Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word stud 2 Bengali definition [স্টাড্] (noun) বিশেষ উদ্দেশ্যে (বিশেষত প্রজন বা দৌড়ের জন্য) পালিত একই মালিকের অনেকগুলো ঘোড়া, বাড়বstud-book (noun) অশ্বসমূহের বংশপরিচয়সংবলিত পুস্তক; অম্বকুলজি। stud-farm (noun) অশ্বপ্রজনন খামার। stud-mare (noun) প্রজনের উদ্দেশ্যে রক্ষিত ঘুড়ি; প্রজন-ঘুড়ি।
  • English Word student Bengali definition [স্টুঊড্‌ন্‌ট্‌ America(n) স্টূড্‌ন্‌ট্‌] (noun) (British/Britain) কলেজ, পলিটেকনিক বা বিশ্ববিদ্যালয়ের (স্নাতক বা স্নাতকোত্তর শ্রেণির) ছাত্র বা ছাত্রী: medical students, (America(n) অপিচ) স্কুলের ছাত্র বা ছাত্রী; শিক্ষার্থী, যেকোনো বিষয়ে জ্ঞানপিপাসু ব্যক্তি; জ্ঞানার্থী; বিদ্যার্থী; জ্ঞানলিপ্সু: a student of wild-life/history/nature.
  • English Word studio Bengali definition [স্টুঊডিওউ America(n) স্টূডিওউ] (noun) (plural studios [স্টূডিওউজ্‌]) (১) চিত্রকর, ভাস্কর, আলোকচিত্রী প্রভৃতির যথোচিতভাবে আলোকিত কর্মশালা; স্টুডিও studio couch শয্যারূপে ব্যবহারযোগ্য দীর্ঘ আসন; চৌকি(২) (চলচ্চিত্রের) চিত্রগ্রহণের উপযোগী কক্ষ বা হল; (plural) একটি চলচ্চিত্র কোম্পানির কার্যালয় ইত্যাদি সমেত সবগুলো স্টুডিও(৩) বেতার বা টেলিভিশনের যে কক্ষে অনুষ্ঠান ইত্যাদি ধারণ করা হয় কিংবা যে কক্ষ থেকে অনুষ্ঠানাদি নিয়মিত সম্প্রচারিত হয়; স্টুডিওstudio audience স্টুডিওর দর্শকবৃন্দ (অনুষ্ঠানে হাসি, হাততালি ইত্যাদি জোগানোর জন্য)।
  • English Word studious Bengali definition [স্টুঊডিআস্‌ America(n) স্টূডিআস্‌] (adjective) (১) অধ্যয়নশীল; অধ্যয়নপর; অধ্যয়নপরায়ণ; অধ্যয়নাসক্ত; পড়ুয়া(২) অধ্যবসায়ী, কৃতপ্রযত্ন; সযত্ন: with studious politeness. studiously (adverb) অধ্যয়নপরাণতার সঙ্গে, কৃতপ্রযত্নে ইত্যাদি। studiousness (noun) অধ্যয়নশীলতা; অধ্যয়নপরতা; বিদ্যাসক্তি; অধ্যয়নাসক্ত।
  • English Word study 1 Bengali definition [স্টাডি] (noun) (plural studies) (১) [uncountable noun এবং 'plural -এ) অধ্যয়ন; বিদ্যাভ্যাস; পাঠ; পর্যেষণা: food of study, অধ্যয়নপ্রিয়; পাঠাসক্ত; makes study, পর্যেষণ করা; desultory studies; His studies showed that..., তার পর্যেষণা থেকে দেখা যায় যে...। (২) অনুসন্ধানের বিষয়; অনুসন্ধিৎসা উদ্দীপক বিষয়; অনুসন্ধেয় The proper study of mankind is man. Her face is a study, পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণযোগ্য। (৩) be in a brown study আশেপাশের লোকজন, ঘটনা ইত্যাদি সম্বন্ধে চেতনা-বিরহিতভাবে ধ্যানস্থ থাকা; আত্মমগ্ন/নিজের ভাবে বিভোর হয়ে থাকা(৪) পড়ার ঘর; পাঠকক্ষ: He spends the morning in his study. (৫) অনুশীলন বা পরীক্ষা হিসেবে করা আলেখ্য; প্রযুক্তিগত অনুশীলনরূপে বাজানো সংগীতাংশ; অনুশীলন (-চিত্র) ; অনুশীলন (-সংগীত)। [uncountable noun] (প্রাচীন প্রয়োগ) ঐকান্তিক যত্ন/প্রয়াস।
  • English Word study 2 Bengali definition [স্‌টাডি্] (verb transitive), (verb intransitive) (past tense, past participle studied) (১) অধ্যয়ন করা; পড়া: study engineering. (২) সতর্কতার সঙ্গে পরীক্ষা করা; পর্যবেক্ষণ করা; খুঁটিয়ে দেখা: study the map. (৩) সতর্কতার সঙ্গে বিবেচনা করা; মনোযোগ দেওয়া: study the wishes of one’s friends/only one’s own interests. (৪) studied সাভিপ্রায়; জ্ঞানকৃত; ইচ্ছাকৃত; সুচিন্তিত: a study insult.
