Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word columbine Bengali definition [কলাম্‌বাইন্‌] (noun) ঝাঁক বাঁধা ঘুঘুর ন্যায় ফুল ও পাতাবিশিষ্ট বাগানবৃক্ষ
  • English Word column Bengali definition [কলাম্‌] (noun) (১) সাধারণত পাথর বা ইটের তৈরি স্তম্ভ; থাম(২) স্তম্ভাকৃতি কোনো বস্তু: a column of mercury in the thermometre. (৩) মুদ্রিত পৃষ্ঠার উল্লম্ব বিভাগ; (সংবাদপত্রের) একই বিষয়ের জন্য নির্ধারিত বিভাগ: sports column. (৪) স্তম্ভাকারে বিন্যস্ত সংখ্যাশ্রেণি(৫) স্তম্ভাকারে স্থাপিত সেনাদল; একটির পিছনে আর একটি একইভাবে সজ্জিত জাহাজের সারিcolumnist [কলাম্‌নিস্‌ট্‌] (noun) বিশেষ বিষয়ের উপর নিয়মিত লেখেন এমন সাংবাদিক।
  • English Word coma 1 Bengali definition [কোউমা] (noun) সাধারণত গুরুতর রোগাবস্থায় গাঢ়নিদ্রা; আচ্ছন্নতাbe in a coma /go into a coma গাঢ় নিদ্রাবস্থায় থাকা/উপনীত হওয়া। comatose [কোউমাটোস্‌] (adjective) গাঢ় নিদ্রাচ্ছন্ন; অচেতন।
  • English Word coma 2 Bengali definition [কোউমা] (noun) (১) (উদ্ভিদ) ঝাঁকড়া; গাছের মাথা; (জ্যোতির্বিদ্যা) ধূমকেতুর ঊর্ধ্ববিন্দুর অস্পষ্ট আবরণcomal, comate, comose, comous (adjective)
  • English Word comb Bengali definition [কোউম্‌] (noun) (১) চিরুনি(২) চিরুনিসদৃশ যন্ত্রাংশ(৩) মোরগ ইত্যাদির ঝুঁটি(৪) মৌচাক(৫) বড় ঢেউয়ের চূড়া।  (verb transitive), (verb intransitive) (১) চিরুনি দিয়ে (পশম ইত্যাদি) আঁচড়ানো(২) তন্ন তন্ন করে খোঁজা: comb a city in an effort to find somebody. (৩) combout (লাক্ষণিক) তন্ন তন্ন করে খুঁজে অবাঞ্ছিত ব্যক্তি বা বস্তু সরিয়ে ফেলা বা তা থেকে কোনো জায়গা মুক্ত করা
  • English Word combat Bengali definition [কম্‌ব্যাট্] (noun) যুদ্ধ; সংগ্রামsingle combat কেবল দুজনের মধ্যে যুদ্ধ।  (verb transitive), (verb intransitive) combat (against/with) (কিছুর বিরুদ্ধে/সঙ্গে) সংগ্রাম করা, যুদ্ধ করা। combatant [কমবাটান্‌ট্‌] (noun) সংগ্রামী।  (noun) যোদ্ধা। combative (adjective) যুদ্ধবাজ। combatively (adverb)
  • English Word combination Bengali definition [কম্‌বিনেইশ্‌ন্] (noun) (১) মিলন; মিশ্রণ; সংযুক্তি(২) সম্মিলিত ব্যক্তিবর্গ বা বস্তুরাশি(৩) (plural) একত্রে দেহ ও পা আচ্ছাদনকারী অন্তর্বাসবিশেষ(৪) সংখ্যা; চিহ্ন ইত্যাদি মিলিয়ে তালা, সিন্দুক প্রভৃতি বন্ধ করার বা খোলার জটিল ব্যবস্থা বা সূত্র। (=combination-lock).
