C পৃষ্ঠা ১২
- English Word catholicism Bengali definition [কাথলাসিজাম্] (noun) পোপের নেতৃত্বাধীন চার্চের শিক্ষা, বিশ্বাস ইত্যাদি। catholicity [ক্যাথলিসাটি] (noun) [uncountable noun] ঔদার্যগুণ।
- English Word catkin Bengali definition [ক্যাট্কিন্] (noun) [countable noun] কাশফুল; এই জাতীয় ফুল।
- English Word catsup Bengali definition [ক্যাট্সাপ্] (noun)= ketchup.
- English Word cattish, catty Bengali definition [ক্যাটিশ্, ক্যাটি] (adjective) (বিশেষত) ধূর্ত ও বিদ্বেষপূর্ণ। cattiness (noun)
- English Word cattle Bengali definition [ক্যাট্ল্] (noun) (plural) গবাদিপশু। cattlecake (noun) [uncountable noun] গবাদিপশুর খাদ্য। cattlegrid পথিমধ্যস্থ নর্দমার উপর পাতা ঝাঁজরি, যার উপর দিয়ে যানবাহন পার হতে পারে, কিন্তু গবাদিপশু পারে না।
- English Word caucus Bengali definition [কোকাস্] (noun) রাজনৈতিক দলের সাংগঠনিক কমিটি; এই কমিটির সভা।
- English Word caught Bengali definition [কোট্] catch – এর past tense, past participle
- English Word caul Bengali definition [কোল্] (noun) (শারীরবিদ্যা) ভ্রূণ-আচ্ছাদক ঝিল্লিবিশেষ, জন্মকালে নবজাতকের মাথায় এই ঝিল্লির আবরণ থাকলে পানিতে ডুবে তার মৃত্যু হয় না- একদা এই ধারণা ছিল।
- English Word cauldron Bengali definition [কাল্ড্রান্] (noun) বড় কড়াই।
- English Word cauliflower Bengali definition [কলিফ্লাওআ(র্) America(n) কোলিফ্লাওআর্] (noun) [countable noun, uncountable noun] ফুলকপি, দ্রষ্টব্য vegetable.
- English Word caulk Bengali definition [কোক্] (verb transitive) দড়ি বা আঠালো বস্তু দিয়ে পাটাতনের মধ্যস্থ ফাঁক বন্ধ করা।
- English Word causal Bengali definition [কোজ্ল্] (Adjective) কার্যকারণসম্বন্ধীয়; নিমিত্তার্থক; নিমিত্তবাচক। causality [কোজ্যালাটি] (noun) [uncountable noun] কার্য ও কারণের সম্বন্ধ; কারণ ছাড়া কোনো কিছু ঘটতে পারে না- এই নীতি: the law of causality. causation [কোজেইশ্ন্] (noun) [uncountable noun] causality- এর অনুরূপ; সংঘটন; সংঘটায়ক; নিমিত্ত হেতু। causative [কোজাটিঙ্] (adjective) নিমিত্তস্বরূপ; নিমিত্তবাচক।
- English Word cause Bengali definition [কোজ্] (noun) (১) [countable noun, uncountable noun] কারণ; হেতু; কোনো কিছুর উৎপাদক বা উৎস। (২) [uncountable noun] যুক্তি: There is no cause for anxiety. (৩) [countable noun] উদ্দেশ্য: fight in the cause of freedom. Make common cause with (somebody) (রাজনৈতিক, সামাজিক ইত্যাদি আন্দোলনে) কারো সহযোগী হওয়া। (verb transitive) কোনো কিছুর কারণ হওয়া; ঘটানো: What caused his death? causeless (adjective) স্বাভাবিক বা জ্ঞাত কারণ ছাড়া; অকারণ।
- English Word causerie Bengali definition [কোউজারি] (noun) অনানুষ্ঠানিক আলোচনা।
- English Word causeway Bengali definition [কোজওয়েই](noun) বিশেষত নিচু জমি বা জলাভূমির উপর দিয়ে নির্মিত উচু সড়ক বা পায়ে চলা পথ।
- English Word caustic Bengali definition [কোস্টিক্] (adjective) (১) রাসায়নিক ক্রিয়ার দ্বারা পোড়াতে বা ধ্বংস করতে সক্ষম; দাহক; ক্ষারীয়। causticsoda (noun) (Sodium Hydroxide/NaOH) সাবান তৈরিতে ব্যবহৃত ক্ষয়কর রাসায়নিক পদার্থ; ক্ষার। (২) (লাক্ষণিক) তীব্র; তিক্ত; বিদ্রূপাত্মক: caustic remark. caustically [কোস্টিক্লি] (adjective)
