Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word condense Bengali definition [কান্‌ডেন্‌স্‌] (১) (verb transitive), (verb intransitive) ঘন করা: to condense milk by taking out water. (২) (verb transitive) সংক্ষেপ করা; অল্প কথায় প্রকাশ করা
  • English Word condenser Bengali definition [কান্‌ডেন্‌সা(র্‌)] (noun) (১) বাষ্পকে ঘনীভবনের মাধ্যমে তরলায়িত করার যন্ত্রবিশেষ(২) আলোকে কেন্দ্রীভূত করার জন্য ( যেমন ফিল্ম প্রজেক্টরে) ব্যবহৃত কাচবিশেষ
  • English Word condescend Bengali definition [কন্‌ডিসেন্‌ড্] (verb transitive) (১) স্বেচ্ছায় উচ্চাসন থেকে নেমে আসা(২) নিজেকে অবনমিত করা; ছোট করা: He often condescended to take bribes. (৩) নিজের শ্রেষ্ঠত্ব সম্পর্কে পূর্ণ সচেতন থেকে অন্যের প্রতি সদয় বা প্রসন্ন ব্যবহার করা: Our boss often condescends to chat with us. condescension (noun) উচ্চাসন ছেড়ে নেমে আসার ঘটনা; অধীনস্থ লোকের প্রতি সৌজন্য।
  • English Word condign Bengali definition [কান্‌ডাইন্‌] (adjective) (আনুষ্ঠানিক) কঠোর; সমুচিত (শাস্তি, প্রতিশোধ ইত্যাদি)।
  • English Word condiment Bengali definition [কন্‌ডিমান্‌ট্] (noun) [countable noun, uncountable noun] খাদ্যকে সুস্বাদু করার জন্য ব্যবহৃত দ্রব্য, যথা গুঁড়া মসলা, আচার, চাটনি প্রভৃতি
  • English Word condition 1 Bengali definition [কান্‌ডিশ্‌ন্‌] (verb transitive) (১) নিরূপণ; নিয়ন্ত্রণ: Our lives are conditioned by our circumstances. (২) প্রার্থিত অবস্থায় আনাconditioned (participial adjective): air conditioned cinema hall, conditioned reflex (মনোবিজ্ঞান) আগে থেকে শিক্ষা পাওয়ার বা অভ্যাসের ফলে স্বীয় স্বভাববহির্ভূত ক্ষেত্রেও প্রতিক্রিয়া।
  • English Word condition 2 Bengali definition [কান্‌ডিশ্‌ন্‌] (noun) (১) অবস্থা; হাল; পারিপার্শ্বিক অবস্থা; পরিবেশ(২) in no condition (to) বৃদ্ধ, অসুস্থ বা দুর্বল ইত্যাদি হওয়ার কারণে অসমর্থ বা অক্ষম: The old man is no condition to travel. (৩) শর্ত; প্রয়োজনীয় গুণাবলি; যোগ্যতা; Perseverance is one of the conditions of success. (৪) সামাজিক অবস্থান; পদমর্যাদা: He is a man of condition, উচ্চসামাজিক অবস্থাসম্পন্ন।
  • English Word conditional Bengali definition [কান্‌ডিশান্‌ল্] (adjective) শর্তাধীন; শর্তসাপেক্ষ
  • English Word condole Bengali definition [কান্‌ডোউল্] (verb intransitive) অপরের শোকে শোকপ্রকাশ করা; সমবেদনা জানানোcondolence [কান্‌ডোউলান্‌স্‌] (noun) শোকপ্রকাশ: Please accept my condoles.
  • English Word condom Bengali definition [কন্‌ডাম্‌] (noun) পুরুষের ব্যবহার্য রবারনির্মিত গর্ভনিরোধক খাপবিশেষ
  • English Word condominium Bengali definition [কন্‌ডামিনিআম্‌] (noun) (১) দুই বা ততোধিক সার্বভৌম রাষ্ট্রের যুগ্মশাসন(২) এমন দালান যাতে কতিপয় ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট থাকে
  • English Word condone Bengali definition [কান্‌ডোউন্‌] (verb transitive) (১) (অপরাধ) ক্ষমা করা; না দেখার ভান করা(২) ক্ষতিপূরণ করা; পুষিয়ে যাওয়া: His honesty condones his many short comings. condonation (noun) ক্ষমা; মার্জনা।
  • English Word condor Bengali definition [কন্‌ডো(র্‌)] (noun) (দক্ষিণ আমেরিকার) বৃহৎ শকুনবিশেষ
  • English Word conduce Bengali definition [কান্‌ডিউস্‌ America(n) কান্‌ডূস্‌] (verb transitive) সংঘটনে সাহায্য করাconductive (adjective) সহায়ক; উপকারী: Fresh air is conduce to good health.
