Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word beet Bengali definition [বীট্‌] (noun) মিষ্টি স্বাদের মূলবিশিষ্ট চারাগাছ; গাজরজাতীয় কন্দবিশেষ; বিটwhite beet চিনি তৈরির জন্য ব্যবহৃত বিট। beet sugar বিট থেকে তৈরি চিনি; ইক্ষুজাত চিনির সমতুল্য। beetroot (noun) [Countable noun, Uncountable noun] বিট-মূল।
  • English Word beetle 1 Bengali definition [বীট্‌ল্‌] (noun) ভারী মুগুর; গদা; দুরমুশ
  • English Word beetle 2 Bengali definition [বীট্‌ল্‌] (noun) গুবরে পোকা, কাচপোকা ইত্যাদি
  • English Word beetle 3 Bengali definition [বীট্‌ল্‌] (verb transitive) ঝুলে পড়া; প্রক্ষিপ্ত হওয়া: beetling cliff. beetle-browed (adjective) লোমশ বা ফোলা ফোলা ভ্রুযুক্ত।
  • English Word beeves Bengali definition দ্রষ্টব্য beef
  • English Word befall Bengali definition [বিফোল্‌] (verb transitive), (verb intransitive) (past tense befell past participle befallen) (শুধু third person-এ ব্যবহৃত হয়) (প্রাচীন প্রয়োগ) সংঘটিত হওয়া; ঘটা: What has befallen him?
  • English Word befit Bengali definition [বিফিট্‌] (verb transitive) (befitted, befitting, befits) (শুধুমাত্র Third person-এ ব্যবহৃত হয়) (আনুষ্ঠানিক) মানানসই হওয়া; যথাযথ হওয়া: Such behaviour does not befit a man in your position. befitting (adjective). befittingly (adverb)
  • English Word befogged Bengali definition [বিফগ্‌ড্‌ America(n) বিফোগ্‌ড্‌] (predicatively adjective) (লাক্ষণিক ব্যক্তি) হতবুদ্ধি; মাথায় কিছু ঢুকছে না এমন অবস্থা
  • English Word before 1 Bengali definition [বিফো(র্‌)] (adverb) (১) (afterwards এর সঙ্গে বৈপরীত্যসূচক) আগে; পূর্বে; অতীতে; ইতিমধ্যে: You have seen that film before. I should have told you so before. (২) (স্থান বা অবস্থান): They have gone on before.
  • English Word before 2 Bengali definition [বিফো(র্‌)] (conjunction) (after-এর বৈপরীত্যসূচক) দুই সময়ের মধ্যে পূর্ববর্তী সময়ে: You should finish reading the story before you answer the questions on it. Finish you work before you go home.
  • English Word before 3 Bengali definition [বিফো(র্‌)] (preposition(al)) (১) (after-এর বৈপরীত্যসূচক) অপেক্ষাকৃত আগে: the day before yesterday; three days before the Eid festival. Since before the liberation war of Bangladesh; before Christ (সংক্ষেপ BC) যিশুখ্রিস্টের জন্মের আগে। (২) (after-এর বৈপরীত্যসূচক) সামনে; সম্মুখে (বিন্যাস বা ব্যবস্থা ইত্যাদির ক্ষেত্রে): Karim goes before Fahim; Ladies before gentlemen; Bushra’s name comes before yours on the list. (৩) (behind-এর বৈপরীত্যসূচক) সামনে; সম্মুখে (অবস্থানসম্পর্কিত)। carry all before one কোনো ব্যক্তি যা করে তাতেই কৃতকার্য হয়। sail before the mast অফিসার হিসেবে নয়; সাধারণ নাবিক হিসেবে। sail before the wind বাতাসকে পেছনে রেখে এগিয়ে চলা। (৪) উপস্থিতিতে; মুখোমুখি: The accused was brought before the judge. I have no hesitation to speak out before everyone about my experiences. (৫) বরং (অগ্রাধিকারসূচক): Death before dishonour.
