• Bengali Word stone English definition [স্টোন্‌] (noun) [uncountable noun] (প্রায়ই attributive(ly)) পাথর, প্রস্তর, শিলা; (অনেক সময় উপসর্গসহযোগে ব্যবহৃত হয়): sand stone; lime stone; stone wall; a statue made of stones; stone-eyed, পাথরের মতো চোখ, অপলক; যে চোখে কোনোকিছুই ছাপ ফেলে না।
    stone-hearted (adjective) পাষাণহৃদয়; নির্দয় অনুভূতিহীন ব্যক্তি। the Stone Age (noun) প্রস্তরযুগ; সভ্যতার সেই স্তর, যখন মানুষ কেবল প্রস্তরের ব্যবহার জানত। stone-blind সম্পূর্ণ অন্ধ। stone-breaker (noun) পথনির্মাণের জন্য যে শ্রমিক পাথর ভাঙে; পাথর ভাঙার যন্ত্র। stone-cold (adjective) পাথরের মতো মৃত; নিশ্চল। stone-deaf (adjective) পাথরের ন্যায় বধির; বদ্ধকালা। stone-fruit (noun) বিচিযুক্ত বা আঁটিযুক্ত ফল। stone-hammer (noun) পাথরভাঙার হাতুড়ি; পাথরের তৈরি হাতুড়ি। stone-mason (noun) পাথর কেটে বা পাথর দিয়ে ভবন বা অট্টালিকা নির্মাণ করার মিস্ত্রী। stone-pit (noun) যে গর্ত খুঁড়ে পাথর তোলা হয়। stonestill (adjective) (কাব্যে) পাথরতুল্য; নিশ্চল। stone’s throw (noun) ঢিল নিক্ষেপ করলে যে দূরত্ব অতিক্রান্ত হয়, সন্নিকট, সামান্য ব্যবধান। stone-wall (verb transitive) (১) ব্যাট করার সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা। (২) সংসদের সভায় লম্বা ভাষণ প্রদানের সময় বাধা দেওয়া। stone-walling (noun) এ ধরনের বাধা। stone-waller (noun) যে ব্যক্তি অনুরূপ বাধা দেয়। stone ware (noun) পাথরের বাসনপত্র। stonework (noun) পাথর দ্বারা নির্মিত ভবন; কোনো ভবনে বা অট্টালিকায় পাথরের কাজ। (২) [countable noun] প্রস্তরখণ্ড; পাথরের টুকরা: a wall spotted With stones; The downhill is covered by thick stones. leave no stone unturned (প্রবাদ) কোনো কাজ করার জন্য সকল প্রকার প্রচেষ্টা নেওয়া। throw stones at (লাক্ষণিক) কারো চারিত্রিক ত্রুটি বিষয়ে কটাক্ষ করা: Those who live in glass houses should not throw stones at others, নিজের চরিত্র যদি ত্রুটিমুক্ত না-হয় তাহলে অন্য কারো বিষয়ে সমালোচনা করা সমীচীন নয়। (৩) [countable noun] মূল্যবান পাথর; রত্ন; মণি: He is a dealer of precious stones. (৪) [countable noun] বিশেষ আকৃতির প্রস্তরখণ্ড, যা বিশেষ কাজে ব্যবহৃত হয়: a grave stone, tomb stone. (৫) [countable noun] পাথরের মতো শক্ত ও গোলাকৃতি কোনো বস্তু। (ক) কোনো ফলের শক্ত বিচি, যেমন লিচু, কাঁঠাল প্রভৃতি; (খ) (সাধারণত hail stone) শিলাবৃষ্টির সময়ে বৃষ্টির সঙ্গে পতিত শক্ত নুড়ির মতো বরফখণ্ড। (৬) কিডনি বা মূত্রাশয়ে পাথরের মতো শক্ত যে বস্তু জমা হয়: She will need a surgery for stone in the kidney. gallstone, দ্রষ্টব্য gall. (৭) (যুক্তরাষ্ট্রে প্রযুক্ত নয়, বহুবচনে অপরিবর্তিত থাকে); ওজনের একক ১৪ পাউন্ড: She weighs 12 stone. □ (verb transitive) (১) পাথর ছোড়া বা নিক্ষেপ করা: In Saudi Arabia some of the criminals are stoned to death. The police was stoned by the demonstrators. (২) বিচি বের করে ফেলা কোনো ফল থেকে): stoned dates stone. stoneless (adjective) (ফল) বিচিহীন ফল। stones will cry out অন্যায় ও অবিচার এত ব্যাপক যে পাষাণ বা অচেতন পদার্থও প্রতিবাদ করবে। stone the crows (অপশব্দ) বিস্ময় ও বিরক্তি প্রকাশক উক্তি। throw or cast stones at আক্রমণ করা; দোষ করা।