Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word beak 1 Bengali definition [বীক্‌] (noun) (১) পাখির ঠোঁট; চঞ্চু(২) প্রাচীনকালে যুদ্ধজাহাজের অগ্রভাগে পাখির ঠোঁটের মতো তীক্ষ্ণ অংশ, যা দিয়ে শত্রুপক্ষীয় জাহাজকে আঘাত করা হতো
  • English Word beak 2 Bengali definition [বীক্‌] (noun) (অশিষ্ট) ম্যাজিস্ট্রেট: brought up before the beak. (২) (প্রাচীন প্রয়োগ অশিষ্ট) স্কুলশিক্ষক
  • English Word beaker Bengali definition [বীকা(র)] (noun) (১) ঠোঁটওয়ালা বড় পাত্র (সাধারণত রাসায়নিক পরীক্ষায় ব্যবহৃত)। (২) বড় পানপাত্র(৩) পানপাত্রের আকৃতিযুক্ত প্লাস্টিকের তৈরি পাত্র
  • English Word beam Bengali definition [বীম্‌] (noun) (১) কড়িকাঠ; কড়ি(২) জাহাজের কড়িকাঠবিশেষ; জাহাজের বৃহত্তম প্রস্থon/off the port/starboard beam উভয় দিক থেকে সমান দূরত্বে। on her beam ends (জাহাজের ক্ষেত্রে) এক দিকে ঝুঁকে পড়েছে এমন; প্রায় ডুবন্ত। be on one’s beam ends (ব্যক্তির ক্ষেত্রে) অর্থনৈতিক দিক থেকে প্রায় দেউলিয়া; সর্বস্বান্ত। broad in the beam (কথ্য) (কারো সম্বন্ধে) গাট্টাগোট্টা। (৩) (ক) আড়াআড়ি দণ্ড যেখান থেকে দাঁড়িপাল্লা ঝোলানো হয়। (খ) প্রাচীনকালে ব্যবহৃত লাঙলের প্রধান কাঠ। (৪) (ক) রশ্মি বা আলোকধারা (যেমন, প্রদীপ, বাতিঘর, সূর্য বা চন্দ্র থেকে); (আলংকারিক অর্থ) উজ্জ্বল চাহনি বা হাসি: with a beam of delight. (খ) নিয়ন্ত্রিত তড়িৎচৌম্বক তরঙ্গ: the beam system, যা দিয়ে খুদে তরঙ্গসমূহকে এক বিশেষ লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত করা যায়। (গ) বিমানকে যথাযথ পথে পরিচালিত করার জন্য বেতারসংকেত। on/off the beam (বিমানসম্পর্কিত) বেতারসংকেত অনুসরণ করে/না-করে।
  • English Word bean Bengali definition [বীন্‌] (noun) (১) শিম; কড়াইশুঁটি; মটরশুঁটি ইত্যাদি (এসবের গাছকেও বোঝায়) beanstalk (noun) লম্বা জাতের বিভিন্ন ধরনের শিম, মটরশুটি ইত্যাদির বৃন্ত(২) অন্যান্য গাছের বীজ যেগুলির আকৃতি শিম, মটরশুঁটি ইত্যাদির মতো (বিশেষত coffee beans)। (৩) (অশিষ্ট) be without/not have a bean পয়সাকড়ি না-থাকাfull of beans প্রাণবন্ত; উদ্দীপ্ত। give somebody bean কাউকে শাস্তি দেওয়া বা ভর্ৎসনা করা। spill the beans যে তথ্য জানানো উচিত নয় তেমন তথ্য ফাঁস করা। beanfeast, beano (noun(s)) (কথ্য) ভোজ; উৎসব; আনন্দময় সময়। beanpole (কৌতুক) খুব লম্বা-পাতলা মানুষ।
  • English Word bear 1 Bengali definition [বেআ(র)] (noun) (১) শরীরে ঘন পুরু কেশযুক্ত (ফার) এক রকম বিশাল জন্তু; ভল্লুকbean skin (noun) ভল্লুকচর্ম; এক ধরনের লোমশ পশমি বস্ত্র বা টুপি (সাধারণত সামরিক অফিসাররা পরেন, ইংল্যান্ডে)। (২) (আলংকারিক অর্থ) রূঢ় আচরণের অভদ্র লোক(৩) the Grate Bear সপ্তর্ষিমণ্ডল; সপ্তর্ষি; the Little Bear (পরি.) শিশুমারbearish (adjective) ভল্লুকপ্রকৃতি; অভদ্র; রূঢ়।
