C পৃষ্ঠা ১০
- English Word cascade Bengali definition [ক্যাস্কেইড্] (noun) জলপ্রপাত; বৃহৎ, ভগ্ন জলপ্রপাতের একাংশ; ফিতা, ঝালর ইত্যাদির তরঙ্গিত পতন। □ (verb intransitive) জলপ্রপাতের মতো নেমে আসা।
- English Word case 1 Bengali definition [কেইস্] (noun) (১) ঘটনা; প্রকৃত অবস্থা; ব্যাপার; কোনো ব্যক্তি বা বস্তুর সঙ্গে সম্পর্কিত বিশেষ পরিস্থিতি: Is it the case (= এটা কি সত্য) that you have lost all your money? If that is the case (= পরিস্থিতি যদি এমনই হয়) you will have to work much harder. I can’t make an exception in your case (= তোমার ব্যাপারে) । Such being the case (= এমতাবস্থায়) you can’t go away. (২) (চিকিৎসাশাস্ত্র) রোগী; রুগ্ণ অবস্থা: There were five cases of cholera (= কলেরা-আক্রান্ত পাঁচ ব্যক্তি)। (৩) মামলা; মোকদ্দমা। a case in point, দ্রষ্টব্য point 1 (৯)। in case ঘটনাচক্রে। in case of এমন ঘটলে; এমতাবস্থায়। in any case যা-ই ঘটুক না কেন। in no case কোনো অবস্থাতেই না। in this/that case এমন/তেমন অবস্থায়; এমন/তেমন ঘটলে। make out a case (for) কোনো ব্যক্তি বা কাজের পক্ষে যুক্তি দেখানো। make out one’s case আত্মপক্ষ সমর্থন করা। (৪) (ব্যাকরণ) কারক।
- English Word case 2 Bengali definition [কেইস্] (noun) (১) বাক্স; খাপ; কোষ; আধার; আবরণ। case-hardened (adjective) (লাক্ষণিক) অভিজ্ঞতার চাপে কঠিন হয়ে যাওয়া মানুষ। (২) (মুদ্রণ) upper case বড় হাতের অক্ষর। lower case ছোট হাতের অক্ষর। □ (verb transitive) বাক্সবন্দি করা; কোষবদ্ধ করা।
- English Word casein Bengali definition [কেইসীন্] (noun) [uncountable noun] দেহগঠনকারী দুগ্ধজাত খাদ্য (প্রোটিন); ননি; পনিরের মৌলিক উপাদান।
- English Word casement Bengali definition [কেইস্মান্ট্] (noun) যে জানালা দরজার মতো বাইরের কিংবা ভেতরের দিকে খোলা যায়, কিন্তু নিচ থেকে উপরে বা উপর থেকে নিচের দিকে খোলা যায় না। দ্রষ্টব্য sash window; (কাব্যিক) জানালা।
- English Word cash Bengali definition [ক্যাশ্] (noun) [uncountable noun] (১) মুদ্রায় বা নোটে বিনিময়যোগ্য নগদ অর্থ; নগদ টাকা: I have no cash with me, আমার কাছে নগদ টাকা নেই। cash crops (noun) বিক্রির জন্য উৎপাদিত শস্য (যেমন, পাট, সরিষা ইত্যাদি)। cash desk (দোকান ইত্যাদিতে) নগদ প্রদানে ব্যবহৃত কাউন্টার। cash dispenser (কোনো কোনো ব্যাংকের বহির্ভাগে স্থাপিত) যন্ত্রবিশেষ যা ব্যক্তিগত সাংকেতিক কার্ড ব্যবহার করে নগদ অর্থ দেয়। cashflow (বেচাকেনার সূত্রে) ব্যবসায়ে অর্থের প্রবাহ। cash on delivery মাল সরবরাহমাত্র দাম দেওয়া। দ্রষ্টব্য credit 1 (১)। cashprice (noun) তাৎক্ষণিকভাবে দেয় মূল্য; নগদ দাম। cashregister (noun) গৃহীত নগদ অর্থ রাখার বাক্স; জমাখরচের খাতা। cash and carry store (noun) (সাধারণত অপেক্ষাকৃত কম দামে) যেখানে নগদ অর্থের বিনিময়ে মালপত্র বিক্রি করা হয়। (২) অর্থ; টাকা: be rolling in cash, টাকায় গড়াগড়ি যাওয়া; out of cash, টাকা না-থাকা। □ (verb transitive), (verb intransitive) (১) (কোনো কিছুর বিনিময়ে) নগদ অর্থ গ্রহণ বা প্রদান করা: Can you cash this cheque for me? আমার হয়ে/জন্য এই চেকটি ভাঙাতে পারো? (২) cash in (on) সুযোগ নেওয়া; লাভ করা: Shopkeepers often cash in on shortages by putting up prices, দোকানদারেরা অনেক সময়ে ঘাটতির সুযোগ নিয়ে দাম বাড়িয়ে লাভ করে। cashable [ক্যাশাব্ল্] (adjective) নগদ অর্থে রূপান্তরযোগ্য।
- English Word cashew Bengali definition [ক্যাশূ] (noun) কাজুবাদাম; কাজুবাদামের গাছ।
- English Word cashier 1 Bengali definition [ক্যাশিআ(র্)] (noun) ব্যাংক, দোকান, হোটেল, রেস্তোরাঁ ইত্যাদিতে যে ব্যক্তি নগদ অর্থ দেওয়া-নেওয়া করে; কোষাধ্যক্ষ; খাজাঞ্চি; ক্যাশিয়ার।
- English Word cashier 2 Bengali definition [কাশিআ(র্)] (verb transitive) (কোনো কর্মকর্তাকে) অপমানপূর্বক বরখাস্ত করা।
- English Word cashing Bengali definition [কেইসিঙ্] (noun) আবরণ; আচ্ছাদন: a cashing of rubber.
