- will 1 [weak form: ল্, strong form: উইল্] (anomalous finite) (‘ll- রূপে প্রায়ই সংক্ষেপিত; neg will not বা won’t [ওউন্ট্]; past tense, শর্তাধীন would [‘I, he, she, we, you, they’- এর পরে: ড্, অন্যত্র, weak form: আড্, strong form: উড্], negative(ly) would not বা wouldn’t [উড্ন্ট্])
১ (ভবিষ্যৎকালের সহায়ক ক্রিয়া হিসেবে ব্যবহৃত) : If today is Sunday, tomorrow will be Monday. I’ll join you in a minute. He won’t be here till Friday.
(অতীতকালের ভবিষ্যৎ নির্দেশকল্পে will - এর জায়গায় would বসে): I wonder whether it will be ready. I wondered whether it would be ready. You’ll be in Chittagong this time tomorrow. You would have been in Chittagong this time yesterday.
২ (উত্তম পুরুষ- I, we সহযোগে ইচ্ছা, সম্মতি, প্রস্তাব বা প্রতিশ্রুতি প্রকাশ করে): All right, I’ll come. We’ll look after these children.
(অতীতকালে ভবিষ্যৎ নির্দেশকল্পে will - এর স্থলে would বসবে): I said I would do it. We said we would never do it again.
৩ (প্রশ্নে, বিনীত অনুরোধে এবং অনেক ক্ষেত্রে please এর সমার্থক হিসেবে মধ্যম পুরুষের সঙ্গে ব্যবহৃত হয়): ‘Will you (please) come in’, ভিতরে আসুন না? Would you (please) pass the salt?
৪ (উপরোধ বা অনিবার্যতা নির্দেশকল্পে এবং সর্বদা শ্বাসাঘাত বা stress সহযোগে -কখনো’ ‘ll বা ’d নয়- হাঁ-সূচক বাক্যে ব্যবহৃত): She will have own way, সে তার পথে/তার মতো চলবেই; boys will be boys, ছেলেরা তো ছেলেই হবে, অর্থাৎ ছেলেমি করবেই; Accidents will happen, দুর্ঘটনা তো ঘটবেই।
৫ (অস্বীকৃতি বা প্রত্যাখ্যান বোঝাতে নঞর্থক ব্যবহার) : He won’t help me, সাহায্য করবে না (বলে জানিয়েছে); This window won’t open, এই জানালাটা খুলবে না, অর্থাৎ খোলা যায় না।
৬ (কোনোকিছু মাঝে মাঝে ঘটে থাকে, কেউ কোনোকিছু করে থাকে, কোনোকিছু স্বাভাবিক বা প্রত্যাশিত- এ রকম বোঝাতে will ব্যবহৃত হয়): He’ll sit there hour after hour looking at the traffic go by. Sometimes the boys will play a trick on their teachers. Occasionally there will be misunderstanding between friends.
৭ (সম্ভাব্যতা নির্দেশকল্পে ব্যবহৃত); This’ll be the place he described to us. He would be about 50 when he died. You said you wanted someone to help you with the typing. Will I do? আমাকে দিয়ে কি কাজটা হবে?
৮ (শর্তাধীন উক্তি ও প্রশ্ন গঠনের জন্য মধ্যম ও নামপুরুষের সঙ্গে would ব্যবহৃত হয়) : He’d be killed if the car swerved by an inch. He’d have been killed if the car had swerved by an inch.
would rather, দ্রষ্টব্যrather (১).
৯ (বক্তার ইচ্ছা বা অভিপ্রায় জ্ঞাপক শর্তাধীন উক্তি গঠনের জন্য উত্তম পুরুষের সঙ্গে would ব্যবহৃত হয়): We would have come if it hadn’t rained.
- if (খ) (if-যুক্ত উপবাক্যে should-সহ এতে ঘটনার অসম্ভাব্যতা বা অসম্ভবনীয়তা নির্দেশ করে); If it should be necessary, he would help you.
- If it’s any good.