C পৃষ্ঠা ৭
- English Word caprice Bengali definition [কাপ্রীস্] (noun) (১) খেয়ালখুশি; চাপল্য; অস্থিরচিত্ততা; মেজাজমর্জি। (২) শান্ত্রবিরুদ্ধ প্রাণবন্ত গীত বা বাদিত সংগীতবিশেষ; খেয়াল।
- English Word capricious Bengali definition [কাপ্রিশাস্] (adjective) খেয়ালি; চপল; লোলচিত্ত; অস্থিরমতি। capriciously (adjective) খেয়ালখুশিমতো; মর্জিমাফিক।
- English Word Capricorn Bengali definition [ক্যাপ্রিকোন্] (noun) Tropic of Capricorn, মকরক্রান্তি বা দক্ষিণায়ন; মকর রাশি।
- English Word capsicum Bengali definition [ক্যাপ্সিকাম্] (noun) লংকার চারা; মরিচ; লংকা। দ্রষ্টব্য cayenne, দ্রষ্টব্য pepper (২)।
- English Word capsize Bengali definition [ক্যাপ্সাইজ্] (verb transitive), (verb intransitive) (বিশেষত নৌকা) উল্টে যাওয়া/দেওয়া।
- English Word capstan Bengali definition [ক্যাপ্স্টান্] (noun) নোঙর বাঁধার খুঁটা; জাহাজ ভেড়াতে ব্যবহৃত মোটা দড়ি বা তার যে খুঁটায় বাঁধা হয়; তার বা দড়ি গুটিয়ে রাখার যন্ত্র; নাটাই।
- English Word capsule Bengali definition [ক্যাপ্সিঊল্ America(n) ক্যাপস্ল্] (noun) (১) বীজকোষ। (২) (অল্পমাত্রায় ওষুধ ইত্যাদির) ক্ষুদ্র আধার। (৩) (বৈজ্ঞানিক যন্ত্রপাতি কিংবা নভশ্চরদের জন্য) নভোযান থেকে ক্ষেপণযোগ্য আধারবিশেষ; ক্যাপসুল।
- English Word captain Bengali definition [ক্যাপ্টিন্] (noun) (১) মুখ্য আদেষ্টা বা নেতা; অধিনায়ক: the captain of a ship/fire-brigade/football team. (২) (সেনা ও নৌবাহিনীতে) ক্যাপটেন। □ (verb transitive) (ফুটবল দল ইত্যাদির) অধিনায়কত্ব করা। captaincy (noun) ক্যাপটেনের পদ; ক্যাপটেনের দায়িত্বকাল; ক্যাপটেনের কার্যকলাপ।
- English Word caption Bengali definition [ক্যাপশ্ন্] (noun) সাময়িক পত্রিকাদিতে প্রকাশিত নিবন্ধের সংক্ষিপ্ত আখ্যা; আলোকচিত্র বা শোভাবর্ধক ছবির সঙ্গে মুদ্রিত শব্দাবলি; চলচ্চিত্রে কাহিনির স্থানকাল নির্দেশক শব্দ বা শব্দগুচ্ছ (যেমন- ঢাকা ১৯৭১); শিরোনাম; আখ্যান। তুলনীয় sub-titles.
- English Word captious Bengali definition [ক্যাপশাস্] (adjective) (আনুষ্ঠানিক) ছিদ্রান্বেষী; খুঁতখুঁতে; দোষগ্রাহী। captiously (adverb) ছিদ্রান্বেষীর মতো; ছিদ্রান্বেষণপূর্বক।
- English Word captivate Bengali definition [ক্যাপ্টিভেইট্] (noun) বিমোহিত/বিমুগ্ধ করা।
- English Word captive Bengali definition [ক্যাপ্টিভ্] (noun), (adjective) (১) বন্দি (মানুষ, পশু)। be taken/hold somebody captive কাউকে বন্দি করা বা করে রাখা। captive balloon (রজ্জুর সাহায্যে) বন্দি বেলুন। (২) captive audience যে শ্রোতারা সহজে সরে যেতে পারে না বলে প্রভাবের শিকার হয় (টিভির সামনে শিশুরা); বন্দি শ্রোতৃমণ্ডলী। captivity [ক্যাপ্টিভাটি] (noun) [uncountable noun] বন্দিদশা।
- English Word captor Bengali definition [ক্যাপ্টা(র্)] (noun) বন্দিকর্তা।
- English Word capture Bengali definition [ক্যাপ্চা(র্)] (verb transitive) বন্দি/গ্রেফতার করা; জিতে নেওয়া; ছলে-বলে-কৌশলে হস্তগত করা। □ (noun) [uncountable noun] বন্দিকরণ; করায়ত্তকরণ; [countable noun] বন্দিবৃত/অধিকৃত/হস্তগত বস্তু।
- English Word car Bengali definition [কা:(র্)] (noun) (১) মোটরগাড়ি। car-ferry (noun) (সমুদ্র বা বিমানপথে) গাড়ি পারাপারের খেয়াতরি; গাড়ি-খেয়া। car-port (noun) মোটরযানের জন্য উন্মুক্ত-পার্শ্ব আশ্রয়স্থল; গাড়ির আড়ং। (২) (ব্রিটেনে রেলগাড়িতে) কামরা: dining-car; sleeping-car; (America(n)) মালবাহী বগি; freight car (British/Britain= goods-wagon). (৩) বেলুন, হাওয়াই জাহাজ বা লিফটের যে অংশ আরোহীরা ব্যবহার করেন; কক্ষ। (৪) (কাব্যিক) চক্রযান; রথ। the car of the sun-god.
- English Word carabine Bengali definition দ্রষ্টব্য carbine.
