Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word adversity Bengali definition [আড্‌ভা্‌সাটি] (noun) (plural adversities) (১) [Uncountable noun] দুর্ভাগ্য; দৈবদুর্বিপাক(২) [Countable noun] নিদারুণ দুর্দশা; দৈবদোষ; দুঃখযন্ত্রণা
  • English Word advert Bengali definition [অ্যাড্‌ভা্‌ট্] (noun) advertisement (-এর British/Britain কথ্য সংক্ষেপ) বিজ্ঞাপন
  • English Word advertise Bengali definition [অ্যাড্‌ভা্‌টাইজ্] (verb transitive, verb intransitive) বিজ্ঞাপন করা/ দেওয়া; বিজ্ঞাপিত করাadvertiser (noun) বিজ্ঞাপনদাতা। advertising (noun) বিজ্ঞাপনদানadvertisement [আড্‌ভা্‌টি‌স্‌মান্‌ট্‌ America(n) [অ্যাড্‌ভার্‌টাইজমান্‌ট্‌] (noun) (১) [Uncountable noun] বিজ্ঞাপনদান: (attributive(ly) the advertisement manager, বিজ্ঞাপন–ব্যবস্থাপক। (২) [Countable noun] বিজ্ঞাপন। দ্রষ্টব্য commercial (noun).
  • English Word advice Bengali definition [আড্‌ভাইস্] (noun) (১) [Uncountable noun] উপদেশ; পরামর্শact on somebody’s advice কারো পরামর্শ অনুযায়ী (কিছু) করা। (give somebody) a piece/a bit/a word/few words of advice কিঞ্চিৎ পরামর্শ দেওয়া। (২) [Countable noun] (বাণিজ্য) (সাধারণত plural) বিশেষত দূর থেকে প্রাপ্ত সংবাদ/খবর: advices from abroad. advice-note, letter of advice (বাণিজ্য) পণ্যসরবরাহ, ব্যবসাসংক্রান্ত তলব ইত্যাদির আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি, বিজ্ঞপ্তিপত্র, বিজ্ঞাপন, জ্ঞাপনলিপি।
  • English Word advisable Bengali definition [আড্‌ভাইজাব্‌ল্‌] (adjective) বিজ্ঞ; সুবিবেচনাপ্রসূত; সুবুদ্ধিপূর্ণ; যুক্তিযুক্ত; উপদেশনীয়advisability [আড্‌ভাইজাবিলাটি] [Uncountable noun] উপদেশ্যতা; যুক্তিযুক্ততা।
  • English Word advise Bengali definition [আড্‌ভাইজ্] (verb transitive, verb intransitive) (১) পরামর্শ/উপদেশ দেওয়া; সুপারিশ করা(২) (বাণিজ্য) অবহিত করা; জানানো: You will be duly advised. (৩) advise with (somebody) (প্রাচীন প্রয়োগ) পরামর্শ করা; মন্ত্রণা নেওয়াadviser (noun) উপদেষ্টা। advised (adjective) (প্রাচীন প্রয়োগ) বিবেচিত; সুচিন্তিত। ill advised অবিবেচনাপ্রসূত; হঠকারী; অযুক্তিযুক্ত। well advised সুবিবেচনাপ্রসূত; বিজ্ঞ; বিচক্ষণ। advisedly [আড্‌ভাইজাড্‌লি] (adverb) সুচিন্তিতভাবে। advisory [আড্‌ভাইজারি] (adjective) পরামর্শ বা উপদেশবিষয়ক; পরামর্শ দেওয়ার ক্ষমতাসংবলিত; উপদেশক: an advisory committee/council.
  • English Word advocate Bengali definition [অ্যাড্‌ভাকাট্‌] (noun) (১) (কোনো যুক্তির) সমর্থক; প্রবক্তা: an advocate of women’s lib. (২) (আইন সম্বন্ধীয়) উকিল; অধিবক্তা (ইংল্যান্ড-ওয়েলশে barrister) the Faculty of Advocates স্কটল্যান্ডে আইনজীবীমণ্ডলীLord Advocate স্কটল্যান্ডের মুখ্য আইন–কর্মকর্তা। □(verb transitive) [অ্যাড্‌ভাকেইট্‌] সমর্থন করা; কোনো কিছু বা কারো প্রবক্তা হওয়া; সপক্ষতা করা। advocacy [অ্যাড্‌ভাকাসি] [Uncountable noun] ওকালতি; সপক্ষতা।
  • English Word adze, adz Bengali definition [অ্যাড্‌জ্‌] (noun) কাঠমিস্ত্রির কাঠ চাঁছার হাতিয়ারবিশেষ; বাইস
  • English Word aegis, egis Bengali definition [ঈজিস্] (noun) অভিরক্ষণ; পৃষ্ঠপোষকতা; আনুকূল্যunder the aegis of সমর্থনে, পৃষ্ঠপোষকতায়।
  • English Word aeon, eon Bengali definition [ঈআন্] [Countable noun] অপরিমেয় কাল, আনন্ত্য
  • English Word aerate Bengali definition [এআরেইট্] (verb transitive) (কোনো তরল পদার্থকে) বায়ু বা গ্যাস দ্বারা বাতান্বিত করা; বায়ুর রাসায়নিক শোধনক্রিয়ার অধীন করা; বায়বায়িত করা: blood aerated in lungs. aeration [এআরেইশ্‌ন্‌] [Uncountable noun] বায়বায়ন।
  • English Word aerial Bengali definition [এআরিআল্] (adjective) (১) বায়ুতে বিদ্যমান বা বায়ুর ভিতর দিয়ে চলমান; বায়ব্য: an aerial railway, ঝুলন্ত ব্যোম-রেল; an aerial ropeway, ঝুলন্ত রজ্জুপথ। (২) আকাশ/বিমান থেকে; বৈমানিক: aerial photography, বৈমানিক আলোকচিত্র। (৩) (পুরাতনী) বায়বীয়; অবাস্তব; অশরীরী। □(noun) বেতার ও টেলিভিশনের যে অংশ (সাধারণত একটি তার বা দণ্ড) সংকেত প্রেরণ বা গ্রহণ করে; আকাশ–তার; শুঙ্গ (America(n)=antenna).
