Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word conman Bengali definition [কন্‌ম্যান্‌] (noun) ঠগ
  • English Word connect Bengali definition [কানেক্‌ট্‌] (verb transitive), (verb intransitive) connect (up) (to/with) সংযুক্ত করা; সম্বন্ধ স্থাপন করা: Well-connected, উত্তম যোগাযোগসম্পন্ন; উঁচুমহলে যাতায়াত বা পরিচয় বা আত্মীয়স্বজন থাকার সুবিধাসম্পন্ন।
  • English Word connection Bengali definition [কানেক্‌শ্‌ন্‌] (noun) (১) সংযোগ; যে স্থানে দুটি বস্তু সংযুক্ত হয়; যে বস্তু সংযোগ সাধন করে: There is a connection between the two incidents. They had a new telephone connection. (২) (ট্রেন, বিমান ইত্যাদির) সময়সূচির এমন সমন্বয় যাতে একটি যানবাহন অন্যটি আসার পর ছাড়ে (যাতে যাত্রীরা এক যানবাহন থেকে অন্যটিতে স্থানান্তরের সুযোগ পায়): The plane was late and I missed my connection. (৩) যোগাযোগ; জনসংযোগ; চেনাজানা: His business will thrive because he has good connections.
  • English Word connective Bengali definition [কানেক্‌টিভ্‌] (adjective) সংযোগকারী; (ব্যাকরণ) সংযোজক শব্দ।
  • English Word connectivity Bengali definition [কানেকটিভিটি] (noun) (১) সম্পর্কযুক্ত অবস্থা বা আন্তঃসম্পর্কিত: We badly need a culture of connectivity. (২) (কম্পিউটার) কোনো প্লাটফর্ম, সিস্টেম বা অ্যাপ্লিকেশনের আন্তঃসংযোগের সামর্থ্য: Qubee provides the site's connectivity interface.
  • English Word connexion Bengali definition connection- এর ভিন্ন বানান (British/Britain).
  • English Word connivance Bengali definition [কানাইভান্‌স্‌] (noun) পরোক্ষ সম্মতি বা সমর্থন; ঘটমান অপরাধের প্রতি চোখ বুজে থেকে তাকে সহায়তা দান: All the crimes happened at the connivance of the office superintendent.
  • English Word connive Bengali definition [কানাইভ্‌] (verb intransitive) connive at (দোষাদির প্রতি) চোখ বুজে থাকা; দেখেও না-দেখার ভান করা; প্রতিবাদ করা উচিত জেনেও প্রতিবাদ না-করা; উপেক্ষা করা (এমনভাবে, যাতে নীরব সম্মতিই প্রকটিত হয়): He connived at the stealing of important documents from the office.
  • English Word connoisseur Bengali definition [কনাসা(র্‌)] (noun) প্রধানত চারুকলা (আর্ট) বিষয়ে রসজ্ঞ; পণ্ডিত বিচারক; সমঝদার: a connoisseur of painting/wine. connoisseurship (noun) সমঝদারি; রসজ্ঞতা।
  • English Word connote Bengali definition [কানোউট্] (verb transitive) অর্থ বোঝানো; মূল অর্থের অতিরিক্ত দ্যোতনা বা ব্যঞ্জনা প্রদান করা: The word ‘Democracy connotes... connotation [কনাটেইশ্‌ন্] (noun) অর্থ; মূল অর্থের অতিরিক্ত দ্যোতনা; গূঢ়ার্থ।
  • English Word connubial Bengali definition [কানিউবিআল্ America(n) কানূবিআল্] (adjective) বিবাহসম্পর্কিত; স্বামী-স্ত্রীসম্পর্কিত
  • English Word conquer Bengali definition [কঙ্‌কা(র্‌)] (verb transitive) (১) জয় করা; শক্তিবলে দখল করা: Akbar conquered the whole of India. (২) পরাজিত করা; (শত্রু বা কুপ্রবৃত্তিকে) বশ করা(৩) কারো ভালোবাসা, প্রশংসা ইত্যাদি অর্জন করা: She has conquered the hearts of many men, অনেকে তার প্রতি প্রণয়াসক্ত হয়ে পড়েছে।
  • English Word conquest Bengali definition [কঙ্‌কোএস্‌ট্] (noun) বিজয়; (কোনো দেশ বা জনগোষ্ঠীর উপর) প্রভুত্ব স্থাপন।
  • English Word consanguinity Bengali definition [কন্‌স্যাঙ্‌গুইনাটি] (noun) (রক্তের) সম্পর্ক; সগোত্রতাconsanguine (adjective) [কন্‌স্যাঙ্‌গুইন্‌] রক্তের সম্পর্কযুক্ত; সগোত্র।
  • English Word conscience Bengali definition [কন্‌শান্‌স্‌] (noun) বিবেক; নীতিচেতনা; ভালো ও মন্দের মধ্যে পার্থক্য করার সক্ষম অন্তর্গত চেতনা। (have something) on one’s conscience কৃত কোনো কাজের জন্য বা কোনো কাজ না-করার জন্য অনুতাপ বোধ। conscience money বিবেকতাড়িত হয়ে পূর্বে ফাঁকি দেওয়া কোনো দেনাবাবদ প্রদত্ত অর্থ। conscience-stricken (adjective) বিবেকতাড়িত। speak one’s conscience স্বীয় মতামত প্রকাশ করা। in all conscience ন্যায়ত: cannot in all conscience agree. conscienceless (adjective) নির্বিবেক; বিবেকহীন।
  • English Word conscientious Bengali definition [কন্‌শিএন্‌শাস্‌] (adjective) বিবেকবান; বিবেকবুদ্ধিসম্পন্নconscientiousness (noun) বিবেক। conscientiously (adverb)
  • English Word conscious Bengali definition [কন্‌শাস্‌] (adjective) (১) সচেতন; সজ্ঞান: I am fully conscious of what I am doing. The patient was conscious to the last. (২) (নিজের কাজ বা অনুভব সম্বন্ধে) সচেতন: He always speaks with conscious superiority.
