Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word stylize, stylise Bengali definition [স্টাইআলাইজ্‌] (verb transitive) (শিল্পরূপ প্রভৃতি) একটি রীতির অনুবর্তী করা; শৈলীভূত/শৈলীবদ্ধ করা
  • English Word stylus Bengali definition [স্টাইলাস্] (noun) (plural styluses [স্টাইলাসিজ্‌]) গ্রামোফোন রেকর্ডে খাঁজ কাটার জন্য কিংবা রেকর্ড বাজানোর জন্য (হীরক বা নীলমণি-নির্মিত) তীক্ষ্ণাগ্র শলাকাবিশেষ; স্টাইলাস
  • English Word stymie Bengali definition [স্টাইমি] (noun) (১) (গল্ফ) প্রতিপক্ষের বল নিজের বল ও গর্তের মাঝখানে এসে পড়লে যে পরিস্থিতির উদ্ভব ঘটে; অবরোধ; স্টাইমি(২) (লাক্ষণিক কথ্য) বিরোধ; অবরোধ; সংরোধ। □ (verb transitive) (গল্‌ফে) স্টাইমি/অবরোধ করা; (লাক্ষণিক) নিরুদ্ধ/অবরুদ্ধ/সংরুদ্ধ/ব্যাহত করা।
  • English Word styptic Bengali definition [স্টিপটিক্] (noun), (adjective) রক্তনিরোধক (পদার্থ): a styptic pencil, উক্ত পদার্থ দিয়ে তৈরি শলাকা; রক্তনিরোধক শলাকা (দাড়ি কামানোর সময়ে কেটে গেলে এ জাতীয় শলাকা ব্যবহার করা যেতে পারে)।
  • English Word suasion Bengali definition [সোয়েইজ্‌ন্‌] (noun) [uncountable noun] (আনুষ্ঠানিক)= persuasion; প্রত্যয়করণ; অনুনয়ন; প্রবর্তনাmoral suasion শক্তির বদলে নীতিবোধের উপর প্রতিষ্ঠিত প্রবর্তনা; নৈতিক প্রোৎসাহন/অনুনয়ন।
  • English Word suave Bengali definition [সোয়া:ভ] (adjective) আচরণে মধুর ও বিনয়ী (তবে সম্ভবত আন্তরিকতাহীন); সস্নিগ্ধ; আপাতস্নিগ্ধsuavely (adverb) সুস্নিগ্ধভাবে। suavity [সোয়া:ভভাটি] (noun) [uncountable noun] স্নিগ্ধতা; আপাতমধুরতা; (plural) স্নিগ্ধ/আপাতমধুর আচরণ, কথাবার্তা ইত্যাদি।
  • English Word sub 1 Bengali definition [সাব্‌] (noun) (কথ্যসংক্ষেপ) (১) ডুবজাহাজ(২) চাঁদা(৩) সাব-লেফটেনান্ট(৪) (পত্রিকার) সহ-সম্পাদক
  • English Word sub 2 Bengali definition [সাব্‌] (verb intransitive), (verb transitive) (১) sub (for somebody) (কথ্য) (কারো) বিকল্প হিসেবে কাজ করা (২) subedit-এর কথ্যসংক্ষেপ; সহ-সম্পাদক রূপে কাজ করা
  • English Word sub judice Bengali definition [সাব্‌জুডিসি] (লাতিন) বিচারালয়ের বিবেচনাধীন (এবং সেইহেতু ব্রিটেনে মন্তব্যযোগ্য নয়); বিচারাধীন
  • English Word sub- Bengali definition [সাব্‌] (prefix) দ্রষ্টব্য পরি.
