s পৃষ্ঠা ৬০
- English Word stream 2 Bengali definition [স্টীম্] (verb intransitive), (verb transitive) (১) অব্যাহতভাবে প্রবাহিত হওয়া; বিরতিহীনভাবে ও অবাধে কোনো একদিকে বয়ে যাওয়া: Rainwater was streaming down the ceiling. (২) বাতাসে ভাসা অথবা দোল খাওয়া: Her tress of hair streamed in the wind. (৩) শিক্ষার্থীদের বিশেষ বিশেষ ধারা বা বিভাগে অন্তর্ভুক্ত করা: Number 1 to 10 in the merit list are streamed in the science group. streamer (noun) (১) লম্বা সরু পতাকা; লম্বা সরু কাগজের ফিতা। streamer headline (America(n)) সংবাদপত্রের শিরোনামা, দ্রষ্টব্য banner. (২) উষার প্রথম আলোকরেখা।
- English Word streamline Bengali definition [স্ট্রীম্লাইন্] (verb transitive) (১) দক্ষতর করে তোলা (রীতি বা পন্থার সংস্কারসাধন বা সরলীকরণ করে)। streamline production কোনো কারখানার উৎপাদনপদ্ধতিকে গতিময় করে তোলা। streamline teaching শিল্পের আরো কার্যকর পদ্ধতি আবিষ্কার ও অনুসরণ করা। (২) তরলপদার্থের প্রবাহের ন্যায় ক্রমশ সরু করা। streamlined (adjective) (ক) এমন আকৃতির যা বাতাস বা জলপ্রবাহকে সামান্যতেও রোধ করতে পারে না: streamlined cars.(খ) অগ্রগতি ব্যাহত করতে পারে এমন কোনোকিছু না-থাকা: streamlined methods.
- English Word street Bengali definition [স্ট্রীট্] (noun) রাস্তা; সড়ক; সাধারণত শহরের পাকা রাস্তা; যার পাশে ভবন, অট্টালিকা, দোকানপাট বা অন্যান্য নাগরিক লক্ষণ দ্রষ্টব্য। streetlight (noun) রাস্তা আলোকিত করতে গ্যাস বা বিজলি আলোর ব্যবস্থা। streetcar (noun) (বিশেষত America(n)) ট্রাম। street door (noun) বাড়ির যে দরজা রাস্তার দিকে মুখ করা। street Arab(noun) অবহেলিত দরিদ্র ও গৃহহীন বালক বা বালিকা। street-boy যে বালক গৃহহীন, রাস্তাতেই যার আবাস। street-beggar (noun) পথের ভিখারি। High street শহরের গুরুত্বপূর্ণ প্রধানত চওড়া রাস্তা। Queer street ঋণ ও দুর্দশাগ্রস্ত ব্যক্তিদের কল্পিতআবাস। the man in the street সাধারণ নাগরিক; প্রতিনিধিস্থানীয় নাগরিক। not in the same street (as) বৈশিষ্ট্যে বা উৎকর্ষে কোনোভাবেই তুলনীয় নয়। streets ahead of (কথ্য) অনেক বেশি এগিয়ে। (right) up one’s street (কথ্য) পরিচিত ও গ্রহণযোগ্য। go on the streets বেশ্যাবৃত্তি দ্বারা জীবিকা অর্জন করা। street-girl, street-walker (noun(s)) বেশ্যা; পতিতা।
- English Word street food Bengali definition [স্ট্রীট্ ফুড্] (noun) [countable noun, uncountable noun] রাস্তা বা পার্কে অথবা খোলা ময়দানে তৈরি ও তাৎক্ষণিকভাবে খাওয়ার উপযোগী খাবার, যা অস্থায়ী দোকান বা চলমান দোকানে বিক্রি হয়: We ate the street food after exiting the museum.
