Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word completion Bengali definition [কাম্‌প্লীশ্‌ন্‌] (noun) [uncountable noun] সম্পূর্ণতা; সম্পূর্ণকরণ: He went to America on completion of his studies.
  • English Word complex 1 Bengali definition [কম্‌প্লেক্‌স্‌ America(n) কম্‌প্লেক্‌স্‌] (adjective) পরস্পরসম্পর্কিত অংশ নিয়ে গঠিত; জটিল; যৌগিক; দুর্বোধ্য: A complex argument/situation.
  • English Word complex 2 Bengali definition [কম্‌প্লেক্‌স্‌] (noun) [countable noun] (১) সম্পর্কিত অংশ নিয়ে গঠিত জটিল গঠন; জটিলভাবে সম্পর্কিত অসদৃশ অংশসমূহ: an industrial complex. (২) (মনোবিজ্ঞান) (অস্বাভাবিক) মনের স্বাভাবিক অবস্থালোপী ধারণাসমূহ; মনোবিকৃতি; চিত্তাচ্ছন্নতা; গূঢ়ৈষা; অবদমিত প্রেষণা কিংবা অতীত ঘটনা দ্বারা সমাচ্ছন্ন একরৈখিক চিত্তভাব: He has a complex about his weight. He suffers from inferiority/superiority complex. দ্রষ্টব্য inferiority, দ্রষ্টব্য superiority.
  • English Word complexion Bengali definition [কাম্‌প্লেক্‌শ্‌ন্‌] (noun) [countable noun] স্বাভাবিক গাত্রবর্ণ; বিশেষত মুখের: She has a fair complexion; মেজাজ বা মনোভাব; চেহারা, রূপ বা আকার-প্রকার: The death of the General changed the complexion of the war, যুদ্ধের প্রকৃতি পালটে গেল, সম্ভাব্য ফলাফল পরিবর্তিত হলো ইত্যাদি।
  • English Word complexity Bengali definition [কাম্‌প্লেক্‌সাটি] (noun) জটিলতা; দুর্বোধ্যতা
  • English Word compliance Bengali definition [কাম্‌প্লাইআন্‌স্‌] (noun) [uncountable noun] পরের ইচ্ছাপূরণ বা ইচ্ছাপূরণে সম্মতি; মেনে নেওয়া; সম্মতি দেওয়া: He did it in compliance with your wishes; পরের মত বা ইচ্ছা মেনে নেওয়ার প্রবণতা; অত্যধিক পরানুগত্য।
  • English Word compliant Bengali definition [কাম্‌প্লেইন্‌ট্] (adjective) অন্যের ইচ্ছাপূরণে সম্মত; নমনশীল; ভদ্র
  • English Word complicate Bengali definition [কম্‌প্লিকেইট্‌] (verb transitive) জটিল করা; একত্র পাকানো বা জড়ানো; বিজড়িত করা বা ফাঁদে ফেলা; কোনো কিছুকে এমনভাবে জটিল করা যাতে তা দুঃসাধ্য বা দুর্বোধ্য হয়ে ওঠে: This complicates matters. complicated (adjective) বহু অংশে গঠিত জটিল; দুর্বোধ্য: a complicate matter; complicate business deals.
  • English Word complication Bengali definition [কম্‌প্লিকেইশ্‌ন্‌] [countable noun] (১) জটিলতা; দুর্বোধ্যতা; কোনো কিছু যা নতুন জটিলতা বা অসুবিধা যোগ করে: The revised statement of the witness added a further complication to the case. (২) (চিকিৎসাশাস্ত্র) নতুন রোগ বা রোগের নতুন মোড় নেওয়া যার ফলে নিরাময় কঠিন হয়ে পড়ে: He had influenza with complications.
  • English Word complicity Bengali definition [কাম্‌প্লিসাটি] (noun) [uncountable noun] complicity (in) দুষ্কর্মে সহযোগিতা
  • English Word compliment Bengali definition [কম্‌প্লিমান্‌ট্‌] (noun) [countable noun] (১) প্রশংসাসূচক; শ্রদ্ধাসূচক বা সৌজন্যসূচক কথা: The girl blushed at the compliment on her appearance. (২) (আনুষ্ঠানিক) শ্রদ্ধাজ্ঞাপন; শুভেচ্ছা: The food is delicious, my compliments to the chef; with the author’s compliments.  (verb transitive) প্রশংসা করা; তোষণ করা; সশ্রদ্ধ উপহার প্রদান করা (কাউকে, কোনো কিছুর জন্য) : complimented him on his success.
  • English Word complimentary Bengali definition [কম্‌প্লিমেন্‌ট্রি] (adjective) প্রশংসা বা শ্রদ্ধাজ্ঞাপক; শ্রদ্ধা বা সৌজন্যবশত প্রদত্ত; বিনামূল্যে প্রদত্ত: a complimentary ticket/copy of a book.
  • English Word comply Bengali definition [কাম্‌প্লাই] (verb transitive) পরের ইচ্ছা পূরণে সম্মত হওয়া; মেনে নেওয়া; মত দেওয়া: We cannot comply with your request. They have to comply with the rules of the organisation.
