Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word cedar Bengali definition [সীডা(র্‌)] (noun) [countable noun] লম্বা চিরহরিৎ বৃক্ষবিশেষ; [uncountable noun] এই বৃক্ষের কাঠ।
  • English Word cede Bengali definition [সীড্] (verb transitive) cede (to) (অপর রাষ্ট্র ইত্যাদির কাছে ভূমি, অধিকার ইত্যাদি) ছেড়ে দেওয়া
  • English Word cedilla Bengali definition [সিডিলা] (noun) কতিপয় ফরাসি, স্পেনীয় এবং পর্তুগিজ শব্দের বানানে ‘C’ বর্ণের নিচে যে (ç) চিহ্ন বসানো হয়, এই চিহ্ন দ্বারা ‘C’-এর উচ্চারণ ‘স’ - এর মতো বোঝানো হয়ে থাকে; যথা, façade [ফাসা:ড্‌]।
  • English Word ceiling Bengali definition [সীলিঙ্] (noun) (১) ছাদ বা চালার নিচে পিঠ(২) মেঘের স্তর; বিমানের ঊর্ধ্বাকাশে আরোহণের সর্বোচ্চ সীমা(৩) সর্বাধিক উচ্চতা; সর্বশেষ সীমা-স্তর: price ceilings, wage ceilings.
  • English Word celandine Bengali definition [সেলান্‌ডাইন্‌] (noun) হলুদফুলের ছোট বুনো গাছ
  • English Word celebrate Bengali definition [সেলিব্রেইট্] (verb transitive) (১) উদযাপন করা(২) শ্রদ্ধা ও সম্মান দেখানোcelebrated (adjective রূপে past participle) প্রসিদ্ধ।
  • English Word celebration Bengali definition [সেলিব্রেইশ্‌ন্‌] (noun) [countable noun, uncountable noun] উদযাপনcelebrity [সিলেব্রাটি] (noun) ১ [uncountable noun] উদযাপনা বা সম্মাননা; খ্যাতি ও সম্মান(২) প্রসিদ্ধ ব্যক্তি: the celebrities of the cultural arena.
  • English Word celerity Bengali definition [সিলেরাটি] (noun) [uncountable noun] (আনুষ্ঠানিক) দ্রুততা; তৎপরতা
  • English Word celery Bengali definition [সেলারি] (noun) [uncountable noun] শাকবিশেষ
  • English Word celestial Bengali definition [সিলেস্‌টিআল্ America(n) সিলেস্‌চ্‌ল্‌] (adjective) (১) আকাশ সম্পর্কীয়: celestial bodies (= গ্রহ, নক্ষত্র); স্বর্গীয়; দিব্য। (২) স্বর্গীয় কল্যাণময়; দিব্যসুন্দর
  • English Word celibacy Bengali definition [সেলিবাসি] (noun) (ধর্মীয় বিধি অনুসৃত) কৌমার্য; কৌমার্যব্রতcelibate [সেলিবাট্‌] (noun) [countable noun] কুমার; কুমারব্রতী (বিশেষত কৌমার্যব্রত গ্রহণকারী ধর্মযাজক)।
  • English Word cell Bengali definition [সেল্‌] (noun) (১) (বিশেষত কারাগার বা মঠের অভ্যন্তরে) এক ব্যক্তির জায়গা হয় এমন ছোট ঘর(২) (বিশেষত মৌচাকে দৃষ্ট) বৃহত্তর কাঠামোর অন্তর্গত ক্ষুদ্র প্রকোষ্ঠ; খোপ(৩) রাসায়নিক ক্রিয়ার দ্বারা বিদ্যুৎপ্রবাহ সৃষ্টিকারী যন্ত্রসমুচয়ের অংশ; এসিডে নিমজ্জিত ধাতব পাত(৪) জীবকোষ(৫) (সাধারণত) (বিপ্লবী) রাজনৈতিক কর্মকাণ্ডের (ব্যক্তি সমন্বয়ে গঠিত) কেন্দ্র: communist cells in an industrial town.
  • English Word cellar Bengali definition [সেলা(র্‌)] (noun) কয়লা, মদ ইত্যাদি সংরক্ষণের ভূগর্ভস্থঘর; (কোনো ব্যক্তির) মদ্যভাণ্ডার। cellarage [সেলারিজ্‌] (noun) উক্ত ঘরের আয়তন; উক্ত ঘর ব্যবহারের ভাড়া।
  • English Word cello Bengali definition [চেলোউ] (noun) খাদে বা উদারায় বাঁধা বেহালাবিশেষ; বাদকের দুই হাঁটুর মাঝখানে রেখে যা বাজাতে হয়
  • English Word cellophane Bengali definition [সেলাফেইন্‌] (noun) [uncountable noun] মোড়ক জড়ানোর কাজে ব্যবহৃত পাতলা আর্দ্রতানিরোধক স্বচ্ছ কাগজ বা অনুরূপ পদার্থবিশেষ
  • English Word cellphone Bengali definition [সেল্‌ফোন্‌] (noun) মোবাইল ফোন: cellphone radiations can be assessed in the same way as ionizing radiation. see: mobile phone.