  • English Word bear 2 Bengali definition [বেআ(র্‌)] (verb transitive), (verb intransitive) (past tense bore past participle borne) (১) বহন করা: bear a heavy load. bear away (এখন সাধারণত carry off): bear away the palm প্রতিযোগিতায় পুরস্কার ইত্যাদি পেয়ে উতরে যাওয়া; bear away জয় করা; bear away the prize. (২) থাকা; দেখানো: bear the marks of blows; a document that bears your signature; bear arms অস্ত্রসজ্জিত হওয়া। (৩) থাকা; পরিচিত হওয়া: He bears a good character; a family that bore an ancient and honoured name. (৪) bear oneself আচরণ করা: she bore herself with great dignity. (৫) bear (against/towards) মনে পুষে রাখা: Rustom bears a grudge against Raunak. (৬) আনয়ন করা; প্রদান করাbear a hand সাহায্য করা। bear witness (to something) (আলংকারিক অর্থ) সমর্থন করা; সাক্ষ্য দেওয়া: His latest film bears witness to his greatness as a director. (৭) ধারণ করা; বহন করা: I don’t think this table is strong enough to bear your weight. (৮) (সাধারণত can/could সহযোগে negative(ly) ও interrogative অর্থে) সহ্য করা; টিকতে পারা: I can’t bear that man, he irritates me. I just can’t bear that kind of selfishness. (৯) উপযুক্ত হওয়া: Your joke will bear no repeating (অর্থাৎ আবার বলার উপযুক্ত নয়)। (১০) জন্ম দেওয়া: She has borne him three daughters; তুলনীয় born: His first son was born in 1 9 7 1. (১১) bear (to the) (বিশেষ দিকে) মোড় নেওয়া; ঘোরা: When you reach the end of this road, bear (to the) left. (১২) (adverb participle ও preposition(al) সহযোগে বিশেষ অর্থসমূহ): bear down পরাভূত করা; ব্যর্থ করে দেওয়া: bear down the enemy; bear down all resistance. bear down on/upon (জাহাজ, গাড়ি ইত্যাদির ক্ষেত্রে) দ্রুতচালিত হওয়া (কোনো কিছুর দিকে)। be borne in on/upon somebody কাউকে কোনো কিছু বুঝিয়ে দেওয়া বা অনুধাবন করানো: The terrible truth was borne in on him. bear on/upon সম্পর্কযুক্ত হওয়া (কোনো কিছুর সঙ্গে); প্রাসঙ্গিক (কোনো কিছুর) হওয়া; প্রভাবশীল (কোনো কিছুর উপর) হওয়া: How does this bear upon the problem? These are not that matters that bear upon the welfare of this community. bring to bear on/upon কোনো কিছুকে সম্পর্কিত করা; কোনো কিছুর উপর প্রভাবযুক্ত করা: bring pressure to bear on somebody. bear hard/heavily/ severely, etc on/upon বোঝা হয়ে পড়া: Taxation does not bear heavily on all classes in Bangladesh. bear (something/somebody) out (কোনো কিছু) নিশ্চিত করা; (কাউকে) সমর্থন করা: They all bear out this statement; He will bear out what I’ve said. bear up (against/under something) (দুঃখ, ব্যথা, ক্ষতি ইত্যাদির মুখে) নিজেকে শক্ত রাখা: Every one can not bear up well against the misfortunes of life. bear with somebody ধৈর্যসহকারে কারো সঙ্গে আচরণ করা: Would you please bear with me (ie. listen patiently to me) a little longer?
  • English Word bearable Bengali definition [বেআরাব্‌ল্‌] (adjective) বহনীয়; সহনীয়; ধারণযোগ্য
  • English Word beard 1 Bengali definition [বিআড্‌] (noun) শ্মশ্রু; দাড়ি: Mr Rahim is a man with long beard; কোনো প্রাণীর (ছাগল, মাগুর মাছ) মুখে অনুরূপ রোমরাজি: a billy-goat’s beard. (২) যব, বার্লি প্রভৃতি শস্যের গায়ে শ্মশ্রুবৎ রোম; শস্যশূকbearded (adjective) ছাপার টাইপের কিনারা (ছাপলে এই কিনারার ছাপ পড়ে না)।
  • English Word beard 2 Bengali definition [বিআড্‌] (verb transitive) সরাসরি বা মুখের উপর বিরোধিতা করা: beard the lion in his own den.
