C পৃষ্ঠা ৪৯
- English Word consumer Bengali definition [কান্সিউমা(র্) America(n) কান্সূমা(র্)] (noun) ভোগ্যপণ্য ব্যবহারকারী, যেমন পোশাক ব্যবহারকারী; ক্রেতা; খাদ্যের ভোক্তা। consumer goods (noun) ভোগ্যপণ্য (যা সরাসরি মানুষের প্রয়োজন মেটায় যেমন খাদ্য, পোশাক ইত্যাদি)। consumer research ভোগ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংশ্লিষ্ট পণ্যের চাহিদানির্ণায়ক গবেষণা। consumer sales resistance কোনো পণ্য ক্রয় করায় ক্রেতাদের অনীহা। consumerism (noun) ভোগ্যপণ্য ক্রেতাদের স্বার্থসংরক্ষণ। দ্রষ্টব্য consumption.
- English Word consummate 1 Bengali definition [কান্সামাট্] (adjective) (আনুষ্ঠানিক) অতিমাত্রায় দক্ষ; নিখুঁত: a consummate artist.
- English Word consummate 2 Bengali definition [কন্সামেইট্] (verb transitive) (১) নিখুঁত করা; পূর্ণাঙ্গ করা: His happiness was consummated when he got promoted to the topmost rank. (২) (যৌনমিলনের মাধ্যমে) বিবাহকে পূর্ণাঙ্গ ও আইনসিদ্ধ করা: The marriage lasted only a week and was never consummated.
- English Word consummation Bengali definition [কন্সামেইশ্ন্] (noun) পূর্ণতা দান; পূর্ণাঙ্গতা; পরিপূরণ: the consummation of a marriage. দ্রষ্টব্য Consummate 2 (২).
- English Word consumption Bengali definition [কান্সাম্প্শ্ন্] (noun) (১) ফুরিয়ে ফেলা; ভোগ করা; খরচ করা; ভোগকৃত দ্রব্যের পরিমাণ: The consumption of rice does not vary. (২) দেহের ক্ষয়; বক্ষব্যাধি, ক্ষয়রোগ বা যক্ষ্মার প্রচলিত নাম।
- English Word consumptive Bengali definition [কান্সাম্প্টিভ্] (adjective) ক্ষয়শীল; যক্ষ্মারোগাক্রান্ত; যক্ষ্মারোগের প্রবণতা আছে এমন। (noun): a consumptive person.
- English Word contact Bengali definition [কন্ট্যাক্ট্] (noun) (১) [uncountable noun] স্পর্শ অথবা যোগ; পরস্পর সংস্পর্শে আসার প্রক্রিয়া। be in/out of contact (with) সংস্পর্শে আসা; মুখোমুখি হওয়া: We stay in contact with each other by the telephone. My daughter screamed as she came in contact with water. Make contact সাক্ষাৎ করা; যোগাযোগ করা: At long last, I could make contact with my mother in Chittagong. contactlens দৃষ্টিশক্তি বাড়ানোর জন্য অক্ষিগোলকের উপর স্থাপিত প্লাস্টিক নির্মিত লেন্স। (২) [countable noun] সম্পর্ক; জানাশোনা; পরিচিতি: He made many contacts/has many contacts among high officials. (৩) [countable noun] বিদ্যুৎপ্রবাহের বর্তনী; বিদ্যুৎ সংযোগের স্থান বা বিদ্যুৎ সংযোগের যন্ত্র। (৪) [countable noun] (চিকিৎসাশাস্ত্র) সম্প্রতি সংক্রামক রোগের সংস্পর্শে এসেছে এমন ব্যক্তি। (verb transitive) get in contact with (somebody) কারো সঙ্গে টেলিফোন, চিঠি ইত্যাদি মাধ্যমে যোগাযোগ করা।
- English Word contactless Bengali definition [কন্ট্যাক্ট্লিস্] (adjective) ই-রিডারের মাধ্যমে পাওনা বা দাম পরিশোধ; কনটাক্টলেস: It was reported more than a million contactless transactions this year.
- English Word contagion Bengali definition [কান্টেইজান্] (noun) [uncountable noun] সংস্পর্শের মাধ্যমে দেহ থেকে দেহান্তরে রোগের সংক্রমণ; সংক্রামক ব্যাধি; (লাক্ষণিক) মতবাদ, গুজব বা অনুভূতির (যেমন ক্রোধ, ভয় ইত্যাদি) সংক্রামক বিস্তার: Another problem is the swift contagion of uncertainty and fear.
