Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word congenital Bengali definition [কান্‌জেনিট্‌ল্‌] (adjective) জন্মগত (ব্যাধি ইত্যাদি); জন্ম থেকে অথবা জন্মের আগে থেকে বর্তমান: congenital blindness/idiocy. He is a congenital liar.
  • English Word conger Bengali definition [কঙ্‌গা(র্‌)] (noun) বড় আকারের সামুদ্রিক বাইন মাছ
  • English Word congested Bengali definition [কান্‌জেস্‌টিড্‌] (adjective) (১) অতিমাত্রায় পূর্ণ; অত্যন্ত জনসমাকীর্ণ; ভিড়াক্রান্ত(২) (শারীরিক অঙ্গ যেমন মস্তিষ্ক; ফুসফুস) রক্তাধিক্যের ফলে পীড়িত
  • English Word congestion Bengali definition [কান্‌জেস্‌চান্‌] (noun) (ফুসফুস, মস্তিষ্ক ইত্যাদিতে) রক্তাধিক্যজনিত অবস্থা; ভিড়; গাদাগাদি অবস্থা
  • English Word conglomerate 1 Bengali definition [কান্‌গ্লমারেইট্‌] (adjective) একাধিক বস্তু বা অংশের একত্রীভবনের মাধ্যমে গঠিত।  (noun) (লাক্ষণিক বাণিজ্য.) বহুসংখ্যক বাণিজ্য প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত বৃহৎ কর্পোরেশন।
  • English Word conglomerate 2 Bengali definition [কান্‌গ্লমারেইট্‌] (verb transitive), (verb intransitive) একত্র মিশিয়ে পিণ্ড করা
  • English Word conglomeration Bengali definition [কান্‌গ্লমারেইশ্‌ন্‌] (noun) একত্রীভবন; পণ্ডীভবন; একত্রীভূত বস্তুর পিণ্ড
  • English Word congratulate Bengali definition [কান্‌গ্র্যাচিউলেইট্] (verb transitive) congratulate somebody (on/upon something) অভিনন্দন জানানো: I congratulated him on/upon his success. congratulatory [কান্‌গ্র্যাচিউলাটারি] (adjective) অভিনন্দনমূলক: a congratulatory letter/telegram.
  • English Word congratulation Bengali definition [কান্‌গ্র্যাচুলেইশ্‌ন্‌] (noun) অভিনন্দন; অভিনন্দনবাক্য বা বার্তা
  • English Word congregate Bengali definition [কঙ্‌গ্রিগেইট্‌] (verb transitive), (verb intransitive) সমাবেশ করা/হওয়া; জড় করা বা হওয়া: A huge crowd congregated at the stadium.
  • English Word congregation Bengali definition [কঙ্‌গ্রিগেইশ্‌ন্‌] (noun) সমাবেশ; গির্জায় নিয়মিত উপাসকবৃন্দ। (adjective) সমাবেশসংক্রান্ত; উপাসকমণ্ডলীসংক্রান্ত।
  • English Word congress Bengali definition [কঙ্‌গ্রেস্‌ America(n) কঙ্‌গ্রাস্‌] (noun) (১) মহাসভা; সমিতিসমূহের প্রতিনিধিদের সম্মেলন বা আলোচনা সভা: a medical congress. (২) যুক্তরাষ্ট্রের আইনসভা; ভারতের রাজনৈতিক দলবিশেষcongressman/ congress woman যুক্তরাষ্ট্রের আইনসভার সদস্য-সদস্যা। congressional (adjective) মহাসভাসংক্রান্ত; যুক্তরাষ্ট্রের কংগ্রেসসংক্রান্ত।
  • English Word congruence Bengali definition [কঙ্‌গ্রুআন্‌স্‌] (noun) মিল; সদৃশতা; যথাযথতা
  • English Word congruent Bengali definition [কঙ্‌গ্রুআন্‌ট্‌] (adjective) (১) congruent (with) সদৃশ; উপযোগী; যথাযথ(২) (জ্যামিতি) সর্বসম: congruent triangles, সর্বসম ত্রিভুজ।
  • English Word congruity Bengali definition [কঙ্‌গ্রুইটি] (noun) মিল; সঙ্গতি; উপযুক্ততা; যথাযথতাcongruous [কঙ্‌গ্রুআস্‌] (adjective) উপযোগী; মানানসই; সঙ্গতিপূর্ণ।
  • English Word conic Bengali definition [কনিক্‌] (adjective) চোঙাকৃতি