  • English Word stuff 1 Bengali definition [স্টাফ্] (noun) (১) [countable noun, uncountable noun] যে বস্তু বা পদার্থ দিয়ে কোনোকিছু তৈরি করা হয় কিংবা যা কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে (অনেক সময়ে লাক্ষণিক); (uncountable noun): যে বস্তুর নাম অজ্ঞাত, অনিশ্চিত অথবা গুরুত্বহীন; বিশেষ গুণসম্পন্ন কিংবা উন্নতমানের বস্তু; দ্রব্য; পদার্থ; জিনিস; উপাদান; ধাতু: green/garden stuff, শাকসবজি; He is not the stuff great writers are made of, তার প্রকৃতি; স্বভাবচরিত্র। What do you call this stuff? Try to find out what stuff he is made of, Stuff and nonsense stuff বোকার মতো কথাবার্তা। (২) (অপশব্দ) প্রয়োগ): That’s the stuff to give them , এমন ব্যবহারই ওদের উপযুক্তDo your stuff মুরোদ দেখাও; কী করতে পার দেখিয়ে দাও। know one’s কোনো বিষয়ে সিদ্ধহস্ত হওয়া। (৩) [uncountable noun] (প্রাচীন প্রয়োগ) পশমি কাপড়: a stuff gown.
  • English Word stuff 2 Bengali definition [স্টাফ্] (verb transitive) (১) stuff something with/into something; stuff something up ঠেসে ভরা; গাদানো; ঠাসা; গোঁজা; পূর্ণ করা: stuff a case with papers; stuff papers in a case; stuff oneself with food, আকণ্ঠ ভোজন/অতিভোজন করা; a head stuffed with facts/silly romantic ideas; stuff (up) one’s cars with cotton-wool; stuff up a hole, গর্ত ভরাট করা। a stuffed shirt (কথ্য) অলীক/অমূলক ধারণা, বিশ্বাস ইত্যাদি মগজে ঢোকানো: You are stuffing the young girl with silly ideas. (৩) রান্না করার আগে (পাখি ইত্যাদির) ভিতরে মশলাযুক্ত কুচানো খাবার ভরা; পুর দেওয়া: a stuffed duck; stuffed veal. (৪) স্বাভাবিক আকার দানের জন্য (পশু, পাখি ইত্যাদির) মৃতশরীরের ভিতরে যথোচিত পরিমাণে খড়কুটা ইত্যাদি ভরা যেমন জাদুঘরে প্রদর্শনের জন্য); অন্তঃপূরিত করা: a stuffed tiger/eagle. (৫) অতিভোজন/ভূরিভোজন করা: Will you stop stuffing (yourself) now stuff ৬ stuff it/something (অপশব্দ) যেমন ইচ্ছা করা; মেনে নেওয়া: If it is not to your taste, you can stuff it. (৭) (নিষেধ.) (অশিষ্ট, অপশব্দ) (স্ত্রীলোকের সঙ্গে) সংগম করাstuffing (noun) [uncountable noun] পশুপাখি, বালিশ, গদি ইত্যাদির মধ্যে যা ভরা হয় (উপরে ৩ ও ৪ দ্রষ্টব্য); ভরণknock the stuffing out of somebody (ক) গুমর ভাঙা; দর্প/গর্ব চূর্ণ করা। (খ) (অসুখ) কাহিল করে ফেলা; মাজা ভেঙে দেওয়া।
  • English Word stuffily Bengali definition [স্টাফিলি] (adverb) গোমড়ামুখে, নিষ্প্রাণভাবে ইত্যাদিstuffiness (noun) বদ্ধতা; তিরিক্ষিভাব; প্রাণহীনতা ইত্যাদি।
