Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word afresh Bengali definition [আফ্‌রেশ্] (adverb) পুনরায়; নতুনভাবে; নতুন করে
  • English Word African Bengali definition [অ্যাফ্‌রিকান্‌] (noun), (adjective) আফ্রিকার; আফ্রিকীয়
  • English Word Afrikaans Bengali definition [অ্যাফ্‌রিকা:ন্‌স্‌] (noun) ওলন্দাজ ভাষা থেকে উদ্ভূত একটি ভাষা, যা দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্রের দুটি ইউরোপীয় ভাষার অন্যতম; আফ্রিকান্স। □(adjective) উক্ত ভাষা বা ঐ ভাষাভাষী জনগণ সম্বন্ধীয়; আফ্রিকান্স। Afrikaner [অ্যাফ্‌রিকা:না(র্)] (noun), (adjective) আফ্রিকান্সভাষী; আফ্রিকান্সভাষীবিষয়ক।
  • English Word Afro- Bengali definition [আফ্‌রাউ] (prefix) (যৌগিক শব্দে) আফ্রিকা বা আফ্রিকাবাসী সম্বন্ধীয়; আফ্রো: a Afro-hairstyle, আফ্রিকীয় কেশবিন্যাসরীতি। Afro - Asian (adjective) আফ্রো–এশীয়। Afro - American (noun) আফ্রিকীয় বংশোদ্ভূত আমেরিকান; আফ্রো–আমেরিকান। Afro-wig (noun) আফ্রিকার কিছু কিছু মহিলার কেশবিন্যাসের মতো করে বানানো পরচুলা; আফ্রো–পরচুলা।
  • English Word aft Bengali definition [আ:ফ্‌ট্‌ America(n) অ্যাফ্‌ট্‌] (adverb) (নৌচালনবিদ্যা) জাহাজের পিছন দিকে বা জাহাজের পশ্চাদ্ভাগের নিকটে
  • English Word after 1 Bengali definition [আ:ফ‌্টা(র্) America(n) অ্যাফ্‌টা(র্‌)] (adjective) (কেবল attributive(ly)) (১) পরবর্তী; পরেকার(২) (নৌচালনবিদ্যা) জাহাজের পশ্চাদ্ভাগস্থ; পশ্চাৎ-; পশ্চাদ্‌-: the after cabin; the aftermast, পশ্চাৎ-মাস্তুল।
  • English Word after 2 Bengali definition [আ:ফ‌্টা(র্) America(n) অ্যাফ্‌টা(র্‌)] (adverb) পরবর্তীকালে; তারপর; পিছনে; পরে: Soon after (afterwards অধিক প্রচলিত রূপ) he sailed to India.
  • English Word after 3 Bengali definition [আ:ফ‌্টা(র্) America(n) অ্যাফ্‌টা(র্‌)] (conjunction) পর; পরে: He entered the room after you had gone upstairs.
  • English Word after 4 Bengali definition [আ:ফ‌্টা(র্) America(n) অ্যাফ্‌টা(র্‌)] (preposition(al)) (১) পরে: after five O’clock; after that, তারপর। (২) (ক্রমানুসারে) পর: Set this chair after that one. (৩) পশ্চাতে; পিছে: He shut the door after him when he left the house. (৪) ফলে; তারপর: She will never come to see you after what you’ve done to her. (৫) after all (ক) সব সত্ত্বেও: after all his efforts, he could not save her life. (খ) তবু; তা সত্ত্বেও: You missed the train after all. (৬) (noun after noun প্যাটার্নে পারম্পর্য-সূচক) পর: day after day; time after time, বারবার। one (damned) thing after another একটার পর একটা অপ্রীতিকর ঘটনা ইত্যাদি। (৭) রীতিতে: a painting after Rubens. (do something) after a fashion; a man after my own heart, দ্রষ্টব্য fashion (১), heart (২). (৮) (verb’s-সহ, অনুসরণ, অনুসন্ধান-নির্দেশক): ran after the burglar. The visitors asked after you, আপনার সম্বন্ধে। be/get after somebody তিরস্কার, শাস্তিদান ইত্যাদি উদ্দেশ্যে খোঁজা: The police are after you. দ্রষ্টব্য look after, দ্রষ্টব্য name somebody after, দ্রষ্টব্য take after যথাক্রমে = look 1 (৬), = name 2 (১) এবং = take (১৬) ভুক্তিতে(৯) (আইরিশ প্রয়োগরীতি) gerund-এর আগে বসে perfect tense-এর কাজ করে: He’s after drinking= has been drinking.
