C পৃষ্ঠা ৩৭
- English Word commandant Bengali definition [কমান্ড্যান্ট্] (noun) আদেশদানকারী অফিসার।
- English Word commandeer Bengali definition [কমান্ডিআ(র্)] (verb transitive) সামরিক প্রয়োজনে জোরপূর্বক ঘরবাড়ি, মালামাল, গাড়িঘোড়া দখল করা।
- English Word commander Bengali definition [কামা:নডা(র্) America(n) কাম্যান্ডার্] (noun) সেনাপতি; আদেশপ্রদানকারী বা নিয়ন্ত্রণকারী অফিসার; অধিনায়ক। commander-in- chief (noun) সর্বাধিনায়ক।
- English Word commandment Bengali definition [কামান্মান্ট্ America(n) কাম্যান্ড্মান্ট্] (noun) ঐশ্বিক আদেশ। the Ten Commandments ওল্ড টেস্টামেন্টে বর্ণিত মুসা নবিকে প্রদত্ত খোদার দশটি বিধান।
- English Word commando Bengali definition [কামান্ডো America(n) কাম্যান্ডো] (noun) (plural commandos or commandoes) আক্রমণ অভিযান চালানোর উদ্দেশ্যে বিশেষভাবে বাছাইকৃত এবং প্রশিক্ষিত বাহিনী; (-এর সদস্য)।
- English Word commemorate Bengali definition [কামেমারেইট্] (verb transitive) কোনো ব্যক্তি বা ঘটনাকে স্মরণীয় করে রাখা বা ঐ ব্যক্তি বা ঘটনার সম্মানে অনুষ্ঠানাদি করা। commemorative (adjective) স্মৃতিরক্ষামূলক স্মারক: commemorate stamps.
- English Word commemoration Bengali definition [কামেমারেইশ্ন্] (noun) [uncountable noun] স্মৃতিরক্ষণ; স্মৃতিরক্ষার্থে অনুষ্ঠান।
- English Word commence Bengali definition [কামেন্স্] (verb transitive), (verb intransitive)(আনুষ্ঠানিক) আরম্ভ করা বা হওয়া। commencement (noun) (১) আরম্ভ। (২) আমেরিকার বিশ্ববিদ্যালয়ে (এবং কেম্ব্রিজ ও ডাবলিনে) ডিগ্রি প্রদান অনুষ্ঠান।
- English Word commend Bengali definition [কমেন্ড্] (verb transitive) (১) commend somebody (on/upon something); commend somebody/something (to somebody) প্রশংসা করা; যোগ্য বলে সুপারিশ করা। (২) বিশ্বাসের সঙ্গে কাউকে কিছু অর্পণ করা: commend one’s soul to God. (৩) commend oneself/itself to গ্রহণীয় হওয়া: The proposal did not commend itself to me. commendable (adjective) প্রশংসনীয়। commendation [কামেনডেইশ্ন্] (noun) [uncountable noun] প্রশংসা; অনুমোদন।
- English Word commensurable Bengali definition [কামেনশারাব্ল্] (adjective) commensurable (to/with) একই নাম দ্বারা পরিমেয়; প্রমেয়।
- English Word commensurate Bengali definition [কামেনশারাট্] (adjective) commensurate (to/with) যথাপরিমাণ; যথোপযুক্ত: The is not commensurate with this work.
