• Bengali Word middle English definition [মিড্‌ল্‌] (noun) ১ the middle মধ্যবর্তী বিন্দু, অবস্থান বা অংশ; কেন্দ্র; মধ্য।
    middle-of-the-road (attributive(ly)) (নীতি ইত্যাদি) মধ্যপন্থা। (২) (কথ্য) কোমর: forty inches round the middle. (৩) (attributive(ly)) মধ্যবর্তী; মাঝের: the middle house in the row. middle age মাঝারি বয়স (যৌবন ও বার্ধক্যের মধ্যবর্তী বয়স)। middle-aged [এইজ্‌ড্‌] (adjective) মাঝারি বয়সের; মধ্যবয়স্ক; প্রৌঢ়। middle-aged(d) spread (কথ্য) প্রৌঢ় বয়সে দেহে যে স্থূলতা দেখা দেয়। the Middle Ages মধ্যযুগ (ইউরোপীয় ইতিহাসে দ্বাদশ থেকে পঞ্চদশ খ্রিষ্টীয় শতক)। middle class মধ্যবিত্ত শ্রেণি। take/follow a middle course মধ্যপন্থা অবলম্বন করা। the middle distance ভূদৃশ্যাদির চিত্রে পুরোভূমি ও পশ্চাদ্ভূমির মধ্যবর্তী অংশ। the middle ear কানের মধ্যবর্তী শূন্যগর্ভ অংশ; মধ্যকর্ণ। the Midele East মধ্যপ্রাচ্য (দ্রষ্টব্য East). middle finger মধ্যমাঙ্গুলি। the Middle Kingdom চীনের প্রাচীন নাম। middleman (noun) (plural middlemen) (ক্রয়বিক্রয়াদির) দালাল; মধ্যগ। middle name নামের প্রথম অংশ ও পারিবারিক নামের মধ্যবর্তী অংশ (যেমন George Bernard Shaw নামের ‘Bernard’). middle school (কোনো কোনো দেশে) প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের মধ্যবর্তী বিদ্যালয়বিশেষ; মাধ্যমিক বিদ্যালয়। the middle watch (জাহাজে) মধ্যরাত্রি ও ভোর ৪ টার মধ্যবর্তী সময়। middleweight ১৪৭ থেকে ১৬০ পাউন্ড (৬৬.৬ থেকে ৭২.৫ কিলোগ্রাম) পর্যন্ত দেহিক ওজনবিশিষ্ট মুষ্টিযোদ্ধা। the Middle West দ্রষ্টব্য Midwest (mid 1).