- English Word cauterize, cauterise Bengali definition [কোটারাইজ্] (verb transitive) (বিষাক্ত ক্ষতের সংক্রমণ রোধে) ক্ষারজাতীয় পদার্থ বা গরম লোহা দিয়ে পুড়িয়ে দেওয়া।
- English Word caution Bengali definition [কোশ্ন্] (noun) [uncountable noun] (১) সতর্কতা অবলম্বন; মনোযোগ দান। (২) সতর্কতাসূচক কথা; সতর্কীকরণ। (৩) (singular with indefinite article) (অপশব্দ) যে ব্যক্তির চেহারা, আচরণ বা কথাবার্তা হাসির উদ্রেক করে। (verb transitive) caution (against) (কাউকে) সতর্ক করা। cautionary [কোশান্রি] (adjective) সতর্কতামূলক। cautious [কোশাস্] (adjective) সতর্ক। cautionly (adverb)
- English Word cavalcade Bengali definition [ক্যাভ্ল্কেইড্] (noun) [countable noun] অশ্বারোহীদের বা শকটযাত্রীদের শোভাযাত্রা।
- English Word cavalry Bengali definition [ক্যাভ্ল্রি] (noun) (সাধারণত plural verb- সহযোগে, 'collective(ly) অশ্বারোহী সেনাদল; (attributive(ly)) cavalry. soldier/officer.
- English Word cave Bengali definition [কেইভ্] (noun) পর্বতগুহা; গহ্বর। cavedweller (noun) (বিশেষত প্রাগৈতিহাসিক যুগের) গুহাবাসী। caveman [কেইভ্ম্যান্] (noun) গুহাবাসী; (কথ্য) আদিম স্বভাবের মানুষ। □ (Verb intransitive), (verb transitive) cave in পড়ে যাওয়া; চাপে ভেঙে পড়া: The roof of the tunnel cave in. cave in (noun).
- English Word caveat Bengali definition [কেইভিঅ্যাট্] (noun) (১) (আইন সম্বন্ধীয়) কার্যধারা মুলতবি রাখার প্রক্রিয়া। (২) (আনুষ্ঠানিক) গুণ; যোগ্যতা; শর্ত।
- English Word cavern Bengali definition [ক্যাভান্] (noun) (সাহিত্যিক) গুহা। cavernous (adjective) গুহার মতো; গুহাময়; ভাসা চোখের বিপরীত বা ভিতরে ঢোকানো ডাবা চোখ।
- English Word caviar, caviare Bengali definition [ক্যাভিআ:(র্)] (noun) [uncountable noun] নোনা পানি, চাটনি ইত্যাদিতে রসিয়ে নেওয়া সামুদ্রিক মাছের ডিম। caviar to the general সাধারণ মানুষ যার মর্ম বোঝে না।
- English Word cavil Bengali definition [ক্যাভ্ল্] (verb intransitive) cavil (at) (আনুষ্ঠানিক) অকারণ আপত্তি তোলা; খুঁত বের করা।
- English Word cavort Bengali definition [কাভোট্] (verb intransitive) (কথ্য) উত্তেজিত ঘোড়ার মতো লাফানো; তিড়িং-বিড়িং করে লাফালাফি করা।
- English Word caw Bengali definition [কো] (noun) (১) কাকের ডাক; কা-কা ধ্বনি। □ (verb intransitive), (verb transitive) এরূপ ধ্বনি করা, কা-কা রবে ডাকা। (২) cawout কাকের সুরে বলা।
- English Word cayenne Bengali definition [কেইয়েন্] (noun) (অপিচ cayenne pepper) [uncountable noun] অত্যন্ত ঝাল জাতের লাল মরিচ।
- English Word cayman Bengali definition দ্রষ্টব্য caiman.
- English Word cease Bengali definition [সীস্] (verb transitive), (verb intransitive) cease from (আনুষ্ঠানিক) ক্ষান্ত হওয়া বা বিরত হওয়া, থামা। cease fire (noun) গুলিবর্ষণ বন্ধের সংকেত; যুদ্ধবিরতি। □ (noun) (শুধু) without cease অবিরাম। ceaseless (adjective) অন্তহীন। ceaselessly (adverb)