  • English Word combine 1 Bengali definition [কাম্‌বাইন] (verb transitive), (verb intransitive) (combine with) সংযুক্ত করা বা হওয়া; মিলিত হওয়া; মেশা বা মেশানোcombined operations/excercises স্থল, নৌ এবং বিমানবাহিনীর যৌথ আক্রমণ/মহড়া।
  • English Word combine 2 Bengali definition [কম্‌বাইন্‌] (noun) (১) বিশেষ উদ্দেশ্যে সম্মিলিত ব্যক্তিবর্গ, ব্যবসা, কোম্পনি ইত্যাদি(২) combine harvester) যে কলে একই সঙ্গে শস্যকাটা ও মাড়াই হয়
  • English Word combustible Bengali definition [কাম্‌বাস্‌টাব্‌ল্‌] (adjective) সহজে দাহ্য; (লাক্ষণিক) (ব্যক্তি) সহজে উত্তেজিত হয় এমন।  (noun) (সাধারণত plural) দাহ্য পদার্থ।
  • English Word combustion Bengali definition [কাম্‌বাস্‌ট্‌শান্‌] (noun) [uncountable noun] দহন; দাহ
  • English Word come Bengali definition [কাম্‌] (verb intransitive) (past tense came [কেইম্] past participle come) আসা; আগমন করা; পৌঁছানো; উপনীত হওয়া; ফলস্বরূপ উদ্ভূত হওয়া; পরিণত হওয়া; নির্দিষ্ট পরিমাণ হওয়া; হওয়া বা হয়ে ওঠা; ঘটা: the total comes to 500, যোগফল ৫০০; All our efforts came to nothing, আমাদের সকল প্রচেষ্টা বিফলে গেল: What he says comes to this, সে যা বলছে তার অর্থ দাঁড়াচ্ছে এই: He will be 50 coming June, আগামী জুনে সে পঞ্চাশে পা দেবেcome to an agreement সম্মত হওয়া; মতৈক্যে পৌঁছা। come into sight/view দৃষ্টিগোচর হওয়া। come to realise অনুধাবন করতে পারা। How come (that) কী করে এমনটি হলো বা হয়? in years to come আগামী বছরগুলোতে। come about ঘটা। come across somebody/something (ক) হঠাৎ দেখতে পাওয়া বা সাক্ষাৎ হওয়া। (খ) মনে উদিত হওয়া: the idea came across his mind. come across (with) (অপশব্দ) দেনা শোধ করা; তথ্য সরবরাহ করতে সম্মত হওয়া। come after (somebody) কাউকে অনুসরণ করা। come along (ক) (imperative) আরো চেষ্টা করা: come along, one must find a way out! (খ) এগিয়ে চলা, (কিছুর) উন্নতি হওয়া; (গ) এসে পড়া; উপস্থিত হওয়া: when the opportunity comes along. (ঘ) (imperative) ত্বরা করা। come apart টুকরা টুকরা হওয়া। come at somebody/something (ক) কারো বা কিছুর নাগাল পাওয়া। (খ) আক্রমণ করা; কারো দিকে তেড়ে আসা। come away (from) বিচ্ছিন্ন হওয়া। come back ফিরে আসা; পুনরায় চালু হওয়া (ফ্যাশন ইত্যাদি)। come back (noun) প্রত্যাবর্তন; পুনরাবির্ভাব। come before somebody/something (ক) আলোচনার বিষয় হিসেবে সামনে আসা; (খ) (অন্য কিছুর উপর) অগ্রাধিকার