Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word casual Bengali definition [ক্যাজুআল্‌] (adjective) (১) আকস্মিক; অভাবিতপূর্ব; হঠাৎ; নৈমিত্তিক(২) অসতর্ক; অমনোযোগী; অপরিকল্পিত; খাপছাড়া; রীতিবিবর্জিত(৩) অনিয়মিত; ধারাবাহিকতাহীনcasually (adverb)
  • English Word casualty Bengali definition [ক্যাজুআল্‌টি] (noun) [countable noun] (১) দুর্ঘটনা, বিশেষত যাতে প্রাণহানি ঘটে(২) নিহত, আহত বা নিখোঁজ সৈনিক বা নাবিক; দুর্ঘটনায় নিহত বা গুরুতর আহত ব্যক্তিCasualty Ward/Department (noun) (১) হাসপাতালে যে বিভাগে (সড়ক দুর্ঘটনা) আহতদের জরুরি চিকিৎসা দেওয়া হয়
  • English Word casuist Bengali definition [ক্যাজিউইস্‌ট্] (noun) (১) কূটতার্কিকcasuistry [ক্যাজিউইস্‌ট্রি] (noun) [uncountable noun] কেতাবি বিদ্যা; সামাজিক প্রথা ইত্যাদির উপর নির্ভর করে ন্যায়-অন্যায় বিচার; [countable noun] কূটতর্ক। casuistic, casuistical [ক্যাজিউইস্‌টিক্, ক্যাজিউইস্‌টিক্‌ল্‌] (adjective) কূটতর্ক সম্বন্ধীয় বা কূটতর্কসদৃশ।
  • English Word Casus belli Bengali definition [কেইসাস বেলাই] (noun) (লাক্ষণিক) যে কার্যকারণের ফলে ন্যায় বা বিধিসম্মতভাবে যুদ্ধের প্রয়োজন ঘটে
  • English Word cat Bengali definition [ক্যাট্] (noun) (১) বিড়াল; (= wild cat ) বাঘ, সিংহ, চিতাবাঘ গোত্রের যেকোনো প্রাণীbell the cat, দ্রষ্টব্য bell (২). let the cat out of the bag, দ্রষ্টব্য bag 1 (১). like a cat on hot bricks (British/Britain)/tin roof (America(n)) অত্যন্ত স্নায়ুকাতর; অত্যন্ত ঘাবড়ানো স্বভাবের। play cat and mouse with/play a cat-and-mouse game with somebody কাউকে বুঝতে দেওয়া যে তারা যা চায়, তা তারা পারে, তা সত্ত্বেও তা পেতে বা করতে তাদের বাধা দেওয়া। put/set the cat among the pigeons ভয় ও বিভ্রান্তি সৃষ্টি করা; শোরগোল বাধানো। wait for the cat to jump; see which way the cat jumps অন্যরা কী করছে যা ভাবছে তা দেখার অপেক্ষায় নিজে নিষ্ক্রিয় বা নিশ্চুপ থাকা। cat and-dog life কলহময় জীবন। (২) (সংক্ষিপ্ত রূপ)। cat-o-nine-tails (noun) দুষ্কৃতকারীদের শাস্তি দিতে একদা ব্যবহৃত গ্রন্থিযুক্ত চাবুক। room to swing a cat in টায়টায় হয় এমন পরিসর; যথামাত্রার পরিসর। (৩) cat burglar (noun) দেওয়াল, পাইপ ইত্যাদি বেয়ে যে চোর ঘরে ঢোকেcat-call (noun) (verb) (রাজনৈতিক সভা ইত্যাদিতে) ধিক্কারজ্ঞাপক শিস দেওয়া। cat-fish মাগুর, সিঙি প্রভৃতি মাছ। cat-nap, cat-sleep (noun) (চেয়ার ইত্যাদিতে বসে) স্বল্পস্থায়ী নিদ্রা। cat’s cradle (noun) শিশু খেলাবিশেষ। cat’s eye (noun) (১) অন্ধকারে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে রাস্তায় স্থাপিত আলোক প্রতিফলক(২) এক ধরনের