C পৃষ্ঠা ৪২
- English Word concern 2 Bengali definition [কান্সান্] (verb transitive) (১) সম্পর্কযুক্ত করা; সংশ্লিষ্ট করা; গুরুত্ববহ হওয়া: The new tax rules concern big business rather than small traders. As far as I am concerned, ব্যাপারটি আমার জন্য যতটুকু গুরুত্বপূর্ণ তা হলো...। (২) (passive) be concerned about/for উদ্বিগ্ন হওয়া: I am concerned about your safety. concerning (preposition(al)) সম্পর্কে।
- English Word concert 1 Bengali definition [কন্সাট্] (১) (noun) (সংগীত) ঐকতানবাদন; প্রেক্ষাগৃহে সংগীতযন্ত্রবাদকদের মিলিত বাদন। (২) ঐকমত্য; সঙ্গতি বা সামঞ্জস্য। concert-hall যে প্রেক্ষাগৃহে কনসার্ট অনুষ্ঠিত হয়। at concert pitch (লাক্ষণিক) পূর্ণ সক্ষম অবস্থা; পূর্ণ তৎপর বা প্রস্তুত অবস্থা।
- English Word concert 2 Bengali definition [কান্সাট্] (verb transitive) অন্যের সঙ্গে মিলেমিশে সমন্বিতভাবে কাজ করা। a concerted effort সম্মিলিত প্রচেষ্টা।
- English Word concertina Bengali definition [কন্সাটীনা] (noun) বাদ্যযন্ত্রবিশেষ।
- English Word concerto Bengali definition [কান্চেআটৌ] (noun) (plural concertos) এক ধরনের বাজনা যেখানে একটি আর্কেস্ট্রার সহযোগিতায় এক বা একাধিক ব্যক্তিবাদকের সংগীত বাজানো হয়: a piano concerto; a concerto for two violins.
- English Word concession Bengali definition [কান্সেশ্ন্] (noun) (১) [uncountable noun] বিশেষ অধিকার বা সুবিধা; ছাড়। (২) [countable noun] আলোচনার পর কোনো জিনিস স্বীকার করা বা মেনে নেওয়া।
- English Word conch Bengali definition [কন্চ্] (noun) শঙ্খ; শাঁখ। conchology শঙ্খবিদ্যা। concierge [কন্সিএআজ্] (noun) দ্বাররক্ষী বা দ্বাররক্ষিণী। conciliate [কান্সিলিএইট্] (verb transitive) শুভেচ্ছা; সমর্থন অর্জন করা; মন পাওয়া; মিষ্ট কথা বা যুক্তির সাহায্যে রাগ প্রশমিত করা; বিরোধ দূর করা। conciliatory [কান্সিলিআটারি] (adjective) সৌহার্দ অর্জন করে এমন; বিরোধ দূর করে এমন; আপসমূলক: It was a conch gesture on the part of the opponent.
- English Word conciliation Bengali definition [কান্সিলিএইশ্ন্] (noun) [uncountable noun] আপস; বিরোধ দূরীকরণ; মীমাংসা। conciliationboard আপসরফার জন্য গঠিত সমিতি; সালিশি বোর্ড।
- English Word concise Bengali definition [কান্সাইস্] (adjective) সংক্ষিপ্ত; অল্পকথায় অধিক তথ্য প্রদানে সক্ষম। conciseness (noun) সংক্ষিপ্ততা; সংক্ষেপ।
- English Word conclave Bengali definition [কন্ক্লেইভ্] (noun) [countable noun] গোপন বা একান্ত সভাকক্ষ। (২) পোপ নির্বাচনের জন্য কার্ডিনালরা যে গোপন সভাকক্ষে মিলিত হন।
- English Word conclude Bengali definition [কান্ক্লূড্] (verb transitive), (verb intransitive) (১) উপসংহার করা বা হওয়া; সমাপ্ত করা বা হওয়া: The meeting concluded with the national anthem. (২) পাকাপাকিভাবে সম্পাদন করা: India concluded a treaty with the Soviet Union in 1 9 7 1. (৩) সিদ্ধান্ত করা; সিদ্ধান্তে উপনীত হওয়া: The judge concluded from the evidence that the accused man was guilty.