  • English Word after- Bengali definition [আ:ফ‌্টা(র্) America(n) অ্যাফ্‌টা(র্‌] prefix – উত্তর; পরবর্তীafter-care, [Uncountable noun] অসুস্থ ব্যক্তি, কারামুক্ত অপরাধী প্রভৃতির জন্য পরবর্তীকালীন পরিচর্যা; উত্তরকালীন সেবা। afterdamp (noun) কয়লার খনিতে গ্যাসের বিস্ফোরণোত্তর বিভিন্ন গ্যাসের বিষাক্ত মিশ্রণ। after-effect (noun) পরিণাম; বিলম্বিত ক্রিয়া। afterglow (noun) সন্ধ্যারাগ। (the) afterlife (noun) (ক) পরকাল; পরলোক। (খ) (বিশেষত কোনো বিশেষ ঘটনার পর) উত্তরজীবন। aftermath [আ:ফ‌্টা(র্)ম্যাথ্] (noun) (ঘাস সম্বন্ধে) (বিচালি কাটার পর) দ্বিতীয় দফার ফসল; (লাক্ষণিক) ফলাফল; পরিণাম: The aftermath of floods. afterthought [Uncountable noun] পরবর্তীকালীন অনুধ্যান; অনুচিন্তন; [Countable noun] অনুচিন্তা; অনুধ্যান।
  • English Word afternoon Bengali definition [আ:ফ্‌টানূন্‌ America(n) অ্যাফ্‌টানূন্‌] [Uncountable noun, Countable noun] বিকেল; অপরাহ্ণ; (attributive(ly) বৈকালি; বৈকালিক: afternoon tea.
  • English Word afters Bengali definition [আ:ফ‌্টাজ্‌ America(n) অ্যাফ্‌টাজ্‌] (noun) (plural) (কথ্য) আহারের শেষ পদ (সাধারণত মিষ্টান্ন); সমাপনী
  • English Word afterwards Bengali definition [আ:ফ্‌টাওয়াড্‌জ্‌ America(n) অ্যাফ্‌টাওয়াড্‌জ্‌] (adverb) পরে; পরবর্তীকালে; শেষে
  • English Word again Bengali definition [আগেন্, আগেইন্] (adverb) (১) আবার; পুনর্বার: try again. now and again মাঝেমধ্যে; কখনোসখনো; উপলক্ষ্যবিশেষে। again and again; time and (time) again, বারংবার; পুনঃপুন; প্রায়ই। (the) same again (পানীয় প্রভৃতি পুনঃফরমায়েশের প্রচলিত রীতি) একই জিনিস; আরেকবার। (২) (not ও never -সহ) আর কখনো; আর: don’t come here again. (৩) আগেকার অবস্থা ইত্যাদিতে: The child was soon well again, আবার সুস্থ হয়ে উঠল। be oneself again (শারীরিক ও মানসিক) স্বাভাবিক অবস্থা ফিরে পাওয়া। (৪) as namy/much again (ক) একই বা সমসংখ্যক/পরিমাণ। (খ) দ্বিগুণ সংখ্যক/পরিমাণ। half as many/much/long, etc again দেড়গুণ। (৫) (প্রায়ই and বা and then আগে থাকে) তাছাড়া; অধিকন্তু: Then again, I am not sure if …...
  • English Word against Bengali definition [আগেন্‌স্‌ট্‌, আগেইন্‌স্‌ট্‌] (preposition(al)) (১) বিরুদ্ধে; বিপক্ষে; প্রতিকূলে: fight against corruption; তুলনীয় for; in favour of: sailing against the current. তুলনীয় with: a race against time, নির্দিষ্ট সময়ের আগে শেষ করার প্রচেষ্টা। (২) (verb’s–সহ, আপত্তিসূচক) বিপক্ষে; বিরুদ্ধে: write/vote against a proposal. (৩) (verb’s–সহ, সংঘর্ষ বা অভিঘাতসূচক) উপর; সঙ্গে: He hit his forehead against the kerb when he fell. তুলনীয় = run 2 (২৬) ভুক্তিতে run against. (৪) (বৈপরীত্যসূচক) পটভূমিকায়; বিপরীতে: green against the gold. (৫) পূর্বপ্রস্তুতিস্বরূপ; প্রতিষেধকস্বরূপ; বিরুদ্ধে: precautions against fire; provide against bad crops. (৬) (সমর্থন বা সান্নিধ্যসূচক): লাগোয়া; উপর ঠেস দিয়ে: Don’t lean against the railing. Place the chair against the wall. (৭) over against (ক) -মুখী; উলটা দিকে। (লাক্ষণিক) বৈপরীত্যক্রমে; তুলনায়; ছাড়াও।
  • English Word agape Bengali definition [আগেইপ্] (predicatively adjective) (পরিহাস.) (বিস্ময়ে বা হাই তুলতে গিয়ে) হাঁ করে; মুখব্যাদান করে
  • English Word agaragar Bengali definition [এইগা:র্ এইগা:(র্) America(n) আ:গর্ আ:গ(র্)] [Uncountable noun] সমুদ্রশৈবাল থেকে প্রস্তুত জেলিসদৃশ পদার্থবিশেষ; আগর–আগর