  • English Word bearer Bengali definition [বিআরা(র্‌)] (noun) (১) বাহক; যে ব্যক্তি বার্তাপত্র বহন করে আনে: A postman is a bearer of good or bad news. (২) শববাহক, স্ট্রেচারবাহক, পতাকাবাহক ইত্যাদি(৩) কোনো কিছু বহন করার কাজে নিযুক্ত ব্যক্তি(৪) যে ব্যক্তি ব্যাংকে এমন চেক নিয়ে আসেন যে চেকে লিখিতি অর্থ ব্যাংক সঙ্গে সঙ্গে পরিশোধ করে(৫) অফিসে কর্মরত বিশেষ শ্রেণির কর্মচারী, যারা কর্মকর্তাদের নথিপত্র আদান-প্রদান ও ফুট-ফরমাশমতো কাজ করেন; বেয়ারারbearer bonds (noun) (plural) (৬) যে চারা/গাছ ইত্যাদিতে ফল, শস্য ইত্যাদি ফলে: a good/poor bearer.
  • English Word bearing Bengali definition [বেআরিঙ্] [Uncountable noun] (১) আচরণ; হাঁটা, চলা, দাঁড়ানোর ধরণ: He is a man of noble bearing. His kindly bearing caused all the children to like him. (২) [Countable noun, Uncountable noun] সম্পর্ক; দিন: Please consider this question in all its bearings. What he said has no/not much bearing on (ie is not connected with) the subject. (৩) [Uncountable noun] সহনশীলতা: His conduct was beyond (all) bearing. (৪) [Countable noun] যেদিকে কোনো স্থান অবস্থিত: Take compass bearing on a lighthouse; (plural) আপেক্ষিক অবস্থান; দিক। get/take one’s bearings কোনো জাহাজ ইত্যাদির চলাচলের জন্য সঠিক দিক খুঁজে পাওয়া। lose/be out of one’s bearings (আলংকারিক অর্থ) হারিয়ে যাওয়া; হতবুদ্ধি হওয়া। (৫) (সাধারণত plural) কোনো যন্ত্রের গতিশীল যন্ত্রাংশগুলোকে সচল রাখার কাজে সাহায্যকারী বিশেষ যন্ত্রাংশ: ball/roller bearings. (৬) [Uncountable noun] (গাছ, চারাসম্পর্কিত): in full bearing; শস্যভারানত অবস্থা(৭) মাসুলবিহীন বা আংশিক মাসুলবিহীন: bearing letter/post, বিনা মাসুলে বা আংশিক মাসুলে ডাকযোগে প্রেরিত চিঠিপত্র ইত্যাদি।
  • English Word bearish Bengali definition [বেআরিশ্‌] (adjective) (১) ভল্লুকপ্রকৃতি; অভদ্র, রূঢ়(২) (স্টক এক্সচেঞ্জ) মূল্য কমতে পারে এমন: a bearish market.
  • English Word beast Bengali definition [বীস্‌ট্‌] (noun) (১) চতুষ্পদ জন্তু; পশু; জানোয়ার। (beast শব্দটি সাধারণত কাহিনী, কিংবদন্তি, রূপকথায় ব্যবহৃত, অন্যত্র animal ব্যবহৃত)। (২) (খামার) গরু, ষাঁড়; যে পশু পরিবহন বা আরোহণে ব্যবহৃত হয়(৩) নিষ্ঠুর বা বিরক্তিকর ব্যক্তি(৪) (নিন্দা বা কৌতুকচ্ছলে) যে ব্যক্তির ব্যবহার খারাপbeastly (adjective) (১) জন্তুবৎ বা পশুবৎ(২) (কথ্য) নোংরা: What a beastly weather! □(adverb‌) (কথ্য; adjective ও adverb- এর ব্যবহারকে আরো তীব্র করার জন্য): He was beastly drunk. beastliness (noun)