  • English Word aerie, aery, eyrie, eyry Bengali definition [এআরি] (noun) ঈগল পাখির বাসা; উঁচু পর্বতচূড়ায় নির্মিত শিকারি পাখির বাসা; ঈগলের শাবকসমূহ
  • English Word aerobatics Bengali definition [এআরাব্যাটিক্‌স্‌] (noun) (plural) (singular verb) বৈমানিকদের বিমানচালনার দুরূহ কসরত; নভঃক্রীড়া
  • English Word aerobic Bengali definition [এআরাউবিক্‌] (adjective) (১) (প্রাণরসায়ন) বায়ুজীবী(২) aerobics বায়ুজীবীসম্পর্কিত
  • English Word aerobics Bengali definition [এআরাউবিক্‌স্‌] (noun) (plural) দেহে অক্সিজেনের মাত্রা বৃদ্ধিকল্পে শারীরিক ব্যায়াম
  • English Word aerodrome Bengali definition [এআরাড্রাউম্‌] (noun) (America(n) airdrome) (প্রাচীন প্রয়োগ) বিমানঘাঁটি; (airfield ও airport অধিক প্রচলিত)।
  • English Word aerodynamics Bengali definition [এআরাউডাইন্যামিক্‌স্‌] (noun) (plural) (singular verb) [Uncountable noun] গতিবিজ্ঞানের যে শাখা বায়ুপ্রবাহ ও বাতাসের মধ্য দিয়ে বিমান, বুলেট ইত্যাদির গতি নিয়ে কাজ করে; বায়ুগতিবিদ্যা
  • English Word aeronautics Bengali definition [এআরানোটিক্‌স্‌] (noun) (plural) (singular verb) বিমানচালনবিদ্যা (aviation অধিক ব্যবহৃত শব্দ)।
  • English Word aeroplane Bengali definition [এআরাপ্লেইন্] (noun) (America(n)=airplane) বিমান; উড়োজাহাজ; বিমানপোত
  • English Word aerosol Bengali definition [এআরাসল্ America(n) এআরাসোল্] [Uncountable noun] সংকুচিত গ্যাসযুক্ত একটি আধার থেকে সুগন্ধ, রঞ্জকদ্রব্য, কীটনাশক, সাবান প্রভৃতির সূক্ষ্ম কঠিন বা তরণ কণিকা চাপের সাহায্যে কুয়াশার মতো বিক্ষেপণ; [Countable noun] উপর্যুক্ত আধার; অ্যারোসল।
  • English Word aerospace Bengali definition [এআরাউস্‌পেইস্] (noun) বিমান এবং নভোযানের উড্ডয়নের জন্য প্রাপ্তব্য এলাকা হিসেবে বিবেচিত বায়ুমণ্ডল এবং তদূর্ধ্বে মহাশূন্য; বায়বাকাশ: aerospace industry.
  • English Word aertex Bengali definition [এআটেক্‌স্‌] (noun) (অন্তর্বাস তৈরি করার জন্য) শিথিল বুননের বস্ত্রবিশেষ; এয়ারটেক্স
  • English Word aery Bengali definition [এআরি] (noun) দ্রষ্টব্য aerie.
  • English Word aesthete, esthete Bengali definition [ঈস্‌থীট্ America(n) এস্‌থীট্‌] (noun) বিশেষত শিল্পকলায় সুন্দর সম্পর্কে গভীর অনুরাগ ও উপলব্ধি আছে কিংবা আছে বলে দাবি করেন এমন ব্যক্তি; সৌন্দর্যবেত্তা
  • English Word aesthetic, esthetic Bengali definition [ঈস্‌থেটিক্ America(n) এস্‌থেটিক্] (adjective) নান্দনিক; কান্ত; সৌন্দর্যতাত্ত্বিক: aesthetic standards. □[Uncountable noun] বিশেষ ধরণের নান্দনিক মূল সূত্রাবলী: the aesthetic to which I subscribe. aesthetical, esthetical [ঈস্‌থেটিক্‌ল্‌] (adjective) = aesthetic. aesthetically [ঈস্‌থেটিক্‌লি] (adverb) নান্দনিকভাবে; নন্দনতত্ত্বের নিরিখে। aesthetics, esthetics (noun) (plural) (singular verb) নন্দনতত্ত্ব; কান্তিবিদ্যা; সৌন্দর্যতত্ত্ব।
  • English Word aether Bengali definition [ঈথা(র্)] (noun) দ্রষ্টব্য ether.
  • English Word aetiology Bengali definition [ঈটিঅলাজি] (noun) নিদান; নিদানতত্ত্ব। দ্রষ্টব্য etiology.
  • English Word afar Bengali definition [আফা:(র্)] (adverb) (কাব্যিক) সুদূর; দূরেfrom afar দূর থেকে।
  • English Word affable Bengali definition [অ্যাফাব্‌ল্‌] (adjective) শিষ্টাচারী ও বন্ধুভাবাপন্ন; অমায়িক: affable to everybody. affably [অ্যাফাআব্‌লি] (adverb) অমায়িকভাবে। affability [অ্যাফাবিলাটি] [Uncountable noun] অমায়িকতা (to বা towards).