- English Word strength Bengali definition [স্ট্রেংথ] (noun) [uncountable noun] (১) শক্তি, শক্তিমত্তা; তেজ: A man of physical strength; the strength of a lion; the strength of a stick, তার সহ্য করার ক্ষমতা; the strength of our cricket team. দলের উচ্চমানের ক্রীড়ানৈপুণ্য প্রদর্শনের ক্ষমতা; Have some health drinks to regain your strength. স্বাভাবিক কর্মক্ষমতা; strength of the drug has made some negative effect on the patient , on the strength of. উৎসাহভরে; নির্ভর করে; ভিত্তি করে; ভরসা করে; He was chosen on the strength of his family background. (২) যা শক্তি জোগায় বা কাউকে শক্ত বা সাহসী হতে সাহায্য করে: Personal integrity is his only strength in the office. (৩) উপস্থিত ব্যক্তিবর্গ অথবা সম্ভাব্য প্রয়োজনীয় জনশক্তির ভিত্তিতে যে ক্ষমতা পরিমিত হয়: The striking workers are in great strength, The agitators were quite below the strength of police. bring something/be up to strength পৌঁছানো/প্রয়োজনীয় সংখ্যায় উপস্থিত থাকা বা করা: We should bring the volunteer corps up to strength. strengthen [স্ট্রেংথ্ন্] (verb transitive), (verb intransitive) শক্তিশালী হওয়া বা করে তোলা: We should try to strengthen our health services. strengthen a person’s hands কাউকে মদদ জোগানো; সক্রিয়ভাবে সাহায্য করা; কারো হাত শক্ত করা: We must bring the police force up to strength.
- English Word strenuous Bengali definition [স্ট্রেনিউআস্] (adjective) বিপুল প্রচেষ্টা, শ্রম বা শক্তির উপর নির্ভরশীল; শক্তিময়; তেজপূর্ণ: a strenuous task; a strenuous life; strenuous efforts. strenuously (adverb) strenuousness (noun)
- English Word streptomycin Bengali definition [স্ট্রেপটোমাইসিন্] (noun) জীবাণুপ্রতিরোধী চিকিৎসার ওষুধ (বিশেষত যক্ষ্মার ওষুধের বাণিজ্যিক নাম)।
- English Word stress Bengali definition [স্ট্রেস্] (noun) (১) [uncountable noun] চাপ; কষ্টকর পরিস্থিতি; অশান্তি; দুর্যোগ: period of stress; দুর্দিন, কষ্ট ও বিপদে; বিপন্ন পরিস্থিতিতে; I cannot endure any more stress. I have to beg your favour under the stress of circumstances. Her face still bears the stress of her long illness. (২) [uncountable noun] (অপিচ indefinite article- এর সঙ্গে) চাপ; জোর; গুরুত্ব: We usually give more stress on the applied aspects of economics. (৩) [countable noun, uncountable noun] বাড়তি জোর বা গুরুত্ব দেওয়ার ফলাফল; কোনো শব্দ বা শব্দাংশ উচ্চারণের সময়ে কোনো বিশেষ জায়গায় ধ্বনিপ্রাধান্য: Try to give proper stress to the syllables. One has to know the stress in English for correct pronunciation. stress-mark অভিধানে মুখ্য ও গৌণ শ্বাসাঘাত বোঝাতে যে চিহ্ন ব্যবহার করা হয়। (৪) [countable noun, uncountable noun] (বলবিদ্যায়) দুটি বস্তু পরস্পরকে স্পর্শ করলে অথবা একটি বস্তুর দুটি অংশের মধ্যে ঘর্ষণ সৃষ্টি হলে যে বল তৈরি হয়; প্রসারণ। □ (verb transitive) জোর দেওয়া; অপেক্ষাকৃত অধিক গুরুত্ব দেওয়া: He stressed on the problem of transport; চাপ দেওয়া; পীড়ন করা: He stressed quite bluntly on the repayment of loans; শ্বাসাঘাত দিয়ে উচ্চারণ করা: She stressed the syllables at right places.
