C পৃষ্ঠা ৪৪
- English Word confetti Bengali definition [কান্ফেটি] (noun) (১) মিষ্টান্ন; মিঠাই। (২) উৎসব বা বিবাহ-অনুষ্ঠানে সমবেত লোকদের উপর ছুড়ে দেওয়া রঙিন কাগজের টুকরা।
- English Word confidant Bengali definition [কন্ফিড্যান্ট্] (noun) বিশ্বস্ত ব্যক্তি; বন্ধু যাকে গোপন কথা বলা যায় বা বলা হয়। confidante (noun) (feminine)
- English Word confide Bengali definition [কান্ফাইড্] (verb transitive), (verb intransitive) (১) বিশ্বাস করে কাউকে গোপন কথা বলা: He confided his secrets to a friend. (২) (দায়িত্ব বা কাজ) ন্যস্ত করা: The child was confided to the care of neighbor. (৩) বিশ্বাস করা; নির্ভর করা: I can confide in his honesty.
- English Word confidence Bengali definition [কন্ফিডান্স্] (noun) (১) আত্মবিশ্বাস; দৃঢ়তা; সাহস; আস্থা। (২) বিশ্বাস করে গোপন কথা জ্ঞাপন বা ঐভাবে জ্ঞাপিত বিষয়: They were exchanging confidences in a secret place. take in confidence আস্থায় নেওয়া: I took him in my confidence.
- English Word confident Bengali definition [কন্ফিডান্ট্] (adjective) আত্মবিশ্বাসী; আস্থাশীল; নিশ্চিত: Our players are confident of winning the game. confidently (adverb)
- English Word confidential Bengali definition [কন্ফিডেন্শ্ল্] (adjective) (১) গোপনভাবে রক্ষিত; গুপ্ত; confidential information/file. (২) অন্যের গোপন তথ্য আসে যা রক্ষা করে এমন: a confidential clerk/secretary. (৩) গোপন তথ্য ফাঁস করে দেওয়ার প্রবণতাসম্পন্ন (ব্যক্তি): Don’t become too confidential with unknown persons.
- English Word configuration Bengali definition [কান্ফিগিউরেইশ্ন্] (noun) বাহ্যিক আকার; সাজানোর পদ্ধতি; (গ্রহাদির) আপেক্ষিক অবস্থান।
- English Word confine Bengali definition [কান্ফাইন্] (verb transitive) (১) সীমাবদ্ধ করা; সীমিত করা; সীমার মধ্যে রাখা। (২) আটকে রাখা; আটক থাকা। (৩) (প্রাচীন প্রয়োগ) সন্তান প্রসবের জন্য শয্যাশায়ী থাকা।
- English Word confinement Bengali definition [কন্ফাইন্মান্ট্] (verb intransitive) (১) অবরোধ; আটকাবস্থা; বন্দিত্ব। (২) কারাগার বা মানসিক হাসপাতালে অবরুদ্ধ অবস্থা। (৩) (সন্তান প্রসবের জন্য) ঘরের বাইরে যেতে না পারার অবস্থা: She will go into confinement next week.
- English Word confines Bengali definition [কন্ফাইন্জ্] (noun) (plural) সীমা; সীমান্ত; চৌহদ্দি।
- English Word confirm Bengali definition [কান্ফাম্] (verb transitive) (১) দৃঢ়ভাবে প্রতিপন্ন করা; (ক্ষমতা, মালিকানা, মত অধিকার) দৃঢ়তরভাবে বলবৎ করা: The news is not yet confirmed. His appointment has been confirmed. (২) সমর্থন ও অনুমোদন করা। confirmed (participial adjective) পাকা; যার পরিবর্তন হওয়া বা ভালো হওয়া মোটামুটি অসম্ভব: a confirm report, পাকা খবর; a confirm rogue, পাকা বদমাশ।
- English Word confirmation Bengali definition [কন্ফামেইশ্ন্] (noun) নিশ্চিত প্রমাণ; পাকাপাকি স্বীকৃতি (confirm- এর সকল অর্থে): We are waiting for the confirmation of the report. He has applied for the confirmation of his job.
- English Word conflagration Bengali definition [কন্ফ্লাগ্রেইশ্ন্] (noun) বিশাল এবং ধ্বংসকারী অগ্নিকাণ্ড বিশেষত যাতে ঘরবাড়ি এবং বনজঙ্গল, পুড়ে যায়। conflagrate [কন্ফ্লাগ্রেইট্] (verb transitive), (verb intransitive) জ্বলে-ওঠা; জ্বালিয়ে দেওয়া।
- English Word conflict 1 Bengali definition [কন্ফ্লিক্ট্] (noun) (১) দ্বন্দ্ব; সংঘাত; যুদ্ধ; প্রতিদ্বন্দ্বীদের সংঘর্ষ। (২) (মতামত, ইচ্ছা ইত্যাদি সম্পর্কিত) বিরোধ; পার্থক্য: The conflict between ability and desire, সাধ এবং সাধ্যের বিরোধ।
- English Word conflict 2 Bengali definition [কান্ফ্লিক্ট্] (verb transitive) বিরোধী হওয়া; সংগ্রাম করা: His report of the incident conflicts with ours. conflicting (adjective) বিরুদ্ধ; পরস্পরবিরোধী: We received conflicting reports regarding the war.
