Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word strive Bengali definition [স্ট্রাইভ্] (verb intransitive) (past tense) strove [স্ট্রভ্] past participle striven [স্ট্রিভন্] (১) (with/against something/somebody) লড়াই/সংগ্রাম/যুদ্ধ করা(২) strive for something/to do something বিচেষ্টিত হওয়া; অতিপ্রযত্ন করা; প্রাণপণে চেষ্টা করাstriver (noun) উদ্যমী/প্রযত্নশীল লোক।
  • English Word strobe Bengali definition [স্ট্রোব্‌] (noun), (adjective) strobe (light) ঘন ঘন জ্বলে আর নেভে এমন (আলো); পিটপিটে (আলো)।
  • English Word strode Bengali definition [স্ট্রোড্] stride-এর past tense
  • English Word stroke 1 Bengali definition [স্ট্রোক্] (noun) [countable noun] (১) আঘাত; অভিঘাত; প্রহার; তাড়ন; বাড়ি; পাত; পাতন: With one stroke of a sword; the stroke of a hammer; 10 strokes of a lash. (২) (সাঁতার বা নৌকাবাইচে হাত, দাঁড়/বৈঠার) পাত; পাতন তাড়ন: swimming with a slow stroke, মন্থর হস্তবিক্ষেপে সন্তরণ: breast-/back-stroke. উবুড়/চিৎসাঁতার; a fast/ slow stroke, (নৌকাবাইচে) দ্রুত/মন্থর দণ্ডপাত। (৩) (নৌকাবাইচ) সবচেয়ে পিছনের দাঁড়ি, যার দাঁড়- ফেলার ছন্দ অন্যরা অনুসরণ করে; সর্দার-দাঁড়ি, ৪ বিশেষত ক্রিকেট, গল্‌ফ প্রভৃতি খেলায় শরীরের ঊর্ধ্বাংশ ও বাহুর একবারের সঞ্চালন(৫) একক প্রযত্ন; একক প্রযত্নের ফল; চোট; উদ্যোগ: a good stroke of business, চমৎকার কর্মোদ্যোগ; He’s not done a stroke of work today, এতটুকু কাজ করেনি। at a/one stroke এক চোটে। put somebody off his stroke, put 2 (১১) ভুক্তিতে put off দ্রষ্টব্য(৬) (কলম, তুলি প্রভৃতির) আঁচড়; টান; with one stroke of the pen; thin/thick strokes. (৭) on the stroke of five, পাঁচটা বাজতে; He reached the station on the stroke, নির্ধারিত সময়ে; কাঁটায় কাঁটায়(৮) মস্তিষ্কে রোগের আকস্মিক আক্রমণে চৈতন্য ও চলচ্ছক্তি লোপ; রোগাঘাত: a paralytic stroke, পক্ষাঘাত। অপিচ দ্রষ্টব্য sun(৪) ভুক্তিতে sun stroke. □ (verb transitive) (past tense, past participle stroked) (নৌকাবাইচ) দাঁড়িদের সর্দারি করা।
  • English Word stroke 2 Bengali definition [স্ট্রোক্] (verb transitive) হাত বোলানো: stroke a cat/one’s hand. stroke somebody the wrong way শান্ত করার বদলে উত্ত্যক্ত করা; বেকায়দায় হাত বোলানো। stroke somebody down (কাউকে) নরম করা। □ (noun) হাত-বোলানো; হাতের মৃদুস্পর্শ।
  • English Word stroll Bengali definition [স্ট্রোল্] (noun) [countable noun] ধীরেসুস্থে ভ্রমণ; পায়চারি; ইতস্তত ভ্রমণ; পদচারণ: have/go for a stroll. □ (verb intransitive) হাঁটতে/হাওয়া খেতে বেরোনো। stroller (noun) পদচারী।