  • English Word beforehand Bengali definition [বিফোহ্যান্‌ড্‌] (adverb) আগে; পূর্বে: I made all arrangements beforehand. Please let me know everything beforehand. □ (predicatively adjective) beforehand (with) আগেভাগে: When you go on a journey, it is a good thing to be beforehand with your packing.
  • English Word befoul Bengali definition [বিফ্যাউল্‌] (verb transitive) (সাহিত্যিক) নোংরা করা
  • English Word befriend Bengali definition [বিফ্রেন্‌ড্‌] (verb transitive) কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করা; কারো প্রতি সাহায্যের হাত প্রসারিত করা (বিশেষত ছোটদের প্রতি যারা অন্যের সাহায্যের উপর নির্ভরশীল)।
  • English Word beg Bengali definition [বেগ্‌] (verb transitive), (verb intransitive) (begged, begging, begs) beg (for) (something) (from/of somebody) (১) ভিক্ষা করা; কোনো কিছু চাওয়া (অন্ন, বস্ত্র, অর্থ ইত্যাদি): He makes a living by begging from door to door. A begging letter যে সাহায্য হিসেবে কিছু (বিশেষত টাকা পয়সা) চায়। (২) beg (something) (of somebody) গভীরভাবে কিছু চাওয়া; মিনতি করা; অনুনয় বিনয় করে কিছু চাওয়া: They begged us not to punish them. I beg (of) you not to take any risks. Beg the question যে বিষয়ের সত্যাসত্য সম্পর্কে সন্দেহ রয়েছে তাকে (অযৌক্তিকভাবে) মেনে নেওয়া বা গ্রহণ করা। go begging দাবিদার না থাকা; অবাঞ্ছিত হওয়া; (বিশেষত কোনো দ্রব্য বা বস্তু): I am ready to take the things that are going begging. Beg off অব্যাহতি ভিক্ষা করা। beg somebody off কাউকে অব্যাহতি দেওয়ার জন্য প্রার্থনা জানানো। (৩) (কোনো কিছু বলার বা করার) স্বাধীনতা চাওয়া: I beg to differ with you.
  • English Word began Bengali definition দ্রষ্টব্য begin.
  • English Word beget Bengali definition [বিগেট্‌] (verb transitive) (begot, begotten, begetting, begets) (past tense 'begot' প্রাচীন প্রয়োগ 'begat', past participle 'begotten') (১) জন্মদান করা (বাইবেলি): Abraham begat Isaac. (সাহিত্যিক) কোনো কিছুর কারণ হওয়া: Sin begets sin. War begets misery and ruin. begetter (noun) জনক।
  • English Word beggar Bengali definition [বেগা(র্‌)] (noun) (১) beggar man, beggar woman ভিক্ষুক; যে ভিক্ষা করে জীবন চালায়; খুব দরিদ্র ব্যক্তিBeggars can’t be choosers ভিক্ষার চাল কাঁড়া আর আকাঁড়া। (২) যে ব্যক্তি পরহিতার্থে অন্যের দান সংগ্রহ করে(৩) (কথ্য ঠাট্টাচ্ছলে বা সৌহার্দের স্বরে) ব্যক্তি: You lucky beggar! □ (Verb transitive) (১) নিঃস্ব হওয়া; ধ্বংস হওয়া: The way you spend money, you’ll soon beggar your family. (২) beggar description বর্ণনাতীত হওয়া: The sun-set at Cox’s Bazar sea-shore beggars description. beggarly (adjective) খুবই দরিদ্র; সংকীর্ণ; হীন; ঘৃণার যোগ্য: Why should I accept a beggarly salary like this? beggary (noun) [Uncountable noun] চরম দারিদ্র্য।