  • English Word conifer Bengali definition [কনিফা(র্‌)] (noun) এমন বৃক্ষ (পাইন, ফার প্রভৃতি) যাতে মোচাকৃতি বা চোঙাকৃতি ফল ধরেconiferous [কানিফারাস্‌] (adjective) চোঙাকৃতি ফলবিশিষ্ট/ফলপ্রদায়ী।
  • English Word conjecture Bengali definition [কান্‌জেক্‌চা(র্‌)] (১) (noun) অনুমান; সঙ্গত কারণ ব্যতিরেকে গঠিত ধারণা: He was right in his conjectures about the election results. (২) (verb transitive), (verb intransitive) অনুমান করা: We conjectured about the election results. conjectural (adjective(s)) অনুমানমূলক।
  • English Word conjoin Bengali definition [কন্‌জয়ন্‌] (verb transitive), (verb intransitive) (আনুষ্ঠানিক) যুক্ত করা বা হওয়া; মিলিত করা বা হওয়াconjointly (adverb) মিলিতভাবে; যুক্তভাবে।
  • English Word conjugal Bengali definition [কন্‌জুগ্‌ল্] (adjective) বিবাহসম্পর্কিত; দাম্পত্য: conjugal happiness. conjugality (noun) দাম্পত্যজীবন; বিবাহিত অবস্থা।
  • English Word conjugate Bengali definition [কন্‌জুগেইট্] (verb intransitive), (verb intransitive) (ব্যাকরণ) ধাতুরূপ করা
  • English Word conjunction Bengali definition [ক্‌ন্‌জাঙ্‌ক্‌শ্‌ন্‌] (noun) (১) (ব্যাকরণ) সংযোজক অব্যয় পদ, যেমন- and, but, or ইত্যাদি(২) মিলন; সংযোগ; সংযুক্ত অবস্থা; যুগ্মতা(৩) (ঘটনাদির) সমাপতন; সংযোগ: an unusual conjunction of events. in conjunction with একত্র; সংযোগে। conjunctional (adjective) মিলনাত্মক; সংযোগমূলক।
  • English Word conjunctiva Bengali definition [কান্‌জাঙ্‌ক্‌টাইভা] (noun) (ব্যবচ্ছেদবিদ্যা) চোখের কর্নিয়ার পাতলা স্বচ্ছ আচ্ছাদন; নেত্রবর্ত্মকলাconjunctivitis [কন্‌জাঙ্‌টিভাইটিস্‌] (noun) নেত্রবর্ত্মকলা বা conjunctiva- এর প্রদাহ।
  • English Word conjunctive Bengali definition [কান্‌জাঙ্‌ক্‌টিভ্‌] (adjective) সংযোজক; মিলনসংসাধক: a conjunctive word.
  • English Word conjuncture Bengali definition [কান্‌জাঙ্‌ক্‌চা(র্‌)] (noun) ঘটনাদির সন্ধিক্ষণ; সংকটমুহূর্ত
  • English Word conjuration Bengali definition [কান্‌জুরেইশ্‌ন্‌] (noun) জাদু; সনির্বন্ধ অনুরোধ বা মিনতি; ষড়যন্ত্রconjuror, conjurer [কানজারা(র্‌)] (noun(s)) জাদুকর।
  • English Word conjure Bengali definition [কান্‌জা(র্‌)] (verb transitive), (verb intransitive) (১) জাদুকরের হাতসাফাই করা: The magician conjured a rabbit out of a hat. (২): conjureup ভেলকিবাজির মাধ্যমে শূন্য থেকে কোনো কিছু আনয়ন করা; মন্ত্রোচ্চারণ দ্বারা ভূত নামানো বা ঝাড়া; মানসপটে কোনো স্মৃতিচিত্র আনয়ন করা: to conjure up the visions of the past৩ [কানজুআ(র্‌)] (আনুষ্ঠানিক) সনির্বন্ধ অনুরোধ বা মিনতি করা: I conjure you not to divulge the secret. a name to conjure with যে নামের প্রভাব জাদুর মতো কাজ করে।
  • English Word conk 1 Bengali definition [কঙ্‌ক্‌] (noun) (British/Britain অশিষ্ট) নাকconky (noun) লম্বা নাকওয়ালা লোক।
  • English Word conk 2 Bengali definition [কঙ্‌ক্‌] (verb transitive) (কথ্য) (গাড়ি বা যন্ত্রসম্পর্কিত) অচল হয়ে পড়া; বিগড়ে যাওয়া; বিগড়ানোর লক্ষণ দেখা যাওয়া
  • English Word conker Bengali definition [কঙ্‌কা(র্‌)] (noun) (কথ্য) বৃক্ষবিশেষ