  • English Word strong Bengali definition [স্ট্রঙ্ America(n) স্ট্রোঙ্] (adjective) (stronger [স্ট্রঙ্‌গা(র)], strongest [স্ট্রঙ্‌গিস্‌ট্]) (১) (weak- এর বিপরীত) শক্ত; দৃঢ়; সুদৃঢ়; প্রবল; প্রচণ্ড; সরল; বলিষ্ঠ; শক্তিশালী; বলবান; বলীয়ান; বলী; মহাবল; মজবুত; কঠিন; কঠোর: a strong stick; a strong fort, দুর্ভেদ্য দুর্গ; a strong wind; a strong will/determination/imagination; have strong nerves; strong measures; strong indications; strong eyes. তীক্ষ্ণদৃষ্টি; feel quite strong again, রোগভোগের পর আবার সুস্থসবল বোধ করা; a strong army; an army 200,000 strong, দুই লাখ সৈন্যের বাহিনী; a strong candidate; strong support; strong beliefs/convictions, বদ্ধমূল/সুদৃঢ়/বিশ্বাস/প্রত্যয়as strong as a horse মেষের/ষাঁড়ের মতো বলবান। one’s strong point বিশেষ দক্ষতা/পারদর্শিতার বিষয়। strong-arm (পদ্ধতি, কৌশল ইত্যাদি) উগ্র; strongbox (noun) (মূল্যবান জিনিসপত্র রাখতে) দুর্ভেদ্য তোরঙ্গ। stronghold [স্ট্রঙ হোল্ড্] (noun) (ক) দুর্গ; কুঠি। (খ) (লাক্ষণিক) যে স্থলে কোনো ভাব মতবাদের পক্ষে প্রবল সমর্থন রয়েছে; দুর্গ: a strong hold of protestantism. strong-minded [মাইন্‌ডিড্] (adjective) দৃঢ়মতি; দৃঢ়বুদ্ধি। strong-room (noun) মূল্যবান দ্রব্যসামগ্রী সংরক্ষণের জন্য মোটা দেওয়ান এবং (সাধারণত) ইস্পাতের ভারী দরজাযুক্ত প্রকোষ্ঠ; দুর্ভেদ্য প্রকোষ্ঠ। (২) কড়া: strong tea/coffee; a strong whisky (অতি সামান্য জলমিশ্রিত)। (৩) তীব্র; প্রখর; উগ্র; কটু; ঝাঁজালো: the strong light of the tropics; a strong smell of gas; strong bacon/butter/cheese/onions. strong breath দুর্গন্ধ/দুর্গন্ধযুক্ত নিঃশ্বাস। strong language (noun) কঠোর/রূঢ় ভাষা; কটূক্তি; পুরুষবচন; কড়া কথা। (৪) strong dink (জিন, রাম প্রভৃতি কোহলযুক্ত) উগ্র পানীয়। দ্রষ্টব্য soft (৯) ভুক্তিতে soft drink. (৫) (adverbial) going strong (কথ্য) (দৌড়, কাজকর্ম ইত্যাদি) পূর্ণোদ্যমে চালিয়ে যাওয়া; শক্তসমর্থ থাকা: aged ৪0 and still going strong. come/go it (rather/a bit) strong (কথ্য) মাত্রা ছাড়িয়ে যাওয়া; বাড়াবাড়ি/অতিরঞ্জন করা। (৬) strong verb যেমন ক্রিয়াপদের অতীতকালের রূপে strongd. stronged বা strongt যুক্ত হওয়ার বদলে স্বরধ্বনির পরিবর্তন ঘটে যেমন (sing, sang), অনিয়মিত ক্রিয়াপদ। (৭) (বাণিজ্য; মূল্য) ক্রমবর্ধমান(৮) strong form (কিছু কিছু শব্দের উচ্চারণ) গুরুত্বসূচক (এবং সেই হেতু প্রস্বনযুক্ত) অবস্থানে ঘটিত রূপ; জোরালো রূপ: The strong form of ‘his’ is [hiz] দ্রষ্টব্য weak (৫). strongly (adverb) দৃঢ়ভাবে; দৃঢ়তার সঙ্গে; প্রবলভাবে: He strongly advised me to apply.