- English Word stretch 1 Bengali definition [স্ট্রেচ] (verb transitive), (verb intransitive) (১) টেনে বাড়ানো; বিস্তৃত করা; প্রসারিত করা; প্রলম্বিত করা; চওড়া করা: stretch a rope straight; stretch the socks; stretch the shoes, যাতে ভালোভাবে জুতা বা মোজা পরা যায়; I stretched my hands upwards to show my support,২ উপরে হাত তুলে সমর্থন জানানো। stretch one’s neck ভিড়ের মধ্যে সামনের লোকজন কর্তৃক দৃষ্টি ব্যাহত হওয়ায় ঘাড় উঁচু করে দেখা। stretch one’s knees /muscles অঙ্গপ্রত্যঙ্গ টান টান করে মাংসপেশি শক্ত করে তোলা। stretch one’s legs দীর্ঘকাল বসে বা শুয়ে থাকার জন্য (সাধারণত রোগী) কোনো ব্যক্তিকে হাঁটিয়ে ধীরে অনুশীলন করানো। (৩) stretch (oneself) out (on) সোজা লম্বা হয়ে শুয়ে থাকা: He stretched himself on the floor. (৪) সাধারণ নিয়ম বা নীতি অতিক্রম করে কিছু করা; মাত্রাতিরিক্ত সুবিধা গ্রহণ করা: The high-ups sometimes stretch the laws/rules beyond the normal practice; সর্বাধিক সীমা পর্যন্ত জোর দেওয়া: The boy stretched all his powers to achieve his goat, যথাসাধ্য চেষ্টা করা। be fully stretched চূড়ান্ত ক্ষমতার বিন্দু পর্যন্ত প্রচেষ্টা চালানো। (৫) সম্প্রসারিত করা; বর্ধিত করা বা হওয়া: The road stretches even to the Indian territory. The British rule in India stretched over two centuries.
- English Word stretch 2 Bengali definition [স্ট্রেচ্] (noun) [countable noun] (১) প্রসারণ; বিস্তারণ; বিস্তৃতি। by a stretch of law/regulation আইন বা বিধির আওতাবাড়িয়ে: He made a full stretch on the bed, লম্বা হয়ে শুয়ে পড়া। by any/ no stretch of the imagination একজন যতই কল্পনাপ্রবণ হোক। at full stretch পুরোপুরি টান টান বা কর্মব্যস্ত অবস্থা: The steel mill is now in full stretch. (২) অবিরাম সময়সীমা; অঞ্চলের দিগন্তরেখা: Every shift makes an eight hour stretch; an unlimited stretch of grassy land; do a five-year stretch in prison, পাঁচ বছরের কারাবাস। at a stretch বিরামহীনভাবে: I can walk ten kilometres at a stretch. (৩) দৌড় প্রতিযোগিতার ট্র্যাকের সোজা দিক। stretcher (noun) (১) রুগ্ণ বা আহত ব্যক্তিকে শায়িত অবস্থায় স্থানান্তর করার জন্য বহনযোগ্য খাটের মতো বস্তু। stretcher bearer এ ধরনের খাটুলি যে বহন করে নিয়ে যায়। stretcher party বাহকবৃন্দ। (২) কোনো বস্তু (জুতা, দস্তানা প্রভৃতি) টান টান করার কৌশল।
- English Word strew Bengali definition [স্ট্রু] (verb transitive) (past tense strewed, past participle strewed or strewn [স্ট্রুন] strew something (on/over something); strew something with something ভূমির উপর কোনোকিছু ছড়ানো; আলগাভাবে বা ঝুরাভাবে (বালি, ফুল, শস্যবীজ প্রভৃতি) ছড়ানো; ছড়ানো বস্তু দিয়ে ভূমির কিছুটা অংশ ঢেকে দেওয়া: Strew half the fontina cheese on top. strewth [স্ট্রুট্]= struth.