মূল্যবান পাথর; বৈদূর্যমণি; ক্যাটস আই (দেখতে বিড়ালের চোখের মতো বলে এই পাথরের নাম ক্যাটস আই)। (৩) বাংলাদেশের জনপ্রিয় একটি ফ্যাশন প্রতিষ্ঠানের নামcat’s paw (noun) যে ব্যক্তি অন্যের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। cat suit (noun) এক কাপড়ে সারা শরীর ঢাকে এরকম (বিশেষত মহিলা বা শিশুদের) আঁটসাঁট পোশাক। cat-walk (noun) সাঁকো দিয়ে বা যন্ত্রপাতির সমাবেশের ভিতর দিয়ে সংর্কীর্ণ পায়ে-চলা পথ; ফ্যাশন প্যারেডে মডেলদের হাঁটার ভঙ্গি।
  • English Word cataclysm Bengali definition [ক্যাটাক্লিজাম্] (noun) [countable noun] আকস্মিক এবং প্রচণ্ড পরিবর্তন (যথা, প্লাবন, ভূমিকম্প, মহাযুদ্ধ, রাজনৈতিক বা সামাজিক বিপ্লব)। cataclysmic [ক্যাটাক্লিজ্‌মিক] (adjective)
  • English Word catacombs Bengali definition [ক্যাটাকূম্‌জ্‌] (noun) (plural) ভূগর্ভস্থ সমাধিcatafalque [ক্যাটাফ্যাল্‌ক্‌] (noun) অন্ত্যেষ্টিক্রিয়ায় শবাধার স্থাপনের জন্য সজ্জিত মঞ্চ।
  • English Word catalepsy Bengali definition [ক্যাটালেপ্‌সি] (noun) [uncountable noun] যে রাগে থেকে থেকে আক্রান্ত ব্যক্তি সংজ্ঞাহীন হয় ও মাংসপেশি শক্ত হয়ে ওঠে; ফিটের ব্যামোcataleptic [ক্যাটালেপ্‌টিক্] (adjective) এই রোগ সম্পর্কিত বা আক্রান্ত। (noun) যায় এই রোগ আছে।
  • English Word catalogue Bengali definition (America(n) অপিচ 'catalog) [ক্যাটালগ্‌ America(n) লোগ্‌] (noun) সুবিন্যস্ত তালিকা (verb transitive) তালিকাভুক্ত করা; তালিকা প্রস্তুত করা।
  • English Word catalysis Bengali definition [কাট্যালাসিস্‌] (noun) যে প্রক্রিয়ায় নিজে পরিবর্তিত না-হয়েও একটি পদার্থ কোনো রাসায়নিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করে; অনুঘটনcatalyst [ক্যাটালিস্‌ট্‌] (noun) [countable noun] পরিবর্তনসাধনকারী এরূপ অপিরবর্তিত পদার্থ; অনুঘটক; (লাক্ষণিক) যে ব্যক্তি বা বস্তু পরিবর্তনসাধনে সহায়ক হয়। catalytic [ক্যাটালিটিক্] (adjective) এরূপ প্রক্রিয়াসম্পর্কিত; অনুঘটক; অনুঘটিত।
  • English Word catamaran Bengali definition [ক্যাটামার‍্যান্‌] (noun) দুই কাঠামোবিশিষ্ট নৌকা; কাঠের ভেলাবিশেষ; পাশাপাশি বাঁধা দুটি নৌকা বা ভেলা
  • English Word catapult Bengali definition [ক্যাটাপাল্‌ট্] (noun) (১) গুলতি; (প্রাচীন) ভারী পাথর নিক্ষেপের যুদ্ধাস্ত্রবিশেষ(২) উড্ডয়নপথ ছাড়াই বিমান উড্ডীন করার যান্ত্রিক ব্যবস্থাবিশেষ (যেমন বিমানবাহী জাহাজের ডেকে ব্যবহার করা হয়)। (verb transitive) এরূপ ব্যবহার সাহায্যে (বিমান) উড্ডীন করা; গুলতি থেকে ছোড়া।
  • English Word cataract Bengali definition [ক্যাটার‍্যাক্‌ট্‌] (noun) [countable noun] (১) বৃহৎ খাড়া জলপ্রপাত(২) (রোগ) চোখের ছানি। দ্রষ্টব্য eye.