  • English Word strontium Bengali definition [স্ট্রনটিআম্ America(n) ন্‌শিআম্] (noun) [uncountable noun] (রসায়ন) নরম, রুপালি রঙের ধাতব মৌলবিশেষ (প্রতীক Sr); স্ট্রনটিয়মstrontium 90 (noun) [uncountable noun] স্ট্রনটিয়মের প্রকারভেদ, যা পারমাণবিক অবপাতনের (tall-out) অঙ্গীভূত উপাদান; স্ট্রনটিয়ম ৯০
  • English Word strop Bengali definition [স্ট্রুপ্‌] (noun) (খুব ধার দেওয়ার) চামাটি। □ (verb transitive) চামাটিতে ধার দেওয়া।
  • English Word strophe Bengali definition [স্ট্রফি] (noun) প্রাচীন গ্রিক কোরাস নৃত্যে কোরাস দলের ডান থেকে বাঁ দিকে ঘূর্ণন এবং ঘোরার সময় উচ্চারিত পঙ্‌ক্তিমালা; (কবিতার) স্তবক
  • English Word stroppy Bengali definition [স্ট্রপি] (adjective) (British/Britain অপশব্দ) (ব্যক্তি) রগচটা; বদমেজাজি
  • English Word strove Bengali definition [স্ট্রোভ] strive-এর past tense
  • English Word struck Bengali definition [স্ট্রাক্] strike 2 - এর past tense, past participle
  • English Word struck-up Bengali definition [স্ট্রাক্‌আপ] (adjective) (কথ্য) দাম্ভিক; আত্মগর্বিত; অহংকারী ও অন্যের প্রতি তাচ্ছিল্যভাব পোষণকারী (নিন্দার্থে)।
  • English Word structure Bengali definition [স্ট্রাকচা(র্)] (noun) ১ [uncountable noun] কোনোকিছুর সংযোজন; সংগঠন ইত্যাদির ধরন; সংস্থান; সংস্থিতি; নির্মিতি: the structure of the human body. মানবদেহের অঙ্গসংস্থান: sentence structure,২ [countable noun] যেকোনো জটিল সমগ্র; কোনো ভবনের কাঠামো বা অপরিহার্য অংশসমূহ; ভবন, হর্ম্য; কাঠামো; নির্মাণ; নির্মিতি: the Tajmahal is a marvellous marble structure. structural [স্ট্রাক্চারাল] (adjective) কাঠামোগত: structural alterations to a building (যেমন দুটি কক্ষকে এককক্ষে রূপান্তরিত করা); structural steel, ইস্পাতের কাঠামো (কড়ি, বরগা, খুঁটি ইত্যাদি) structurally [স্ট্রাকচারালি] (adverb) কাঠামোগতভাবে: a structurally sound building.
  • English Word strudel Bengali definition [স্ট্রুড্‌ল্‌] (noun) ফল ইত্যাদি ময়দার হালকা লেইয়ের মধ্যে মুড়ে আগুনে সেকে তৈরি করা এক ধরনের পিঠা; স্ট্রুডল: a slice of apple strudel.
  • English Word struggle Bengali definition [স্ট্রাগ্‌ল্] (verb intransitive) struggle (against/with) যুদ্ধ/লড়াই/সংগ্রাম করা; ধস্তাধস্তি করা; আপ্রাণ চেষ্টা করা: struggle against difficulties; struggle for influence/power. □ (noun) সংগ্রাম; লড়াই; যুদ্ধ; প্রযত্ন: the struggle for freedom.
  • English Word strum Bengali definition [স্ট্রাম] (verb intransitive), (verb transitive) (strummed, strumming, strums) strum (on) গিটারজাতীয় যন্ত্রে সহজ সুরে কাজ করা: strum (on) the sitar, strum a tune on the harp. □ (noun) এরূপ বাজার শব্দ; টুং টাং: the strum of a guitar.
