Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word aggressive Bengali definition [আগ্রেসিভ্‌] (adjective) (১) কলহপরায়ণ; হামলাবাজ; ঝগড়াটে; আগ্রাসী: an aggressive man. (২) আক্রমণাত্মক: aggressive campaign against air pollution. (৩) বাধাবিপত্তিকে গ্রাহ্য করে না এমন; অদম্য; আগ্রাসী: an aggressive salesman. aggressively (adverb) আগ্রাসীভাবে। aggressiveness (noun) আগ্রাসিতা। aggressor [আগ্রেসা(র্)] (noun) যে ব্যক্তি বা যে দেশ আগ্রাসন করে; আক্রামক: (attributive(ly)) the aggressor nation.
  • English Word aggrieve Bengali definition [আগ্রীভ্‌] (verb transitive) (সাধারণত passive) দুঃখ দেওয়া: be aggrieved, ক্ষুব্ধ হওয়া। feel (oneself) much aggrieved (at/over something) অন্যায় ব্যবহারে ক্ষুব্ধ হওয়া/ক্ষোভ বোধ করা।
  • English Word aghast Bengali definition [আগা:স্‌ট্‌ America(n) আগ্যাস্‌ট্‌] (predicatively adjective) ভয়াকুল; ভীতিবিহ্বল; বিস্ময়াভিভূত: We are all aghast at the violent scene caused by the agitators.
  • English Word agile Bengali definition [অ্যাজাইল্‌ America(n) অ্যাজ্‌ল্‌] (adjective) (জীবন্ত বস্তু) ক্ষিপ্র; ক্ষিপ্রগতি; চটপটে; গতিশীলagilely (adverb) ক্ষিপ্রভাবে। agility [আজিলাটি] [Uncountable noun] ক্ষিপ্রতা; ক্ষিপ্রকারিতা।
  • English Word aging Bengali definition (noun)= ageing দ্রষ্টব্য age 2.
  • English Word agio Bengali definition [আজৌ] (noun) টাকা বদল বা ভাঙানো বাবদ বাটা; মুদ্রাবিনিময় (-স্থান)।
  • English Word agitate Bengali definition [অ্যাজিটেইট্‌] (verb transitive, verb intransitive) (১) (তরল) নাড়া; ঝাঁকানো(২) (ব্যক্তি, ব্যক্তির মন বা অনুভূতি) আলোড়িত/বিক্ষুব্ধ করা; নাড়া দেওয়া(৩) agitate for কোনো কিছুর পক্ষে জনসমক্ষে তর্কবিতর্ক করা; আন্দোলন করা: agitate for higher wages. agitated (participial adjective) আলোড়িত; বিক্ষুব্ধ; উত্তেজিত। agitating (participial adjective) উদ্বেগজনক। agitation [অ্যাজিটেইশ্‌ন্‌] (noun) (১) [Uncountable noun] (তরল) ঝাঁকানি; আলোড়ন(২) [Uncountable noun] উদ্বেগ; আলোড়ন; উত্তেজনা; অস্থিরতা(৩) [Countable noun, Uncountable noun] (পরিবর্তন আনয়নের উদ্দেশ্যে) আলোচনা বা বিতর্ক; [Uncountable noun] উক্তরূপ আলোচনার ফলে উদ্ভূত সামাজিক বা রাজনৈতিক অস্থিরতা; আন্দোলন; আলোড়নagitator [অ্যাজিটেইটা(র্)] (noun) (বিশেষত রাজনৈতিক) আন্দোলনকারী।
  • English Word aglow Bengali definition [আগ্‌লোউ] (predicatively adjective) (১) বর্ণোজ্জ্বল; দীপ্ত; উদ্ভাসিত(২) (ব্যক্তি) ব্যায়াম বা উত্তেজনায় আরক্তিম: aglow with the light of the setting sun; উজ্জ্বল: The mother’s face was aglow with happiness at the success of her son.