- English Word cashmere Bengali definition [ক্যাশমিআ(র্)] (noun) [uncountable noun] মিহি নরম কাশ্মীরি পশম; এশীয় ছাগল: a cashmere shawl, কাশ্মীরি শাল।
- English Word casino Bengali definition [কাসিনোউ] (noun) জুয়া ও অন্যান্য বিনোদনমূলক ক্রিয়াকলাপে ব্যবহৃত কক্ষ বা ভবন; সর্বসাধারণের জন্য উন্মুক্ত নৃত্যশালা।
- English Word cask Bengali definition [কা:স্ক্ America(n) ক্যাস্ক্] (noun) পিপা; জালা; পিপায় ধারণকৃত পদার্থের পরিমাণ।
- English Word casket Bengali definition [কা:স্কিট্ America(n) ক্যাস্কিট্] (noun) চিঠিপত্র; অলংকার, দেহাবশেষ ইত্যাদি রাখার ছোট বাক্স বা কৌটা। (২) (America(n)) শবাধার।
- English Word cassava Bengali definition [কাসা:ভা] (noun) [uncountable noun] গ্রীষ্মমণ্ডলীয় উদ্ভিদ, যার শিকড় থেকে শ্বেতসার জাতীয় খাদ্য তৈরি হয় বা সদৃশ শস্য বের করা হয়। দ্রষ্টব্য vegetable.
- English Word casserole Bengali definition [ক্যাসারৌল্] (noun) ঢাকনাযুক্ত তাপনিরোধক পাত্রবিশেষ, যাতে খাদ্যদ্রব্য রান্না ও পরিবেশন করা হয়। □ (verb transitive) এরূপ পাত্রে (মাংস, সবজি ইত্যাদি) রান্না করা।
- English Word cassette Bengali definition [কাসেট্] (noun) [countable noun] (America(n)= cartridge) যাতে চুম্বকীয় টেপ বা ছবির ফিল্ম ধারণ করা হয়; ক্যাসেট। দ্রষ্টব্য tape.
- English Word cassock Bengali definition [ক্যাসাক্] (noun) (সাধারণত যাজকদের পরিধেয়) আলখাল্লা। দ্রষ্টব্য vestment.
- English Word cassowary Bengali definition [ক্যাসাওআরি] (noun) দক্ষিণ-পূর্ব এশিয়ার বড় আকারের পাখিবিশেষ যারা উড়তে পারে না।
- English Word cast 1 Bengali definition [কা:স্ট্ America(n) ক্যাস্ট্] (verb transitive), (verb intransitive) (past tense, past participle cast) (১) নিক্ষেপ করা, ছোড়া, পড়তে দেওয়া। cast anchor নিচু করা; নোঙর ফেলা। be cast down ভারাক্রান্ত বা হতাশাগ্রস্ত হওয়া। দ্রষ্টব্য downcast. cast lots; cast in one’s lot with, দ্রষ্টব্য lot 2. cast a vote ভোট দেওয়া। casting vote It পরস্পরবিরোধী পক্ষদ্বয়ের ভোট সমান হলে জয়পরাজয় নির্ধারণে সভাপতি যে ভোটটি দিয়ে থাকেন। cast something in somebody’s teeth, দ্রষ্টব্য tooth. (২) কোনো নির্দিষ্ট দিকে বা লক্ষ্যে ঘোরানো বা চালিত করা: cast one’s eye over something, (খুঁটিয়ে) দেখা; পরীক্ষা করা। cast a gloom/shadow on something কোনো কিছুকে বিষণ্ণ বা ভারাক্রান্ত করে তোলা: cast a new light on a problem, স্পষ্টতর, সহজতর করে তোলা; নতুন আলোকপাত করা। cast about for (উৎকণ্ঠিতচিত্তে মিত্র, অজুহাত ইত্যাদি) সন্ধান করা; খুঁজে পেতে চেষ্টা করা। (৩) (গণিত ধাতু) ছাঁচে ঢালা; ছাঁচে ঢেলে (মূর্তি ইত্যাদি) তৈরি করা: a figure cast in bronze, ব্রোঞ্জনির্মিত মূর্তি। cast iron (noun) ঢালাইলোহা। castiron (adjective) (ক) ঢালাইলোহা দিয়ে