  • English Word strumpet Bengali definition [স্ট্রাম্‌পিট] (noun) (পুরাতনী) বেশ্যা; বারাঙ্গনা
  • English Word strung Bengali definition [স্ট্রাঙ্] string 2 - এর past tense, past participle
  • English Word strut 1 Bengali definition [স্ট্রাট্] [countable noun] কাঠামোর শক্তিবৃদ্ধির জন্য ভিতরে প্রবিষ্ট কাঠ বা ধাতুর টুকরা; গোঁজ
  • English Word strut 2 Bengali definition [স্ট্রাট্‌] (verb intransitive) (strutted, strutting, struts) সদর্পে পদচারণ করা। □ (noun) সদর্প পদচারণা।
  • English Word strychnine Bengali definition [স্ট্রিক্‌নীন্] (noun) [uncountable noun] (স্নায়ু উদ্দীপিত করার জন্য অত্যন্ত অল্পমাত্রায় ব্যবহৃত) শক্তিশালী বিষবিশেষ; স্ট্রিকনিন
  • English Word stub Bengali definition [স্টাব্‌] (noun) [countable noun] (১) (সিগারেট, পেনসিল, কাটাগাছ ইত্যাদির) মুড়া: a stub of tail, লেজের মুড়া। (২) মুড়ি: The stub of a cheque-book. (verb transitive) (stubbed, stubbing, stubs) (১) stub one’s toe ঘষ্টি খাওয়া(২) stub something out (বিশেষত সিগারেট) ডলে নেভানো
  • English Word stubble Bengali definition [স্টাবল্] (noun) [uncountable noun] ফসল কেটে নেওয়ার পর ধান, গম ইত্যাদির যে অংশ মাটিতে থাকে; মুড়া; মুড়াসদৃশ কোনোকিছু; খাটো শক্তদাড়ি: Three days’ stubble on his chin, তিনদিনের খ্যাংরামুড়া। stubbly [স্টাব্‌লি] (adjective) মুড়া সম্বন্ধীয় বা সদৃশ্য: a stubble beard, খোঁচা খোঁচা দাড়ি।
  • English Word stubborn Bengali definition [স্টাবান্‌] (adjective) একগুঁয়ে; জেদি; সংকল্পবদ্ধ; শক্ত; কঠিন; বিরূপ; দুঃসাধ্য: stubborn soil; stubborn illness. as stubborn as a mule অত্যন্ত একগুঁয়ে। stubbornly (adverb) একগুঁয়েভাবে ইত্যাদি। stubborness (noun) একগুঁয়েমি; অনমনীয়তা; কাঠিন্য; বিরূপতা।
  • English Word stubby Bengali definition [স্টাবি] (adjective) (stubbier, stubbiest) খাটো ও মোটা: fingers.
  • English Word stucco Bengali definition [স্টাকো] (noun) (plural stuccos, stuccoes [স্টাকোজ্‌]) [countable noun, uncountable noun] অন্তর্ছাদ বা দেওয়ালে আন্তরণ বা অলংকরণের জন্য বিভিন্ন ধরনের প্রলেপ বা সিমেন্ট। □ (verb transitive): a stuccoed house.
  • English Word stuck Bengali definition [স্টাক্] stick 2 -এর past tense, past participle
  • English Word stud 1 Bengali definition [স্টাড্] (noun) (১) শার্টের সম্মুখভাগ, কলার ইত্যাদি আঁটার জন্য বোতামঘরের মধ্য দিয়ে ঢোকানোর দুই মাথাওয়ালা বোতাম সদৃশ্য কৌশলবিশেষ; গুলিকা; ঘুণ্টি(২) অলংকরণ বা সংরক্ষণের জন্য দ্বার, ঢাল ইত্যাদির উপর বসানো বড় মাথাওয়ালা পেরেক বা ঘুণ্টি; গজালreflector stud (কথ্য cat’s eye) সড়কের বিভাজন নির্দেশ করার জন্য ব্যবহৃত (সারিবদ্ধ) বড় ঘুণ্টিসদৃশ বস্তু, যা রাত্রিবেলা গাড়ির বিচ্ছুরিত আলো প্রতিফলিত করে; বিড়ালাক্ষ। □ (verb transitive) (studded, studding, studs) (সাধারণত past participle) খচিত: a crown studded with jewels.