  • English Word conduct 1 Bengali definition [কন্‌ডাক্‌ট্‌] (noun) [uncountable noun] (১) আচরণ: good conduct, সদাচরণ। (২) পথনির্দেশ; পরিচালনা; বহন
  • English Word conduct 2 Bengali definition [কন্‌ডাক্‌ট্‌] (verb transitive), (verb intransitive) (১) পরিচালনা করা; পথনির্দেশ করা: The meeting was conducted by eng. I was conducted to the door by the housekeeper. (২) আচরণ করা: He conducts himself well. (৩) পরিচালনে সাহায্য করা: Copper conducts electricity. conductive (adjective) (কাপ, বিদ্যুৎ) পরিবাহী।
  • English Word conductor Bengali definition [কান্‌ডাক্‌টা(র্‌)] (noun) (১) পথপ্রদর্শক; ট্রাম-বাস ইত্যাদির কনডাকটার(২) যে ব্যক্তি বাদকদল, গায়কদল কিংবা অর্কেস্ট্রা পরিচালনা করে(৩) যে বস্তু তাপ বা বিদ্যুৎপরিবাহী: Cooper is a good conductor of electricity.
  • English Word conduit Bengali definition [কন্‌ডিট্ America(n) কন্‌ডূইট্] (noun) তরল পদার্থ নিষ্কাশনের নল বা নালা; ইলেকট্রিকের তার প্রভৃতির আবরক নল
  • English Word cone Bengali definition [কোউন্‌] (noun) (১) গোলাকার ও সমতল তলদেশবিশিষ্ট মোচাকৃতি বস্তু(২) ফার, পাইন সেডার প্রভৃতি চিরহরিৎ বৃক্ষের ফলবিশেষconic, conical (adjective) মোচাকার।
  • English Word confab Bengali definition [কন্‌ফ্যাব্‌] (noun) বন্ধুত্বপূর্ণ ও একান্ত আলাপ আলোচনা
  • English Word confection Bengali definition [কান্‌ফেক্‌শ্‌ন্‌] (noun) (১) মিষ্টদ্রব্যাদির মিশ্রণ; কেক(২) মিশ্রণ। (৩) (বিশেষত মেয়েদের) শৌখিন তৈরি পোশাকconfectionery (noun) মিষ্টান্ন, কেক, পেস্ট্রি, চকোলেট ইত্যাদি; এইসব জিনিসের প্রস্তুতকারক, প্রস্তুত কারখানা বা ব্যবসা।
  • English Word confederacy Bengali definition [কান্‌ফেডারাসি] (noun) রাষ্ট্র দল বা ব্যক্তির সংঘ; এমন সংঘের সভা; ষড়যন্ত্র
  • English Word confederate Bengali definition [কান্‌ফেডারাট্‌] (adjective) (১) মৈত্রীচুক্তিবদ্ধ(২) দুষ্কর্মের সহযোগী
  • English Word confederation Bengali definition [কান্‌ফেডারেইশ্‌ন্‌] (noun) বিভিন্ন রাষ্ট্রের মৈত্রী বা মিত্রসংঘ
  • English Word confer Bengali definition [কান্‌ফা(র্‌)] (verb transitive), (verb intransitive) (১) confer something on খেতাব; উপাধি; ডিগ্রি বা অনুগ্রহ প্রদান করা: The Vice-Chancellor conferred degrees on the graduates. (২) যন্ত্রণা বা পরামর্শ করা: He conferred with his lawyer before moving the writ petition.
  • English Word conference Bengali definition [কন্‌ফারান্‌স্‌] (noun) আলোচনাসভা; মন্ত্রণা; মতবিনিময়
  • English Word confess Bengali definition [কান্‌ফেস্‌] (১) (verb transitive), (verb intransitive) (অপরাধাদি) স্বীকার করা; কবুল করা(২) (verb transitive) (প্রধানত রোমান ক্যাথলিক ধর্মমতে) পাদরি বা ধর্মগুরুর কাছে কৃত পাপের স্বীকারোক্তি দেওয়া
  • English Word confession Bengali definition [কান্‌ফেশ্‌ন্‌] (noun) (১) স্বীকারোক্তি; অপরাধ স্বীকার: The priest heard the confessions of the criminal. On his own confession, he took part in the murder. (২) ধর্মীয় বিশ্বাসসম্পর্কিত ঘোষণা বা ঘোষণাপত্র: a confession of faith.
  • English Word confessional Bengali definition [কান্‌ফেশ্‌ন্‌ল্‌] (noun) গির্জার যেখানে বসে খ্রিষ্টান পুরোহিতরা পাপকর্মের স্বীকারোক্তি শোনেন
  • English Word confessor Bengali definition [কান্‌ফেসা(র্‌)] (noun) পাপীদের পাপস্বীকার শোনেন যে খ্রিষ্টান পুরোহিত