তৈরি; (খ) (লাক্ষণিক) লৌহকঠিন; অক্লান্ত; অদম্য: a man with a castiron will. (৪) cast (somebody/something) aside পরিত্যাগ করা; খারিজ করা। cast (something) off (ক) (নৌকার) বাঁধন খুলে ভাসিয়ে দেওয়া; (খ) পরিত্যাগ করা। castoffs (noun) (plural) মালিকের পরিত্যক্ত বস্ত্রাদি। (৫) (অভিনেতা/নেত্রীদেরকে) নাটকের ভূমিকা বণ্টন করা। casting (noun) (১) [countable noun] ছাঁচে ঢালাইসহযোগে তৈরি করা বস্তু। (২) [uncountable noun] নাটক, ছায়াছবি ইত্যাদিতে অভিনয়ের জন্য অভিনেতা/অভিনেত্রী নির্বাচনের প্রক্রিয়া।
- English Word cast 2 Bengali definition [কা:স্ট্ America(n) ক্যাস্ট্-] (noun) (১) নিক্ষেপ। (২) ছাঁচে ঢেলে নির্মিত বস্তু। (৩) ছাঁচ; আদল। (৪) অভিনেতা-অভিনেত্রীসমূহ। (৫) ধাঁচ বা গুণ; প্রবণতা। (৬) তির্যকদৃষ্টি; ট্যারা।
- English Word castanets Bengali definition [ক্যাস্টানেট্স্] (noun) (plural) শক্ত কাঠ বা হাতির দাঁত নির্মিত করতালবিশেষ।
- English Word castaway Bengali definition [কা:স্টাওএই America(n) ক্যাস্ট্ওএই] (noun) বিধ্বস্ত জাহাজ থেকে ভেসে আসা সমুদ্রযাত্রী, বিশেষত যিনি কোনো আজব দেশ বা নির্জন দ্বীপে পৌঁছেছেন।
- English Word caste Bengali definition [কা:স্ট্ America(n) ক্যাস্ট্] (noun) জাত; জাতিপ্রথা; বর্ণাশ্রম। loose caste with/among শ্রদ্ধার অধিকার বা জাত খোয়ানো।
- English Word castellated Bengali definition [ক্যাস্টালেইটিড্] (adjective) (দুর্গের মতো) মিনার ও প্রাকার আছে এমন; দূর্গবৎ।
- English Word castigate Bengali definition [ক্যাস্টিগেইট্] (verb transitive) প্রহার বা তীব্র নিন্দা জানিয়ে কঠোর শান্তি দেওয়া। castigation [ক্যাস্টিগেইশ্ন্] (noun) [countable noun, uncountable noun] কঠোর শাস্তি।
- English Word castle Bengali definition [কা:স্ল্ America(n) ক্যাস্ল্] (noun) (বিশেষত বিগতকালে দুর্গ দ্বারা সুরক্ষিত) প্রাসাদ; দুর্গ; দাবা খেলার নৌকা। দ্রষ্টব্য chess. castles in the air; castles in Spain দিবাস্বপ্ন; আকাশকুসুম কল্পনা; অবাস্তব আশা বা পরিকল্পনা। □ (verb intransitive) (দাবা খেলায়) রাজাকে আড়াআড়িভাবে নৌকায় দিকে দুই ঘর এগিয়ে দেওয়া এবং নৌকাকে রাজার পার হওয়া ঘরে স্থাপন করা।
- English Word castor oil Bengali definition [কা:স্টারঅয়ল্ America(n) ক্যাসটার অয়ল্] (noun) [uncountable noun] রেড়ির তেল।
- English Word castor/caster Bengali definition [কা:স্টা(র্) America(n) ক্যাস্টা(র্)] (noun) (১) (সহজে ঘোরাতে) আসবাবের পায়ের নিচে লাগানো ছোট চাকা। (২) লবণ, চিনি ইত্যাদি রাখার ছিদ্রযুক্ত বোতল বা ধাতব পাত্র। castorsugar (noun) (১) সাদা মিহি চিনি।
- English Word castrate Bengali definition [ক্যাস্ট্রেইট্ America(n) ক্যাস্ট্রেইট্] (verb transitive) (১) (পুরুষজাতীয় প্রাণীকে) খোজা বা খালি করা; প্রজননক্ষমতা হরণ করা। castration [ক্যাস্ট্রেইশ্ন্] (noun) প্রজননক্ষমতা রহিতকরণ; নপুংসককরণ।