  • English Word agate Bengali definition [অ্যাগাট] (noun) অত্যন্ত কঠিন মূল্যবান পাথরবিশেষ; মনকাপাথর; সোলেমানি পাথর; আকিক; গন্ধর্বমণি
  • English Word age 1 Bengali definition [এইজ্] (১) [Countable noun] বয়সbe/come of age বয়ঃপ্রাপ্ত/সাবালক হওয়া। দ্রষ্টব্য consent ভুক্তিতে age of consent. be of an age জীবনের যে স্তরে পৌঁছলে কিছু একটা করা উচিত: of an age when you ought to choose a good career. over age বয়সোত্তীর্ণ: He’s over age for the job. দ্রষ্টব্য limit 1 ভুক্তিতে age limit. under age অপ্রাপ্তবয়স্ক; নাবালক; অপোগণ্ড। age-bracket (noun) দুটি সুনির্দিষ্ট বয়সের মধ্যবর্তী জীবৎকাল (যেমন ২০ ও ৩০–এর মধ্যবর্তী); বয়োবন্ধনীage-group (noun) একই বয়সের বহুসংখ্যক ব্যক্তি; বয়সের বর্গ। (২) [Uncountable noun] (যৌবনের বৈপরীত্যক্রমে) বুড়ো বয়স; বার্ধক্য; বৃদ্ধকাল: In spite of his age, he maintains good health. (৩) [Countable noun] যুগ: the age of science; the age of Shakespeare. দ্রষ্টব্য golden (২), দ্রষ্টব্য middle (৩) ও দ্রষ্টব্য stone (১) ভুক্তিতে golden age, middle age, the Middle Ages, the Stone Age. (৪) [Countable noun] (কথ্য) অতি দীর্ঘ সময়; অনন্তকাল: We’ve been waiting an age.
  • English Word age 2 Bengali definition [এইজ্] (verb transitive, verb intransitive) (present participle ageing বা' aging, past participle aged [এইজ্‌ড্‌]) বৃদ্ধ/বুড়ো হওয়া; বুড়ানো; বুড়িয়ে যাওয়াaged [এইজ্‌ড্‌] (predicatively adjective) বর্ষী; বয়সের; বয়স্ক: a girl aged seven. □ (attributively adjective) [এইজিড্‌] বুড়ো; প্রবীণ; অতিবৃদ্ধ; বর্ষীয়ান; বর্ষিষ্ঠ: an aged lady, বর্ষীয়সী মহিলা। aging, ageing [Uncountable noun] বুড়ো হওয়ার প্রক্রিয়া; সময় অতিবাহিত হওয়ার পরিণামস্বরূপ পরিবর্তন; বয়োবৃদ্ধি। ageless (adjective) শাশ্বত; চিরন্তন; চিরতরুণ; কালজয়ী। age long (adjective) আবহমান; যুগযুগান্তবাহিত। age-old, (adjective) সুপ্রাচীন; দীর্ঘপ্রচলিত: age-old customs/ceremonies.
  • English Word agency Bengali definition [এইজান্‌সি] (noun) (plural agencies) (১) নিযুক্তক বা এজেন্টের ব্যবসা ও ব্যবসার স্থান; নিযুক্তক স্থান: travel agencies; an employment agency, নিয়োগ এজেন্সি। (২) [Uncountable noun] the agency of ক্রিয়া; মাধ্যমে; সহায়তায়: Small stones made smooth and round through the agency of water. He got the contract through/by the agency of friends.
  • English Word agenda Bengali definition [আজেন্‌ডা] [Countable noun] (১) আলোচ্যসূচি: item 3 (three) on the agenda. (২) (কম্পিউটার) কোনো সমস্যার সমাধানের জন্য কিছুসংখ্যক পরিক্রিয়ার (operations) সমন্বয়ে গঠিত কার্যপ্রণালী; কার্যক্রম
  • English Word agent Bengali definition [এইজান্‌ট্‌] (noun) (১) যে ব্যক্তি অন্যের প্রতিনিধিত্ব করে কিংবা তার প্রতিনিধিস্বরূপ ব্যবসা চালায়; আহিলকার; কারিন্দা; নিযুক্তক: a house agent, বাড়ির দালাল/আহিলকার। literary agent, যে ব্যক্তি লেখকদের প্রকাশক সন্ধানে সাহায্য করে; সাহিত্যপ্রতিনিধি। a shipping বা forwarding agent, যে ব্যক্তি বণিক, উৎপাদনকারী প্রভৃতির পণ্য জল, স্থল, রেল বা বিমান পথে প্রেরণ করে; পণ্যপ্রেষক। law agent (স্কটল্যান্ডে) কৌসুলি; ব্যবহারদেশক। দ্রষ্টব্য free 1 (১), দ্রষ্টব্য secret (১)। (২) (ক) কিছু সিদ্ধির জন্য বা কোনো ফললাভের জন্য নিযুক্ত ব্যক্তি; দালাল; আহিলকার। (খ) (বিজ্ঞান.) কার্য উৎপাদন করে এমন পদার্থ, নৈসর্গিক প্রপঞ্চ ইত্যাদি; ঘটক: Natural agents like rain and frost had worn away the monument.