- English Word striated Bengali definition [স্ট্র্যাএইটিড্ America(n) স্ট্রাএইটিড্] (adjective) সোজা লম্বা দাগযুক্ত; রেখাঙ্কিত।
- English Word stricken Bengali definition [স্ট্রিকান্] (adjective) strike- এর past participle, predicative(ly) রূপে ব্যবহৃত আহত বা প্রপীড়িত: flood stricken people; the grief stricken lady. The lightning made the child terror stricken. the cancer stricken person. stricken in years (প্রাচীন প্রয়োগ) বৃদ্ধ ও দুর্বল। stricken field দুই দলের মধ্যে নির্দিষ্ট রণক্ষেত্রে সুপরিকল্পিতভাবে অনুষ্ঠিত লড়াই।
- English Word strict Bengali definition [স্ট্রিক্ট্] (adjective) (stricter, strictest) (১) শক্ত; কড়া আনুগত্য বা সঠিক আচরণ প্রত্যাশী: a strict teacher; a strict captain; strict principles; always be strict about office discipline. She keeps a strict supervision over the hall-inmates. We are very strict about punctuality. (২) সুস্পষ্ট ও সঠিকভাবে নির্দিষ্ট; সংক্ষিপ্ত ও সীমিত; Take care of the matters under strict prohibition; in the strict sense of the word. strictly (adverb): Follow these rules strictly. strictness (noun)
- English Word stricture Bengali definition [স্ট্রিক্চা(র্)] (noun) [countable noun] (১) (প্রায়ই বহুবচন) কঠোর সমালোচনা, নিন্দা বা অভিযোগ: He received a series of strictures. (২) (চিকিৎসাশাস্ত্র) দেহাভান্তরস্থ নালির অস্বাভাবিক সংকীর্ণতা। (৩) (কাব্যে) কঠোর নিয়মানুবর্তিতা।
- English Word stride 1 Bengali definition [স্ট্রাইড্] (verb intransitive), (verb transitive) (past tense) strode স্ট্রোড্] past participle (বিরল প্রয়োগ) stridden [স্ট্রিড্ন্] (১) লম্বা লম্বা পা ফেলে চলা: stride along the empty footpath. (২) stride over/across something এক লাফে পার হয়ে যাওয়া: stride over a wide drain. (৩) দুই পা ফাঁক করে দাঁড়ানো বা বসা।
- English Word stride 2 Bengali definition [স্ট্রাইড্] (noun) [countable noun] লম্বা একটি পদক্ষেপে অতিক্রান্ত দূরত্ব; দীর্ঘ ও সরল পদক্ষেপের চলন। get into one’s stride (আলংকারিক অর্থ) আরাধ্য কাজে যোগ্যতার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া; make great strides, ভালো ও দ্রুত উন্নতি করা। take something into one’s stride (কোনো কাজ) বিশেষ প্রচেষ্টা ছাড়াই করা।
- English Word strident Bengali definition [স্ট্রাইডন্ট্] (adjective) (শব্দ) উচ্চনাদী; কর্কশ; তীক্ষ্ণ: The old machine gives out strident notes.
- English Word stridulate Bengali definition [স্ট্রিডিউলেইট্ America(n) স্ট্রিজিউলেইট্] (verb intransitive) তীক্ষ্ণ কর্কশ শব্দ করা (বিশেষত ঝিঁঝি পোকার ডাকের মতো)। stridulation [স্ট্রিডিউলেইশ্ন্ America(n) স্ট্রিজিউলেইশ্ন্] (noun)
- English Word strife Bengali definition [স্ট্রাই্ফ] (noun) [uncountable noun] বিবাদ; দ্বন্দ্ব; ঝগড়া: The two groups are in perpetual strife.
