Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word commoner Bengali definition [কমানা(র্‌)] (noun) সাধারণ লোক (অভিজাত সম্প্রদায়ের কেউ নয়)।
  • English Word commonplace Bengali definition [কমান্‌প্লেইস্‌] (adjective) গতানুগতিক; বৈশিষ্ট্যহীন। □ (noun) গতানুগতিক মন্তব্য, ঘটনা ইত্যাদি।
  • English Word commons Bengali definition [কমান্‌জ্‌] (noun) (plural) the commons (প্রাচীন প্রয়োগ) সাধারণ লোকthe House of Commons সাধারণ লোক কর্তৃক নির্বাচিত পরিষদ; ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ; লোকসভা।
  • English Word commonwealth Bengali definition [কমান্‌ওয়েলথ্‌] (noun) (১) রাষ্ট্র; সাধারণ মঙ্গলের জন্য রাজনৈতিকভাবে সম্মিলিত রাষ্ট্রপুঞ্জ(২) the Commonwealth গ্রেট ব্রিটেনের প্রাক্তন উপনিবেশসমূহের (বর্তমানে যেগুলো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র) সমন্বয়ে গঠিত মৈত্রীজোট
  • English Word commotion Bengali definition [কমোউশ্‌ন্‌] (noun) [uncountable noun] হৈচৈ; উত্তেজনা। [countable noun] উত্তেজনার ঘটনা; আন্দোলন; বিক্ষোভ।
  • English Word communal Bengali definition [কমিউন্‌ল্‌] (adjective) (১) সাম্প্রদায়িক; প্রাদেশিক(২) যৌথ; এজমালিcommunalism [কমিউনালিজ্‌ম্‌] (noun) [uncountable noun] বিশেষত কোনো ধর্মসম্প্রদায়ের উগ্র জাতীয় চেতনা, যা অন্য সম্প্রদায়ের প্রতি দুর্ব্যবহার বা সহিংসতার জন্ম দেয়।
  • English Word commune 1 Bengali definition [কামিউন্‌] (verb intransitive) commune (together) (with) একাত্মবোধ করা; পরস্পর নিবিড়ভাবে ভাব বিনিময় করা; অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কথা বলা
  • English Word commune 2 Bengali definition [কমিঊন্‌] (noun) (১) (ফ্রান্স, বেলজিয়াম, ইতালি, স্পেনে) স্বশাসিত ক্ষুদ্রতম প্রশাসনিক ইউনিট(২) সংঘ
  • English Word communicable Bengali definition [কামিঊনিকাব্‌ল্] (adjective) প্রদানযোগ্য; জানানো যোগ্য
  • English Word communicant Bengali definition [কামিঊনিকান্‌ট্‌] (noun) (১) (নিয়মিতভাবে যিশু খ্রিস্টের শেষ সান্ধ্যভোজ উৎসবে) প্রসাদ গ্রহণকারী ব্যক্তি(২) সংবাদদাতা
  • English Word communicate Bengali definition [কামিঊনিকেইট্‌] (verb transitive), (verb intransitive) (১) communicate something (to) অন্যকে প্রদান করা; অন্য কারো মধ্যে বা অন্য কিছুতে সঞ্চারিত করা(২) communicate with আদান-প্রদান বা বিনিময় করা (বার্তা ইত্যাদি); যোগাযোগ করা(৩) অবহিত করা(৪) (ঘর, সড়ক, বাগান ইত্যাদি) যুক্ত হওয়াcommunicating rooms সংযোগকারী দরজাবিশিষ্ট কক্ষ।
  • English Word communication Bengali definition [কামিঊনিকেইশ্‌ন্‌] (noun) (১) [uncountable noun] আদান-প্রদান; যোগাযোগ(২) [countable noun] বার্তা; চিঠিপত্র(৩) [countable noun, uncountable noun] যোগাযোগের মাধ্যম; সড়ক, রেলপথ, টেলিফোন, রেডিও ও টেলিভিশনcommunication cord বিপদকালে ট্রেনের কামরায় স্থাপিত যে শিকল টেনে ট্রেন থামানেো যায়।
  • English Word communicative Bengali definition [কামিঊনিকাটিভ্‌ America(n) [কামিঊনিকেইটিভ্‌] (adjective) কথা বলায় ও বার্তা প্রদানে আগ্রহী; আলাপী
  • English Word communion Bengali definition [কামিঊনিআন্‌] (noun) (১) অভিন্ন লোকঐতিহ্য; অংশগ্রহণ(২) [uncountable noun] ভাবের আদান-প্রদান; আলাপ; যোগাযোগ(৩) একই ধর্মবিশ্বাস বিশিষ্ট ব্যক্তিদের দল(৪) (Holy) communion (খ্রিষ্টান গির্জার) যিশু খ্রিস্টের শেষ ভোজ উপলক্ষে অনুষ্ঠান
  • English Word communiqué Bengali definition [কামিঊনিকেই] (noun) ইশতেহার; সরকারি ঘোষণা
  • English Word communism Bengali definition [কমিউনিজাম্‌] (noun) [uncountable noun] (১) সাম্যবাদ; শ্রেণিবৈষম্য বিলোপসম্পর্কিত মার্কসীয় দর্শন(২) (কথ্য) কমিউনিস্ট বা শ্রমিক দল ক্ষমতা গ্রহণের রাজনৈতিক ব্যবস্থাcommunist (noun) মার্কসীয় দর্শনে বিশ্বাসী বা এর সমর্থনকারী ব্যক্তি।  (adjective) সাম্যবাদী।
