Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word affect 1 Bengali definition [আফেক্‌ট্‌] (verb transitive) (১) প্রভাবিত করা; ক্ষতিগ্রস্ত করা; (কিছুর উপর) প্রভাব ফেলা: badly affected by river erosion. (২) অভিভূত করা; মর্মস্পর্শ করা; বিচলিত করা; অনুভূতিতে নাড়া দেওয়া: The incident affected us deeply. (৩) (রোগ) আক্রমণ করা; বিশেষ অবস্থার সূচনা করা(৪) well/ill affected (towards) অনুকূল, বন্ধুভাবাপন্ন/প্রতিকূল, বিদ্বিষ্ট হওয়াaffecting (adjective) মর্মস্পর্শী; মর্মন্তুদ; হৃদয়স্পর্শী: an affecting sight. affecting-ay (adverb) সস্নেহে; করুণভাবে; মর্মন্তুদভাবে।
  • English Word affect 2 Bengali definition [আফেক্‌ট্‌] (verb transitive) (১) (অজ্ঞতা, উদাসীনতা, অন্যমনস্কতার) ভান করা; ছল করা: Many white people affect to have colour prejudices. (২) (বিশেষত আড়ম্বরের জন্য) পছন্দ ও ব্যবহার করা; আস্ফালন করা: Though she is old, she affects modish dresses. affected (adjective) কৃত্রিম; মেকি; জাঁকালো: an affected politeness; an affected style.
  • English Word affectation Bengali definition [অ্যাফেক্‌টেইশ্‌ন্‌] (noun) (১) [Uncountable noun, Countable noun] কৃত্রিম/মেকি আচরণ; অস্বাভাবিক আচরণ; কৃত্রিমতা: His affectations are disgusting. (২) [Countable noun] ভান; ছল; ব্যপদেশ: an affectation of ignorance/interest.
  • English Word affection Bengali definition [আফেক্‌শ্‌ন্‌] (noun) (১) [Uncountable noun] স্নেহ; প্রেম; মমত্ব: to hold in affection, ভালোবাসা। (২) [Uncountable noun] (কিংবা plural) gain/win somebody’s affection(s) ভালোবাসা/প্রীতি অর্জন করা(৩) [Countable noun] (প্রাচীন প্রয়োগ) রোগ; অসুখ: an affection of the right lung.
  • English Word affectionate Bengali definition [আফেক্‌শানাট্‌] (adjective) স্নেহময়; মমতাময়; স্নেহশীল; প্রেমময়; প্রেমপূর্ণ; স্নেহমাখা; সাদর: an affectionate mother; affectionate looks. affectionately (adverb). yours affectionately (চিঠির শেষে ব্যবহৃত) আপনার/তোমার আদরের/স্নেহময়।
  • English Word affiance Bengali definition [আফাইআন্‌স্‌] (verb transitive) (সাধারণত passive; সাহিত্য কিংবা প্রাচীন প্রয়োগ) বাগ্‌দান করা; বিবাহে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া: be affianced to (somebody), কারো বাগ্‌দত্ত/বাগদত্তা হওয়া।
  • English Word affidavit Bengali definition [অ্যাফাডেইভিট্] (noun) (আইন সম্বন্ধীয়) আইনগত প্রমাণ বা সাক্ষ্য হিসেবে ব্যবহার্য শপথপূর্বক লিখিত বিবৃতি; হলফনামা; শপথপত্র
  • English Word affiliate Bengali definition [আফিলিএইট্‌] (verb transitive, verb intransitive) affiliate (to/with) (সমিতি, প্রতিষ্ঠান) সম্বন্ধযুক্ত হওয়া; অধিভুক্ত হওয়া: an affiliated college.
  • English Word affiliation Bengali definition [আফিলিএইশ্‌ন্‌] [Uncountable noun, Countable noun] সম্বন্ধীকরণaffiliation order (British/Britain আইন সম্বন্ধীয়) অবৈধ শিশুর পিতৃত্ব নিরূপণ করে এবং পিতাকে সন্তানের ভরণপোষণের জন্য নিয়মিত অর্থপ্রদানের দায়িত্ব নির্ধারণ করে ম্যাজিস্ট্রেট প্রদত্ত আদেশ; অপত্যনির্ধারক আদেশ।
  • English Word affinity Bengali definition [আফিনাটি] (noun) (plural affinities) affinity (between/to/for) (১) [Countable noun] ঘনিষ্ঠ সম্বন্ধ; সাযুজ্য; সাদৃশ্য; মিল; ঐক্য(২) [Uncountable noun, Countable noun] সম্বন্ধ; বৈবাহিক সম্পর্ক; চারিত্রিক মিল(৩) [Countable noun] তীব্র অনুরাগ; আসক্তি; আকর্ষণ: to feel affinity to/for somebody. (৪) রাসায়নিক বা ভৌত আসক্তি: the affinity of common salt for water.