  • English Word begin Bengali definition [বিগিন্‌] (verb transitive), (verb intransitive) (began, begun, beginning, begins, past tense began, past participle begun) (১) শুরু করা; আরম্ভ করা: Today’s meeting has begun in time. He began English early in his life. begin (on) একটার পর আরেকটা শুরু করা: Mr. X has begun on a new novel. (২) (predicative(ly) যখন মনের বিশেষ অবস্থা নির্দেশ করে তখন infinitive প্রাধান্য পায়): I began to think you were never coming. (কর্তা বা grammatical subject যখন নিষ্প্রাণ বস্তু, তখন infinitive প্রাধান্য পায়): The water is beginning to boil. (কর্তা যখন প্রাণিবাচক ব্যক্তি এবং predicative(ly) কোনো কাজ বা প্রক্রিয়ার নির্দেশক, তখন infinitive বা gerund-এর যে কোনটি ব্যবহৃত হয়): I began writing (or to write) a letter. (৩) begin at কোথাও থেকে শুরু করা: Today we began at page 30, line 15 to begin with প্রথম স্থানে; শুরুর পর্যায়ে: Rahman is too young to begin with. begin life as যে হিসেবে কারো জীবন শুরু হয়: I began my life as a petty government servant. begin the world (প্রাচীন প্রয়োগ) (সাহিত্যিক) জীবনে প্রবেশ করা; জীবন শুরু করা। beginner (noun) (বিশেষত) যে ব্যক্তি এখনো নবিস এবং অনভিজ্ঞ। beginning (noun) প্রারম্ভ; শুরু: beginning to end?
  • English Word begone Bengali definition [বিগন্‌ America(n) বিগোন্‌] (verb) (কেবল imperative) (সাহিত্যিক) দূর হও: Begone! Begone you scoundrel!
  • English Word begonia Bengali definition [বিগোনিআ] (noun) [Countable noun] ফুলগাছবিশেষ- যার পাতা ও ফুল উজ্জ্বল বর্ণবিশিষ্ট
  • English Word begorra Bengali definition [বিগরা] (interjection) (আইরিশ প্রয়োগ) ঈশ্বরের নামে
  • English Word begot, begotten Bengali definition দ্রষ্টব্য beget
  • English Word begrimed Bengali definition [বিগ্রাইম্‌ড্‌] (predicatively adjective) তেল-কালি ইত্যাদি লেপন করে নোংরা করা হয়েছে এমন: Your hands are begrimed with oil and dirt.
  • English Word begrudge Bengali definition [বিগ্রাজ্‌] (verb transitive) কারো প্রতি অসন্তুষ্ট/বিদ্বেষপরায়ণ ইত্যাদি হওয়া: We shouldn’t begrudge her this success.
  • English Word beguile Bengali definition [বিগাইল্‌] (verb transitive) (১) beguile somebody (into) ছলনা করা; প্রতারিত করা: They were beguiled into forming an unwise alliance. (২) beguile (with) আনন্দসহকারে সময় ক্ষেপণ করা: Our train journey from Dhaka to Chittagong was beguiled with pleasant talks. (৩) beguile (with) আনন্দদান করা (প্রধানত ভুলানোর জন্য): Mr Farim beguiled the students with some fantastic fairy tales.
  • English Word begum Bengali definition [বেইগাম্‌] বেগম; সম্ভ্রান্ত বিবাহিতা মুসলিম মহিলা; রানি বা সুলতানা
  • English Word Begun Bengali definition দ্রষ্টব্য begin.
  • English Word behalf Bengali definition [বিহা:ফ্‌ America(n) বিহ্যাফ্‌] (noun) in behalf of (America(n)) স্বার্থেon behalf of পক্ষে; স্বার্থে; তরফে; প্রতিনিধিস্বরূপ। on my/his/our/John’s, etc behalf আমার/তার/আমাদের/জনের পক্ষে: I, on behalf of my colleagues and myself ... Don’t be uneasy on my behalf (আমার সম্পর্কে)।
  • English Word behave Bengali definition [বিহেইভ] (verb intransitive), (reflexive) (১) আচরণ করা: Please behave like a gentleman. (২) (যন্ত্রপাতির বেলায়) কাজ করা: My new pen behaves well. behaved (adjective) (যৌগশব্দে): well-behave; badly-behave.