  • English Word stuffy Bengali definition [স্টাফি্] (adjective) (stuffier, stuffiest) (১) (কক্ষ) বদ্ধ; শ্বাসরুদ্ধকর(২) (কথ্য) গোমড়ামুখো; বদমেজাজি(৩) (কথ্য, ব্যক্তি) তিরিক্ষি; রগচটা; খিটখিটে(৪) নীরস; নিষ্প্রাণ
  • English Word stultify Bengali definition [স্টাল্‌টিফা্‌ই] (verb transitive) (past tense, past participle stultified) বোকা বা বেকুব বানানো; মানসিকভাবে নিস্তেজ করা; জড়ত্ব সৃষ্টি করা; কোনো উদ্যোগ) ব্যাহত করা; অর্থহীন করে ফেলা: stultify efforts to reachagreement. stultification [স্টাল্‌ইটফিকেইশ্‌ন্‌] (noun) নিষ্ফলীকরণ।
  • English Word stumble Bengali definition [স্টাম্‌ব্‌ল্‌] (verb intransitive) (১) হোঁচট/উচট খাওয়া: stumble over the root of a tree. stumble across/upon something অপ্রত্যাশিতভাবে/আচমকা/ দৈবাৎ পেয়ে যাওয়া। stumbling-block (noun) বাধা; প্রতিবন্ধক। (২) stumble about/along/around টলতে টলতে চলা বা হাঁটা(৩) আমতা আমতা করা; (কিছু বলতে গিয়ে) হোঁচট খাওয়া: stumble over one’s words; stumble through a recitation. □ (noun) স্খলন; পদস্খলন; হোঁচট; উছট।
  • English Word stump Bengali definition [স্টামপ্‌] (noun) [countable noun] (১) কর্তিত বৃক্ষের ভূমিস্থ অধোভাগ; মুড়াstump oratory speeches (লোক খ্যাপানো রাজনৈতিক বক্তৃতা; জ্বালাময়ী বক্তৃতা; রাজনৈতিক গলাবাজি। on the stump (কথ্য) রাজনৈতিক বক্তৃতা, আন্দোলন ইত্যাদিতে নিয়োজিত। (২) প্রধান অংশ কেটে, ভেঙে বা ক্ষয় পেয়ে গেলে যা অবশিষ্ট থাকে, যেমন ছিন্ন হাত-পা, ক্ষয়প্রাপ্ত দাঁত, পেনসিল, সিগার প্রভৃতির অবশিষ্টাংশ; মুড়া; (হাসা.) পা, ঠ্যাংstir one’s stump পা চালানো। (৩) (ক্রিকেট) যে তিনটি খাড়া কাষ্ঠখণ্ডকে লক্ষ করে বল ছোড়া- হয়, তার যেকোনো একটি; স্ট্যাম্প: send the middle stump flying. draw stumps খেলা শেষ করা। (verb intransitive), (verb transitive) (১) গটগট/খপখপ করে চলা(২) (কথ্য) বেশি শক্ত হওয়া; বিমূঢ় করে দেওয়া; কুপোকাত করা: Most of candidates were stumpedby the fourth question. (৩) (কোনো এলাকায় বা দেশময়) রাজনৈতিক বক্তৃতা দিয়ে বেড়ানো(৪) (ক্রিকেট) ব্যাটসম্যান তার নির্দিষ্ট সীমানার বাইরে থাকাকালে বল ছুড়ে তার ইনিংস শেষ করে দেওয়া; স্টাম্প করা(৫) stumpmoney up (অপশব্দ) অর্থ পরিশোধ করা; (টাকা) বের করা: He had had to stump up 500 for his brother’s debts. stumper (noun) (কথ্য) কঠিন/বিব্রতকর প্রশ্ন; কূটপ্রশ্ন।
  • English Word stumpy Bengali definition [স্টাম্‌পি] (adjective) (stumpier, stumpiest) বেঁটে ও মোটা: a stumpy little man; a stumpy umbrella.
