Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word comprehension Bengali definition [কম্‌প্রিহেন্‌শ্‌ন্‌] (noun) (১) উপলব্ধি; উপলব্ধের ক্ষমতা: The problem is beyond my comprehension.
  • English Word comprehensive Bengali definition [কম্‌প্রিহেন্‌সিভ্‌] (adjective) (১) সমন্বিত; বিভিন্ন অংশ অন্তর্ভুক্ত করে এমন: a comprehensive school, a comprehensive programme. (২) উপলব্ধি করার ক্ষমতাসম্পন্ন: He has a comprehensive mind.
  • English Word compress 1 Bengali definition [কাম্‌প্রেস] (verb transitive) (১) একত্র ঠাসা বা চাপা; সংক্ষিপ্ত করা; চাপ দিয়ে ছোট করা: to compress cotton or jute into bales তুলা বা পাটের গাঁট বাঁধা। (২) বক্তব্য অল্প কথায় প্রকাশ করা
  • English Word compress 2 Bengali definition [কমপ্রেস্‌] (noun) রক্তপাত বন্ধ করার জন্য কিংবা সেক দেওয়ার জন্য কিংবা জ্বর কমানোর জন্য ব্যবহৃত প্যাড বা কাপড়ের পুঁটলি: a cold compress /a hot compress ইত্যাদি।
  • English Word compression Bengali definition [কাম্‌প্রেশ্‌ন্‌] (noun) চাপ দিয়ে ছোট করা; একত্র ঠেসে রাখা; সংক্ষেপণসাধ্যতা; সংক্ষেপ: a compression of ideas. compressive (adjective) চাপ দিয়ে ছোট করতে সক্ষম; সংক্ষেপ করতে সক্ষম।
  • English Word comprise Bengali definition [কাম্‌প্রাইজ্‌] (verb transitive) অংশ সহযোগে গঠিত হওয়া; (অংশ বা অঙ্গরূপ) অন্তর্ভুক্ত করা: The house comprises 3 bedrooms, a kitchen and a living room. Women comprise a high proportion of our population.
  • English Word compromise Bengali definition [কম্‌প্রামাইজ্‌] (noun) [uncountable noun] আপস-মীমাংসা; বিরোধের এমন নিষ্পত্তি যাতে বিরোধীপক্ষগুলো সবাই কিছু ব্যাপারে ছাড় দেয়: The rival parties sought a comprise.  (verb transitive) (১) আপসে মীমাংসা করা(২) এমন কাজ করা যাতে কর্তার সততা বা সুনাম সম্পর্কে অন্যের সন্দেহ জন্মে: He promised that he wouldn’t do anything that might comprise him. compromising [কাম্‌প্রামাইজিঙ্] আপসমূলক: comprise attitude; আপসপ্রবণ; সন্দেহজনক: The boss was seen in comprise situation with the secretary.
  • English Word comptroller Bengali definition [কান্‌ট্রোউলা(র্‌)] (noun) controller শব্দটির ভিন্ন বানান: The Comptroller and Auditor General.
  • English Word compulsion Bengali definition [কাম্‌পাল্‌শ্‌ন্‌] (noun) [uncountable noun] বলপ্রয়োগে বাধ্য করা; জবরদস্তি; নিপীড়ন, শাসন; বাধ্যবাধকতা: We agreed to do it under compulsion.
  • English Word compulsive Bengali definition [কাম্‌পালসিভ্‌] (adjective) বাধ্য করতে পারে এমন ক্ষমতাসম্পন্ন; পীড়ন করা; এমন মানসিক অবস্থাসম্পন্ন যাতে নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ বাধ্যতামূলকভাবে করতে হয়: a compulsive TV viewer, যে টিভি না-দেখে স্থির থাকতে পারে না।
  • English Word compulsory Bengali definition [কাম্‌পাল্‌সারি] (adjective) বাধ্যতামূলক: Is Arithmetic a compulsory subject in your school? compulsorily (adverb)
  • English Word compunction Bengali definition [কাম্‌পাঙ্‌ক্‌শ্‌ন্‌] (noun) [uncountable noun] বিবেক-যন্ত্রণা; করুণামিশ্রিত মর্মযাতনা
  • English Word computation Bengali definition [কম্‌প্যিউটেইশ্‌ন্‌] (noun) [uncountable noun] গণনা; হিসাব; গণনার ফল: It will cost Taka 10,000 at the lowest compunction.