- English Word comment Bengali definition [কমেন্ট্] (noun) [countable noun, uncountable noun] মন্তব্য; টীকা; সমালোচনা। no comment মন্তব্য নিষ্প্রয়োজন। (verb intransitive) comment (on/upon) কিছু সম্পর্কে মন্তব্য করা; মতামত দেওয়া।
- English Word commentary Bengali definition [কমান্ট্রি America(n) [কমান্টেরি] (noun) (plural commentaries) (১) মন্তব্য; টীকা। (২) ভাষ্য; বিবরণী। a running commentary ধারাভাষ্য। commentate [কামান্টেইট্] (verb intransitive) commentate on ভাষ্য বা বিবরণী প্রদান করা। commentator [কমান্টেইটা(র্)] (noun) ভাষ্যকার; ভাষালেখক।
- English Word commerce Bengali definition [কমাস্] (noun) [uncountable noun] বাণিজ্য; পণ্যবিনিময়। Chamber of commerce বাণিজ্যসমিতি; বণিকসংঘ।
- English Word commercial Bengali definition [কামাশ্ল্] (adjective) বাণিজ্যিক। □ (noun) [countable noun] রেডিও বা টেলিভিশন অনুষ্ঠানের ভিতর প্রচারিত বিজ্ঞাপন: rest of the news after the commercial. commercially [কামাশালি] (adverb) বাণিজ্যিকভাবে। commercialize (verb transitive) বাণিজ্যিক পণ্যে পরিণত করা; নিছক অর্থোপার্জনের জন্য কিছু করা।
- English Word commiserate Bengali definition [কামিজারেইট্] (verb intransitive) commiserate with সমবেদনা অনুভব করা বা জানানো। commiseration (noun) [countable noun, uncountable noun] কারো জন্য সমবেদনা (-এর প্রকাশ)।
- English Word commissar Bengali definition [কামিসা:(র্)] (১) (প্রাচীন প্রয়োগ) রাশিয়ার যেকোনো সরকারি বিভাগের অধ্যক্ষ। (২) অধুনালুপ্ত সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনীর রাজনৈতিক কর্মকর্তা।
- English Word commissariat Bengali definition [কামিসেআরিআট্] (noun) (১) (প্রাচীন প্রয়োগ) রাশিয়ার সরকারি বিভাগ। (২) (প্রাচীন প্রয়োগ) সেনাবাহিনীর জন্য খাদ্য ও অন্যান্য দ্রব্যসম্ভার সরবরাহের ভারপ্রাপ্ত বিভাগ। (৩) খাদ্যসরবরাহ।
- English Word commissary Bengali definition [কমিসারি America(n) কমিসেরি] (noun) (plural commissaries) (১) (আনুষ্ঠানিক) প্রতিনিধি। (২) (প্রাচীন প্রয়োগ) সেনাবাহিনীর খাদ্য সরবরাহকারী কর্মকর্তা। commissary general (noun) সেনাবাহিনীর খাদ্য ও রসদ সরবরাহকারী দফতরের প্রধান।
- English Word commission Bengali definition [কামিশ্ন্] (noun) (১) [uncountable noun] অন্যকে ক্ষমতা অর্পণ; [countable noun] ক্ষমতা অর্পণের ঘটনা; যে বিষয়ে ক্ষমতা দেওয়া হয়। (২) [uncountable noun] সম্পাদন: commission of crimes. (৩) দালালি কমিশন। (৪) কর্তৃত্ব অর্পণকারী সনদ; সেনাবাহিনীতে নিয়োগের সরকারি সনদ। (৫) নির্দিষ্ট কর্মসম্পাদনে নিযুক্ত ব্যক্তিবর্গ; কমিশন: Public Service Commission. in commission (জাহাজ সম্বন্ধে) প্রয়োজনীয় লোকজন ও জিনিসপত্র নিয়ে সমুদ্রযাত্রার জন্য প্রস্তুত। out of commission প্রয়োজনমতো নিয়োগের উদ্দেশ্যে পৃথক করে রাখা হয়েছে এমন; (লাক্ষণিক) কর্মবিরতি; সভ্য নয় এমন। □ (verb transitive) ক্ষমতা অর্পণ করা, কর্মভার অর্পণ করা; নিযুক্ত করা: He has been commissioned to write a book. commissioned (adjective) সরকারি সনদবলে নিযুক্ত: commission officer.