- English Word strike 1 Bengali definition [স্ট্রাইক্] (noun) (১) ধর্মঘট: a transport strike, students strike; officers strike; (attributive(ly)) take strike action. be/go on strike be/come/go out on strike ধর্মঘটরত; ধর্মঘট শুরু করা। a general strike সাধারণ ধর্মঘট; সকল কলকারখানা ও সকল পেশার ব্যক্তির ধর্মঘট। hunger strike অনশন ধর্মঘট; অভুক্ত অবস্থায় ধর্মঘট কর্মসূচি পালন lightning strike আকস্মিকভাবে কোনো বিশেষ কারণে বা প্রতিবাদ জানাতে জরুরি ভিত্তিতে তাৎক্ষণিক ধর্মঘট। strike bound (adjective) ধর্মঘটের কারণে কাজ করতে অসমর্থ: The railways were strike bound for 7 2 hours. strike-breaker (noun) যে কর্মী ধর্মঘট বানচাল করার জন্য অথবা ধর্মঘটি শ্রমিকের বিকল্প হিসেবে কাজে যোগদান করে। strike-fund ধর্মঘটকালীন বেতন প্রদানের জন্য সম্পূরক অর্থ। strike-leader ধর্মঘটি শ্রমিক বা কর্মকর্তাদের নেতা। strike-pay সরকারিভাবে স্বীকৃতিপ্রাপ্ত শ্রমিক ইউনিয়ন কর্তৃক ধর্মঘট চলাকালীন সময়ে শ্রমিকদের প্রদত্ত অর্থ। (২) ভূগর্ভ থেকে কোনোকিছু আহরণ তেল, পেট্রল প্রভৃতি)। lucky strike সৌভাগ্যব্যঞ্জক আবিষ্কার। (৩) বিমানের আকস্মিক আক্রমণ।
- English Word strike 2 Bengali definition [স্ট্রাইক্] (verb transitive), (verb intransitive) (past tense, past participle struck) (১) আঘাত করা; ঘুষি দেওয়া: He struck the table with a heavy blow. strike at the root of something কোনোকিছুর মূলে আঘাত করা। Strike while the iron is hot কালক্ষেপ না করে সুযোগের সদ্ব্যবহার করা। a strike/ striking force তাৎক্ষণিকভাবে আক্রমণক্ষম সামরিক শক্তি। within striking distance আক্রমণ উপযোগী স্বল্প ব্যবধানে। (২) আঘাত বা ঘর্ষণে (আগুন) জ্বালানো: to strike a match. (৩) সন্ধান পাওয়া: The company struck oil. (৪) বাজানো: He strikes a note on the piano. strike a note of ধারণা দেওয়া: The book strikes a note of warming against immorality. (৫) strike (for/against) ধর্মঘট করা; They strike for higher pay. (৬) ধারণা সৃষ্টি করা: How does the idea strike you. (৭) দেহ বা মনের উপর প্রভাব ফেলা: The room strikes cold and damp. (৮) ছাপ বা চাপ দিয়ে তৈরি করা: strike a coin. (৯) strike a bargain (with somebody) চুক্তি করা। (১০) পাওয়া: strike the right path. (১১) strike (off/out) যাত্রা করা: The boys struck (out) across the field. (১২) পরিণত করা: He was struck blind. (১৩) strike fear/terror/alarm into somebody ভীতিগ্রন্ত করা। (১৪) strike one’s flag পতাকা নামানো (আত্মসমর্পণের ইঙ্গিতস্বরূপ)। (১৫) strike a cutting (গাছের) কলম কাটা। (১৬) ভাবপ্রকাশক দেহভঙ্গি করা: He struck an attitude of defiance.১৭ (adverbial particle এবং preposition(al)- সহ বিশেষ ব্যবহার) strike somebody down আক্রমণপূর্বক ধরাশায়ী করা। strike something off কেটে ফেলা। strike on/upon something হঠাৎ মনে জাগা। strike (something) up শুরু করা: The band struck up a tune.
- English Word striker Bengali definition [স্ট্রাইকা(র্)] (noun) (১) ধর্মঘটি (শ্রমিক)। (২) (ফুটবল) আক্রমণভাগের খেলোয়াড়; আঘাতী।
- English Word striking Bengali definition [স্ট্রাইকিঙ্] (adjective) (১) আকর্ষণীয়; চিত্তহারী; লক্ষণীয়; বিস্ময়সূচক; চমকলাগানো। (২) যা বাজে বা বাজায়: a strike clock, ঘণ্টা বাজানো ঘড়ি।
