C পৃষ্ঠা ৩৯
- English Word comparison Bengali definition [কাম্প্যারিস্ন্] (noun) (১) [uncountable noun] তুলনা। by comparison তুলনামূলকভাবে। in comparison with কিছুর বা কারো সঙ্গে তুলনা করলে। (২) তুলনামূলক বিচার। (৩) তুলনাসাধ্যতা। bear/stand comparison with কারো বা কিছুর সমকক্ষ বা তার চেয়ে উৎকৃষ্ট বলে প্রতিপন্ন হতে পারা: That’s a good pen, but it won’t stand comparison with this.
- English Word compartment Bengali definition [কাম্পা:ট্মান্ট্] (noun) (বিশেষত রেলগাড়ির) পৃথকভাবে ভাগ করা কামরা। compartmentalize, compartmentalise [কম্পা:ট্মেনটালাইজ] (verb transitive) কামরায় শ্রেণিতে বিভক্ত করা।
- English Word compass 1 Bengali definition [কাম্পাস্] (noun) (১) (magnetic) compass দিকনির্ণয় যন্ত্র; কম্পাস। (২) (প্রাচীন প্রয়োগ) pair of compasses বৃত্ত বা বৃত্তচাপ আঁকার জন্য ব্যবহৃত v –আকৃতির অঙ্কনশলাকা। (৩) পরিধিসীমা।
- English Word compass 2 Bengali definition [কাম্পাস্] (verb transitive) (=encompass) পরিবেষ্টন করা; ঘেরাও করা।
- English Word compassion Bengali definition [কাম্প্যাশ্ন্] (noun) [uncountable noun] করুণা; সমবেদনা। compassionate করুণাময়; করুণাপ্রদর্শনকর: compassionate leave.
- English Word compatible Bengali definition [কাম্প্যাটাব্ল্] (adjective) compatible (with) (ধারণা, যুক্তি, নীতি ইত্যাদি প্রসঙ্গে) সুসঙ্গত; উপযুক্ত। compatibly [কাম্প্যাটাআব্লি] (adverb) সুসঙ্গতভাবে। compatibility (noun) [uncountable noun] সুসঙ্গতি; উপযুক্ততা।
- English Word compatriot Bengali definition [কাম্প্যাটরিআট্ America(n) কাম্পেইট্] (noun) স্বদেশবাসী।
- English Word compeer Bengali definition [কম্পিআ(র্)] (noun) (মর্যাদা বা ক্ষমতায়) সমকক্ষ ব্যক্তি।
- English Word compel Bengali definition [কাম্পেল্] (verb transitive) (compelled, compelling, compels) (১) (কাউকে বা কোনো কিছু করতে) বাধ্য করা; বাধ্য করানো। (২) compel (from) জোর করে আদায় করা।
- English Word compendious Bengali definition [কাম্পেন্ডিআস্] (adjective) (গ্রন্থকার, গ্রন্থ ইত্যাদি) সংক্ষেপে প্রচুর তথ্য সরবরাহকারী; সংক্ষিপ্ত অথচ তথ্যবহুল।
- English Word compendium Bengali definition [কাপেন্ডিআম্] (noun) সংক্ষিপ্ত ও তথ্যবহুল সংক্ষিপ্তসার।
- English Word compensate Bengali definition [কম্পেন্সেইট্] (verb transitive), (verb intransitive) ক্ষতিপূরণ করা; খেসারত দেওয়া। compensatory [কাম্পেন্সাটারি America(n) [কাম্পেন্সেইটারি] (adjective) ক্ষতিপূরণমূলক।
- English Word compensation Bengali definition [কম্পেন্সেইশ্ন্] (noun) [uncountable noun] ক্ষতিপূরণ।
- English Word compére Bengali definition [কম্পেআ(র্)] (noun) (ফরাসি) (রেস্তোরাঁর বা বেতারের) বিনোদন অনুষ্ঠানের সংগঠন এবং শ্রোতা-দর্শকদের সামনে শিল্পীদের পরিচয়প্রদানকারী ব্যক্তি।
- English Word compete Bengali definition [কম্পীট্] (verb intransitive) প্রতিযোগিতা বা পরীক্ষায় অংশ নেওয়া; প্রতিদ্বন্দ্বিতা করা।
