• Bengali Word banner English definition [ব্যানা(র্‌)] (noun) ১ পতাকা; ধ্বজা; ঝাণ্ডা; অবচূড় (বর্তমানে প্রধানত লাক্ষণিক): banner of human rights.
    under the banner (of) পতাকাতলে। (২) নীতি, স্লোগান ইত্যাদি প্রচারিত করার জন্য (ধর্মীয়, রাজনৈতিক ইত্যাদি) শোভাযাত্রার পুরোভাগে সাধারণত দুটি দণ্ডের শীর্ষদেশে স্থাপিত পতাকা বা বিজ্ঞপ্তি; ঝাণ্ডা; কেতন। banner headline (সংবাদপত্রে) বড় বড় হরফে মুদ্রিত সুপ্রকট শিরোনাম; প্রশস্ত শিরোনাম।