পাওয়া। come between কোনো কিছু পেতে কাউকে বাধা দেওয়া। come by something (ক) চেষ্টার মাধ্যমে পাওয়া: His wealth was honestly come by. (খ) (হঠাৎ করে আঘাত ইত্যাদি) পাওয়া: How did you come by the injury? come down (ক) আকস্মিক পতন: The roof came down on the floor. (খ) (বৃষ্টি, বরফ ইত্যাদি) পড়া; (গ) তাপমাত্রা, দর ইত্যাদি পড়ে যাওয়া; (ঘ) বড় শহর থেকে ছোট জায়গায় আসা; (ঙ) (কথ্য) অর্থ বিলানো। come down (from) বিশ্ববিদ্যালয় (বিশেষত অক্সফোর্ড বা কেম্ব্রিজ) ত্যাগ করা। come down in the world সামাজিক মর্যাদা হারানো; গরিব হয়ে যাওয়া। come-down (noun) সামাজিক মর্যাদাচ্যুতি। come down in favour of somebody/something, come down on the side of somebody/something (কাউকে/কোনো কিছুকে) সমর্থনের সিদ্ধান্ত নেওয়া। come down on somebody (কথ্য) কাউকে কঠোরভাবে তিরস্কার করা। come down on somebody for something পাওনা পরিশোধের জন্য চাপ দেওয়া। come down to বংশানুক্রমে হস্তান্তরিত হওয়া। come down to doing something মানহানিকর কিছু করতে বাধ্য হওয়া: He came down to begging. Come down to earth বাস্তবে (বাস্তবতার জগতে) ফিরে আসা। come down with (কথ্য) চাঁদা দেওয়া: He had to come down with 500 Taka to the charity. come forward (ক) এগিয়ে আসা;(খ) লভ্য হওয়া। come from (কোনো বিশেষ স্থানে) জন্মগ্রহণ করা: He comes from Jessore. come in (ক) (জোয়ার সম্বন্ধে) ফুলে ওঠা: The tides will soon come in. (খ) সময়োপযোগী হওয়া; (গ) চালু হওয়া; (ঘ) (ক্রিকেট ব্যাটসম্যান সম্বন্ধে) উইকেটে তার অবস্থান গ্রহণ করা; (ঙ) দৌড়ের ফলাফলে স্থান লাভ করা; (চ) নির্বাচিত হওয়া; ক্ষমতাসীন হওয়া; (ছ) আয় হিসেবে গৃহীত হওয়া; (জ) ভূমিকা পালন করা; ভূমিকা থাকা: This is where you come in, এইখানে থাকবে তোমার ভূমিকা। come in handy/useful (for something) কাজে লাগা: This may come in handy some day. come in for (ক) উত্তরাধিকার হিসেবে অংশলাভ করা; (খ) কোনো কিছুর বিষয়বস্তু বা উপলক্ষ্য হওয়া। come in on যোগদান করা; অংশ নেওয়া। come of (ক) বংশোদ্ভূত হওয়া: He comes of a respectable family. (খ) ফল হিসেবে আসা:What will come of it? come off (ক) সংঘটিত হওয়া; (খ) সফল বা ফলপ্রসূ হওয়া; (গ) (ব্যক্তি সম্বন্ধে) অগ্রসর হওয়া; নিজেকে প্রতিপন্ন করা। come off something (কিছু থেকে) বিচ্ছিন্ন হওয়া; পড়ে যাওয়া; নেমে যাওয়া। come off it (কথ্য) থামাও তোমার বকবকানি! come on (ক) অনুসরণ করা; (খ) চ্যালেঞ্জ হিসেবে: Come on! let’s do it