  • English Word beat 1 Bengali definition [বীট্‌] (verb transitive), (verb intransitive) (past tense beat past participle beaten [বীট্‌ন]) (১) বারবার আঘাত করা (কোনো লাঠির সাহায্যে): He was beating a drum. A beggar was beating at/upon the door. beat one’s brains, দ্রষ্টব্য brain (৪). beat a retreat পশ্চাদপসরণের জন্য (ড্রামের সাহায্যে) সংকেত প্রদান করা; (আলংকারিক অর্থ) পেছনে হটে যাওয়া। beat the woods (শিকারের জন্য) জঙ্গল পিটিয়ে শিকারের জন্তু বের করে আনা। beating (noun) (ক) শাস্তি, বিশেষত বারবার আঘাত করে শাস্তিদান: He gave the boy a good beating. (খ) (কথ্য) পরাজয়: Our team got a sound beating. (২) আঘাত (রোদ, ঝড়, বৃষ্টি ইত্যাদি): The rain was beating against the windows. (৩) খুব ভালোভাবে মেশানো: beat eggs; beat cream; beat flour and eggs. (৪) পিটিয়ে আকার পরিবর্তন: beat something flat; beat out gold. (৫) পরাজিত হওয়া বা করা: Our team was never beaten; beat him at chess. (৬) হতবুদ্ধি করা বা হওয়া: The problem has beaten me. (৭) নিয়মিত ছন্দে উপরে নিচে উঠানামা করা: The bird was beating its wing. beat time নিয়মিত নড়াচড়ার (হাত ইত্যাদির) সাহায্যে (সংগীতে) সময় পরিমাপ করা। (৮) (বিবিধ ব্যবহার) beat about the bush মূল বিষয়ে প্রবেশ না করে ঐ বিষয়টি সম্পর্কে এলোপাতাড়ি কিছু বলাdeadbeat সম্পূর্ণ অবসন্ন। beat it (কথ্য) দূরে সরে যাওয়া। (৯) (adverbial particle এবং preposition(al) সহযোগে প্রয়োগ) beat down (on) তাপসহ কিরণ দেওয়া: The sun was beating down on our heads. beat somebody/something down দর ইত্যাদি কমানো: I beat down his price. beat somebody/something off প্রতিহত করা, হটিয়ে দেওয়া: The attack was beaten off in time. beat something out আগুন ইত্যাদি নিভিয়ে ফেলা: The dry grass caught fire, but we beat it out. beat somebody up প্রহৃত হওয়া: He was severely beaten up in a back alley. beat something up (into/to) ভালোভাবে ফেটিয়ে মেশানো: beat the flour and eggs (up) to a paste.
  • English Word beat 2 Bengali definition [বীট্‌] (noun) (১) নিয়মিত পৌনঃপুনিক স্পন্দন বা ধ্বনি বা টোকা: The beat of the drum was heard from a distance of about two miles. His heart beats were becoming regular in a gradual manner. (২) সংগীত বা কবিতার ছন্দরক্ষাকারী নিয়মিত ধ্বনিস্পন্দ(৩) (পরিভ্রমণ, পরিদর্শন বা পরিক্রমের) নির্দিষ্ট নিয়মিত পথ: The policeman is on his beat (অর্থাৎ যে পথে পাহারা দিতে হবে, পুলিশটি সে পথেই হাঁটতে হাঁটতে পাহারায় নিযুক্ত আছে)। be off/out of one’s beat (আলংকারিক অর্থ) নিজের নিয়মিত কাজ থেকে ভিন্ন কিছু করা।
  • English Word beat 3 Bengali definition [বীট্‌] beatniks-এর (attributive(ly)) (adjective): the beat generation.
  • English Word beaten Bengali definition [বীট্‌ন্‌] (adjective) (বিশেষত) (১) পিটিয়ে সঠিক আকৃতি দেওয়া হয়েছে এমন: beaten silver. (২) (পথ) ব্যবহারে ব্যবহারে জীর্ণ: a well beaten path. (৩) প্রহৃত; চূর্ণিত: beaten enemy.