- English Word string Bengali definition [স্ট্রিঙ্] (noun) (১) [countable noun, uncountable noun] দড়ি; রজ্জু; সুতা; রশি: a ball of string; a piece of string; string and brown paper for a parcel. tied to one’s mother’s/wife’s apron-strings মায়ের/বউয়ের আঁচলে বাঁধা। (America(n)) shoe strings জুতার ফিতা; দ্রষ্টব্য lace (২)। (২) (ধনুকের) জ্যা; গুণ; ছিলা। have two strings to one’s how লক্ষ্য অর্জনের বিকল্প পন্থা থাকা। the first/second string (লক্ষ্য অর্জনের জন্য প্রথম/দ্বিতীয় ভরসাস্থল। (৩) [countable noun] (বাদ্যযন্ত্রের) তার; তন্ত্রী। keep harping on one string/on the same string একই বিষয়ে লিখতে বা বলতে থাকা; একই সুর ভাঁজতে থাকা। the strings তারযুক্ত বাদ্যযন্ত্রসমূহ; ততযন্ত্র। string orchestra/band (noun) কেবল তারযুক্ত যন্ত্রের সমবায়ে গঠিত বাদ্যভাণ্ড; ততবাদ্যভাণ্ড। string quartet (noun) চারটি ততযন্ত্র; বাদকচতুষ্টয়; যারা একসঙ্গে বাজনা বাজায়; ঐরূপ বাদকচতুষ্টয়ের জন্য লিখিত সংগীত; ততচতুষ্টয়। (৪) (পুতুলনাচের) সুতা। have somebody on string কাউকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা/পাওয়া; পুতুলের মতো নাচানো; নাকে দড়ি দেওয়া। pull strings (গোপন) প্রভাব খাটানো; কলকাঠি নাড়া: pull strings to get somebody a job/ to have somebody dismissed. pull the strings (পুতুলনাচের মতো) ঘটনাপ্রবাহ বা অন্যের কার্যকলাপ নিয়ন্ত্রণ করা; আড়াল থেকে সুতা টানা। no strings (attached); without strings (কথ্য সাহায্য, বিশেষত অন্যদেশকে প্রদত্ত অর্থসাহায্য সম্বন্ধে) কীভাবে ব্যয় করা হবে সে বিষয়ে কোনো শর্ত আরোপ না করে; নিঃশর্তে। (৫) [countable noun] আবলি; শ্রেণি; পঙ্ক্তি; মালা; ছড়া; জাল: a string of beads/pearls/onions, অক্ষমালা/মুক্তাবলি/এক ছড়া পিঁয়াজ; a string of abuses/curses/lies, কটূক্তি/মিথ্যার পরম্পরা/তোড়; a string of horses, (দৌড়ের জন্য) সারিবদ্ধ ঘোড়া; অশ্বপঙ্ক্তি। দ্রষ্টব্য stud (২), ৬ আঁশ; তন্তু। string bean শিম (যার বীজকোষ সবজি হিসেবে ভোজ্য) heart strings, দ্রষ্টব্য heart(৭), stringy (adjective) (stringier, stringiest) দড়ি ইত্যাদির মতো; আঁশালো; তন্তুময়; stringy meat, শক্ত আঁশালো মাংস।
- English Word string 2 Bengali definition [স্ট্রিঙ্] (verb transitive), (verb intransitive) (past tense, past participle (strung [স্ট্রাঙ্]) (১) (ধনুক, বেহালা, র্যা কেট ইত্যাদিতে) ছিলা, তার, তাঁত ইত্যাদি লাগানো/পরানো/চড়ানো। stringed instrument তত; ততযন্ত্র। (২) (past participle) strung (up) (ব্যক্তি, ব্যক্তির ইন্দ্রিয় ও স্নায়ু) আতত; উন্মুখ; প্রস্তুত; টানটান; উৎকণ্ঠিত: The young speaker was strung up before addressing a public meeting for the first time. highly strung অত্যন্ত অস্থির বা উৎকণ্ঠিত। (৩) (মুক্তা ইত্যাদি দিয়ে) মালা গাঁথা। (৪) string (up) (দড়ি বা তারে) টানানো: string up lanterns among the trees/lamps across a street). (৫) (adverb, participle সহ বিশিষ্ট প্রয়োগ): string somebody along ইচ্ছাকৃতভাবে কারো মনে কোনো বিষয়ে মিথ্যা আশা জন্মানো; মিছিমিছি ঘোরানো; নাকে দড়ি দিয়ে ঘোরানো: Why are you stringing the girl along, if you don’t intend to marry her? string along with somebody (আন্তরিক আনুগত্য না-থাকা সত্ত্বেও) কারো সঙ্গে নিজের সুবিধামতো ভাব/সম্পর্ক বজায় রাখা। string out সারিবদ্ধভাবে ছড়িয়ে পড়া। string something out সারিবদ্ধভাবে ছড়িয়ে দেওয়া: Horses strung out towards the end of a long race. string somebody up (অপশব্দ) ফাঁসিতে ঝোলানো। string something up, উপরে ৪ দ্রষ্টব্য .