  • English Word catarrh Bengali definition [কাটা:(র্)] (noun) [uncountable noun] সর্দি, শ্লেষ্মা
  • English Word catastrophe Bengali definition [কাটাস্‌ট্রাফি] (noun) [countable noun] বিপর্যয়; আকস্মিক বিপত্তি (বন্যা, ভূমিকম্প, অগ্নিকাণ্ড) catastrophic [ক্যাটাস্‌ট্রফিক্] (adjective)
  • English Word catch 1 Bengali definition [ক্যাচ্] (verb transitive), (verb intransitive) (past tense, past participle caught [কোট্]) (১) ধরা; লুফে নেওয়াcatch somebody out (ক্রিকেটে) ব্যাটসম্যান কর্তৃক শূন্যে আঘাত-করা বল মাটিতে পড়ার আগে ধরে তাকে আউট করা। (২) পাকড়াও করা; গ্রেফতার করা; ফাঁদে বা জালে ধরা; নাগাল পাওয়া: “You can’t catch me!” she yelled. (৩) অপ্রত্যাশিতভাবে (কাউকে বিশেষত অন্যায় কাজে রত অবস্থায়) ধরে ফেলা: I caught Shakil reading my private letter; দেখতে পাওয়া; ধরতে পাওয়া: We know he’s been cheating, but we’ve never caught him at it. Catch somebody at it; catch somebody in the act (of doing something) কোনো কিছু করতে থাকা অবস্থায় (কাউকে) দেখতে পাওয়া বা ধরে ফেলা। Just let me catch you at it again! catch somebody out ভুল করতে থাকা অবস্থায় (কাউকে) দেখতে পাওয়া বা ধরে ফেলা। catch somebody napping দ্রষ্টব্য nap (১)। (৪) যথাসময়ে ধরতে পারা: catch a tarin. (৫) catch somebody up; catch up (with somebody) (ক) (পিছনে থেকেও এগিয়ে এসে) সহগামীর নাগাল ধরা: You go on ahead, I’ll catch you up later/ catch up (with you). (খ) সব বাকি কাজ সেরে ফেলা: If you miss a lot of lessons, it is very difficult to catch up later. (৬) catch (in/on) জড়িয়ে যাওয়াHe caught his shirt on a wire fence; আটকে পড়া: I caught my fingers in the door. (৭) বুঝতে পারা; উপলব্ধি করা: I don’t quite catch your meaning; শুনতে পাওয়া: I didn’t catch the end of the sentence. catch on (to something) বুঝতে পারা। catch it তিরস্কৃত হওয়া; শাস্তি পাওয়া, আঘাতপ্রাপ্ত হওয়া ইত্যাদি: You’ll catch it if your mother finds out where you’ve been. catch somebody’s attention/fancy কারো মনোযোগ/মন আকর্ষণে সমর্থ হওয়া। catch somebody’s eye কারো (চোখে পড়লে) দৃষ্টি-আকর্ষণে তার দিকে তাকানো। এই সূত্রে eye- catching (adjective), দ্রষ্টব্য eye (৩)। catch sight/a glimse of ক্ষণকালের জন্য দেখা। (৮) আক্রান্ত হওয়া: catch a disease. (৯) catch at আঁকড়ে ধরার চেষ্টা করা: A drowning man will catch at a straw. দ্রষ্টব্য clutch 1. catch up আঁকড়ে