B পৃষ্ঠা ৪১
- English Word bunk 2 Bengali definition [বাঙ্ক্] (verb intransitive) (British/Britain অপশব্দ) স্কুল বা কাজ পালানো। (noun) do a bunk পালিয়ে যাওয়া।
- English Word bunk 3 Bengali definition [বাঙ্ক্] (noun) [uncountable noun] bunkum-এর সংক্ষেপ।
- English Word bunker Bengali definition [বাঙ্কা(র্) (noun) (১) জাহাজের যে অংশে কয়লা বা জ্বালানি মজুত রাখা হয়, জ্বালানিকোঠা। (২) (গলফ খেলায়) বলের গতিরোধ করার জন্য বালুকাময় গর্ত; কোষ্ঠক; বাংকার। (৩) (সামরিক) মাটির তলায় সুরক্ষিত আশ্রয়; বাংকার। (verb transitive), (verb intransitive) (১) জাহাজের খোলে জ্বালানি মজুত করা; (জাহাজ সম্বন্ধে) জ্বালানি নেওয়া। (২) (সাধারণত) কর্মবাচ্যে)) be bunked গলফে বল বাংক রে ঢোকানো; (লাক্ষণিক) বিপদে পড়া; ফেঁসে যাওয়া।
- English Word bunkum Bengali definition [বাঙ্কাম্] (noun) [uncountable noun] (কথ্য) অনর্থ; বাজে কথা; আবোলতাবোল।
- English Word bunny Bengali definition [বানি] (noun) (plural bunnies) (শিশুর বোল) খরগোশ।
- English Word Bunsen Bengali definition [বানস্ন্] (noun) Bunsen burner বৈজ্ঞানিক গবেষণাগারে ব্যবহারের জন্যে গ্যাসচুল্লিবিশেষ; বানসেনচুল্লি।
- English Word bunting 1 Bengali definition [বান্টিঙ্] (noun) [uncountable noun] উৎসব-অনুষ্ঠানে শোভাবর্ধক পতাকা ও সাজসজ্জা তৈরির জন্য ব্যবহার্য বর্ণাঢ্য বস্ত্রবিশেষ; ধ্বজপট।
- English Word bunting 2 Bengali definition [বান্টিঙ্] (noun) [uncountable noun] শিঙের গুঁতা; টুঁ।
- English Word buoy Bengali definition [বয়] (noun) (১) বয়া; প্লবক। (২) (অপিচ life-buoy) পানিতে ভেসে থাকার সহায়ক উপস্করবিশেষ; প্লবক; লাইফবয়। (verb transitive) (১) বয়া দিয়ে চিহ্নিত করা: buoy a channel. (২) buoy up ভাসিয়ে রাখা; (লাক্ষণিক) আশা ইত্যাদি উজ্জীবিত রাখা।
- English Word buoyancy Bengali definition [বয়ান্সি] (noun) [uncountable noun] (১) প্লবতা; প্লবনশীলতা। (২) (লাক্ষণিক) প্রাণোচ্ছলতা; প্রফুল্লতা; লঘুচিত্ততা; প্রাণশক্তি; (স্টকবাজার সম্বন্ধে) তেজি ভাব।
- English Word buoyant Bengali definition [বয়ান্ট্] (adjective) প্লবনশীল; উৎপতিষ্ণু; প্লবমান; (লাক্ষণিক) প্রানোচ্ছল; প্রফুল্ল; লঘুচিত্ত; (স্টক বাজার সম্বন্ধে) তেজি। buoyantly (adverb)
- English Word bur, burr Bengali definition [বা(র্)] (noun) চোরকাঁটা; (লাক্ষণিক) নাছোড়বান্দা; গায়ে-পড়া লোক।
- English Word burble Bengali definition [বাব্ল্] (verb intransitive) গদগদ/কলকল শব্দ করা।
- English Word burden Bengali definition [বাড্ন্] (noun) (১) ভার; বোঝা; গুরুভার; (সাহিত্য ও লাক্ষণিক) বোঝা; যা বহন করা কঠিন। be a burden to (somebody) কারো বোঝা/গলগ্রহ হওয়া। beast of burden ভারবাহী পশু। (২) [uncountable noun] জাহাজের বহনক্ষমতা; ধারণক্ষমতা: a ship of 5000 tons burden. (৩) the burden of proof প্রমাণের দায়। (৪) ধুয়ো; ধ্রুবপদ; (definite article) -সহ)) বিবৃতি, বক্তৃতা ইত্যাদির মুখ্যবিষয়; মর্ম; সারকথা। (verb transitive) burden (somebody)/oneself (with) বোঝা চাপানো। burdensome [বাড্ন্সাম্] (adjective) দুর্বহ; ক্লান্তিকর; ক্লেশাবহ।
- English Word burdock Bengali definition [বাডক্] (noun) ভাঁটুই গাছ (burrs).