  • English Word component Bengali definition [কাম্‌পোউনান্‌ট্‌] (noun) গঠনে সহায়তাকারী অন্যতম উপাদান বা অংশ: components of the camera lens, ক্যামেরা লেন্সের অংশসমূহ।
  • English Word comport Bengali definition [কাম্‌পোট্‌] (verb transitive), (verb intransitive) (আনুষ্ঠানিক) (১) (সাধারণত reflexive) আচরণ করা: comport oneself repulsively. (২) comport with সামঞ্জস্যপূর্ণ/সংগতিপূর্ণ হওয়া: Your behaviour don’t comport with your position. comportment (noun) আচরণ; চালচলন।
  • English Word compose Bengali definition [কাম্‌পোউজ্‌] (verb transitive) (১) একত্র হয়ে বা একত্র করে গঠন করা: Water is composed of oxygen and hydrogen. This class is composed of 100 students. (২) রচনা বা সৃজন করা, যেমন কবিতা বা সংগীত, স্বরলিপি: He composed a poem/a song/a speech. (৩) ছাপার জন্য মুদ্রাক্ষর সাজানো। দ্রষ্টব্য compositor. (৪) শান্ত হওয়া; আবেগ বা চিন্তার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা: I can compose my thought. After the scene she tried her best to compose herself.
  • English Word composer Bengali definition [কাম্‌পোউজা(র্‌)] (noun) কোনো কিছু রচনাকারী; বিশেষত সংগীত রচনা করে এমন ব্যক্তি
  • English Word composite Bengali definition [কম্‌পাজিট্] (adjective) বিভিন্ন অংশ বা উপাদানে গঠিত; যৌগিক: a composite illustration দুই বা ততোধিক অংশ জোড়া দিয়ে গঠিত রেখাচিত্র ইত্যাদি।
  • English Word composition Bengali definition [কম্‌পাজিশ্‌ন্‌] (noun) (১) রচনা বা রচনা কৌশল; বিশেষত সাহিত্য রচনা বা সংগীত রচনা(২) কোনো কিছু যা রচিত বা গঠিত; যথা- একটি কবিতা, একটি বই, একটি সংগীত বা চিত্রায়িত করা হবে বা আলোকচিত্র নেওয়া হবে এমন বস্তুসমষ্টি ও সুশৃঙ্খল একত্রীকরণ
  • English Word compositor Bengali definition [কাম্‌পজিটা(র্‌)] (noun) ছাপাখানায় মুদ্রণের জন্য যে ব্যক্তি মুদ্রাক্ষর বা টাইপ সাজায়
  • English Word compost Bengali definition [কম্‌পস্‌ট্‌] (noun) মিশ্র সার; বিভিন্ন জৈব উপাদানে প্রস্তুত সার
  • English Word composure Bengali definition [কাম্‌পোউজা(র্‌)] (noun) শান্তি; স্থৈর্য; আত্মসংবরণ: He behaved with great composure.
  • English Word compote Bengali definition [কম্‌পট্] (noun) চিনির সিরাপে সংরক্ষিত ফল
  • English Word compound 1 Bengali definition [কম্‌পাউন্‌ড্‌] (verb transitive) (১) মিশ্রিত বা একত্র করা বা হওয়া; উপাদানসমূহের মিশ্রণে নতুন কিছু তৈরি করা: compound of a medicine. (২) মীমাংসা করা (ঋণ কিংবা বিবাদ): He compounded with his creditors.
  • English Word compound 2 Bengali definition [কম্‌পাউন্‌ড্] (noun), (adjective) (১) দুই বা ততোধিক সংযুক্ত অংশ নিয়ে গঠিত: Common salt is a compound of sodium and chlorine. (২) (ব্যাকরণ) দুই বা ততোধিক অংশ নিয়ে গঠিত শব্দ বা বাক্য (bus conductor; dining room). compound sentence যৌগিক বাক্য। and, but ইত্যাদি দ্বারা যুক্ত দুটি co-ordinate clause একটি বাক্য গঠন করলে তা compound sentence (Karim came but Rahim didn’t; Rina sang and Lila danced). (৩) মিশ্রিত বা যৌগিক; (গণিত) বিভিন্ন জাতীয় সংখ্যা, রাশি, মান প্রভৃতি সংবলিত (compound addition), (গণিত) চক্রবৃদ্ধিcompound interest চক্রবৃদ্ধি হারে সুদ।
  • English Word compound 3 Bengali definition [কম্‌পাউন্‌ড্] (noun) পরিবেষ্টিত জায়গা যার মধ্যে দালানকোঠা, অফিসগৃহ ইত্যাদি আছে
  • English Word compounder(e) Bengali definition [কম্‌পাউন্‌ডা(র্‌)] (noun) (প্রধানত ভারতবর্ষে) সেনাবাহিনীতে অথবা সরকারি হাসপাতালে ওষুধ প্রস্তুতকারী কর্মচারী
  • English Word comprador Bengali definition [কম্‌প্রাডোউ] (noun) মুৎসুদ্দি; বিদেশি প্রতিষ্ঠানের দেশীয় দালাল; বেনিয়া; (লাক্ষণিক) বিদেশি শক্তি/রাষ্ট্রের দেশীয় দালাল।
  • English Word comprehend Bengali definition [কম্‌প্রিহেন্‌ড্] (verb transitive) (১) উপলব্ধি করা; বোঝা(২) অন্তর্ভুক্ত করা
  • English Word comprehensible Bengali definition [কম্‌প্রিহেন্‌সিব্‌ল্] (adjective) বোধগম্যcomprehensibility (noun) বোধগম্যতা।