  • English Word stun Bengali definition [স্টান্‌] (verb transitive) (stunned, stunning, stuns) (১) আঘাত দিয়ে হতচেতন/অচৈতন্য করা; সংজ্ঞা লোপ করা: He was stunned by the blow, মূর্ছিত হয়ে পড়েন। (২১) হতভম্ব/হতবুদ্ধি/বিমূঢ় করা: I was stunned by the news of this sudden death. stunning (adjective) (কথ্য) অপূর্বসুন্দর; চিত্তচমৎকারী; চিত্তবিমোহন: a stunning figure. stunningly (adverb) হতচেতনকররূপে; চিত্তবিমোহনরূপে। stunner (noun) (কথ্য) আকর্upefaction [স্টিঊপিফ্যাক্‌শ্‌ন্‌ America(n) স্টূপিফাই] (noun) ণীয়, চিত্তহারী ব্যক্তি, বস্তু ইত্যাদি; চিত্তপুত্তলিকা।
  • English Word stung Bengali definition [স্টাঙ্] sting 2 -এর past tense, past participle
  • English Word stunk Bengali definition [স্টাঙক্] stink -এর past participle
  • English Word stunt 1 Bengali definition [স্টান্‌ট্‌] (noun) [countable noun] (কথ্য) দৃষ্টি আকর্ষণে করা কোনোকিছু; চমক; চমকবাজি; চটক; তাক: Advertising stunts , (যেমন বিমান দিয়ে আকাশে লেখন); stuntfling, তাক-লাগানো নভক্রীড়া (= acrobatics)/That’s a good stunt, (প্রচার পেতে) চমৎকার ফিকির। stunt man (চলচ্চিত্রে কোনো অভিনেতার স্থলবর্তী হয়ে (ঝুঁকিপূর্ণ) তাকলাগানো কসরত দেখাতে নিয়োজিত ব্যক্তি; চমকবাজ।
  • English Word stunt 2 Bengali definition [স্টান্‌ট্‌] (verb transitive) বৃদ্ধি বা বিকাশ রুদ্ধ/ব্যাহত করা; কোনোকিছু খর্ব করাstunted (adjective) ব্যাহত বৃদ্ধি; রুদ্ধবিকাশ; খর্বিতা; stunted trees; a stunted mind.
  • English Word stupefy Bengali definition [স্ট্যিঊপিফাই America(n) স্‌টূপিফাই] (verb transitive) (past tense, past participle stupefied) স্বচ্ছভাবে চিন্তা করার শক্তি নাশ করা; স্তম্ভিত/ হতচেতন/হতভম্ব করা: stupefied with drink/amazement. stupefaction [স্টিঊপিফ্যাক্‌শ্‌ন্‌ America(n) স্টূপিফ্যাক্‌শ্‌ন্‌] (noun) (uncountable noun) সম্মোহ; ব্যামোহ; অসাড়তা।
  • English Word stupendous Bengali definition [স্টিঊপেনডাস্‌ America(n) স্টূপেনডাস্‌] (adjective) প্রকাণ্ড; (আকারে, মাত্রায়) বিস্ময়াবহ; অদ্ভুত: a stupendous error/ achievement. stupendously (adverb) প্রকাণ্ডরূপে; বিস্ময়াবহরূপে।
  • English Word stupid Bengali definition [স্টিঊপিডাটি America(n) স্টূপিডাটি] (noun) (১) জড়বুদ্ধি; নির্বোধ; মূঢ়; বোকা(২) স্তম্ভিত; হতচেতন। □ (noun) (কথ্য) নির্বোধ লোক); মূর্খ; বোকা। stupidly (adverb) (নির্বোধের মতো; বোকার মতো। stupidity [স্টিঊপিডাটি America(n) স্টূপিডাটি] (noun) [uncountable noun] মূঢ়তা; নির্বুদ্ধিতা; বোকামি; বুদ্ধিজড়তা; [countable noun] (plural stupidities) নির্বোধ উক্তি; কার্যকলাপ ইত্যাদি; বোকামি।
  • English Word stupor Bengali definition [স্টিঊপা(র্) America(n) স্টূপা(র্)] (noun) [countable noun, uncountable noun] আঘাত; মাদকদ্রব্য, সুরা ইত্যাদিজনিত প্রায় সংজ্ঞাহীন অবস্থা; ইন্দ্রিয়স্তম্ভ: in a drunken stupor.