- English Word contagious Bengali definition [কান্টেইজাস্] (adjective) (১) সংক্রামক। (২) সংক্রামক রোগবহনকারী। (৩) (লাক্ষণিক) দেখাদেখি বিস্তৃত হয় এমন: Laughter is often contagious, হাসি প্রায় সংক্রামক।
- English Word contain Bengali definition [কান্টেইন্] (verb transitive) (১) ধারণ করা: The jar contains a litre of milk; Milk contains vitamins B & D. (২) সমপরিমাণ হওয়া: A kilogram contains 1000 grams. (৩) আবেগানুভূতি, শত্রু ইত্যাদিকে নিয়ন্ত্রণে রাখা; সংযত রাখা। (৪) to contain oneself আত্মসংবরণ করা: He was so excited that he couldn’t contain himself. The cholera outbreak has been contained, কলেরার প্রাদুর্ভাব বা বিস্তার থামানো হয়েছে। (৫) (জ্যামিতি) সীমাবদ্ধ করা/হওয়া: The angle contained by the lines AB and AC in the triangle ABC is a right angle. (৬) (গণিত) নিঃশেষে বিভাজ্য হওয়া; 16 contains 2, 4 and 8. container [কান্টেইনা(র্)] (noun) (১) ধারক; ধারণপাত্র; কৌটা; টিন; কেনেস্তারা। (২) পণ্যাদি পরিবহনের জন্য (সমুদ্র, সড়ক বা বিমানপথে) ব্যবহৃত বড় আকারের ধাতুনির্মিত বাক্স। containment (noun) কোনো রাষ্ট্রকে তার প্রভাববলয় বিস্তৃত করার প্রচেষ্টার বাধাদানের নীতি।
- English Word contaminate Bengali definition [কান্ট্যামিনেইট্] (verb transitive) দূষিত করা; স্পর্শ বা অবিশুদ্ধ বস্তু মিশ্রণের মাধ্যমে নোংরা; দূষিত বা রোগগ্রস্ত করা: Water is contaminated by factory wastes.
- English Word contamination Bengali definition [কান্ট্যামিনেইশ্ন্] (noun) (১) দূষণ; দূষিতকরণ: the contamination of water supply. (২) যা দূষিত করে।
- English Word contemplate Bengali definition [কন্টেম্প্লেইট্] (verb transitive), (verb intransitive) (১) গভীরভাবে চিন্তা করা; ধ্যান করা। (২) নিবিষ্টভাবে অবলোকন করা: She was contemplating herself in the mirror. (৩) কোনো কিছু করার জন্য মনস্থ করা; পরিকল্পনা করা: Are you contemplating marriage? (৪) প্রত্যাশা করা: I do not contemplate any opposition from him.
- English Word contemplation Bengali definition [কান্টেম্প্লেইশ্ন্] (noun) (uncountable noun) গভীর চিন্তা; ধ্যান; পরিকল্পনা; প্রত্যাশা: He is in deep contemplation, সে গভীর চিন্তায় মগ্ন।
- English Word contemplative Bengali definition [কান্টেম্প্লাটিভ্] (adjective) চিন্তাশীল; ধ্যানমগ্ন: The boy is of a contemplative turn of mind. He was in a contemplative mood.
- English Word contemporaneous Bengali definition [কান্টেম্পারেইনাস্] (adjective) সমকালীন; সমসাময়িক। contemporaneously (adverb). contemporaneity (noun)
- English Word contemporary Bengali definition [কান্টেম্পরারি] (adjective) সমকালীন; সমসাময়িক। (noun) সমকালীন ব্যক্তি: Satyendranath was a contemporary of Rabindranath Tagore.
