Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word conspiracy Bengali definition [কান্‌স্পিরাসি] (noun) (১) ষড়যন্ত্র; চক্রান্ত; ষড়যন্ত্রকারী দল। There was a conspiracy against the President’s life. (২) ষড়যন্ত্রের মাধ্যমে স্থিরীকৃত কর্মপন্থা: a conspiracy of silence কোনো বিষয়ে জনসমক্ষে কিছু না-বলার গোপন চুক্তি।
  • English Word conspirator Bengali definition [কান্‌স্পিরাটা(র্‌)] (noun) ষড়যন্ত্রকারীconspiratorial (adjective) ষড়যন্ত্রমূলক; ষড়যন্ত্রবিষয়ক।
  • English Word conspire Bengali definition [কান্‌স্পাইআ(র্‌)] (verb intransitive), (verb transitive) conspire (with) (against) (১) ষড়যন্ত্র করা; চক্রান্ত করা: The enemies conspired against the country. (২) একাধিক ঘটনার সমাপতন হওয়া; একযোগে সংঘটনে সাহায্য করা: A number of events conspired to bring about his downfall.
  • English Word constable Bengali definition [কান্‌স্টাবল্ America(n) কন্‌স্টাবল্] (noun) (১) নিম্নপর্যায়ের পুলিশ কর্মচারী; কনস্টেবলChief Constable ব্রিটেনের কাউন্টির পুলিশবাহিনীর প্রধান। (২) (ইতিহাস) রাজবাড়ির প্রধান কর্মচারী; দুর্গাধিপতি ইত্যাদিconstabulary [কান্‌স্টাব্যিউলারি] (noun) পুলিশবাহিনী।
  • English Word constancy Bengali definition [কান্‌স্টান্‌সি] (noun) [uncountable noun] স্থিরতা; দৃঢ়চিত্ততা; অপরিবর্তনীয়তা: constancy of purpose, উদ্দেশ্যের স্থিরতা।
  • English Word constant Bengali definition [কন্‌স্টান্‌ট্] (adjective) (১) স্থির; অপরিবর্তনীয়; বারবার ঘটছে এমন: He has a constant pain in the chest. (২) বিশ্বস্ত; নির্ভরযোগ্য; a constant friend. (৩) (গণিত, পদার্থবিদ্যা) অপরিবর্তনীয় সংখ্যা বা পরিমাণ; ধ্রুবকconstantly (adverb) অবিরত; ক্রমাগত।
  • English Word constellation Bengali definition [কন্‌স্টালেইশ্‌ন্‌] (noun) (১) একত্রে অবস্থিত নক্ষত্রপুঞ্জ(২) (লাক্ষণিক) বিশিষ্ট ব্যক্তিদের দল বা সমাবেশ(৩) (জ্যোতির্বিদ্যা) গ্রহপ্রভাব; গ্রহদৃষ্টি
  • English Word consternation Bengali definition [কন্‌স্টানেইশ্‌ন্‌] (noun) [uncountable noun] আতঙ্কconsternate (verb transitive) আতঙ্কিত করা।
  • English Word constipate Bengali definition [কন্‌স্টিপেইট্] (verb transitive) কোষ্ঠবদ্ধ করা; কোষ্ঠকাঠিন্য ঘটানোconstipated (adjective) কোষ্ঠকাঠিন্যযুক্ত; কোষ্ঠবদ্ধ।
  • English Word constipation Bengali definition [কন্‌স্টিপেইশ্‌ন্‌] (noun) কোষ্ঠকাঠিন্য
  • English Word constituency Bengali definition [কান্‌স্টিটিউআন্‌সি] (noun) [countable noun] নির্বাচকমণ্ডলী; একই এলাকায় বসবাসকারী ভোটারবৃন্দ যারা সংসদ সদস্য নির্বাচনের জন্য ভোট দেয়
  • English Word constituent 1 Bengali definition [কান্‌স্টিটিউআন্‌ট্‌] (noun) (১) নির্বাচকমণ্ডলীর সদস্য(২) গঠনকারী অংশ বা উপাদান: Hydrogen and Oxygen are the constituents of water.