  • English Word sturdy Bengali definition [স্টাডি] (adjective) (sturdier, sturdiest) শক্তসবল; বলিষ্ঠ; মজবুত; গাট্টাগোট্টা; প্রবল; দৃঢ়াঙ্গ: sturdy children; offer a sturdy resistance; sturdy common sense. sturdily [স্টাডিলি] (adverb) বলিষ্ঠভাবে, মজবুত করে ইত্যাদি: a sturdy built molor-car. sturdiness (noun) দৃঢ়াঙ্গতা; বলিষ্ঠতা; সবলতা।
  • English Word sturgeon Bengali definition [স্টিজান্‌] (noun) খাদ্য হিসেবে অতিসমাদৃত বিভিন্ন বড় জাতের মৎস্যবিশেষ; নাতিশীতোষ্ণমণ্ডলের নদী, হ্রদ ও সমুদ্র-উপকূলে এই মাছ পাওয়া যায় এবং এর ডিম থেকেই স্বনামপ্রসদ্ধি খাদ্য কাভিয়ার তৈরি হয়; মার্সিন
  • English Word stutter Bengali definition [স্টাটা(র্)] (verb intransitive), (verb transitive) তোতলানো। □ (noun) তোতলামি। stutterer n তোতলা। stutteringly (adverb) তোতলামি-সহকারে।
  • English Word sty 1 Bengali definition [স্টাই] (noun) (plural sties) (শূকরের) খোঁয়াড়pig (১) ভুক্তিতে pigsty দ্রষ্টব্য
  • English Word sty 2 Bengali definition (অপিচ stye) [স্টাই] (noun) (plural sties, styes) আঞ্জনি
  • English Word style Bengali definition [স্টাইল্] (noun) (১) [countable noun, uncountable noun] রীতি; ভঙ্গি; ধরন; শৈলী; রচনাশৈলী; বাচনশৈলী; চিত্রশৈলী; স্থাপত্যশৈলী; চিত্রনরীতি; ভাস্কর্যশৈলী: written in an irritating style; Norman/decorated/perpendicular, etc styles of English architecture. (২) [countable noun, uncountable noun] উৎকর্ষ বা বৈশিষ্ট্যসূচক গুণ; চাল; ছাঁদ; ধাঁচ; ঢং; ধরন; কায়দা; কেতা: Did they live in European style when they were in Japan? living in a style beyond one’s means style. in style জৌলুসের সঙ্গে; রাজকীয়/আমিরি চালে: live in (grand) style (ভৃত্য-পরিচর, বিলাসসামগ্রী ইত্যাদি সমেত) আমিরি চালে জীবনযাপন করা: do things in style, বৈশিষ্ট্যমণ্ডিতভাবে করা (গতানুগতিকভাবে নয়); (Drive up in style, দামি গাড়ি হাঁকানো। (৩) [countable noun, uncountable noun] পোশাক-পরিচ্ছদ ইত্যাদির ফ্যাশন; চল: The latest styles in trousers/in hairdressing. (৪) [countable noun] প্রকার; রকম; ধরন; ধাঁচ: made in all sizes and styles. (৫) [countable noun] সম্বোধনকালে ব্যবহার্য উপযুক্ত অভিধা; আখ্যা; উপাধি; He has no right to assume the style of doctor. (৬) [countable noun] প্রাচীনকালে মোমলিপ্ত উপরিভাগের উপর বর্ণ অঙ্কনের জন্য ব্যবহৃত হাতিয়ার বিশেষ; লেখনী(৭) [countable noun] (উদ্ভিদবিদ্যা) গর্ভদণ্ড (verb transitive) (১) নির্দিষ্ট উপাধিযোগে উল্লেখ করা; অভিহিত করা; He should be styled ‘His Excellency’. (২) নকশা/আকল্প করা: a newly styled car, নতুনভাবে আকল্পিত গাড়ি। stylish [স্টাইলিশ্‌] (adjective) কেতাদুরস্ত; stylish clothes. stylishly (adverb) কেতাদুরস্তভাবে। stylishness (noun) কেতাদুরস্তি।
  • English Word stylist Bengali definition [স্টাইলিস্‌ট্] (noun) (১) উৎকৃষ্ট বা মৌলিক রচনাশৈলীর অধিকারী ব্যক্তি, বিশেষত লেখক; শৈলীনিষ্ঠ/শৈলীসিদ্ধ লেখক(২) (বাণিজ্য) অলংকরণ, পোশাকপরিচ্ছদ ইত্যাদির চালচলন, রীতিপদ্ধতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি; রীতিকুশলী: a hair-stylist, কেশসংস্কারক । stylistic [স্টাইলিস্‌টিক্] (adjective) শৈলীগত। stylistics (noun) শৈলীবিজ্ঞান। stylistically [স্টাইলিস্টক্‌লি] (adverb) শৈলীগতভাবে।