ধরা; (লাক্ষণিক) আবিষ্ট হওয়া: catch up a loose end of rope. He was caught up in the wave of enthusiasm. catch hold of আঁকড়ে ধরা। (১০) catch (fire) আগুন ধরা(১১) আঘাত করা: catch somebody a blow. (১২) catch one’s breath (বিস্ময় ইত্যাদিতে) দম ফেলতে না-পারাcatch-crop (noun) অপরাপর শস্যের সারির ভিতর লাগানো দ্রুত ফলনশীল শস্য (যথা লেটুস)। catchpenny (adjective) সস্তা; শুধু পয়সা করার উদ্দেশ্যে তৈরি বা রচিত: a book with a catch penny title. catchphrase (noun) বহুল প্রচলিত প্রবাদ বা স্লোগান। catch somebody unawares/ catch somebody off-guard/ catch somebody on the hop কোনো কিছু করা বা ঘটে যাওয়া যা অপ্রত্যাশিত এবং সামাল দেওয়া কঠিন: a night attact that caught the enemy unawares. Her question caught him off-guard. The dramatic fall in share prices caught even the exports on the hop. catchword (noun) দৃষ্টি-আকর্ষণী শব্দ, যথা কোনো অনুচ্ছেদের বিষয়বস্তু, কলামের উপরিভাগে মুদ্রিত অভিধানের পৃষ্ঠার প্রথম বা শেষ শব্দ। catching (adjective) (বিশেষত রোগ) সংক্রামক। catchy (adjective) (১) (সুর বা গান) সহজে মনে পড়ে এমন; মনোগ্রাহী(২) চাতুরীময়; ভুল বোঝা যায় এমন
  • English Word catch 2 Bengali definition [ক্যাচ্] (noun) (১) (বল ইত্যাদি) ধরা(২) যা ধরা হয় বা ধরার যোগ্য: He is a good catch for a young woman. (৩) যা ঠকানোর অভিপ্রায়যুক্ত; চতুর প্রশ্ন বা কৌশল(৪) ছিটকিনি। দ্রষ্টব্য latch. (৫) সমবেত সংগীত
  • English Word catchment Bengali definition [ক্যাচ্‌মান্‌ট্‌] (noun) catchment(-area) যেখান থেকে বৃষ্টির পানি নদীতে নামে (বিকল্প রূপ 'catchment-basin'); (লাক্ষণিক) যে অঞ্চল বা অঞ্চলসমূহ থেকে কোনো কেন্দ্রীয় প্রতিষ্ঠান বা সংস্থা সদস্য সংগ্রহ করে (স্কুলের জন্য ছাত্র, হাসপাতালের জন্য রোগী); [uncountable noun] বৃষ্টি ইত্যাদির ধারণকৃত পরিমাণ
  • English Word catechism Bengali definition [ক্যাটিকিজাম্‌] (noun) [uncountable noun] (বিশেষত ধর্ম বিষয়ে) প্রশ্নোত্তরে শিক্ষাদান; [countable noun] এই উদ্দেশ্যে প্রণীত প্রশ্নোত্তরের সংখ্যা ও ক্রম: put a person through his catechism, কাউকে খুঁটিয়ে প্রশ্ন বা জেরা করা। catechize [ক্যাটিকাইজ্‌] (verb transitive) প্রশ্নের পর প্রশ্ন করে শিক্ষা দেওয়া বা পরীক্ষা করা।
  • English Word categorical Bengali definition [ক্যাটিগরিক্‌ল্‌] (adjective) (বক্তব্য বা বিবৃতি) নিঃশর্ত; চরম; বিশদ; পুঙ্খানুপুঙ্খ; স্পষ্ট; প্রত্যক্ষcategoricalIy [ক্যাটিগরিইক্‌লি] (adverb)