  • English Word affirm Bengali definition [আফাম্‌] (verb transitive, verb intransitive) (১) দৃঢ়তার সঙ্গে ঘোষণা করা; সুনিশ্চয় ঘোষণা করা: affirm the truth of a statement. দ্রষ্টব্য deny. (২) (আইন সম্বন্ধীয়) (বাইবেল নিয়ে শপথ করতে বিবেকগত আপত্তি আছে এমন ব্যক্তি সম্বন্ধে) (শপথ না নিয়ে) ভাবগম্ভীরভাবে ঘোষণা করাaffirmation [অ্যাফামেইশ্‌ন্‌] (noun) (১) [Uncountable noun] দৃঢ়বচন(২) [Countable noun] দৃঢ়োক্তি, (আইন সম্বন্ধীয়) (শপথ না নিয়ে) ভাবগম্ভীর ঘোষণা; সত্যাপন ঘোষণাaffirmative [আফামাটিভ্] (adjective), (noun) হ্যাঁসূচক/ইতিবাচক (উত্তর)। দ্রষ্টব্য negative (১).
  • English Word affix 1 Bengali definition [আফিক্‌স্‌] (verb transitive) affix something (to) (আনুষ্ঠানিক) আযুক্ত/যুক্ত/সংযুক্ত করা; জুড়ে দেওয়া: affix a seal/stamp to a document; affix one’s signature to an agreement.
  • English Word affix 2 Bengali definition [অ্যাফিক্‌স্‌] (noun) প্রত্যয়/উপসর্গ; আযুক্তি। দ্রষ্টব্য পরি. ৩।
  • English Word afflatus Bengali definition [আফ্‌লেইটাস্] [Uncountable noun] (আনুষ্ঠানিক) স্বর্গীয় বার্তা; প্রত্যাদেশ; ওহি; দিব্যজ্ঞান; প্রেরণা
  • English Word afflict Bengali definition [আফ্‌লিক্‌ট্‌] (verb transitive) (দৈহিক বা মানসিকভাবে) পীড়া/ক্লেশ/কষ্ট দেওয়া: afflicted with arthritis.
  • English Word affliction Bengali definition [আফ্‌লিক্‌শ্‌ন্‌] (noun) (১) [Uncountable noun] পীড়া; ক্লেশ; দুর্ভোগ; যন্ত্রণা(২) [Uncountable noun] দুঃখযন্ত্রণার কারণ বা উপলক্ষ্য; অসুখবিসুখ: the afflictions of old age, যেমন অন্ধত্ব, বধিরতা ইত্যাদি।
  • English Word affluence Bengali definition [আফ্‌লুআন্‌স্‌] [Uncountable noun] বৈভব; প্রাচুর্য; সমৃদ্ধি: rise to affluence, বৈভব অর্জন করা।
  • English Word affluent 1 Bengali definition [আফ্‌লুআন্‌ট্‌] (adjective) বৈভবশালী; বিত্তবান; অঢেল; সুপ্রচুর; প্রাচুর্যময়: affluent circumstances. the affluent society সমৃদ্ধিশালী সমাজ, যার সদস্যরা বস্তুগত সুখস্বাচ্ছন্দ্য বৃদ্ধির প্রতি মনোযোগী; বিত্তশালী সমাজ।
  • English Word affluent 2 Bengali definition [অ্যাফ্‌লুআন্‌ট্‌] [Countable noun] উপনদী; করদনদী
  • English Word affluenza Bengali definition [আফ্‌লুয়েন্‌জা] [Countable noun] ('affluence' ও 'influenza' দিয়ে তৈরি) উৎকট বস্তুবাদিতা আর অতিরিক্ত ভোগ চাহিদার কারণে সৃষ্ট সামাজিক রোগ; আফ্লুয়েঞ্জা। দেশ ও সমাজ ভেদে আফ্লুয়েঞ্জার লক্ষণে পার্থক্য থাকতে পারে। ধনীরাই এই সামাজিক রোগে বেশি ভোগে: But the problem of affluenza goes beyond constructing a sound estate plan for wealthy parents.