- English Word confluence Bengali definition [কন্ফ্লুআন্স্] (noun) (নদীর) মিলিত প্রবাহ; দুই নদীর মিলিত হওয়ার স্থান বা সঙ্গম। confluent [কন্ফ্লুআন্ট্] (adjective) একত্র প্রবহমান; সম্মিলিত (ধারা)।
- English Word conform Bengali definition [কান্ফোম্] (verb transitive), (verb intransitive) (১) অনুরূপ হওয়া; (প্রতিষ্ঠিত রীতি বা আচার) মেনে চলা: we should conform to the norms of society. (২) অনুরূপ করা; নিজেকে খাপ খাইয়ে নেওয়া: One has to conform conform one’s life to certain principles. conformable (adjective) বাধ্য; আইনমান্যকারী; একমত।
- English Word conformation Bengali definition [কান্ফোমেইশ্ন্] (noun) গঠনপ্রণালি; অবয়ব; কাঠামো।
- English Word conformist Bengali definition [কান্ফোমিস্ট্] (noun) যে ব্যক্তি প্রতিষ্ঠিত আচার বা রীতি মেনে চলে; গতানুগতিক ব্যক্তি; (ইতিহাস) সরকার অনুমোদিত গির্জার অনুগামী ব্যক্তি।
- English Word conformity Bengali definition [কান্ফোমাটি] (noun) প্রথাগত রীতির অনুসরণ; স্বাভাবিকতা। in conformity with অনুসারে; সঙ্গতিপূর্ণ।
- English Word confound Bengali definition [কান্ফাউন্ড্] (noun) (১) বিভ্রান্ত বা কিংকর্তব্যবিমূঢ় করা; বিস্মিত করা: I was confounded by her behavior. (২) তালগোল পাকিয়ে ফেলা। confounded (adjective) বিভ্রান্ত; হতবুদ্ধি; বিস্মিত। (কথ্য)মস্ত; শোচনীয়: Confounded folly, মস্ত বোকামি।
- English Word confraternity Bengali definition [কান্ফ্র্যাটানাটি] (noun) (প্রধানত) ধর্মীয় ভ্রাতৃসংঘ; দল।
- English Word confront Bengali definition [কান্ফ্রান্ট্] (verb transitive) (১) মুখোমুখি হওয়া বা করা: We were confronted with grave danger. (২) বিপরীত হওয়া।
- English Word confrontation Bengali definition [কন্ফ্রান্টেইশ্ন্] (noun) মুখোমুখি অবস্থা; সংঘর্ষমূলক বিরুদ্ধতা বা সংঘর্ষের ঘটনা: the confrontation between the two countries.
- English Word Confucian Bengali definition [কান্ফিউশ্ন্] (adjective) চীনা দার্শনিক কনফুসিয়াসের অনুসারী।
- English Word confuse Bengali definition [কান্ফিউজ্] (verb transitive) (১) গুলিয়ে ফেলা; বিশৃঙ্খল করা; বিভ্রান্ত বা কিংকর্তব্যবিমূঢ় হওয়া বা করা: I was confused by his questions. (২) এক জিনিসকে অন্য জিনিস ভাবা, পার্থক্য না-বোঝা: Don’t confuse Nepal with Naples.
- English Word confusion Bengali definition [কান্ফিউজ্ন্] (noun) বিশৃঙ্খলা; গোলমাল; বিভ্রান্তি; কিংকর্তব্যবিমূঢ় অবস্থা; দুই জিনিসের মধ্যে পার্থক্য করতে অক্ষমতা: If you have any confusion you should talk to the teacher. To avoid confusion the teams wore different colours, নামের গোলমাল।
- English Word confute Bengali definition [কান্ফিউট্] (verb transitive) মিথ্যা বা ভুল বলে প্রমাণ করা; কোনো যুক্তিকে অসার প্রতিপন্ন করা; খণ্ডন করা। confutation (noun) খণ্ডন।
- English Word congeal Bengali definition [কান্জীল্] (verb transitive), (verb intransitive) জমাট বাঁধা বা বাঁধানো; দানা বাঁধা; রক্ত জমাট বাঁধা; (বিশেষত ঠাণ্ডায় বা ভয়ে): His blood was congealed in fear.
- English Word congenial Bengali definition [কান্জীনিআল্] (adjective) (১) সদৃশ; সমপ্রকৃতি সম্পন্ন; সমমনোভাবাপন্ন: He found nobody congenial to him in the village. (২) উপযোগী; রুচিসম্মত; অনুকূল: We worked in a congenial atmosphere.