Bengali Word stud 1English definition [স্টাড্] (noun) ১ শার্টের সম্মুখভাগ, কলার ইত্যাদি আঁটার জন্য বোতামঘরের মধ্য দিয়ে ঢোকানোর দুই মাথাওয়ালা বোতাম সদৃশ্য কৌশলবিশেষ; গুলিকা; ঘুণ্টি।
(২) অলংকরণ বা সংরক্ষণের জন্য দ্বার, ঢাল ইত্যাদির উপর বসানো বড় মাথাওয়ালা পেরেক বা ঘুণ্টি; গজাল।
reflector stud (কথ্য cat’s eye) সড়কের বিভাজন নির্দেশ করার জন্য ব্যবহৃত (সারিবদ্ধ) বড় ঘুণ্টিসদৃশ বস্তু, যা রাত্রিবেলা গাড়ির বিচ্ছুরিত আলো প্রতিফলিত করে; বিড়ালাক্ষ।
□ (verb transitive) (studded, studding, studs) (সাধারণত past participle) খচিত: a crown studded with jewels.
Bengali Word stud 2English definition [স্টাড্] (noun) বিশেষ উদ্দেশ্যে (বিশেষত প্রজন বা দৌড়ের জন্য) পালিত একই মালিকের অনেকগুলো ঘোড়া, বাড়ব।
Bengali Word studentEnglish definition [স্টুঊড্ন্ট্ America(n) স্টূড্ন্ট্] (noun) (British/Britain) কলেজ, পলিটেকনিক বা বিশ্ববিদ্যালয়ের (স্নাতক বা স্নাতকোত্তর শ্রেণির) ছাত্র বা ছাত্রী: medical students, (America(n) অপিচ) স্কুলের ছাত্র বা ছাত্রী; শিক্ষার্থী, যেকোনো বিষয়ে জ্ঞানপিপাসু ব্যক্তি; জ্ঞানার্থী; বিদ্যার্থী; জ্ঞানলিপ্সু: a student of wild-life/history/nature
Bengali Word studioEnglish definition [স্টুঊডিওউ America(n) স্টূডিওউ] (noun) (plural studios [স্টূডিওউজ্]) ১ চিত্রকর, ভাস্কর, আলোকচিত্রী প্রভৃতির যথোচিতভাবে আলোকিত কর্মশালা; স্টুডিও studio couch শয্যারূপে ব্যবহারযোগ্য দীর্ঘ আসন; চৌকি।
(২) (চলচ্চিত্রের) চিত্রগ্রহণের উপযোগী কক্ষ বা হল; (plural) একটি চলচ্চিত্র কোম্পানির কার্যালয় ইত্যাদি সমেত সবগুলো স্টুডিও।
(৩) বেতার বা টেলিভিশনের যে কক্ষে অনুষ্ঠান ইত্যাদি ধারণ করা হয় কিংবা যে কক্ষ থেকে অনুষ্ঠানাদি নিয়মিত সম্প্রচারিত হয়; স্টুডিও।
studio audience স্টুডিওর দর্শকবৃন্দ (অনুষ্ঠানে হাসি, হাততালি ইত্যাদি জোগানোর জন্য)।
Bengali Word studiousEnglish definition [স্টুঊডিআস্ America(n) স্টূডিআস্] (adjective) ১ অধ্যয়নশীল; অধ্যয়নপর; অধ্যয়নপরায়ণ; অধ্যয়নাসক্ত; পড়ুয়া।
(২) অধ্যবসায়ী, কৃতপ্রযত্ন; সযত্ন: with studious politeness.
studiously (adverb) অধ্যয়নপরাণতার সঙ্গে, কৃতপ্রযত্নে ইত্যাদি।
studiousness (noun) অধ্যয়নশীলতা; অধ্যয়নপরতা; বিদ্যাসক্তি; অধ্যয়নাসক্ত।