  • English Word afford Bengali definition [আফোড্] (verb transitive) (১) (সাধারণত can/could, be able to-সহ) (সময় বা অর্থব্যয়ের) সামর্থ্য থাকা: afford a luxury suite. (২) (can/could-সহ) কোনো কিছু করে ঝুঁকি নেওয়া: He can’t afford to oppose his wife. (৩) (আনুষ্ঠানিক) জোগানো; দেওয়া: The waterfront affords a beautiful panorama.
  • English Word afforest Bengali definition [আফরিস্‌ট্‌ America(n) আফোরিস্‌ট্‌] (verb transitive) বনভূমিতে পরিণত করা; বনায়িত করাafforestation [আফরিস্‌টেইশ্‌ন্‌ America(n) আফোরিস্‌টেইশ্‌ন্‌] [Uncountable noun] বনায়ন: afforestation projects, বনায়ন প্রকল্প।
  • English Word affray Bengali definition [আফ্‌রেই] [Countable noun] প্রকাশ্যে মারপিট; দাঙ্গাহাঙ্গামা
  • English Word afield Bengali definition [আফীল্‌ড্‌] (adverb) বাড়ি থেকে অনেক দূরে; দূরে: The children went too far afield.
  • English Word afire Bengali definition [আফাইআ(র্)] (adjective), (adverb) জ্বলন্ত; জ্বলন্তাবস্থায়
  • English Word aflame Bengali definition [আফ্‌লেইম্] (predicatively adjective) (কাব্যিক) জ্বলন্ত; বহ্নিমান; শিখাময়: (লাক্ষণিক) aflame with passion; In spring the whole valley was aflame with colour.
  • English Word afloat Bengali definition [আফ্‌লাউট্‌] (predicatively adjective) (১) ভাসমান; বাতাসে বা পানিতে ভেসে চলেছে এমন: Try to get the boat afloat. (২) সমুদ্রবক্ষে; জাহাজে: life afloat, নাবিকের জীবন। (৩) প্লাবিত; পরিপ্লাবিত; পরিপ্লুত(৪) (ব্যবসা.) চালু করা হয়েছে এমন; শোধক্ষম: get a new company afloat, চালু করা। (৫) (জনশ্রুতি, রটনা) চলতি; বর্তমানে চালু
  • English Word afoot Bengali definition [আফূট্‌] (predicatively adjective) (১) চালু রয়েছে এমন; অগ্রসরমান: There is a project afoot to introduce universal primary education. (২) (প্রাচীন প্রয়োগ) পদব্রজে গমনশীল; পদচারী
  • English Word afore Bengali definition [আফো(র্)] (adverb), (preposition(al)) (নৌচালনবিদ্যা) সম্মুখ; সামনেafore the mast সনদবিহীন নাবিক হিসেবে জাহাজের সম্মুখভাগের পাটাতনের নীচে বাসস্থানসহ। aforesaid (pronoun) (adjective) (আইন সম্বন্ধীয়) পূর্বোক্ত/পূর্বোল্লিখিত (বিষয়)। aforethought, দ্রষ্টব্য malice.
  • English Word afraid Bengali definition [আফ্‌রেইড্] (predicatively adjective) (১) afraid (of) ভীত; সন্ত্রস্ত; শঙ্কিত: She is afraid of cockroaches তেলাপোকাকে ভয় পায়। (২) afraid of ... gerund; afraid that ফলাফল/পরিণাম নিয়ে সন্দিগ্ধ বা শঙ্কিত: I was afraid of hurting the child, পাছে সে আঘাত পায়, এই ভয় করছিলাম। (৩) afraid to ... (infinitive) উদ্বিগ্ন; শঙ্কিত। (৪) afraid (that) (সাধারণত that বাদ দিয়ে) (অনাকাঙ্ক্ষিত বলে বিবেচিত হতে পারে এমন বিবৃতির সঙ্গে কথ্য ভাষায় ব্যবহৃত শিষ্টাচারমূলক পদগুচ্ছ): I’m afraid I can’t go.