  • English Word agnail Bengali definition [অ্যাগ্‌নেইল্] (noun) নখমূলের ছিন্ন ত্বক; কেনি-ওঠা
  • English Word agnostic Bengali definition [অ্যাগ্‌ন্‌স্‌টিক্‌] (noun) জড়বস্তু ছাড়া অন্য কিছু বা ঈশ্বর সম্বন্ধে কিছুই জানা সম্ভব নয় বলে যে ব্যক্তি বিশ্বাস করে; অজ্ঞেয়বাদী। □(adjective) অজ্ঞেয়বাদী। agnosticism [অ্যাগ্‌নস্‌টিসিজাম্‌] [Uncountable noun] অজ্ঞেয়বাদ।
  • English Word ago Bengali definition [আগোউ] (adverb) (past tense–এর সঙ্গে ব্যবহৃত হয়) আগে; পূর্বে: We won freedom a quarter of century ago.
  • English Word agog Bengali definition [আগগ্‌] (predicatively adjective) ব্যগ্র; ব্যাকুল; উত্তেজিত: agog at the sight of the Taj Mahal in the moonlight night.
  • English Word agony Bengali definition [অ্যাগানি] (noun) (plural agonies) [Uncountable noun, Countable noun] (শরীর বা মনের) তীব্র যন্ত্রণা; মর্মবেদনা; সন্তাপagony column সংবাদপত্রের যে কলামে বন্ধু বা স্বজন হারানোর বিজ্ঞাপন ছাপা হয়। pile on the agony, (কথ্য) দ্রষ্টব্য pile 3 (১)। agonized [অ্যাগনাইজ্‌ড্‌] (adjective) যন্ত্রণাকাতর; যন্ত্রণাদগ্ধ: agonized looks. agonizing [অ্যাগানাইজিঙ্] (adjective) যন্ত্রণাদায়ক।
  • English Word agoraphobia Bengali definition [অ্যাগারাফোউবিআ] [Uncountable noun] মুক্ত স্থান সম্বন্ধে আতঙ্ক; মুক্তস্থানাতঙ্ক
  • English Word agrarian Bengali definition [আগ্‌রেআরিআন্‌] (adjective) ভূমি (বিশেষত কৃষিভূমি) বা ভূমির স্বত্বাধিকার সম্বন্ধীয়; কার্য: agrarian laws/problems/reforms/disputes.
  • English Word agree Bengali definition [আগ্‌রী] (verb intransitive, verb transitive) (১) agree to রাজি/সম্মত হওয়া: to agree to a proposal. (২) (infinitive–সহ কিংবা preposition(al) ছাড়া that-clause-সহও ব্যবহৃত হয়) একমত হওয়া: They failed to agree about the price. (৩) (দুই বা ততোধিক ব্যক্তি) মিলেমিশে থাকা; একত্রে সুখে থাকা: They will never agree. (৪) agree (with) মেলা; সঙ্গতিপূর্ণ হওয়া; খাপ খাওয়া; মানানসই হওয়া; মানানো: Your statement does not agree with the newspaper report. (৫) agree with উপযোগী হওয়া; খাপ খাওয়া: The excessive humidity of the place does not agree with me. (৬) agree with (ব্যাকরণ) বচন, পুরুষ ইত্যাদি ভেদে যথাযথ হওয়া; সঙ্গতিপূর্ণ হওয়া(৭) (রাশি, হিসাব, প্রস্তাব) গ্রহণ/অনুমোদন করা; (সঠিক বলে) মেনে নেওয়া
  • English Word agreeable Bengali definition [আগ্‌রীআব্‌ল্‌] (adjective) (১) মনোজ্ঞ; প্রীতিকর; চিত্তহারী; মনোরম: an agreeable odour. (২) সম্মত; রাজি: He is not agreeable to the proposal. agreeably [আগ্‌রীআব্‌লি] (adverb) প্রীতিকরভাবে: He was agreeably surprised to hear the news, যুগপৎ বিস্মিত ও আনন্দিত।
  • English Word agreement Bengali definition [আগ্‌রীমান্‌ট্‌] (noun) (১) ঐক্য; মতৈক্য; ঐকমত্য: They are not in agreement on this point. (২) [Countable noun] সংবিদা; চুক্তি; বোঝাবুঝি; বোঝাপড়া: sign an agreement. come to/arrive at/make/reach an agreement (with somebody) সমঝোতা বা বোঝাপড়ায় আসা।
  • English Word agriculture Bengali definition [অ্যাগ্‌রিকাল‌্চা(র্)] [Uncountable noun] কৃষি; কৃষিকাজ; কৃষিবিজ্ঞানagricultural [অ্যাগ্‌রিকাল‌্চারাল্] (adjective) কৃষিবিষয়ক; কৃষি: agriculture products.
