• Bengali Word limit 1 English definition [লিমিট্] (noun) [countable noun] সীমা; সীমারেখা; সর্বশেষ প্রান্ত; পরিধি; চৌহদ্দি; বাধানিষেধ নিয়ন্ত্রণ: city limits, speed limit, time limit, limits of patience.
    within limits সীমা বজায় রেখে। without limit সীমা ছাড়িয়ে; অবাধে। off limits (America(n)) নিষিদ্ধ এলাকা; কাউকে ঢুকতে দেওয়া হয় না এমন স্থান। That’s the limit (কথ্য) সহনশক্তির চরমসীমা। age limit যে বয়সের ঊর্ধ্বে কাউকে কোনো কাজে অংশ নিতে দেওয়া হয় না।