  • English Word category Bengali definition [ক্যাটিগারি America(n) ক্যাটিগোরি] (noun) কোনো স্বয়ংসম্পূর্ণ রীতি/প্রণালির বিভাগ/শ্রেণিcategorize [ক্যাটিগারাইজ্‌] (verb transitive) কোনো স্বয়ংসম্পূর্ণ রীতি/প্রণালি প্রভৃতির অন্তর্ভুক্ত করা।
  • English Word cater Bengali definition [কেইটা(র্‌)] (verb intransitive) (১) cater for খাদ্য সরবরাহ করা(২) cater for/to খাদ্যাদি সরবরাহ করা; আকাঙ্ক্ষিত বা প্রয়োজনীয় বস্তুর চাহিদা পূরণ করা; মনোরঞ্জন করাcaterer (noun) যে ব্যক্তি বাইরে থেকে খাদ্যাদি সংগ্রহ করে ক্লাব, বাসা ইত্যাদিতে সরবরাহ করে; হোটেল, রেস্তোরাঁর মালিক বা নির্বাহক।
  • English Word caterpillar Bengali definition [ক্যাটাপিলা(র্‌)] (noun) (১) শুঁয়া পোকা। দ্রষ্টব্য butterfly. (২) (ট্যাংক বা গাড়ির) খাঁজকাটা চাকার উপরের ধাতুপাতের বেল্টcaterpillartractor এরূপ বেল্টযুক্ত ট্রাক্টর।
  • English Word caterwaul Bengali definition [ক্যাটায়োল্‌] (verb intransitive), (noun) বিড়ালের মতো চিৎকার করা; বিড়ালের মতো চিৎকার
  • English Word catgut Bengali definition [ক্যাট্‌গাট্] (noun) [uncountable noun] বেহালা, টেনিস, র‍্যাকেট ইত্যাদির তার তৈরির উপাদান
  • English Word catharsis Bengali definition [কাথা:সিস্‌] (noun) (১) [countable noun, uncountable noun] (চিকিৎসাশাস্ত্র) দেহের দূষিত, বর্জ্য পদার্থের নিঃষ্ক্রমণ; রেচন(২) আবেগমুক্তি; মোক্ষণ (নাটক বিশেষত ট্র্যাজেডি দর্শন করে বা গভীর অনুভূতির কথা অন্যকে জানানোর ফলে যে আবেগমুক্তি ঘটে)। cathartic [কাথা:টিক্‌] (noun) (চিকিৎসাশাস্ত্র) রেচক ওষুধ; বিশোধক পদার্থ।  (adjective) রেচক; বিশোধক।
  • English Word cathedral Bengali definition [কাথীড্রাল্] (noun) বিশপের এলাকাধীন প্রধান গির্জা, যেখানে বিশপের আসন থাকে
  • English Word catheter Bengali definition [ক্যাথিটা(র্‌)] (noun) (চিকিৎসাশাস্ত্র) যে সরু নল মূত্রথলিতে ঢুকিয়ে তরল পদার্থ প্রবেশ বা বের করতে ব্যবহার করা হয়
  • English Word cathode Bengali definition [ক্যাথোউড্] (noun) ঋণাত্মক বৈদ্যুতিক প্রান্তcathoderay (noun) বায়ুশূন্য টিউবে ঋণাত্মক বৈদ্যুতিক প্রান্ত থেকে নির্গত অদৃশ্য ইলেকট্রন-প্রবাহ।
  • English Word catholic Bengali definition [ক্যাথালিক্‌] (Adjective) (১) উদার; সাধারণ; সর্বগ্রাহী; সর্বজনীন; a man with catholic tastes. (২) The Catholic Church সমগ্র খ্রিষ্টান সম্প্রদায়Roman catholic (noun), (adjective) পোপের নেতৃত্বাধীন চার্চের অনুসারী; এই চার্চবিষয়ক। দ্রষ্টব্য Pope, Protestant, Roman(৩)।