- English Word caracul, karakul Bengali definition [ক্যারাকূল্] (noun) ঘন রঙের কোঁকড়া পশমবিশিষ্ট এশীয় ভেড়া; তজ্জাত পশমি বস্ত্র বা সদৃশ বস্তু।
- English Word carafe Bengali definition [ক্যারাফ্] (noun) টেবিলে ব্যবহারের জন্য পানি বা মদের বড় পাত্রবিশেষ; সুরাহি।
- English Word caramel Bengali definition [ক্যারামেল্] (noun) (১) [uncountable noun] (খাদ্যদ্রব্যে রং ও স্বাদ যুক্ত করতে ব্যবহৃত) দগ্ধ শর্করা। (২) [countable noun] জ্বালচিনির আঠালো সাকার খণ্ড; মিঠাই। caramelize (verb)
- English Word carapace Bengali definition [ক্যারাপেইস্] (noun) কচ্ছপ, কাঁকড়া, চিংড়ি ইত্যাদির শক্ত খোলস; কবচ।
- English Word carat Bengali definition [ক্যারাট্] (noun) রত্নাদির মাপের একক; (২০০ মি.গ্রা.)। দ্রষ্টব্য পরি. ৫। (২) (America(n) karat) সোনার বিশুদ্ধতার মাপ; বিশুদ্ধ সোনার ক্যারাট ২৪।
- English Word caravan Bengali definition [ক্যারাভ্যান্] (noun) (১) কাফেলা। (২) বসবাসের জন্য (যেমন জিপসি কিংবা অবকাশযাপনকারীরা করে থাকে), বিশেষত (অধুনা) মোটরযানের পিছনে সংলগ্ন, আবৃত গাড়িবিশেষ; কারাভাঁ। দ্রষ্টব্য trail( ১ ) ভুক্তিতে trailer. caravanning কারাভাঁয় অবকাশযাপন। caravansary, caravanserai [ক্যারাভ্যান্সারি, ক্যারাভ্যান্সারাই] (noun) কারাভাঁ-সরাই।
- English Word caraway Bengali definition [ক্যারাওয়েই] (noun) কারোয়া; শা-জিরা; কেওড়া।
- English Word carbide Bengali definition [কা:বাইড্] (noun) কার্বনের যৌগ। দ্রষ্টব্য calcium.
- English Word carbine Bengali definition [কা:বাইন্] (noun) খাটো বন্দুকবিশেষ (আদিতে অশ্বারোহী সৈনিকদের জন্য); কার্বাইন।
- English Word carbohydrade Bengali definition [কা:বৌহাইড্রেইট্] (noun) [countable noun, uncountable noun] জৈবযৌগবিশেষ, শর্করা ও শ্বেতসার যার অন্তর্ভুক্ত; (plural) শ্বেতসারজাতীয় খাদ্য।
- English Word carbolic acid Bengali definition [কা: বলিক অ্যাসিড্] (noun) [uncountable noun] পূতিনিবারক ও জীবাণুনাশকরূপে ব্যবহৃত তীব্র গন্ধযুক্ত শক্তিশালী তরল পদার্থবিশেষ; কার্বলিক এসিড।
- English Word carbon Bengali definition [কা:বান্] (noun) (১) [uncountable noun] সব জীবশরীরে উপস্থিত অধাতব মৌল (প্রতীক C); অঙ্গারক। carbon black (noun) তেল, কাঠ ইত্যাদি আংশিকভাবে পুড়িয়ে প্রাপ্ত কালো চূর্ণ; অঙ্গারচূর্ণ। carbon dating অঙ্গারের তেজস্ক্রিয় আইসোটোপের ক্ষয়ের পরিমাণের ভিত্তিতে প্রাগৈতিহাসিক বস্তুর কালনির্ণয়-পদ্ধতি। (২) [countable noun] অর্ধবৃত্তাকার বৈদ্যুতিক বাতিতে ব্যবহৃত অঙ্গারের কাঠি বা পেনসিল। (৩) [countable noun] (অপিচ carbon-paper) কার্বন; কার্বন কাগজ। (৪) [countable noun] (অপিচ carbon copy) কার্বন প্রতিলিপি। (৫) carbon dioxide (noun) জীবশরীরে উৎপন্ন এবং ফুসফুস থেকে নিশ্বসিত গ্যাসবিশেষ (C0 2); পানীয়ের সঙ্গে মিশ্রিত কৃত্রিমভাবে উৎপন্ন উক্ত গ্যাস। carbon monoxide (noun) অঙ্গারদহনে উৎপন্ন বিষাক্ত গ্যাসবিশেষ (CO). carbonated [কা:বানেইটিড্] (adjective) কার্বন ডাই-অক্সাইডযুক্ত; অঙ্গারায়িত: carbonated beverages. carboniferous [কা:বানিফারাস্] (adjective) (ভূতত্ত্ব) আঙ্গার্য; carboninferous strata, আঙ্গার্যস্তর। carboize (verb transitive) (পুড়িয়ে) অঙ্গারিত করা। carbonization [কা:বানাইজেইশ্ন্ America(n) কা:বানিজেইশ্ন্] (noun) অঙ্গারীভবন; অঙ্গারীকরণ।
- English Word carbonic acid Bengali definition [কা:বনিক্ অ্যাসিড্] (noun) [uncountable noun] জলে দ্রবীভূত কার্বন ডাই-অক্সাইড (যেমন সোডা ওয়াটারের ঝাঁজালো স্বাদের কারণে উক্ত গ্যাসের উপস্থিতি); অঙ্গারাম্ল।
- English Word carbuncle Bengali definition [কা:বাঙ্ক্ল্] (noun) (১) রক্তবর্ণ মূল্যবান রত্নবিশেষ; স্বর্পমণি; শবচেরাগ। (২) বিস্ফোটক; দুষ্টব্রণ।