- English Word competence Bengali definition [কম্পিটান্স্] (noun) (১) যোগ্যতা; সামর্থ্য। (২) পর্যাপ্ততা; স্বচ্ছন্দে জীবনযাপন করার মতো আয়। (৩) আইনগত যোগ্যতা।
- English Word competent Bengali definition [কম্পিটান্ট্] (adjective) (১) (ব্যক্তি সম্বন্ধে) উপযুক্ত; সক্ষম; দক্ষ। (২) (গুণ সম্বন্ধে) পর্যাপ্ত। competently (adverb) competition [কম্পাটিশ্ন্] (noun) প্রতিযোগিতা; প্রতিদ্বন্দ্বিতা।
- English Word competitive Bengali definition [কাম্পেটাটিভ্] (adjective) প্রতিযোগিতামূলক; প্রতিযোগিতাপূর্ণ।
- English Word competitor Bengali definition [কামপেটিটা(র্)](noun) প্রতিযোগী।
- English Word compilation Bengali definition [কম্পিলেইশ্ন্] (noun) [uncountable noun] সংকলনের কাজ; সংকলিত বিষয়। compilationr (noun) সংকলক।
- English Word compile Bengali definition [কাম্পাইল্] (verb transitive) (১) তথ্যাদি সংগ্রহের মাধ্যমে পুস্তক তালিকা প্রতিবেদন ইত্যাদিতে বিন্যস্ত করা; সংকলন করা। (২) (কম্পিউটার)কোনো উঁচু স্তরের ভাষার নির্দেশতালিকা এমনভাবে রূপান্তর করা যা যন্ত্র (কম্পিউটার)বুঝতে পারে এবং কাজে ব্যবহার করতে পারে।
- English Word complacence Bengali definition [কাম্প্লেইস্ন্স্] (noun) [uncountable noun] আত্মতুষ্টি; আত্মপ্রসাদ; পরিতৃপ্তি। complacency (noun)
- English Word complacent Bengali definition [কাম্প্লেইস্ন্ট্] (adjective) আত্মতুষ্ট; পরিতৃপ্ত। complacently (adverb)
- English Word complain Bengali definition [কাম্প্লেইন্] (verb intransitive) complain (to somebody) (about/of something) (কারো কাছে কোনো বিষয়ে) অসন্তোষ; অন্যায়; দুর্ভোগ; যন্ত্রণা ইত্যাদি প্রকাশ করা; অভিযোগ করা; নালিশ জানানো। complainingly (adverb)
- English Word complainant Bengali definition [কাম্প্লেইনান্ট্] (noun) (আইন সম্বন্ধীয়) বাদী; ফরিয়াদি।
- English Word complaint Bengali definition [কাম্প্লেইন্ট্] (noun) (১) নালিশ; অভিযোগ; নালিশের বা অভিযোগের কারণ: Some children are full of complaints about their food. (২) পীড়া; অসুস্থতা।
- English Word complaisance Bengali definition [কাম্প্লেইজান্স্] (noun) [uncountable noun] মনের স্বচ্ছন্দ প্রকৃতি; অপরকে সন্তুষ্ট করার আগ্রহ বা ইচ্ছা; পরম সৌজন্য। complaisant [কাম্প্লেইজান্ট্] (adjective) অপরের সন্তোষ উৎপাদনে আগ্রহী; সৌজন্যপূর্ণ।
- English Word complement Bengali definition [কম্প্লিমান্ট্] (noun) যা কোনো কিছুকে পূর্ণ করে; প্রয়োজনীয় পূর্ণ সংখ্যা যা পরিমাণ; পূরক। complementary [কম্প্লিমেন্টরি] (adjective) পূরক। (verb transitive)পূরণ করা।
- English Word complete 1 Bengali definition [কাম্প্লীট্] (adjective) (১) সম্পূর্ণ: Complete poems of Wordsworth. (২) সমাপ্ত; যা শেষ করা হয়েছে: He has completed his studies. (৩) পুরোপুরি; সর্বতোভাবে: He is a complete stranger to me. completely (adverb) completeness (noun)
- English Word complete 2 Bengali definition [কাম্প্লীট্] (verb transitive) সম্পন্ন করা; শেষ করা; পূর্ণাঙ্গ করা: The building is not completed yet. He has to complete his studies.