• Bengali Word secret English definition [সীক্‌রিট্] (Adjective) ১ গোপন; গোপনীয়; গুপ্ত; গূঢ়; সংগুপ্ত: a secret marriage; a secret door.
    the secret service সরকারি গুপ্তচর বিভাগ। secret agent (noun) উক্ত বিভাগের সদস্য (বিদেশি সরকারের পক্ষে কাজ করলে ‘spy’ বলা হয়, নিজ সরকারের পক্ষে কাজ করলে বলা হয় ‘secret agent’)। (২) (স্থান) নির্জন; নিরালা; গুপ্ত; গোপন। (৩)= secretive (অধিক প্রচলিত)। □ (noun) (১) [countable noun] গোপন কথা; গুপ্ত কথা; গূঢ়বিষয়; রহস্য। keep a secret অন্য কাউকে না-বলা; কোনো কথা/বিষয় গোপন রাখা। in the secret গুপ্ত বিষয়ের সঙ্গে জড়িত থাকা; গুপ্তকথার অংশীদার হওয়া: He’s not in the secret. let somebody into a/ he secret গূঢ়বিষয়/গুপ্তকথার অংশীদার করা। (be) an open secret (গোপনীয় বলে কথিত কোনো বিষয় সম্বন্ধে) যা অনেকেই জানে; সর্বজনবিদিত গোপন বিষয়। (২) [countable noun] গূঢ় কারণ; রহস্য: the secret of his success. (৩) [uncountable noun]= secrecy tell something in secret. (৪) [countable noun] রহস্য; গূঢ় তাৎপর্য: the secrets of nature. secretly (adverb) গোপনে; সঙ্গোপনে।