  • English Word community Bengali definition [কামিঊনাটি] (noun) (plural communities) (১) the community সমাজ; একই অঞ্চল বা দেশে বসবাসকারী মানবগোষ্ঠীcommunity centre (সর্বসাধারণের শিক্ষা ও বিনোদনের জন্য ব্যবহৃত) সমাজভবন। community chest (America(n)) জনকল্যাণ তহবিল। (২) সম্প্রদায়(৩) একসঙ্গে সমভাবে অংশগ্রহণের অবস্থাin community একসঙ্গে। community singing সংগঠিত সমবেত সংগীত।
  • English Word commutable Bengali definition [কামিঊটাব্‌ল্] (adjective) commutable in to/for বিনিময়যোগ্য; পরিবর্তনসাধ্য
  • English Word commutation Bengali definition [কমিঊটেইশ্‌ন্‌] (noun) (১) [uncountable noun] বিনিময়; পরিবর্তন; এক ধরনের পরিবর্তে অন্য ধরনের মূল্য প্রদান (যেমন সেবার পরিবর্তে অর্থ)। (২) [countable noun] হ্রাসকৃত শাস্তি(৩) commutation ticket (America(n)) সিজন-টিকিট
  • English Word commutator Bengali definition [কমিঊটেইটা(র্‌)] (noun) বিদ্যুৎপ্রবাহের দিক পরিবর্তনকারী যন্ত্র; কমুটেটর
  • English Word commute Bengali definition [কামিঊট্] (verb transitive), (verb intransitive) (১) commute (into/for) বিনিময় করা; এক ধরনের পরিবর্তে অন্য ধরনে পরিশোধ করা: commute one’s pension for a lump sum. (২) commute (to) শাস্তির কঠোরতা হ্রাস করা: commute a death sentence to one of life-term imprisonment. (৩) ট্রেন, বাস ইত্যাদিতে নিয়মিত কর্মস্থলে যাতায়াত করাcommuter (noun) যে ব্যক্তি ট্রেন, বাস ইত্যাদিতে নিয়মিত কর্মস্থলে যাতায়াত করে।
  • English Word compact 1 Bengali definition [কম্‌প্যাক্‌ট্‌] (noun) চুক্তি; পারস্পরিক শর্ত
  • English Word compact 2 Bengali definition [কাম্‌প্যাক্‌ট্‌] (adjective) নিবিড়, ঘন; ঘনবিন্যস্ত; ঠাসাঠাসিcompactly (adverb) compactness (noun)
  • English Word compact 3 Bengali definition [কম্‌প্যাক্‌ট্‌] (noun) পাউডার রাখার ক্ষুদ্র কৌটাবিশেষ
  • English Word companion 1 Bengali definition [কাম্‌প্যানিআন্‌] (noun) (১) সঙ্গী; সহচর(২) অন্যের কাজ আনন্দ দুর্ভাগ্য ইত্যাদিতে অংশীদার(৩) সমমনা ব্যক্তি; একই রকম রুচি বা স্বার্থের অধিকারী ব্যক্তি(৪) জোড়ার একটি; অনুপূরক(৫) বেতনভুক পার্শ্বচর(৬) সারগ্রন্থ বা সহায়ক গ্রন্থcompanionable (adjective) সঙ্গী হওয়ার যোগ্য; মিশুক। companionship সঙ্গ; সাহচর্য।
  • English Word companion 2 Bengali definition [কাম্‌প্যানিআন্‌] (noun) (সাধারণত)companion way নিচের কেবিনে সূর্যালোক আসার জন্য জাহাজের পাটাতনের উপর উঁচু করে তৈরি কাঠগড়া
  • English Word company Bengali definition [কাম্‌পানি] (noun) (১) [uncountable noun] সঙ্গ; সংসর্গ; সাহচর্যin company (with) সঙ্গে। keep company with somebody (কারো) সঙ্গে থাকা বা চলা। part company (with somebody) (কাউকে) ছেড়ে যাওয়া। (২) [uncountable noun] অতিথিবৃন্দ(৩) সহচরবৃন্দ(৪) (প্রায়ই শব্দসংক্ষেপ Co); [countable noun] (plural companies) বণিকসংঘ; কোম্পানি(৫) একসঙ্গে কর্মরত দল(৬) ক্যাপ্টেন বা মেজরের অধীন পদাতিক বাহিনীর উপরিভাগবিশেষ
  • English Word comparable Bengali definition [কম্‌পারাব্‌ল্‌] (adjective) comparable (to/with) তুলনীয়; তুল্য; সমতুল
  • English Word comparative Bengali definition [কাম্‌প্যারাটিভ্‌] (adjective) (১) তুলনামূলক: comparative study. (২) অপেক্ষাকৃত অন্যের তুলনায়(৩) (ব্যাকরণ) দুইয়ের মধ্যে অধিক বোঝানোর জন্য বিশেষণ বা ক্রিয়াবিশেষণ। □ (noun) (ব্যাকরণ) তুলনামূলক মাত্রা: ‘longer’ is comparative of ‘long’. comparatively (adverb)
  • English Word compare Bengali definition [কাম্‌পেআ(র্‌)] (verb transitive), (verb intransitive) (১) compare (with) তুলনা করাcomparenotes মতামত বা ধারণা বিনিময় করা। (২) compare to পরস্পরের মধ্যে মিল বা সম্পর্ক নির্দেশ করা: This work cannot be compared to that one, they are quite different. (৩) compare (with) সমান হওয়া বা তুল্য হওয়া। □ (noun) (কাব্যিক) তুলনা। beyond/past/without compare তুলনাহীন: She is lovely beyond compare.