• Bengali Word point 1 English definition [পয়ন্‌ট্] (noun) ১ (পিন, পেনসিল, ছুরি ইত্যাদির) অগ্র; মুখ; অগ্রাংশ: point of a needle, সূচ্যগ্র।
    not to put too fine a point on it বেশি ঘষামাজা না-করা; স্পষ্টাস্পষ্টি/সোজাসুজি বলা। (২) [Countable noun] অগ্রভাগ; মাথা; সুচালো অংশ: the point of the jaw, সমুদ্র, হ্রদ ইত্যাদির মধ্যে প্রবিষ্ট ভূভাগ; উদগ্রভূমি; উদগ্রস্থল; ভূমিনাসিকা; শৈলান্তরীপ: a point of land. (৩) বিন্দু; ফোঁটা: a decimal point, a full point, পূর্ণচ্ছেদ। (৪) [countable noun] স্থান বা কালে প্রকৃত বা কাল্পনিক অবস্থানবিন্দু; মুহূর্ত: a point of departure. a/the point of no return, দ্রষ্টব্য return 1 (১). point of view যে অবস্থান থেকে কিছু দেখা হয়; (লাক্ষণিক) দৃষ্টিভঙ্গি। দ্রষ্টব্য angle 1 (২). (America(n)) at this point এই স্থলে বা মুহূর্তে। be at the point of death মুমূর্ষু/মরণোম্মুখ/মরণাপন্ন/মরমর হওয়া। be on the point of doing something কিছু করতে উদ্যত/উম্মুখ হওয়া। If/when it comes to the point চূড়ান্ত মুহূর্তে; কার্যকালে: When it comes to the point, he backs out. point-duty (noun) [uncountable noun] বিশেষ বিশেষ অবস্থান নিয়ে (পুলিশের) যানচলাচল নিয়ন্ত্রণের কর্তব্য; অবস্থানিক কর্তব্য। turning- point, দ্রষ্টব্য turning. point-to-point race নির্ধারিত কতকগুলো বিন্দু অতিক্রম করে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে (অশ্বারোহীদের) দৌড়। (৫) [uncountable noun] (মুদ্রণ) মুদ্রাক্ষরের মাপের একক; পয়েন্ট: The book was printed in 10 point. (৬) [countable noun] তুলাযন্ত্রের চিহ্ন; পরিমাপের একক; অঙ্ক; ডিগ্রি; মাত্রা: boiling-point স্ফুটনাঙ্ক। melting point গলনাঙ্ক। possession is nine points (= নয়-দশমাংশ) of the law দখলই দখলদার ব্যক্তির পক্ষে সবচেয়ে বড় প্রমাণ। (৭) [countable noun] কোনো কোনো খেলায় সাফল্যাঙ্ক; প্রদর্শিত বস্তুর উৎকর্ষ মাপার একক; পয়েন্ট: score twenty points. give somebody points; give points to somebody কিছু বাড়তি সুবিধা দিয়েও জিততে পারা: You can give me points at golf, অর্থাৎ তুমিই ভালো খেলোয়াড়। score a point (against/off/over somebody) দ্রষ্টব্য score 2(৩). win/be beaten on points (মুষ্টিযুদ্ধ) (ধরাশায়ী না-করে বা না-হয়ে) পয়েন্টে জেতা বা হারা। (৮) [countable noun] দিগ্‌নির্ণয় যন্ত্রের বত্রিশটি দাগের যেকোনো একটি; দিক; দিশা; দিগ্বিভাগ: intermediate point. (৯) [countable noun] বিষয়; প্রসঙ্গ; পদ; প্রকরণ; প্রস্তাব; দফা; অনুপুঙ্খ: I shall discuss the proposal point by point. carry/gain one’s point নিজ উদ্দেশ্যের প্রতি সমর্থন আদায় করা। come to/get to/reach the point মূলপ্রসঙ্গে/বিষয়ে আসা। get/see/miss the point of something (কিছুর) মর্ম বুঝতে পারা/ধরা/ধরতে না-পারা: I did not miss the point of the story. make one’s point নিজ বক্তব্য/যুক্তি প্রতিষ্ঠিত করা। make a point of doing something গুরুত্বপূর্ণ/অপরিহার্য কর্তব্য বলে বিবেচনা করা। stretch a point নীতির আংশিক ব্যত্যয়/ব্যতিক্রম করা: I won’t ask you to stretch a point in my favour. take somebody’s point (আলোচনাকালে) কারো বক্তব্য, প্রস্তাব ইত্যাদির মর্ম অনুধাবন/গ্রহণ করা। (get/wander) away from/off the point প্রসঙ্গচ্যুত হওয়া; অপ্রাসঙ্গিক কথা বলা। a case in point প্রাসঙ্গিক দৃষ্টান্ত। in point of fact বস্তুত; প্রকৃত প্রস্তাবে। a point of honour/conscience আত্মমর্যাদা/বিবেকের প্রশ্ন/অতীব গুরুত্বপূর্ণ। on a point of order, দ্রষ্টব্য order 1 (৪). (১০) [uncountable noun] হেতু; যুক্তি; লাভ। no/not much point in doing something কোনো কিছু করে (তেমন) লাভ নেই/হবে না: There is very little point in helping such an incorrigible rogue. What’s the point? মাথা ঘামিয়ে লাভ কী? (১১) [countable noun] বিশিষ্টতা; বৈশিষ্ট্য; গুণ; বিশেষ গুণ; স্বভাবলক্ষণ: What are your best points as an administrator? (১২) [countable noun] (British/Britain) বৈদ্যুতিক প্রবাহের নির্গমপথ বা কোটর (সকেট); বিদ্যুৎসন্ধি। (১৩) (past participle) রেলগাড়ির এক লাইন থেকে অন্য লাইনে যাওয়ার জন্য ক্রমসংকুচিত; সঞ্চালনক্ষম রেল; পয়েন্ট। pointsman [পয়ন্‌ট্‌সমান্‌] (noun) (plural men) রেললাইনের পয়েন্টের রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত কর্মচারী; পয়েন্টসম্যান। (১৪) [uncountable noun] কার্যকারিতা; সারবত্তা; ভার: Your comments lack point.