  • English Word constituent 2 Bengali definition [কান্‌স্টিটিউআন্‌ট্] (adjective) (১) শাসনতন্ত্র রচনা বা সংশোধনে ক্ষমতা বা অধিকারসম্পন্ন: a constituent assembly. (২) সমগ্রকে গঠনকারক বা গঠনে সহায়ক: a constituent part.
  • English Word constitute Bengali definition [কন্‌স্টিটিউট্ America(n) কন্‌স্টিটিউটূট্] (verb transitive) (১) স্থাপন করা; (কোনো কমিটি ইত্যাদিকে) আইনগত ক্ষমতা প্রদান করা: The commission has been constituted under section 3 of the constitution. (২) নিয়োগ করা: The President constituted him Chief Adviser. (৩) গঠন করা; স্থাপন করা: 12 months constitute a year.
  • English Word constitution Bengali definition [কন্‌স্টিটিউশ্‌ন্‌] (noun) (১) শাসনতন্ত্র; যে আইন বা নীতিসমূহ দ্বারা রাষ্ট্র চলে(২) ব্যক্তির শারীরিক বা মানসিক গঠন; ধাত: Only people with strong constitutions should go to the army. (৩) কোনো বস্তুর সাধারণ গঠন
  • English Word constitutional Bengali definition [কন্‌স্টিট্যিউশান্‌ল্ America(n) [কন্‌স্টিটূউশান্‌ল্] (adjective) (১) শাসনতন্ত্রসম্পর্কিত; constitutional reform; constitutional committee; constitutional government, শাসনতান্ত্রিক সরকার(২) গঠনগত: a constitutional weakness, গঠনগত দুর্বলতা বা ত্রুটি। (প্রাচীন প্রয়োগ কথ্য) স্বাস্থ্যরক্ষায় স্বল্পভ্রমণ: used to take a constitutional every morning. constitutionally (adverb) constitutionalism (noun) নিয়মতান্ত্রিকতা; নিয়মতান্ত্রিক সরকার বা শাসনতন্ত্রের প্রতি আনুগত্য বা বিশ্বাস। constitutionalist (noun) নিয়মতান্ত্রিক/শাসনতান্ত্রিক রীতিনীতিতে বিশ্বাসী।
  • English Word constrain Bengali definition [কান্‌স্ট্রেইন্‌] (verb transitive) (১) কাউকে কোনো কিছু করার জন্য চাপ দেওয়া বা প্ররোচিত করা; (বিবেক বা অন্তরের তাড়নায়) বাধ্য হওয়া: I feel constrained to confess my guilt to you. (২) আটক করা; কারারুদ্ধ করা; জোর করে সীমাবদ্ধ রাখাconstrained (participial adjective) অস্বাভাবিক, অস্বস্তিপূর্ণ ও কষ্টকৃত (কণ্ঠস্বর, আচরণ ইত্যাদি)।
  • English Word constraint Bengali definition [কান্‌স্ট্রেইন্‌ট্‌] (noun) [uncountable noun] (১) চাপ; বাধ্যকরণ; সীমাবদ্ধতা: We have to work under a lot of constraint. (২) বিব্রতভাব; সংযম; মনোভাব সংদমন
  • English Word constrict Bengali definition [কান্‌স্ট্রিক্‌ট্‌] (verb transitive) সংকুচিত করা; (শিরা বা পেশিকে) আঁটো ও সংকীর্ণ করা: This medicine constricts the pupils of the eye; (লাক্ষণিক) a constricted outlook সংকীর্ণ দৃষ্টিভঙ্গি। constriction (noun) সংকোচন; আঁটভাব কোনো কিছু যা আঁটো করে। constrictor (noun) সংকোচক; সংকোচক মাংসপেশি; যে সাপ শিকারকে জড়িয়ে ধরে পিষে মারে (boa constrictor)।
  • English Word construct Bengali definition [কান্‌স্ট্রাক্‌ট্‌] (verb transitive) নির্মাণ করা; গঠন করা; একত্র সংস্থাপনের মাধ্যমে গঠন করা: They constructed a big factory in the countryside; a well constructed novel. constructor (noun) নির্মাতা; নির্মাণকারী ব্যক্তি বা সংস্থা।
  • English Word construction Bengali definition [কান্‌স্ট্রাক্‌শ্‌ন্‌] (noun) (১) [uncountable noun] নির্মাণ; গঠন; গঠনকৌশল: The bridge is still under construction. (২) [countable noun] নির্মিত বস্তু; দালান(৩) [countable noun] অর্থ; ব্যাখ্যা; যে অর্থে কোনো কথা বা বক্তব্যকে বোঝা হয়: Do not put a wrong construction on his action, তার কাজকে ভুল বুঝো না। দ্রষ্টব্য construe. (৪) (ব্যাকরণ) বাক্যের অভ্যন্তরে অবস্থিত শব্দসমূহের মধ্যে সম্পর্ক এবং তাদের বিন্যাস; A dictionary should not only give meanings of words but also illustrate their constructions.
