• Bengali Word bur, burr English definition [বা(র্‌)] (noun) চোরকাঁটা; (লাক্ষণিক) নাছোড়বান্দা; গায়ে-পড়া লোক।
    • Bengali Word burble English definition [বাব্‌ল্‌] (verb intransitive) গদগদ/কলকল শব্দ করা।
    • Bengali Word burden English definition [বাড্‌ন্‌] (noun) ১ ভার; বোঝা; গুরুভার; (সাহিত্য ও লাক্ষণিক) বোঝা; যা বহন করা কঠিন।
      be a burden to (somebody) কারো বোঝা/গলগ্রহ হওয়া। beast of burden ভারবাহী পশু। (২) [uncountable noun] জাহাজের বহনক্ষমতা; ধারণক্ষমতা: a ship of 5000 tons burden. (৩) the burden of proof প্রমাণের দায়। (৪) ধুয়ো; ধ্রুবপদ; (definite article) -সহ)) বিবৃতি, বক্তৃতা ইত্যাদির মুখ্যবিষয়; মর্ম; সারকথা। (verb transitive) burden (somebody)/oneself (with) বোঝা চাপানো। burdensome [বাড্‌ন্‌সাম্‌] (adjective) দুর্বহ; ক্লান্তিকর; ক্লেশাবহ।
    • Bengali Word burdock English definition [বাডক্‌] (noun) ভাঁটুই গাছ (burrs)
    • Bengali Word bureau English definition [বিউ্যরোউ] (noun) (plural bureaux, bureaus [বিউ্যরোউজ্‌]) ১ (British/Britain) দেরাজযুক্ত লেখার টেবিল; বুওরো।
      (২) সরকারি বা পৌর দফতর/অফিস; ব্যুরো; দফতর: information Bureau; Tourist Bureau. (৩) [America(n)] (সাধারণত) আয়নাসহ)) দেরাজওয়ালা আলমারি (কাপড়চোপড় রাখার জন্য)।