Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word conservatism Bengali definition [কান্‌সাভাটিজ্‌ম্‌] (noun) (১) রক্ষণশীলতা; নতুন কিছু বা হঠাৎ পরিবর্তন মেনে নিতে অস্বীকৃতি; (রাজনীতিতে) স্থিতাবস্থা বজায় রাখতে আগ্রহ(২) ব্রিটিশ রাজনীতিতে রক্ষণশীল দল (Conservative party)- এর নীতিসমূহ
  • English Word conservative Bengali definition [কান্‌সাভাটিভ্‌] (adjective) (১) রক্ষণশীল; পরিবর্তনবিরোধী(২) পরিমিত; সতর্ক; The value of the property will exceed ten crores by even a conservative estimate.  (noun) ব্রিটিশ রাজনীতিতে রক্ষণশীল দলের সদস্য।
  • English Word conservatoire Bengali definition [কান্‌সাভাটোআ(র্‌)] (noun) (ফরাসি) সংগীত ও নাটকের জন্য সাধারণ শিক্ষালয়
  • English Word conservatory Bengali definition [কান্‌সাভাটরি America(n) কান্‌সাভাটোরি] (noun) কাচের ঘরে সংরক্ষিত গাছপালার উদ্যান
  • English Word conserve Bengali definition [কান্‌সাভ্‌] (১) (verb transitive) সংরক্ষণ করা; অপরিবর্তিত রাখা; ধ্বংস বা ক্ষয় থেকে রক্ষা করা।  (noun) (plural) চিনির নির্যাসে সংরক্ষিত ফল।
  • English Word consider Bengali definition [কান্‌সিডা(র্‌)] (verb transitive) (১) মনোযোগের সঙ্গে ভাবা: You should consider the difficulties before taking the decision. (২) বিবেচনা করা; গণ্য করা: The judge considered his young age and gave him a light punishment. All things considered সমস্ত কিছু বিবেচনাপূর্বক। (৩) মত পোষণ করা; ধারণা করা: The people considered him a great leader.
  • English Word considerable Bengali definition [কান্‌সিডারাব্‌ল্‌] (adjective) গুরুত্বপূর্ণ; বিবেচনাযোগ্য; বেশ কিছু (পরিমাণ): a considerable distance; a man of considerable importance. considerably (adverb)
  • English Word considerate Bengali definition [কান্‌সিডারাট্‌] (adjective) সুবিবেচিত; সুবিবেচকের মতো; পরের জন্য সহানুভূতিপূর্ণ বিবেচনাযুক্ত: It was very considerate of you to give me the news in time. considerateness (noun). considerately (adverb)
  • English Word consideration Bengali definition [কান্‌সিডারেইশ্‌ন্‌] (noun) (১) চিন্তা; বিবেচনা: We rejected the offer after careful consideration.Your proposal is still under consideration. (২) অন্যের ইচ্ছা, অনুভূতিকে মূল্য দান: You should have some consideration for the feelings of your parents. (৩) হেতু, বাস্তব অবস্থা যা বিবেচনা বা গণ্য করা উচিত: Time is an important consideration in this matter. (৪) পুরস্কার; আর্থিক প্রাপ্তি: He would do anything for a consideration, অর্থাৎ পয়সা পেলে সে সব কিছু করতে পারে। take something into consideration বিবেচনায় আনা; বিবেচনা করে ছাড় দেওয়া: While giving him the punishment, the judge took his young age into consideration. on no consideration কোনো অবস্থাতেই না; কোনো যুক্তিতেই ন। (৫) গুরুত্ব; When honour is at stake, money is of no consideration at all.
  • English Word considering Bengali definition [কান্‌সিডারিঙ্] (preposition(al)) বিবেচনা করে দেখার পর: She did very well considering her age.
  • English Word consign Bengali definition [কান্‌সাইন্‌] (verb transitive) consign (to) (১) (মালপত্র) প্রেরণ: The goods have been consigned by rail. (২) হস্তান্তর করা; ন্যস্ত করা; হেফাজতে দেওয়া: The child has been consigned to its uncle’s care. consignee (noun) যে ব্যক্তির কাছে হস্তান্তর/ন্যস্ত করা হয়; প্রেরিত মালের প্রাপক। consigner (noun) যে ব্যক্তি মাল পাঠায়।
  • English Word consignment Bengali definition [কান্‌সাইন্‌মান্‌ট্‌] (noun) (১) হস্তান্তর; সমর্পণ; প্রেরণ(২) প্রেরিত মাল; একত্রে প্রেরিত মালসমূহ
  • English Word consist Bengali definition [কান্‌সিস্‌ট্‌] (verb intransitive) (১) consist of গঠিত হওয়া: The parliament consists of 300 members. (২) consist (in) মূল অথবা একমাত্র উপাদান হিসেবে বিদ্যমান থাকা: True happiness consists in contentment.
  • English Word consistence Bengali definition [কানসিস্‌টান্‌স্‌] অথবা 'consistency' [কান্‌সিস্‌টান্‌সি] (noun) (১) পূর্বাপর মিল; সঙ্গতি; চিন্তা বা কাজে সর্বদা একই নীতির অনুসরণ: There is no consistence in what he says or does. (২) ঘনত্ব; দৃঢ়সংবদ্ধতা (বিশেষত কোনো তরল পদার্থ কিংবা তরল পদার্থ মিশিয়ে বানানো কোনো কিছুতে): to mix flour and water to the right consistence; mixtures of various consistencies.