  • English Word constructive Bengali definition [কান্‌স্ট্রাক্‌টিভ্‌] (adjective) গঠনমূলক: constructive criticism; constructive proposals. constructively (adverb) constructiveness (noun)
  • English Word construe Bengali definition [কান্‌স্ট্রু] (verb transitive), (verb intransitive) (১) কথা, বক্তব্য বা কাজের অর্থ করা, ব্যাখ্যা দান করা: His remarks in the conference were wrongly construed by the audience. (২) (ব্যাকরণ) বাক্যের বিশ্লেষণ করা; ব্যাকরণ অনুযায়ী গঠন করা(৩) ব্যাকরণগত ব্যাখ্যার উপযোগী হওয়া: This sentence won't construe.
  • English Word consul Bengali definition [কন্‌স্‌ল্] (noun) (১) রাষ্ট্রীয় প্রতিনিধি; রাষ্ট্রদূত; যিনি অন্যদেশে বসবাসকারী স্বদেশি নাগরিকদের সাহায্য ও সুরক্ষার জন্য দায়িত্বপ্রাপ্ত(২) প্রাচীন রোমের (সাম্রাজ্য প্রতিষ্ঠার পূর্বকালে) দুইজন প্রধান শাসকের যেকোনো একজন(৩) ফরাসি সাধারণতন্ত্রের (১৭৯৯-১৮০৪) তিনজন প্রধান শাসকের একজনconsulship কনসলের পদ। কনসলের দায়িত্বকাল। consular (noun) কনসলের কাজ বা কনসলসম্পর্কিত।
  • English Word consulate Bengali definition [কন্‌সিউলাট্ America(n) কন্‌সাউলাট্] (noun) কনসলের পদ; কনসলের দফতর; ফ্রান্সে কনসল-শাসনের কাল
  • English Word consult Bengali definition [কান্‌সাল্‌ট্‌] (verb transitive), (verb intransitive) (১) মন্ত্রণা বা উপদেশ চাওয়া; পরামর্শ করা: to consult a lawyer/a dictionary. (২) (প্রাচীন প্রয়োগ) বিবেচনায় আনা: We have to consult his inconvenience. (৩) consult with (কারো সঙ্গে) আলোচনা বা পরামর্শ করা: I must consult with my boss before taking a decision.
  • English Word consultant Bengali definition [কান্‌সাল্‌টান্‌ট্] (noun) বিশেষজ্ঞ মতামত-দানকারী ব্যক্তি; পেশাদার উপদেষ্টা; (যেমন চিকিৎসক বা স্থপতি বা প্রকৌশলী): a consultant physician; a consultant firm ইত্যাদি।
  • English Word consultation Bengali definition [কন্‌স্‌ল্‌টেইশ্‌ন্‌] (noun) (১) [uncountable noun] পরামর্শ: The minister did it in consultation with the secretary.
  • English Word consultative Bengali definition [কান্‌সাল্‌টাটিভ্‌] (adjective) পরামর্শমূলক; পরামর্শদায়ক: a consultative committee.
  • English Word consume Bengali definition [কান্‌সিউম্ America(n) কান্‌সূম্] (verb transitive), (verb intransitive) (১) আহার বা পান করা(২) নিঃশেষ করা; ব্যবহার করে ফুরিয়ে ফেলা; আগুনে ধ্বংস করা বা হওয়া; অপচয় করা: He consumed all his energies. Fire consumed the whole village. consuming (adjective) আধিপত্য করে বা গ্রাস করে এমন: a consume ambition.