  • English Word beater Bengali definition [বীটা(র্‌)] (noun) (১) ফেটানো, মেশানো বা পরিষ্কার করার জন্য ব্যবহৃত যন্ত্রপাতিবিশেষ: carpet-beater; egg-beater, হামানদিস্তার মুষল বা নোড়া। খেদাড়ে, প্রহারকারী, যে ব্যক্তি বনজঙ্গল পিটিয়ে শিকারের পশুকে তাড়িয়ে নিয়ে শিকারির সামনে ফেলে দেয়।
  • English Word beatific Bengali definition [বিআটিফিক্‌] (adjective) মহাসুখে সুখী; আশীর্বাদপুষ্ট হয়েছে এমন
  • English Word beatify Bengali definition [বিঅ্যাটিফাই] (verb transitive) (রোমান ক্যাথলিক চার্চে) এমন ঘোষণা দেওয়া যে কোনো মৃত ব্যক্তি স্বর্গবাসী হয়েছেন; স্বর্গসুখে সুখী হওয়া বা করাbeatication [বিঅ্যাটিফিকেশ্‌ন] স্বর্গসুখ লাভ।
  • English Word beatitude Bengali definition [বিঅ্যাটিটিউ:ড্‌ America(n) বিঅ্যাটিটুড্‌] [Uncountable noun] মহাসুখ; স্বর্গসুখ; আশীর্বাদপ্রাপ্ত অবস্থা(২) (plural) ম্যাথু-বর্ণিত স্বর্গীয় সুখাবস্থা
  • English Word beatnik Bengali definition [বীট্‌নিক্‌] (noun) (১৯৫০-এর দশকে) প্রচলিত জীবনযাত্রা, সামাজিক রীতিনীতি ও পোশাকআশাক বর্জনকারী তথাকথিত প্রতিবাদী ব্যক্তি; মাদকাসক্ত ব্যক্তি; পরবর্তীকালে এরা hippy নামে পরিচিতি
  • English Word beau Bengali definition [বাউ] (noun) (plural beaux [বাউজ]) (১) (প্রাচীন প্রয়োগ) বসনভূষণবিলাসী বয়স্ক মানুষ বা বাবু(২) যে ব্যক্তি মহিলাদের প্রতি বিশেষভাবে আসক্ত(৩) নাগর, প্রণয়ী(৪) beau ideal শ্রেষ্ঠ সৌন্দর্য সম্পর্কে কোনো ব্যক্তির ধারণাthe beau monde [বাউমোন্‌ড্‌] (ফরাসী) শৌখিন সমাজ।
  • English Word Beaufort Scale Bengali definition [বাউফোট্‌স্কেইল] (noun) (শান্ত) থেকে ১২ (ঝড়, হারিকেন) পর্যন্ত বাতাসের বেগ বা দ্রুততা মাপার পরিমাপক যন্ত্র
  • English Word Beaujolais Bengali definition [বাউজালেই America(n) বাউজালেই] [Uncountable noun] (ফরাসী) বুরগুন্ডি অঞ্চলের ওয়াইন বা হালকা মদ (সাধারণত লাল)।
  • English Word beauteous Bengali definition [বিঊটিআস্‌] (adjective) (কাব্য) সুন্দর; রূপবান; শোভাময়
  • English Word beautician Bengali definition [বিঊটিশ্‌ন্‌] (noun) যে ব্যক্তি প্রসাধন ও অঙ্গসজ্জার দোকান (বিউটি পার্লার) চালায়
  • English Word beautiful Bengali definition [বিঊটিফ্‌ল্‌] (adjective) সুন্দর, চমৎকার; মন ও ইন্দ্রিয়কে আনন্দ দেয় এমন: a beautiful face/flower/voice. beautifully (adverb): sings beautifully. beautify [বিঊটিফাই] (verb transitive) সুন্দর করা।
  • English Word beauty Bengali definition [বিঊটি] (noun) (১) [Uncountable noun] যেসব গুণের সমন্বয়ে ইন্দ্রিয় (বিশেষত চোখ, কান) বা নৈতিকতা বা বুদ্ধিবৃত্তির কাছে আনন্দময় বলে প্রতিভাত হয়; সৌন্দর্য; শ্রী; রূপ; লাবণ্য; ছটা: the countryside of Bangladesh is full of natural beauty. Beauty is only skin-deep (প্রবাদ) বাইরের চাকচিক্য দেখেই সব কিছু বিচার করা চলে না। (২) [Countable noun] (plural beauties) কোনো ব্যক্তি, বস্তু, দৃষ্টান্ত, বৈশিষ্ট্য বা সুন্দর বা উত্তম: Isn’t she a beauty? The dimple on her right cheek is one of her beauties. beauty parlour (noun) প্রসাধন ও অঙ্গসজ্জার দোকান। beauty queen (noun) সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ি শ্রেষ্ঠ সুন্দরী। beauty salon (noun) প্রসাধন ও অঙ্গসজ্জার দোকান। beauty sleep (noun) মধ্যরাত্রির পূর্বে নিদ্রা। beauty spot (noun) (১) সুন্দর দৃশ্য আছে এমন স্থান(২) মুখমণ্ডলের শোভাবর্ধনকারী স্বাভাবিক (জন্মসূত্রে) বা কৃত্রিম দাগ, টোল ইত্যাদি