  • English Word consistent Bengali definition [কান্‌সিস্‌টান্‌ট্‌] (adjective) (১) (কোনো ব্যক্তির আচরণ, নীতি) সঙ্গতিপূর্ণ; নিয়মিত ও রীতিমাফিক; পূর্বাপর একই রকম: The ideas in his various writings are not consistent. (২) consistent (with) সঙ্গতিপূর্ণ: What he does is not consistent with what he professes. consistently (adverb)
  • English Word consolation Bengali definition [কন্‌সালেইশ্‌ন্‌] (noun) সান্ত্বনা; প্রবোধ; I send him a letter of consolation. consolation prize (অকৃতকার্য প্রতিযোগীকে) সান্ত্বনা দেওয়ার জন্য প্রদত্ত পুরস্কার।
  • English Word consolatory Bengali definition [কান্‌সলাটারি America(n) কান্‌সলাটোরি] (adjective) সান্ত্বনামূলক; সান্ত্বনাদায়ক: a consolatory letter.
  • English Word console 1 Bengali definition [কান্‌সোউল্‌] (verb transitive) সান্ত্বনা দেওয়া; (দুঃখী বা হতাশ কাউকে) সহানুভূতি জানানো: console him for his loss. consolable (adjective) সান্ত্বনা বা প্রবোধ দেওয়া যায় এমন।
  • English Word console 2 Bengali definition [কন্‌সোউল্‌] (noun) (১) দেওয়ালে তাক ঝোলানোর জন্য ব্রাকেটconsoletable দেওয়ালের সঙ্গে ব্রাকেট দ্বারা যুক্ত সরু টেবিল। (২) অরগ্যানের কি- বোর্ড; ঘাটসমূহ ধারণকারী ফ্রেম(৩) সরাসরি মেঝেতে দাঁড় করিয়ে রাখা যেতে পারে এমন রেডিও বা টেলিভিশন ক্যাবিনেট
  • English Word consolidate Bengali definition [কান্‌সলিডেইট্] (verb transitive), (verb intransitive) (১) দৃঢ় করা বা হওয়া; সংহত করা: He consolidated his position in the party. (২) একত্রীকরণ: Three companies were consolidated into one. (৩) (সামরিক) (বাহিনীকে) পুনর্বিন্যাসের মাধ্যমে শক্তিশালী করা
  • English Word consolidation Bengali definition [কান্‌সলিডেইশ্‌ন্‌] (noun) [uncountable noun] দৃঢ়করণ; সংহতকরণ। [countable noun] দৃঢ়করণ বা সংহতকরণের ঘটনা।
  • English Word consommé Bengali definition [কান্‌সমেই America(n) কন্‌সামেই] (noun) (ফরাসি) মৃদু আঁচে জ্বাল দিয়ে তৈরি মাংসের পাতলা ঝোল
  • English Word consonance Bengali definition [কন্‌সানান্‌স্‌] (noun) [uncountable noun] (১) মতৈক্য; মিল(২) (সংগীত) ঐকতান, বিভিন্ন সুরের সমন্বয়; হার্মোনি
  • English Word consonant 1 Bengali definition [কন্‌সানান্‌ট্] (noun) [countable noun] (ব্যাকরণ) ব্যঞ্জনধ্বনি; ব্যঞ্জনবর্ণ; (ধ্বনিতত্ত্ব) শ্বাসবায়ুকে পুরোপুরি অথবা আংশিক বাধাগ্রস্ত করার মাধ্যমে উচ্চারিত বাগ্‌ধ্বনি (speech sound).
  • English Word consonant 2 Bengali definition [কন্‌সানান্‌ট্‌] (adjective) (আনুষ্ঠানিক) consonant with সঙ্গতিপূর্ণ: Your actions should be consonant with your beliefs.
  • English Word consort 1 Bengali definition [কন্‌সোট্] (noun) (১) স্বামী বা স্ত্রী (বিশেষত কোনো শাসকের)। (২) সঙ্গী(৩) (বিশেষত যুদ্ধের সময় নিরাপত্তার কারণে) এক জাহাজের সঙ্গে চলাচলকারী অন্য জাহাজ
  • English Word consort 2 Bengali definition [কান্‌সোট্‌] (verb intransitive) consort with সঙ্গী হওয়া; সময় কাটানোর জন্য কারো সঙ্গে সংসর্গ করা: One should consort only with one’s equals. (২) সামঞ্জস্যপূর্ণ হওয়া: What he practises does not consort with what he preaches, তার কথা ও কাজ সঙ্গতিপূর্ণ/সামঞ্জস্যপূর্ণ নয়।
  • English Word consortium Bengali definition [কান্‌সোটিআম্‌ America(n) কান্‌সোশিআম্‌] (plural) consortia [কান্‌সোটিআ America(n) কান্‌সোশিআ] (noun) কোনো বিশেষ উদ্দেশ্যে বিভিন্ন আন্তর্জাতিক শক্তি সংস্থা; কোম্পানি বা ব্যাংকের মধ্যকার সাময়িক সহযোগিতা বা গঠিত সংঘ
  • English Word conspectus Bengali definition [কান্‌স্পেক্‌টাস্‌] (noun) সাধারণভাবে কোনো বস্তু বা দৃশ্য পর্যবেক্ষণ; সংক্ষিপ্তসার
  • English Word conspicuous Bengali definition [কান্‌স্পিকিউআস্‌] (adjective) দৃষ্টি-আকর্ষক; সহজে দেখা যায় এমন; দর্শনীয়: He was conspicuous by his absence. make oneself conspicuous (অস্বাভাবিক ব্যবহার বা উদ্ভট পোশাক পরে) নিজের প্রতি দৃষ্টি-আকর্ষণ করার চেষ্টা। conspicuousness (noun) conspicuously (adverb)