Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word collector Bengali definition [কালেক্‌টা(র্‌)] (noun) সংগ্রহকারী ব্যক্তি; সংগ্রাহকcollector’s item/ piece সংগ্রাহকরা খোঁজেন এমন দুষ্প্রাপ্য বস্তু।
  • English Word colleen Bengali definition [কলীন্‌] (noun) (আইরিশ) অল্পবয়স্ক মেয়ে
  • English Word college Bengali definition [কলিজ্‌] (noun) [countable noun, uncountable noun] (১) মহাবিদ্যালয়; কলেজ; বিশ্ববিদ্যালয়ের অংশ হিসেবে বিবেচিত শিক্ষাপ্রতিষ্ঠান: The Oxford and Cambridge colleges. (২) [countable noun] একই উদ্দেশ্য ও পেশার ব্যক্তিদের সংঘ: the college of physicians. collegiate [কালীজিআট্] (adjective) কলেজসংক্রান্ত; কলেজতুল্য; কলেজছাত্রের ন্যায়: collegiate life.
  • English Word collide Bengali definition [কালাইড্] (verb intransitive) (১) collide (with) পরস্পর সংঘৃষ্ট হওয়া; ধাক্কা খাওয়া(২) পরস্পরবিরোধী হওয়া
  • English Word collie Bengali definition [কলি] (noun) (স্কটল্যান্ডে) মেষপালের প্রহরার কাজে দক্ষ লোমশ কুকুরবিশেষ
  • English Word collier Bengali definition [কলিআ(র্‌)] (noun) (১) কয়লাখনির শ্রমিক(২) কয়লাবাহী জাহাজ
  • English Word colliery Bengali definition [কলিআরি] (noun) কয়লাখনি (এতৎসংলগ্ন এলাকা ও ভবনাদিসহ)।
  • English Word collision Bengali definition [কালিজ্‌ন্‌] (noun) [uncountable noun] সংঘর্ষ; ধাক্কা; সংঘর্ষের ঘটনাbe in/come into collision (with) সংঘৃষ্ট হওয়া; সংঘর্ষ হওয়া; (লাক্ষণিক) বিরোধ।
  • English Word collocate Bengali definition [কলাকেইট্] (verb intransitive),(verb transitive) (১) collocate (with) (শব্দ) ভাষার বৈশিষ্ট্য হিসেবে সম্পর্কিত হওয়া বা মিলে যাওয়া(২) একত্র স্থাপন করা বা বিন্যস্ত করাcollocation [কালাকেইশ্‌ন্‌] (noun) (শব্দাদির) একত্র বিন্যাস বা পাশাপাশি অবস্থান।
  • English Word colloquial Bengali definition [কালোউক্যুইআল্‌] (adjective) কথোপকথনে ব্যবহৃত; কথ্যcolloquially (adverb) colloquialism (noun) [countable noun] কথ্য শব্দ।
  • English Word colluquy Bengali definition [কলাক্যই] (noun) (plural colluquies) [countable noun, uncountable noun] (আনুষ্ঠানিক) কথোপকথন
  • English Word collusion Bengali definition [কালূজ্‌ন্‌] (noun) ষড়যন্ত্রাদির উদ্দেশ্যে গোপন চুক্তি বা সহযোগিতাcollusive [কালূসিভ্‌] (adverb)
  • English Word collywobbles Bengali definition [কলিওঅব্‌ল্‌জ্‌] (noun) (কথ্য) পেটের ব্যথা; মৃদু শঙ্কিত ভাব
  • English Word colon 1 Bengali definition [কোউলান্‌] (noun) মলাশয়
  • English Word colon 2 Bengali definition [কোউলান্‌] (noun) লেখায় ও মুদ্রণে অব্যবহিত পরবর্তী বিষয়ের প্রতি দৃষ্টি-আকর্ষণের জন্য ব্যবহৃত যতিচিহ্নবিশেষ; (:) কোলন।