- English Word stringent Bengali definition [স্ট্রিনজান্ট্] (adjective) (১) (নিয়মকানুন) কঠোর; সুদৃঢ়; অবশ্য পালনীয়; কড়া; কট্টর: a stringent rule against smoking. (২) (মুদ্রাবাজার) সংকুচিত; টানাটানির। stringently (adverb) কঠোরভাবে। stringency [স্ট্রিনজান্সি্] (noun) কঠোরতা; কড়াকড়ি; সংকোচন; টানাটানি।
- English Word strip Bengali definition [স্ট্রিপ্] (verb transitive), (verb intransitive) (stripped, stripping, strips) (১) strip off; strip something/somebody (off); strip something (from/off something); strip something/somebody (of something) (কাপড়চোপড়, আবরণ, অংশ ইত্যাদি) খুলে ফেলা; খসানো; হরণ/অপহরণ/অপনোদন করা; উন্মোচন/মোচন করা; নগ্ন/বিবস্ত্র করা; তুলে ফেলা; দূর করা: strip a machine; strip paint from a surface/strip a surface of paint; strip somebody naked/ strip somebody of his clothes. The boys stripped/ stripped off their clothes and jumped into the river. strip something down (ইনজিন ইত্যাদি) বিযোজ্য অংশসমূহ খুলে ফেলা বা অপসারণ করা। strip-tease, strip-show (noun(s) বিনোদনমূলক অনুষ্ঠানবিশেষ, যাতে কোনো ব্যক্তি (সাধারণত স্ত্রীলোক) একের পর এক তার পরিধেয় বস্ত্রসম্ভার খুলে ফেলে; বস্তমোচনদৃশ্য। অতএব, stripper (noun) বস্ত্রমোচিনী। strip-poker (noun) তাসের খেলাবিশেষ, যাতে প্রত্যেক দানে পরাজিত খেলোয়াড়কে একটি পরিচ্ছদ খুলে ফেলতে হয়। (২) strip somebody of something (সম্পত্তি ইত্যাদি থেকে) বঞ্চিত/বিচ্যুত/বিরহিত করা: strip a man of his possessions/titles etc. (৩) অংশবিশেষ ছেঁড়া/ভাঙা: strip a gear/screw. (অপব্যবহার ইত্যাদি দ্বারা) দাঁত/প্যাঁচ ভেঙে ফেলা। (৪) (গরুর পালান/ওলান থেকে) শেষ দুধটুকু টেনে বের করা; (দুধ) টিপে বের করা। □ (noun) [countable noun] ফালি; চিলতে: a strip of garden; a strip of paper; an air strip, দ্রষ্টব্য air 1 ( 5). strip-lighting (noun) বালবের বদলে দীর্ঘটিউবে আলোকিত করার পদ্ধতি; টানা-আলো। strip cartoon (noun) (১) গল্প বলতে সারিবদ্ধ সাজানো ছোট ছোট রেখাচিত্রের অনুক্রম; রেখাচিত্রমালা। (২) (কথ্য) (খেলোয়াড়) দলীয় পোশাক; জার্সি।
- English Word stripe Bengali definition [স্ট্রাইপ] (noun) [countable noun] (১) ডোরা: a white tablecloth with red stripes; the tiger’s stripes. the Stars and Stripes তারা ও ডোরা-যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা। (২) (প্রায়ই V— আকৃতির) সৈনিকের উর্দিতে পদমর্যাদাসূচক চিহ্ন; ডোরা: stripes on the sleeve of a Sergeant. (৩) (প্রাচীন প্রয়োগ) কশাঘাত; চাবুকের বাড়ি (ইদানিং stroke অধিক প্রচলিত)। striped [স্ট্রাইপ্ট্] (adjective) ডোরাকাটা; ডুবে: striped material. stripy (adjective) ডোরাকাটা: a stripy tie.
- English Word stripling Bengali definition [স্টিপ্লিঙ্] (noun) তরুণ; কিশোর।