- English Word bureau Bengali definition [বিউ্যরোউ] (noun) (plural bureaux, bureaus [বিউ্যরোউজ্]) (১) (British/Britain) দেরাজযুক্ত লেখার টেবিল; বুওরো। (২) সরকারি বা পৌর দফতর/অফিস; ব্যুরো; দফতর: information Bureau; Tourist Bureau. (৩) [America(n)] (সাধারণত) আয়নাসহ)) দেরাজওয়ালা আলমারি (কাপড়চোপড় রাখার জন্য)।
- English Word bureaucracy Bengali definition [বিউ্যআরক্রাসি] (noun) [uncountable noun] আমলাতন্ত্র; আমলাদের পরিচালিত প্রশাসনিক ব্যবস্থা; [countable noun] (plural bureaucracies) এই ধরনের সরকারের দৃষ্টান্ত; আমলাদের সমষ্টি।
- English Word bureaucrat Bengali definition [বিউ্যআরাক্র্যাট্] (noun) (প্রায়শ অপকর্ষসূচক) সরকারি কর্মকর্তা; ক্ষমতাসীন আমলা; আমলাতন্ত্রবাদী ব্যক্তি। bureaucratic [বিউ্যআরাক্র্যাটিক্] (adjective) আমলাসুলভ; আমলাতান্ত্রিক। bureaucratically [বিউ্যআরাক্র্যাটিক্লি] (adverb) আমলাতান্ত্রিকভাবে।
- English Word burette Bengali definition [বিউ্যআররেট্] (noun) নিঃসৃত তরলপদার্থ মাপার জন্য ট্যাপযুক্ত; মাত্রাঙ্কিত কাচের নলবিশেষ; বুরেট।
- English Word burg Bengali definition [বাগ্] (noun) (America(n) কথ্য)) শহর; নগর।
- English Word burgeon Bengali definition [বাজান্] (verb intransitive) (কাব্যিক) পল্লবিত হওয়া; অঙকুরিত হওয়া। (লাক্ষণিক) দ্রুত বেড়ে ওঠা; দ্রুত বিকশিত হওয়া।
- English Word burger Bengali definition [বাগা(র্)] (noun) (কথ্য) = humburger.
- English Word burgh Bengali definition [বারা] (noun) স্কটল্যান্ডের বারো (borough); সংসদে এক বা একাধিক সদস্য প্রেরণের অধিকারপ্রাপ্ত নগর বা নগরাংশ; পৌরসভা-শাসিত এবং রাজকীয় আজ্ঞাপত্রবলে স্বশাসনের অধিকারভোগী নগরী।
- English Word burgher Bengali definition [বাগা(র্)] (noun) (প্রাচীন প্রয়োগ) (বিশেষত ওলন্দাজ, ফ্লেমীয় ও জর্মন কোনো নগরের) নাগরিক।
- English Word burglar Bengali definition [বাগ্লা(র্)] (noun) সিঁধেল চোর। burglary [বাগ্লারি] (noun) [uncountable noun] সিঁধ কেটে যে চুরি; [countable noun] (plural burglaries) চুরি। burglar-alarm (noun) চুরি সম্বন্ধে সতর্ক করার জন্য যান্ত্রিক উপায়। burglar-proof (adjective) তস্কর-অভেদ্য। burgle [বাগ্ল্] (verb transitive), (verb intransitive) চুরি করা। burglarious [বগ্লেআরিআস্] (adjective) (আইন সম্বন্ধীয়) চৌর্যঘটিত; চৌর্যমূলক।
- English Word burgomaster Bengali definition [বাগামা:স্টা(র্) (America(n) বাগাম্যাস্টা(র্))] (noun) ওলন্দাজ, ফ্লেমীয় ও জর্মন নগরীর মেয়র; নগরাধ্যক্ষ।
- English Word Burgundy Bengali definition [বাগান্ডি] (noun) [uncountable noun] (মধ্য ফ্রান্সের) বার্গান্ডি অঞ্চলের (সাধারণত) লাল রঙের)) বিভিন্ন প্রকার মদ; বার্গান্ডি।
- English Word burial Bengali definition [বেরিআল্] (noun) [uncountable noun, countable noun] সমাধিস্থকরণ; দাফন। burial ground (noun) সমাধিভূমি; গোরস্তান। Burial Service অন্ত্যেষ্টিক্রিয়া; সৎক্রিয়া।
- English Word burke Bengali definition [বাক্] (verb transitive) এড়ানো; বর্জন করা: burke publicity; প্রতিষিদ্ধ করা: burke an enquiry.
- English Word burkha Bengali definition [বোর্খা] (noun) পরদা করার জন্য মুসলমান মহিলাদের পরিহিত লম্বা ও ঢিলা এক ধরনের পোশাক, যাতে মাথা থেকে পা পর্যন্ত ঢাকা থাকে।