  • English Word colonel Bengali definition [কান্‌ল্] (noun) সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেলের পরবর্তী উচ্চতর পদমর্যাদার সেনাপতি; কর্নেল
  • English Word colonial Bengali definition [কালোউনিআল] (adjective) (১) উপনিবেশসম্পর্কিত; ঔপনিবেশিক(২) (বিশেষত America(n)) বিপ্লবের সময়ের ও তৎপরবর্তী উত্তর আমেরিকার ব্রিটিশ উপনিবেশের স্থাপত্যরীতির ন্যায়। □ (noun) উপনিবেশের অধিবাসী; বিশেষত উপনিবেশ স্থাপনকারীদের বংশধর। colonialism (noun) [uncountable noun] ঔপনিবেশিকতাবাদ; অন্য দেশকে উপনিবেশ হিসেবে রাখার মতবাদ। colonist (noun) ঔপনিবেশিকতাবাদের সমর্থক।
  • English Word colonist Bengali definition [কলানিস্‌ট্] (noun) উপনিবেশ স্থাপনের পর সেখানে বসবাসকারী ব্যক্তি; ঔপনিবেশিক
  • English Word colonize, colonise Bengali definition [কলানাইজ্‌] (verb transitive) (কোনো স্থানে) উপনিবেশ স্থাপন করা; উপনিবেশে পরিণত করা: France colonized many countries in North Africa. colonization, colonisation [কলানাইজেইশ্‌ন্‌ America(n) কলানিজেইশ্‌ন্‌] (noun) [uncountable noun] উপনিবেশ স্থাপন। colonizer (noun) উপনিবেশ স্থাপনে সহায়তাকারী ব্যক্তি।
  • English Word colonnade Bengali definition [কলানেইড্] (noun) (সাধারণত) সমব্যবধানে স্থাপিত স্তম্ভের সারিcolonnaded (adjective) স্তম্ভসারিতে সজ্জিত।
  • English Word colony Bengali definition [কলানি] (noun) (১) উপনিবেশে বহিরাগত ব্যক্তিদের দ্বারা বসতি স্থাপনের উদ্দেশ্যে অধিকৃত ও তাদের নিয়ন্ত্রণকারী দেশ(২) এক জায়গায় বসবাসকারী একই দেশের বহিরাগত ব্যক্তিবর্গ: the American colony in Paris. (৩) (জীববিদ্যা) একত্র বসবাসকারী বা বেড়ে-ওঠা প্রাণিদল বা তরুশ্রেণি
  • English Word color Bengali definition (America(n))= colour.
  • English Word coloratura Bengali definition [কলারাটুআরা](noun)[uncountable noun] কণ্ঠসংগীতে অলংকারপূর্ণ অংশসমূহ
  • English Word colossal Bengali definition [কালস্‌ল্] (adjective) প্রকাণ্ড; বিশাল
  • English Word colossus Bengali definition [কালসাস্‌](noun)(plural colossi [কালসাই]colossuses [কালসাসিজ্‌]) অতিকায় মূর্তি (বিশেষত কোনো মানুষের বাস্তব আকার অপেক্ষা অনেক বড়)।