  • English Word sub-clause Bengali definition [সাব্‌ক্লোজ্‌] (noun) (চুক্তি, দলিল, আইন ইত্যাদির) উপধারা; উপপ্রকরণ
  • English Word sub-committee Bengali definition [সাব্‌কমিটি] (noun) মূল পরিষদের কয়েকজন সদস্যকে নিয়ে গঠিত ক্ষুদ্রতর পরিষদ; উপপরিষদ
  • English Word sub-inspector Bengali definition [সাব্‌ ইন্‌স্‌পেকটরা(র্‌)] (noun) উপপরিদর্শক; (পুলিশের) ছোট দারোগা।
  • English Word sub-plot Bengali definition [সাব্‌প্লট্] (noun) (নাটক, উপন্যাসের) অপ্রধান বস্তু; প্রতিমুখ
  • English Word subacid Bengali definition [সাব্যাসিড্‌] (adjective) ঈষদম্ল
  • English Word subaltern Bengali definition [সাব্‌ল্‌টান্‌ America(n) সাবোল্‌টার্‌ন্‌] (noun) (British/Britain) (পূর্বকালে) ক্যাপটেনের চেয়ে নিম্নপদস্থ সনদপ্রাপ্ত সামরিক কর্মকর্তা; অধস্তন অফিসার
  • English Word subatomic Bengali definition [সাবাটমিক্] (adjective) পরমাণুর চেয়ে ক্ষুদ্রতর কণিকাসমূহের যেকোনো একটি সংক্রান্ত; অতিপারমাণবিক
  • English Word subclass Bengali definition [সাবক্লা:স America(n) সাবক্ল্যাস্‌] (noun) উপশ্রেণি
  • English Word subconscious Bengali definition [সাব্‌কন্‌শাস্] (adjective) যেসব মানসিক ক্রিয়াকলাপ সম্বন্ধে মানুষ (পুরাপুরি) সচেতন থাকে না, তার সম্বন্ধীয়; অবচেতন: the subconscious self, অবচেতন প্রকৃতি। □ (noun) the subconscious সামষ্টিভাবে চিন্তা, কামনা, প্রবৃত্তি ইত্যাদি; মগ্নচৈতন্য। subconsciously (adverb) অবচেতনভাবে। subconsciousness (noun) অবচেতনতা।
  • English Word subcontinent Bengali definition [সাবকন্‌টিনান্‌ট্] (noun) উপমহাদেশ
  • English Word subcontract Bengali definition [সাবকন্‌ট্র্যাক্‌ট্‌] (noun) পূর্ববর্তী চুক্তি বা চুক্তির অংশবিশেষ নিষ্পন্ন করার জন্য চুক্তি; অধীন চুক্তি। □ (verb transitive), (verb intransitive) [সাবকন্‌ট্র্যাক্‌ট্‌(র্) America(n) সাবকনট্র্যাকট্‌(র্)] অধীন চুক্তি (সম্পাদন) করা। subcontractor [সাব্‌কান্‌ট্র্যাকটা(র্) America(n) সাবকনট্র্যাকটা(র্)] (noun) অধীনচুক্তিদার।
  • English Word subcutaneous Bengali definition [সাব্‌ক্যিঊটেইনিআস্‌] (adjective) ত্বকের নিম্নবর্তী; তকনিম্নস্থ: subcutaneous parasites; a subcutaneous injection.
  • English Word subdivide Bengali definition [সাব্ডিভাইড্‌] (verb transitive), (verb intransitive) আরো বিভাগ করা বা বিভক্ত হওয়া; উপরিভাগ করা; উপবিভক্ত করা/হওয়াsubdivision [সাব্‌ডিভিজ্‌ন্‌] (noun) [uncountable noun] উপবিভাজন; পুনর্বিভাজন; [countable noun] উপবিভাগ; উপশাখা; উপবিষয়; অংশাংশ; উপাঙ্গ; উপপ্রকরণ; মহকুমা।
  • English Word subdue Bengali definition [সাব্‌ডি America(n) সাব্‌ডূ] (verb transitive) (১) নিয়ন্ত্রণে/বশে/আয়ত্তে আনা; বশীভূত/পরাভূত করা; কাবু/‘মন করা: subdue the tropical jungle/one’s passions. (২) উগ্রতা, উচ্চতা বা তীব্রতা হ্রাস করা; কোমলতর/মৃদুতর/শান্ততর করাsubdued (past participle) প্রশমিত; শমিত; চাপা; দমিত: subdued voices/lights ; a tone of subdued satisfaction.
  • English Word subedit Bengali definition [সাব্‌এড্যিট] (verb transitive) (পত্রপত্রিকায়) সহ-সম্পাদকরূপে কাজ করাsubeditor [সাব্‌এড্যিটা(র্‌)] (noun) সহ-সম্পাদক।
  • English Word subfamily Bengali definition [সাব্‌ফ্যামালি] (noun) বংশশাখা; উপবংশ; উপগোত্র
  • English Word subfuse Bengali definition [সাব্‌ফাস্‌ক] (adjective) কালচে; ঈষৎকৃষ্ণ; ম্যাড়মেড়ে। □ (noun) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কালো রঙের আনুষ্ঠানিক পোশাক।
  • English Word subheading Bengali definition [সাব্‌হেডিঙ্‌] (noun) [countable noun] প্রবন্ধের অংশবিশেষের বিষয়বস্তু নির্দেশক শব্দগুচ্ছ; উপশিরোনামা
  • English Word subhuman Bengali definition [সাব্‌হিঊমান্] (adjective) সম্পূর্ণ মানবিক নয়; মানুষের চেয়ে পশুর সঙ্গেই অধিক সাদৃশ্যযুক্ত; মানবেতর; মনুষ্যেতর
  • English Word subjacent Bengali definition [সাব্‌জেইস্‌ন্‌ট্‌] (adjective) (১) অধঃস্থ; অধোলগ্ন; অধঃস্থিত; অধোবর্তী