- English Word contempt Bengali definition [কান্টেম্প্ট্] (noun) (১) ঘৃণা: I felt contempt for the criminal. Beneath contempt, ঘৃণারও অযোগ্য। (২) অবজ্ঞা: He rushed forward in contempt of danger (বিপদকে অবজ্ঞা করে)। (৩) ঘৃণিত হওয়ার অবস্থা: He fell into contempt by foolish behaviour. Familiarity breeds contempt (প্রবচন) অতি সংসর্গ ঘৃণার জন্ম দেয়। দ্রষ্টব্য familiarity. contempt of court আদালতের আদেশকে বা বিচারককে অবমাননা।
- English Word contemptible Bengali definition [কান্টেম্প্টাব্ল্] (adjective) ঘৃণ্য; অবজ্ঞেয়।
- English Word contemptuous Bengali definition [কান্টেম্প্চুআস্] (adjective) ঘৃণা বা অবজ্ঞা করে এমন, উদ্ধত; ধৃষ্ট; ঘৃণাপূর্ণ।
- English Word contend Bengali definition [কান্টেন্ড্] (verb transitive), (verb intransitive) (১) contend with/against/for চেষ্টা করা; প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা করা: He contended with difficulties to succeed. contending (adjective) দ্বন্দ্বমূলক; পরস্পরবিরোধী (আবেগ বিচারবুদ্ধি ইত্যাদি সম্বন্ধে): contend passions. (২) তর্ক করা; মত দেওয়া: Scientists contend that... contender (adjective) প্রতিদ্বন্দ্বী; প্রতিযোগী।
- English Word content 1 Bengali definition [কন্টেনট্] (noun) (plural) (১) অভ্যন্তরস্থ বস্তু; আধেয়: I showed him the contents of my pocket. Content of a room/a book. table of contents বই কিংবা সাময়িকপত্রের সূচিপত্র। (২) ধারণক্ষমতা; কোনো পাত্রে যে পরিমাণ জিনিস ধরে: The content of a barrel. (৩) (singular) সারমর্ম; কোনো বই, বক্তৃতা ইত্যাদির মূলকথা। (৪) content (of something) কোনো কিছুর অংশ; উপাদান: the silver content of a coin, মুদ্রায় ভিতরে রুপার ভাগ বা পরিমাণ।
- English Word content 2 Bengali definition [কন্টেন্ট্] (adjective) (১) তৃপ্ত; পরিতৃপ্ত। content with যা আছে তাই নিয়ে খুশি: I am content with my present salary. (২) content to do something কোনো কিছু করতে রাজি/প্রস্তুত। □ (noun) পরিতৃপ্ত অবস্থা: He is living in peace and content. to one’s heart’s content পূর্ণতৃপ্তিসহকারে; আশ মিটিয়ে। □ (verb transitive) content somebody/oneself with তৃপ্ত করা: It’s impossible to content all people. □ noun তুষ্টি; পরিতৃপ্তি; সন্তোষ।
- English Word content farm Bengali definition [কন্টেন্ট্ ফা:ম্] (noun) সার্চ ইনজিন র্যাংকিংয়ে নিজেদের অবস্থান এগিয়ে রাখতে যে ওয়েবসাইট বিপুলসংখ্যক নিম্নমানের কনটেন্ট আপলোড করে; ভিন্ন জায়গা থেকে কনটেন্ট কপি করে যারা নিজেদের বলে চালিয়ে দেয়; কনটেন্ট ফার্ম: Quality based content farms aren’t a new concept either.
- English Word contention Bengali definition [কান্টেন্শ্ন্] (noun) [uncountable noun] (১) তর্ক; যুক্তিপ্রদর্শন; কলহ। বিতর্কে প্রদর্শিত যুক্তি; My contention was that... Bone of contention, দ্রষ্টব্য Bone.
- English Word contentious Bengali definition [কান্টেন্শাস্] (adjective) বিবাদমূলক; কলহপ্রিয়; ঝগড়াটে; বিতর্ক সৃষ্টি করতে পারে এমন।
- English Word contest Bengali definition [কান্টেস্ট] (verb transitive), (verb intransitive) (১) আপত্তি করা; প্রতিবাদ করা; তর্ক করা: contest a statement, যুক্তি দেখিয়ে কোনো বক্তব্যকে ভুল প্রমাণিত করা। (২) প্রতিদ্বন্দ্বিতা করা; জয়লাভের চেষ্টা করা: to contest a seat in the parliament. (৩) দখলে রাখার জন্য লড়াই: The enemy contested every inch of the land. □ (noun) [কন্টেস্ট্] প্রতিযোগিতা; লড়াই; জয়লাভের প্রচেষ্টা: There was a keen contest for the Parliament seat; a contest of skill; a speed contest; (মুষ্টিযুদ্ধ) প্রতিযোগিতা। contestant (noun) প্রতিযোগী; প্রতিদ্বন্দ্বী; বিবাদী; তর্ককারী; আপত্তিকারী।
- English Word context Bengali definition [কন্টেক্স্ট্] (noun) (১) রচনার কোনো অংশের বর্ণনা প্রসঙ্গ: Explain the passage with reference to the context; My words were quoted out of context, প্রসঙ্গবহির্ভূতভাবে (আমি যা বোঝাতে চেয়েছি সে সম্বন্ধে ভুল ধারণা দেওয়ার জন্য) আমার কথা উদ্ধৃত করা হয়েছে। (২) যে পরিস্থিতিতে কোনো ঘটনা ঘটে। contextual (adjective) প্রাসঙ্গিক।
- English Word contigency Bengali definition [কান্টিন্জেন্সি] (noun) আকস্মিকতা; অনিশ্চিত সম্ভাবনা; ঘটনা: We should be prepared for all contigencies; (attributive(ly)) contigency fund আকস্মিক বা অনির্ধারিত খরচ নির্বাহের জন্য তহবিল।