ourselves. (গ) উন্নতি লাভ করা; আরোগ্য লাভ করা; (ঘ) শুরু হওয়া: Suddenly the rain came on. (ঙ) প্রশ্ন, মামলা ইত্যাদি আলোচনা বা শুনানির জন্য উপস্থাপিত হওয়া; (চ) (ক্রিকেটে বোলার) বল করতে শুরু করা; (ছ) (নাটক) মঞ্চস্থ হওয়া; (অভিনেতা) মঞ্চে আবির্ভূত হওয়া। come out (ক) দৃষ্টিগোচর হওয়া; আবির্ভূত হওয়া; (খ) প্রকাশিত হওয়া;(গ) জানাজানি হওয়া; (ঘ) (শ্রমিক) ধর্মঘট করা: Workers have come out again. (ঙ) (গুণাগুণ) প্রকাশ পাওয়া: His insolence came out in his is talk; (চ) (দাগ, রং ইত্যাদি) মলিন হওয়া; উঠে যাওয়া বা দূর হওয়া; (ছ) (সমস্যাদি) সমাধান করা; (জ) জনসমক্ষে প্রথম আত্মপ্রকাশ করা; (ঝ) (অর্থ ইত্যাদি) পরিষ্কার হওয়া। comeover (ক) দূরবর্তী কোনো স্থান থেকে আসা: My friend will come over here for a holiday. (খ) পক্ষ বা মত পরিবর্তন করা। come over somebody (বিশেষ কোনো অনুভূতি) কাউকে আচ্ছন্ন করা। come round (ক) সোজা পথের পরিবর্তে ঘুরে আসা; (খ) অনানুষ্ঠানিক সাক্ষাৎকারে আসা; (গ) পুনরায় আসা; (ঘ) আরোগ্য লাভ করা; সংজ্ঞা ফিরে পাওয়া; (ঙ) মত পরিবর্তন করে অন্য মত গ্রহণ করা: to come round to other way of thinking. come through (ক) কঠিন অসুস্থতা, দুর্ঘটনা ইত্যাদির বিপদ কাটিয়ে ওঠা; (খ) (টেলিফোন রেডিও ইত্যাদির মাধ্যমে কোনো বার্তা) এসে পৌঁছা। come to আরোগ্য লাভ করা। come under something শ্রেণিভুক্ত হওয়া। come up (ক) (বীজ, চারা ইত্যাদি) উদ্গত হওয়া; মাটি ভেদ করে ওঠা; (খ) দেখা দেওয়া। come up against (অসুবিধা বাধা ইত্যাদির) মুখোমুখি হওয়া; (আলোচনার জন্য) উত্থাপিত হওয়া; (গ) সামাজিক মর্যাদার উন্নীত হওয়া। come up to কোনো কিছু পর্যন্ত পৌঁছা বা কোনো কিছুর সমান হওয়া: His performances did not come up to my expectations. come up with (কারো বা কিছুর) নাগাল ধরা। come upon somebody/something হঠাৎ আক্রমণ করা।
  • English Word comedian Bengali definition [কামীডিআন্‌] (noun) হাস্যরসাত্মক নাটকাদির চরিত্রাভিনেতা বা লেখকcomedienne [কামীডিয়েন্‌] (noun) (feminine)
  • English Word comedy Bengali definition [কমাডি] (noun) (১) হাস্যরসাত্মক বা মিলনান্তক নাটক(২) [countable noun, uncountable noun] বাস্তব জীবনের হাস্যরসাত্মক কাণ্ড বা ঘটনা
  • English Word comely Bengali definition [কাম্‌লি] (adjective), (comelier, comeliest) (প্রাচীন প্রয়োগ ব্যক্তি সম্বন্ধে) মনোরম; সুন্দরcomeliness (noun)
  • English Word comer Bengali definition [কামা(র্‌)] (মূলত যৌগশব্দে) আগমনকারী: the first comer, the late comer.