- English Word commissionaire Bengali definition [কামিশানেআ(র্)] হোটেল সিনেমা প্রভৃতির উর্দি পরিহিত দ্বাররক্ষক।
- English Word commissioner Bengali definition [কামিশানা(র্)] (noun) (১) বিশেষ দায়িত্বে নিযুক্ত ব্যক্তিবর্গ তথা কমিশনের সদস্য: Municipal Commissioner. (২) বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি: a commissioner for oaths. (৩) উচ্চ পদমর্যাদার প্রতিনিধি: The British High Commissioner in Dhaka.
- English Word commit Bengali definition [কামিট্] (verb transitive) (১) (সম্পাদন) করা: commit a crime/offence. (২) commit somebody/something to ভার অর্পণ করা; কারো বা কিছুর উপর দায়িত্ব সমর্পণ করা। commit to memory মুখস্থ করা। (৩) commit oneself to নিজেকে দায়ী করা; দায়িত্ব গ্রহণ করা। (৪) প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। commitment (noun) গৃহীত দায়িত্ব; অঙ্গীকার: commit to society.
- English Word committee Bengali definition [কামিটি] (noun) বিশেষ কাজ সম্পাদনের জন্য নির্বাচিত ব্যক্তিবর্গ; কমিটি; সমিতি। in committee কোনো কমিটির সদস্য হিসেবে কর্মরত।
- English Word commode Bengali definition [কামোউড্] (noun) (১) দেরাজওয়ালা আলমারি। (২) শয়নকক্ষ বা তৎসংলগ্ন স্থানে মলত্যাগের পাত্র; কমোড।
- English Word commodious Bengali definition [কামোউডিআস্] (adjective) স্থানবহুল; প্রশস্ত।
- English Word commodity Bengali definition [কামডাটি] (noun) (plural commodities) [countable noun] পণ্যদ্রব্য; প্রয়োজনীয় সামগ্রী।
- English Word commodore Bengali definition [কমাডোউ(র্)] (noun) ক্যাপটেনের উপর ও রিয়ার অ্যাডমিরালের নিচের পদমর্যাদাসম্পন্ন নৌবাহিনী অফিসার। Air commodore বিমানবাহিনীর অফিসার।
- English Word common 1 Bengali definition [কমান্] (adjective) (১) সর্বসাধারণের জন্য ভোগ্য/ব্যবহর্তব্য/স্বার্থে: common room; একাধিক ব্যক্তি দ্বারা সমভাবে ভোগ্য বা ব্যবহর্তব্য; এজমালি; সাধারণ: All the foreign students here had English as a common language. commonground (লাক্ষণিক) সবার কাছে গ্রহণীয় যুক্তির ভিত্তি। common knowledge যা প্রায় সবারই জানা। common factor/multiple সাধারণ উপাদান; সাধারণ গুণনীয়ক বা উৎপাদক। common law (ইংল্যান্ডে পুরনো প্রথা থেকে উদ্ভূত) অলিখিত আইন। the Common Market (the European Economic Community) ইউরোপীয় সাধারণ বাজার। a common nuisance গোটা সম্প্রদায়ের জন্য ক্ষতিকর কোনো অপরাধ। (২) গতানুগতিক, সচরাচর বা প্রায় সর্বত্র দেখা যায় এমন: a common flower. commonsense সাধারণ জ্ঞান। (৩) (কথ্য) (ব্যক্তি ও তাদের আচরণ ইত্যাদি প্রসঙ্গে) মামুলি; বাজে; ইতর; নিকৃষ্ট। commonly (adverb) সাধারণত; সচরাচর। (২) নিকৃষ্টভাবে; অতিসাধারণভাবে।
- English Word common 2 Bengali definition [কমান্] (noun) (১) [countable noun] (সাধারণত কোনো গ্রামের ভিতর বা পাশে) সর্বসাধারণের ব্যবহারের জন্য খোলা জায়গা। (২) সাধারণ কিছু। have in common (with) পরস্পরের মধ্যে কোনো ব্যাপারের মিল থাকা। in common with একসঙ্গে। out of the common অস্বাভাবিক।