  • English Word cellular Bengali definition [সেলিউলা(র্‌)] (adjective) (১) কোষবিশিষ্ট(২) (বস্ত্রাদি) হালকা বুনোনি বা হালকা জমিনবিশিষ্টcellularphone (noun) যে টেলিফোন সর্বত্র নিয়ে যাওয়া যায় এবং বিশেষ রেডিও ব্যবস্থার মাধ্যমে সংকেত পাঠানো যায়।
  • English Word celluloid Bengali definition [সেলিউলয়ড্] (noun) [uncountable noun] খেলনা, প্রসাধনসামগ্রী (পূর্বে ছবি তোলার ফিল্ম) ইত্যাদি তৈরিতে ব্যবহৃত দাহ্য প্লাস্টিক পদার্থ
  • English Word cellulose Bengali definition [সেলিউলোউস্‌] (noun) (১) উদ্ভিদের প্রধান অংশ গঠনকারী কোষপুঞ্জ; কাগজ ও বহুসংখ্যক বস্ত্রতন্তুর কোষ; কাষ্ঠতন্তু(২) (cellulose acetate-এর অর্থে) বিস্ফোরক, অলঙ্কার, শক্ত কাচ তৈরিতে ব্যবহৃত প্লাস্টিক পদার্থ
  • English Word Celsius Bengali definition [সেল্‌সিআস্‌] (noun) (তাপমাপক যন্ত্র বা থার্মোমিটার সম্বন্ধে) সেন্টিগ্রেড; আনদেরেই সেলসিয়াসের নামানুসারে শতাংশে বিভক্ত তাপমানের এককের নাম
  • English Word Celt Bengali definition [কেল্‌ট্‌ America(n) সেল্‌ট্‌] অ্যাংলো-স্যাক্সনদের আগে ব্রিটেনে বসতিস্থাপনকারী সর্বশেষ উদ্বাস্তুগোষ্ঠী; (শিথিলভাবে) এখনকার আইরিশ ওয়েল্‌শ, গেলিক বা ব্রেট্‌ন সম্প্রদায়ের লোক। Celtic (noun), (adjective) কেল্‌ট সম্প্রদায়বিষয়ক বা তাদের ভাষা।
  • English Word cement Bengali definition [সিমেন্ট] (noun) (১) [uncountable noun] নির্মাণকাজে ব্যবহৃত চুন ও কাদা দিয়ে তৈরি ধূসর রঙের আসঞ্জনশীল চূর্ণ; সিমেন্ট। দ্রষ্টব্য concrete. cement-mixer (noun) কংক্রিট তৈরিতে অন্য উপাদানের সঙ্গে সিমেন্ট মিশানোর যন্ত্রের ঘুরন্ত পিপা। (২) জোড়া দেওয়া বা ছিদ্র (যথা দাঁতের ছিদ্র) ভরাট করতে ব্যবহৃত সিমেন্টের মতো যেকোনো পদার্থ। □ (verb transitive) সিমেন্ট লাগানো; সিমেন্ট দিয়ে জোড়া দেওয়া; (লাক্ষণিক) শক্তিশালী করা; দৃঢ়ভাবে মিলিত করা: cement a friendship.
  • English Word cemetery Bengali definition [সেমাট্রি America(n) সেমাটেরি] (noun) সমাধিক্ষেত্র; গোরস্তান
  • English Word cenotaph Bengali definition [সেনাটা:ফ্‌ America(n) সেনাট্যাফ্‌] (noun) অন্যত্র সমাহিত ব্যক্তি বা ব্যক্তিবর্গের স্মৃতিস্তম্ভ
  • English Word censer Bengali definition [সেন্‌সা(র্‌)] (noun) (গির্জায় ব্যবহৃত) ধূপাধার
  • English Word censor Bengali definition [সেনসা(র্‌)] (noun) (১) যে সরকারি কর্মকর্তা চিঠিপত্র, বই, সাময়িকী, নাটক, ছায়াছবি ইত্যাদি পরীক্ষা করেন এবং নীতিবিগর্হিত বা কোনোভাবে আপত্তিকর বা যুদ্ধের সময় শত্রুপক্ষের সহায়ক হতে পারে এমন অংশ থাকলে তা কেটে বাদ দেন(২) প্রাচীন রোমে যে রাজকীয় কর্মকর্তা আদমশুমারি প্রস্তুত করতেন এবং জনসাধারণের নৈতিক চরিত্রের তত্ত্বাবধান করতেন।  (verb transitive) (পুস্তকাদির অংশবিশেষ) পরীক্ষা করা, কেটে বাদ দেওয়া; এরূপ কাজের সরকারি ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কাজ করা। censorship [সেনসার্‌শিপ্‌] (noun) এরূপ কর্মকর্তার কাজ বা দায়িত্ব।
  • English Word censorious Bengali definition [সেন্‌সোরিআস্] (adjective) ত্রুটিসন্ধানী; সমালোচনামুখর
  • English Word censure Bengali definition [সেন্‌শা(র্‌)] (verb transitive) censure somebody (for) কাউকে (কোনো কিছুর জন্য) সমালোচনা করা: censure somebody for negligence. □ (noun) [uncountable noun] তিরস্কার; আপত্তি; [countable noun] সমালোচনা বা আপত্তিজ্ঞাপক কথা।
  • English Word census Bengali definition [সেনসাস্‌] (noun) সরকারি আদমশুমারি বা লোকগণনা
  • English Word cent Bengali definition [সেন্‌ট্‌] (noun) মার্কিন ডলার ও অন্য বহু মেট্রিক এককবিশিষ্ট মুদ্রার এক শতাংশ; এক শতাংশ মূল্যবিশিষ্ট ধাতব মুদ্রাpercent (%) শতকরা। (agree, etc) one hundred percent শতকরা একশ ভাগ; সম্পূর্ণ (রাজি হওয়া)। cent percent (adverb) (অনানুষ্ঠানিক) সর্বমোট; শতকরা একশ ভাগ।