  • English Word conscious uncoupling Bengali definition [কন্‌শাস্‌ আন্‌কাপলিঙ্] (noun) [uncountable noun] (অপিচ consciously uncoupling) সম্মানজনক, ইতিবাচক ও গঠনমূলক পন্থায়, কোনো রোমান্টিক সম্পর্ক অথবা বৈবাহিক জীবনের অবসান: We need necessary steps for a conscious. consciously uncouple [ কন্‌শাস্‌লি আন্‌কাপ্‌ল্] (verb transitive) উক্ত পন্থায় রোমান্টিক সম্পর্ক বা বৈবাহিক জীবনের অবসান ঘটানো।
  • English Word consciousness Bengali definition [কন্‌শাস্‌নিস্‌] (noun) (১) চেতনা; সচেতনতা, সজ্ঞানতা: He lost his consciousness after the accident. (২) কোনো ব্যক্তি বা ব্যক্তিসমূহের চিন্তাধারা; অনুভূতি, আকাঙ্ক্ষা, স্মৃতি ইত্যাদি: political consciousness of the people of Bangladesh.
  • English Word conscript Bengali definition [কান্‌স্ক্রিপ্‌ট্] (verb transitive) বাধ্যতামূলকভাবে অথবা জোর করে কাউকে সেনাবাহিনীতে ভর্তি করা।  (noun) বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে নিযুক্ত ব্যক্তি। conscription (noun) বাধ্যতামূলকভাবে সৈন্যদলে নিয়োগ; যুদ্ধের জন্য করারোপ বা সম্পত্তি বাজেয়াপ্তকরণ।
  • English Word consecrate Bengali definition [কন্‌সিক্রেইট্] (verb transitive) পবিত্র উদ্দেশ্যে ব্যবহার করার জন্য পৃথক করে রাখা; পবিত্র করা; উৎসর্গ করা: He consecrated his life to the service of the poor. The Church has been consecrated by the Archbishop of Canterbury.
  • English Word consecration Bengali definition [কন্‌সিক্রেইশ্‌ন্‌] (noun) পবিত্রকরণ; উৎসর্গ; বিশপের পদে নিযুক্তি
  • English Word consecutive Bengali definition [কান্‌সেকিউটিভ্‌] (adjective) ধারাবাহিক; পরপর ঘটমান: on four consecutive days. consecutively (adverb). ধারাবাহিকভাবে।
  • English Word consensus Bengali definition [আন্‌সেন্‌সাস্‌] (noun) মিল; ঐক্য; ঐকমত্য
  • English Word consent Bengali definition [কান্‌সেন্‌ট্‌] (verb intransitive) consent (to) রাজি হওয়া: He consented to the proposal.  (noun) সম্মতি; অনুমতি: She got her father’s consent to the marriage. with one consent সর্বসম্মতিক্রমে। age of consent বিবাহ করার জন্য ন্যূনতম আইনসঙ্গত বয়স।
  • English Word consequence Bengali definition [কন্‌সিকোআন্‌স্‌] (noun) (১) ফলাফল; পরিণতি(২) গুরুত্ব; সামাজিক প্রতিষ্ঠা বা প্রতিপত্তি: It is of no consequence. He is a man of consequence, গণ্যমান্য; প্রতিষ্ঠাশালী ব্যক্তি।
  • English Word consequent Bengali definition [কন্‌সিকোআন্‌ট্‌] (adjective) consequent on/upon (আনুষ্ঠানিক) (প্রধানত কোনোকিছুর ফলস্বরূপ) অনুবর্তী; অনুগামী: The rise of price is consequent upon the failure of the crops.
  • English Word consequential Bengali definition [কন্‌সিকোআন্‌শিআল্‌] (adjective) (১) ফলস্বরূপ(২) আত্মাভিমানী (ব্যক্তি)। consequentialy (adverb)
  • English Word conservancy Bengali definition [কান্‌সাভান্‌সি] (noun) (১) সরকারি সংরক্ষণ ব্যবস্থা (বন ইত্যাদির)। (২) নদী, অরণ্য, বন্দর প্রভৃতির তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের জন্য গঠিত কর্তৃপক্ষ (কমিশন)।
  • English Word conservation Bengali definition [কন্‌সাভেইশ্‌ন্‌] (noun) সংরক্ষণ; ক্ষয়, পচন ও ক্ষতি থেকে রক্ষা: the conservation of forests; the conservation of energy/matter, শক্তি/ বস্তুর অবিনাশিতাবাদ।