  • English Word comestibles Bengali definition [কামেস্‌টাব্‌ল্‌জ্‌] (noun) (plural) (আনুষ্ঠানিক) ভক্ষ্যদ্রব্য
  • English Word comet Bengali definition [কমিট্] (noun) ধূমকেতু
  • English Word comeuppance Bengali definition [কামআপান্‌স্‌] (noun) প্রাপ্য শাস্তি বা দুর্ভোগ
  • English Word comfort Bengali definition [কামফাট্‌] (noun) (১) [uncountable noun] আরাম; স্বস্তি; আয়েশ; তৃপ্তি(২) সান্ত্বনাcold comfort নামেমাত্র সান্ত্বনা। (৩) আরামদায়ক বা সান্ত্বনাদায়ক ব্যক্তি বা বস্তুcomfortstation (America(n)) গণশৌচাগার। □ (verb transitive) সান্ত্বনা দেওয়া; আরাম দেওয়া; যন্ত্রণামুক্ত করা। comfortless (adjective) সান্ত্বনাহীন; অস্বস্তিকর; আরামহীন।
  • English Word comfortable Bengali definition [কাম্‌ফটাব্‌ল্‌ America(n) কাম্‌ফার্‌ট্‌ব্‌ল্‌] (adjective) (১) আরামদায়ক: a comfortable bed. (২) আয়েশি: a comfortable life. (৩) স্বস্তিপূর্ণ; চিন্তামুক্তcomfortably (adverb) be comfortably off আরাম-আয়েশে থাকার জন্য প্রচুর অর্থ থাকা।
  • English Word comforter Bengali definition [কাম্‌ফাটা(র্‌)] (noun) (১) আরামদানকারী বা সান্ত্বনাদানকারী ব্যক্তিthe Comforter শক্তিদাতা; পবিত্র আত্মা। (২) (British/Britain) গলায় জড়ানোর জন্য পশমি কাপড়বিশেষ(৩) (America(n)) লেপ
  • English Word comfrey Bengali definition [কাম্‌ফ্রি] (noun) (America(n)) খসখসে পাতা এবং সাদা বা রক্তবেগুনি ফুলবিশিষ্ট উঁচু বনবৃক্ষবিশেষ
  • English Word comfy Bengali definition [কাম্‌ফি] (adjective) (comfier, comfiest) (কথ্য) comfortable- এর সংক্ষিপ্ত রূপ
  • English Word comic Bengali definition [কমিক্] (adjective) (১) হাস্যোদ্রেককর(২) হাস্যরসাত্মক নাটকসংক্রান্ত।  (noun) (১) হাস্যোদ্রেককারী অভিনেতা(২) (America(n)= comicbook) চিত্র-গল্পসংবলিত বই বা সামরিক পত্রিকা
  • English Word comical Bengali definition [কমিক্‌ল্] (adjective) মজাদার; আনন্দদায়ক; হাস্যোদ্রেককরcomically (adverb)
  • English Word coming Bengali definition [কামিং] (noun) আগমন।  (adjective) আগামী। a coming man খ্যাতিমান হওয়ার সম্ভাবনাপূর্ণ কোনো ব্যক্তি।
  • English Word comma Bengali definition [কমা] (noun) যতিচিহ্নবিশেষ (,)। inverted commas (“ ”) বা (‘ ’)।
  • English Word command 1 Bengali definition [কামা:ন্‌ড্‌ America(n) কাম্যান্‌ড্‌] (verb transitive), (verb intransitive) (১) আদেশ করা; হুকুম করা(২) কোনো কিছুর উপর কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ বজায় রাখা: Who commands here? (৩) নিয়ন্ত্রণ করা: command one’s temper. (৪) ব্যবহার করার মতো অবস্থায় থাকা: He commands a lot of facilities. (৫) পাওয়ার দাবি রাখা বা যোগ্য হওয়া: He commands our respect. (৬) (জায়গা সম্বন্ধে) অন্য কিছুর উপর সুবিধাজনক বা নিয়ন্ত্রণক্ষম অবস্থানে থাকা: The new hotel commands a magnificent view of the city. commanding (adjective) নিয়ন্ত্রণকারী; আদেশদানকারী।
  • English Word command 2 Bengali definition [কামা:ন্‌ড্‌ America(n) কাম্যান্‌ড্‌] (noun) (১) [countable noun] আদেশ: at the word of command (সামরিক) আদেশক্রমে। (২) [uncountable noun] কর্তৃত্ব; নিয়ন্ত্রণক্ষমতা command module মহাশূন্যযানের যে অংশ আরোহী এবং নিয়ন্ত্রণকারী-যন্ত্রাংশ বহন করে। (৩) [countable noun] সেনাবাহিনী; বিমানবাহিনী ইত্যাদির পৃথক নিয়ন্ত্রণাধীন অংশবিশেষ: Bomber command. (৪) [uncountable noun] দক্ষতা: a good command of language.