  • English Word agritourism Bengali definition [অ্যাগ্রিট্যুরিজম] [Uncountable noun] কৃষিপর্যটন; যে পর্যটনে অংশগ্রহণকারী বা পর্যটকরা কোনো খামার বা গ্রামে গিয়ে কৃষিকাজে অংশ নেন: for the purposes of agritourism. এটা agrotourism নামেও পরিচিত। agritainment, value added products, farm direct marketing এবং sustainable agriculture ইত্যাদি টার্ম কৃষিপর্যটনের কারণেই তৈরি হয়েছে।
  • English Word agro Bengali definition [অ্যাগ্‌রোউ] (noun) কৃষির সঙ্গে যুক্ত: agro economics; agro ecological etc.
  • English Word agronomy Bengali definition [আগ্‌রনামি] (noun) ভূমিব্যবস্থাপনা ও শস্য উৎপাদনসম্পর্কিত বিজ্ঞানagronomic (adjective) ভূমিব্যবস্থাপনা ও শস্য উৎপাদনসম্পর্কিত। agronomist, (noun) কৃষিতত্ত্ববিদ।
  • English Word aground Bengali definition [আগ্রাউন্‌ড্‌] (adjective), (predicatively adjective) (জাহাজ সম্বন্ধে) চড়ায়: The ship ran aground, চড়ায় আটকেছে।
  • English Word ah Bengali definition [আ:] (interjection) বিস্ময়, করুণা ইত্যাদি সূচক চিৎকার; আহ্; আঃ; উহ্!
  • English Word aha Bengali definition [আ: হা:] (interjection) প্রসঙ্গ অনুসারে বিস্ময়, বিজয়, পরিতুষ্টি ইত্যাদি সূচক চিৎকার; আহা; ইস; অহো; ও!
  • English Word ahead Bengali definition [আহেড্] (adverb) ahead (of) সামনে; সম্মুখে; আগেfull speed ahead! পূর্ণগতিতে এগিয়ে চল। go ahead (ক) অগ্রসর হওয়া; উন্নতি করা। (খ) (কথ্য, অপিচ fire ahead) (যা বলছিলে বা করছিলে) বলে যাও/করে যাও। in line ahead (রণতরি সম্বন্ধে) সারিবদ্ধভাবে অগ্রসরমাণ/নোঙর করা। look ahead (লাক্ষণিক) ভবিষ্যতের প্রয়োজন সম্বন্ধে ভাবা এবং সেভাবে প্রস্তুত হওয়া; ভবিষ্যৎ চিন্তা করা।
  • English Word ahem Bengali definition [আহেম্] (interjection) গলা সাফ করার শব্দ (এবং ঐ শব্দের প্রচলিত বানান); গলা খাঁকারি: মৃদুভাবে কাউকে সতর্ক করা বা কারো মনোযোগ আকর্ষণ করতে এই শব্দ ব্যবহৃত হয়
  • English Word Ahmadiya Bengali definition [আ:হ্‌মদিআ] [Countable noun] উনিশ শতকে মির্জা গোলাম আহমদ প্রতিষ্ঠিত ইসলামের সংস্কারবাদী একটি ধর্মীয় গোষ্ঠী; আহমদিয়া
  • English Word ahoy Bengali definition [আহয়] (interjection) নাবিকদের সম্ভাষণ বা সতর্কীকরণসূচক চিৎকার; হেই
  • English Word aid Bengali definition [এইড্] (verb transitive) সাহায্য/সহায়তা করা(noun) (১) q[Uncountable noun] সাহায্য; সহায়তা; আনুকূল্য; উপকার: aid programmes, সাহায্য কর্মসূচি। দ্রষ্টব্য first 1 (২), legal. (২) [Countable noun] সাহায্য করে এমন কিছু; সহায়visual aids শিক্ষাদানে ব্যবহৃত চিত্র, ফিল্ম ইত্যাদি; আক্ষিক সহায়; দৃষ্টিসহায়। hearing-aid বধির ব্যক্তিকে শুনতে সাহায্য করে এমন কলাকৌশল; শ্রবণসহায়।