  • English Word agent Provocateur Bengali definition [অ্যাজাঁ প্রাভকাটা(র্)] (noun) (plural agents provocateurs, উচ্চারণ অপরিবর্তিত) (ফরাসী) প্রকাশ্যে অপরাধ করতে প্রলুব্ধ করে এমন সন্দেহভাজনদের খুঁজে বের করতে নিযুক্ত ব্যক্তি; কুনকি অপরাধী
  • English Word agglomerate Bengali definition [আগ্‌লমারেইট্] (verb transitive, verb intransitive) পিণ্ডিত/পিণ্ডীভূত করা। □(adjective) [আগ্‌লমারাট্] পিণ্ডিত; পিণ্ডীভূত। agglomeration [আগ্‌লমারেইশ্‌ন্‌] (noun) (১) [Uncountable noun] পিণ্ডীকরণ; পিণ্ডীভবন(২) [Countable noun] (বিশেষত বিশৃঙ্খল) বস্তুপুঞ্জ, যেমন ইতস্তত প্রকীর্ণ বিশৃঙ্খল উপনগরী
  • English Word agglutinate Bengali definition [আগ্‌লূটিনেইট্] (verb transitive) সংশ্লিষ্ট/সংযুক্ত করা; জোড়া দেওয়া (যেমন আঠা দিয়ে)। agglutinative [আগ্‌লূটিনাটিভ্‌ America(n) আগ্‌লূটানেইটিভ্] (adjective) (ভাষাবিজ্ঞান) রূপগত পরিবর্তন বা অর্থের হানি না-ঘটিয়ে সরল শব্দসমূহকে সমাসবদ্ধ পদে পরিণত করে এমন; সংসক্তিপ্রবণ।
  • English Word aggrandize Bengali definition [আগ্র্যান্‌ডাইজ্] (verb transitive) (আনুষ্ঠানিক) (ক্ষমতা, মর্যাদা, বিত্ত ও গুরুত্ব) বৃদ্ধি করা; বাড়ানোaggrandizement [আগ্র্যান্‌ডিজ্‌মান্‌ট্‌] (noun) সংবর্ধন: One-man rule may encourage personal aggrandizement.
  • English Word aggravate Bengali definition [অ্যাগ্রাভেইট্] (verb transitive) (১) অধিক গুরুতর/সঙ্গিন/শোচনীয় করে তোলা; প্রকোপ অধিকতর বৃদ্ধি করা; অবনতি ঘটানো: aggravate an illness/ offence. (২) (কথ্য) উত্ত্যক্ত/প্রকোপিত করা; খেপানোaggravation [অ্যাগ্রাভেইশ্‌ন্‌] [Uncountable noun, Countable noun] প্রকোপ বৃদ্ধি; অবনতি; অবনমন।
  • English Word aggregate Bengali definition [অ্যাগ্রিগেইট্‌] (verb transitive, verb intransitive) (১) সমষ্টীভূত/সমগ্রীভূত হওয়া বা করা(২) (নির্দিষ্ট সাকল্যের) মোট পরিমাণ হওয়া। □(noun) [অ্যাগ্রিগাট্‌] (১) সমষ্টি; সমাহার; সমূহ; যোগফলin the aggregate সব মিলিয়ে; সমষ্টিগতভাবে; সামগ্রিকভাবে। (২) কংক্রিট তৈরি করার জন্য সিমেন্টের সঙ্গে মিশ্রিত উপাদানসমূহ (বালি, নুড়ি ইত্যাদি)। aggregation [আগ্রিগেইশ্‌ন্‌] [Uncountable noun] সমষ্টি; সংগ্রহ; সমাহার; সমষ্টিকরণ।
  • English Word aggression Bengali definition [আগ্রেশ্‌ন্‌] (১) [Uncountable noun] বিনা উস্কানিতে বৈরী আচরণ; হামলা। ২ [Countable noun] হামলা বা আগ্রাসনের দৃষ্টান্ত