- English Word conclusion Bengali definition [কান্ক্লূজ্ন্] (noun) [countable noun] (১) উপসংহার; সমাপ্তি; শেষ; অবসান: The matter should be brought to a conclusion. (২) পাকাপাকিভাবে সম্পাদন: We are awaiting a speedy conclusion of the peace treaty. (৩) সিদ্ধান্ত; বিচারবিবেচনার ফলাফল: We reached the conclusion that... a foregone conclusion যে সিদ্ধান্ত আগেই স্থির হয়ে আছে বা স্থির হয়ে গেছে।
- English Word conclusive Bengali definition [কান্ক্লূসিভ্] (adjective) চূড়ান্ত; ফলাফল নিরূপণকারী; সমাপ্তিমূলক; সিদ্ধান্তমূলক: The investigating team failed to produce any conclusive evidence. conclusively (adverb)
- English Word concoct Bengali definition [কান্কক্ট্] (verb transitive) বিভিন্ন উপাদান মিশিয়ে তৈরি করা; প্রস্তুত করা, উদ্ভাবন করা; মিথ্যা কাহিনি রচনা করা; বানিয়ে বলা। concoction [কান্কক্শ্ন্] (noun) বিভিন্ন উপাদানে প্রস্তুত দ্রব্য; বানানো গল্প।
- English Word concomitant Bengali definition [কান্কমিটান্ট্] (adjective) সহগামী বা আনুষঙ্গিক; সহবিদ্যমান: concomitant circumstances. (noun) সঙ্গী বা আনুষঙ্গিক বস্তু; সহবিদ্যমান ব্যক্তি বা বস্তু: Infirmity is a concomitant of old age অশক্ততা বার্ধক্যের সঙ্গী/সহগামী।
- English Word concord Bengali definition [কঙ্কোড্] (noun) (১) [uncountable noun] মতৈক্য বা মিল; নানা সুরের মধুর মিলন। (২) (ব্যাকরণ) [uncountable noun] সামঞ্জস্য; যেমন verb এবং তার Subject-এর মধ্যে number-এর মিল।
- English Word concordance Bengali definition [কান্কোডান্স্] (noun) (১) [uncountable noun] মিল; সামঞ্জস্য। (২) [countable noun] পুস্তকে(বিশেষত বাইবেলে) ব্যবহৃত বা লেখক কর্তৃক ব্যবহৃত শব্দাবলির অথবা বিষয়সমূহের বর্ণানুক্রমিক সূচি: a Shakespeare concordance.
- English Word concordant Bengali definition [কান্কোডান্ট্] (adjective) সামঞ্জস্যপূর্ণ।
- English Word concourse Bengali definition [কঙ্কোস] (noun) (১) বস্তু, ঘটনা বা ব্যক্তির সমাবেশ; সমাপতন: a concourse of events. (২) স্থান; খোলা জায়গা; যেখানে লোকজনের সমাবেশ ঘটে; (America(n)) রেলস্টেশনের বিশাল হলঘর।
- English Word concrete 1 Bengali definition [কঙ্ক্রীট্] (adjective) স্পর্শগ্রাহ্য; অনুভবযোগ্য: Our body is concrete but our thoughts are not. (২) বাস্তব; সুনির্দিষ্ট: concrete proposals/proofs.
- English Word concrete 2 Bengali definition [কঙ্ক্রীট্] (noun) চুন বা বালির সঙ্গে সিমেন্টের মিশ্রণে তৈরি নির্মাণসামগ্রী: roads/walls of concrete. (২) (verb intransitive) চুন বা বালির মিশ্রণ দ্বারা লেপ দেওয়া; to concrete a road.
- English Word concrete 3 Bengali definition [কঙ্ক্রীট্] (verb intransitive) পিণ্ডে পরিণত হওয়া বা করা। concretion (noun) পিণ্ডে পরিণতকরণের প্রক্রিয়া।
- English Word concubine Bengali definition [কঙ্কিউবাইন্] (noun) (প্রাচীন প্রয়োগ) উপপত্নী; রক্ষিতা; যে রমণী বিয়ে ছাড়া কোনো পুরুষের স্ত্রীরূপে বাস করে। concubinage (noun) বিবাহিতা না-হয়েও স্ত্রীরূপে ব্যবহৃত হওয়ার ঘটনা।
- English Word concupiscence Bengali definition [কান্কিউপিস্ন্স্] (noun) [uncountable noun] (আনুষ্ঠানিক) কামপ্রবৃত্তি; উদগ্র কামনা।
- English Word concur Bengali definition [কান্কা(র্)] (verb transitive), (verb intransitive) (১) concur (with somebody) (in something) একমত হওয়া: We concurred with the speaker on various points. (২) একত্র বা এককালে ঘটা: Everything concurred to produce a successful result.
- English Word concurrent Bengali definition [কান্কারান্ট্] (adjective) এককালে সংঘটিত বা সংঘটনশীল; ঐকমত্য। concurrence [কান্কারান্স্] (noun) ঐকমত্য; একত্র সংঘটন. concurrently (adverb)
- English Word concuss Bengali definition [কান্কাস্] (verb transitive) প্রচণ্ডভাবে আলোড়িত করা; উত্তেজিত বা আতঙ্কিত করা; মস্তিষ্কে আঘাত সৃষ্টি করা।
- English Word concussion Bengali definition [কান্কাশ্ন্] (noun) [countable noun, uncountable noun] (১) প্রচণ্ড আলোড়ন, আঘাত বা উত্তেজনার ফলে মস্তিষ্কের ক্ষতি। (২) (কারো উপর) অন্যায় বা অত্যধিক চাপ।
- English Word condemn Bengali definition [কান্ডেম্] (১) (verb transitive) দোষ দেওয়া; নিন্দা করা; কোনো কিছু বাতিল বা ব্যবহারের অযোগ্য বলে ঘোষণা করা। (২) (verb intransitive) বিচারে দোষী সাব্যস্ত করা: The judge condemned the murderer to life imprisonment. condemnation (noun) নিন্দা; দোষারোপ। condemnable (adjective) নিন্দনীয়।
- English Word condensation Bengali definition [কন্ডেন্সেইশ্ন্] (noun) [uncountable noun] ঘনীভবন; সংক্ষেপণ; (রসায়ন) তরল অংশ বাদ দিয়ে বিভিন্ন যৌগিকের দুই বা অধিক পরমাণুর মিলন।