  • English Word compute Bengali definition [কাম্‌পিউট্] (verb transitive), (verb intransitive) গণনা করা, হিসাব করাcomputative (adjective) হিসাবমূলক। computable (adjective) হিসাব করা যায় এমন।
  • English Word computer Bengali definition [কাম্‌পিউটা(র্‌)] (noun) (১) হিসাবকারী; গণনাকারী(২) ইলেকট্রনিক যন্ত্রবিশেষ যার সাহায্যে তথ্যাদি সংরক্ষণ ও বিশ্লেষণ করা যায়micro computer ছোট আকারের কম্পিউটার।
  • English Word comrade Bengali definition [কম্‌রেইড্‌] (noun) (১) অন্তরঙ্গ সঙ্গী বা সহকর্মী; বিশ্বস্ত বন্ধুcomrades in arms সহযোদ্ধা। (২) সমাজতান্ত্রিক সমাজে সম্বোধনকালে ও নামোল্লেখকালে ব্যবহৃত: Comrade Lenin. comradeship (noun) বন্ধুত্ব; সহমর্মিতা।
  • English Word con 1 Bengali definition [কন্‌] (adverb) বিরুদ্ধেpro and con পক্ষে-বিপক্ষে: They argued pro and con for hours. the pros and cons (noun) পক্ষে-বিপক্ষে যুক্তিসমূহ।
  • English Word con 2 Bengali definition [কন্‌] (noun) (অশিষ্ট.) confidence-এর সংক্ষেপ
  • English Word concatenation Bengali definition [কন্‌ক্যাটিনেইশ্‌ন্‌] (noun) [uncountable noun] গ্রথিতকরণ; পরস্পর সংগ্রথিত বস্তু বা ঘটনা মালাconcatenate (verb intransitive) শ্রেণিবদ্ধ করা; সংগ্রন্থন করা।
  • English Word concave Bengali definition [কঙ্‌কেইভ্‌] (adjective) অবতল; ধনুকের ন্যায় ভিতরের দিকে বক্রতাযুক্ত: concave lenses. concavity [কঙ্‌কেইভাটি] (noun) অবতলতা।
  • English Word conceal Bengali definition [কান্‌সীল্] (verb transitive) গোপন করা; লুকিয়ে রাখা; গুপ্ত বা অব্যক্ত রাখা; ছদ্মবেশ পরানো: He concealed the fact that he was married. The bag of money was concealed under a heap of rubbish. concealment [কান্‌সীল্‌মান্‌ট্] (noun) গুপ্তকরণ; লুক্কায়ন; গোপন অবস্থা।
  • English Word concede Bengali definition [কান্‌সীড্] (verb transitive) মেনে নেওয়া; স্বীকার করা; অনুমতি দেওয়া: You must concede that our team had tried hard to win.
  • English Word conceit Bengali definition [কান্‌সীট্] (noun) [uncountable noun] (১) অতিমাত্রায় আত্মগর্ব; নিজের সম্পর্কে অত্যধিক উচ্চ ধারণা: It’s unbelievable that a man can be so full of conceit. (২) বুদ্ধিদীপ্ত মন্তব্য; সরস বাক্য ব্যবহার।  (verb transitive) (প্রাচীন প্রয়োগ) কল্পনা করা। in one’s own conceit আপন বিচারে। conceited (adjective) আত্মাভিমানী। conceitless (adjective) মূর্খ।
  • English Word conceive Bengali definition [কান্‌সীভ্‌] (verb transitive), (verb intransitive) (১) ধারণা করা; কল্পনা করা: I conceived that there must be some difficulties in the task. I cannot conceive of such a thing. (২) (verb transitive), (verb intransitive) গর্ভবতী হওয়া; গর্ভধারণ করাconceivable [কন্‌সীভাব্‌ল্‌] (adjective) কল্পনাসাধ্য। conceivably (adverb)
  • English Word concentrate Bengali definition [কন্‌স্‌ন্‌ট্রেট্] (verb transitive), (verb intransitive) (১) একই কেন্দ্রীভূত করানো বা হওয়া(২) পূর্ণ মনোযোগ দেওয়া(৩) বাষ্পীভবনের মাধ্যমে দ্রবণাদি গাঢ় করা
  • English Word concentration Bengali definition [কন্‌স্‌ন্‌ট্রেইশ্‌ন্‌] (noun) পূর্ণ মনোযোগ: Her work as a simultaneous translator requires strong powers of concentration. (২) কেন্দ্রীকরণ; এক স্থানে জড়ো অবস্থা: There is a heavy concentration of enemy troops on the borders. concentration camp যুদ্ধবন্দি কিংবা অসামরিক ব্যক্তিদের আটক রাখার স্থান: Nazi concentration camp.
  • English Word concentric Bengali definition [কান্‌সেন্‌ট্রিক্] (adjective) concentric with (জ্যামিতি) এককেন্দ্রিক; এককেন্দ্রবিশিষ্ট; সমকেন্দ্র: concentric circles. concentricity (noun) এককেন্দ্রিকতা।
  • English Word concept Bengali definition [কান্‌সেপ্‌ট্] (noun) [countable noun] ধারণা: the concept of progress, প্রগতির ধারণা।
  • English Word conception Bengali definition [কান্‌সেপ্‌শ্‌ন্‌] (noun) [uncountable noun] (১) কল্পনা; পরিকল্পনা; কোনো বিষয়কে বোঝার মানসিক অবস্থা: You have no conception of what conditions are like. (২) গর্ভাবস্থা; গর্ভধারণ
  • English Word concern 1 Bengali definition [কান্‌সান্‌] (noun) [countable noun] (১) কোনো বিষয় যাতে কেউ উৎসাহী বা যা কারো কাছে গুরুত্বপূর্ণ: It is no concern of yours. (২) ব্যবসা বা উদ্যোগ: This shop is our family concern. a going concern লাভজনক চালু ব্যবসা। (৩) উদ্বেগ: There is no cause for concern. he will come round soon.