিবাদ করা; বিরুদ্ধ মত প্রকাশ করা: I contradicted the statement made by the chairman. (২) বিরুদ্ধ বা বিসদৃশ হওয়া: The reports contradict each other.
- English Word contradiction Bengali definition [কন্ট্র্যাডিক্শ্ন্] (noun) (১) বিরোধিতা; অসঙ্গতি। (২) মতানৈক্য। be in contradiction অসঙ্গতিপূর্ণ হওয়া: Your statement is in contradiction with what we know to be true. contradictory (adjective) পরস্পরবিরোধী: contradictory statements পরস্পরবিরোধী বক্তব্য।
- English Word contradistinction Bengali definition [কন্ট্রাডিস্টিঙ্ক্শ্ন্] (noun) (আনুষ্ঠানিক) বৈষম্যমূলক বৈশিষ্ট্য; পার্থক্য। contradistinctive (adjective) বিষমতামূলক; পার্থক্যমূলক।
- English Word contraflow Bengali definition [কন্ট্রাফ্লোউ] (noun) রাস্তার একদিকে যানবাহন চলাচল (যখন অন্য অর্ধেকে বিপরীত দিকে যানবাহন চালানো হচ্ছে)।
- English Word contraindication Bengali definition [কন্ট্রাইন্ডিকেইশ্ন্] (noun) কোন কোন ক্ষেত্রে কোনো বিশেষ ওষুধ বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে তার নির্দেশনা।
- English Word contralto Bengali definition [কন্ট্র্যাল্টোউ] মেয়েদের কণ্ঠস্বরের সবচেয়ে নিচু পরদা; এরকম কণ্ঠস্বরবিশিষ্ট গায়িকা।
- English Word contraption Bengali definition [কান্ট্র্যাপ্শ্ন্] (noun) (কথ্য) (অদ্ভুত চেহারার) যন্ত্র বা কল।
- English Word contrariwise Bengali definition [কন্ট্রারিওআইজ্] (adverb) বিপরীতভাবে; অন্যদিকে; বিকৃতভাবে; বিরুদ্ধভাব প্রকটিত হয়- এমনভাবে।