  • English Word colour 1 Bengali definition (America(n)= color) [কালা(র্‌)] (noun) (১) [uncountable noun] বর্ণ; রং; আভা; [countable noun] রঙের প্রভাব বা ছাপcolour-blind (adjective) বর্ণান্ধ; বিশেষ বর্ণের মধ্যে পার্থক্য করতে বা বিশেষ বিশেষ বর্ণ দেখতে অক্ষম। colourscheme (noun) কোনো নকশায় বিভিন্ন রঙের মিশ্রণসম্পর্কিত পরিকল্পনা। colour-wash (noun) গৃহাদিতে রঙের প্রলেপ। (২) [uncountable noun] মুখের রক্তিমাভাchange colour স্বাভাবিক অপেক্ষা বেশি বিবর্ণ বা রক্তিম হওয়া। have a high colour রক্তিম বর্ণের হওয়া। lose colour বিবর্ণ হওয়া। be/feel/look off colour (কথ্য) অসুস্থ বোধ করা; (কোনো কিছুতে) উৎসাহ না-পাওয়া। (৩) (plural) চিত্রকর্মে ব্যবহৃত রঞ্জক পদার্থ: water colours; রং ব্যবহারের ফলে কোনো বস্তুর স্বরূপ; (লাক্ষণিক) বিশেষরূপে প্রতিভাত করা: see something appear in its true colours. (৪) [uncountable noun] (ঘটনাদি প্রসঙ্গে) বাস্তবতার স্বরূপ; অজুহাত; ছুতাgive/lend colour to সম্ভাব্যতার ইঙ্গিত দেওয়া; বিশ্বাসযোগ্য করে তোলা। give false colour to কোনো কিছুতে মিথ্যা রং চড়ানো। (৫) local colour (সাহিত্যিক) কোনো স্থান, দৃশ্য বা কালের বর্ণনা বাস্তবধর্মী করার প্রয়োজনে খুঁটিনাটি বিবরণ(৬) [uncountable noun] (সংগীত) ধ্বনিবৈশিষ্ট্য; সুর; প্রকাশবৈচিত্র্য(৭) (plural) স্কুল-ক্লাব প্রভৃতির প্রতীক হিসেবে পরিহিত ফিতা; টুপি বা পোশাকget/win one’s colours (কলেজ/বিশ্ববিদ্যালয়ের) খেলোয়াড়দলে স্থান লাভ করা। (৮) (plural) (জাহাজের) পতাকা; সেনাদলের প্রতীকচিহ্নcome through/off with flying colours কোনো কিছুতে বিরাট সাফল্য লাভ করা। lower one’s colours দাবি ত্যাগ করা; আত্মসমর্পণ করা। nail one’s colours to the mast (প্রবাদ) কোনো সিদ্ধান্ত গ্রহণ করে তা ঘোষণা করা এবং তাতে অটল থাকা। sail under false colours (প্রবাদ) ভণ্ডামি করা। show one’s true colours (প্রবাদ) নিজের স্বরূপ প্রকাশ করা। stick to one’s colours নিজের দল বা মত না-বদলানোর ব্যাপারে অটল থাকা। (৯) [uncountable noun] গাত্রচর্মের বর্ণের জাতিগত বৈশিষ্ট্য; অশ্বেতকায় জাতিcolour-bar অশ্বেতকায় জাতিসমূহের প্রতি আরোপিত বিধিনিষেধ। colourful (adjective) রঙিন; উজ্জ্বল; আনন্দময়। colourless (adjective) বিবর্ণ; নিষ্প্রাণ; অনুজ্জ্বল।
  • English Word colour 2 Bengali definition (America(n)= color) [কালা(র্‌)] (verb transitive), (verb intransitive) (১) রং করা বা রং দেওয়া(২) colour (up) রঙিন হওয়া; লজ্জায় লাল হওয়া(৩) বিকৃতভাবে বর্ণনা করা; অতিরঞ্জিত করাcoloured (adjective) (১) রঙিন। (২) (ব্যক্তি) অশ্বেতকায়colouring (noun) [uncountable noun] রঞ্জক পদার্থ; রং করার রীতি; শিল্পী কর্তৃক রং দেওয়ার ধরন।
  • English Word colt 1 Bengali definition [কোউল্‌ট্] (noun) অশ্বশাবক; (লাক্ষণিক) প্রায় অনভিজ্ঞ তরুণ। coltish (adjective) অশ্বশাবকের ন্যায়; অনভিজ্ঞ তরুণের ন্যায়; ক্রীড়াচঞ্চল।
  • English Word colt 2 Bengali definition [কোউল্‌ট্‌] (noun) (America(n)) পুরনো ধরনের পিস্তলবিশেষ
  • English Word colter Bengali definition [কোউলটা(র্‌)] (America(n))= coulter.