• Bengali Word reason 1 English definition [রীজ্ন্] (noun) [Countable noun, Uncountable noun] ১ কারণ; হেতু: with reason, ন্যায়সঙ্গতভাবে by reason of কারণে; হেতু।
      (২) (মনের) যুক্তিবৃত্তি: Man is endued with reason. lose one’s reason মাথা খারাপ হওয়া। (৩) [Uncountable noun] কাণ্ডজ্ঞান, সুবুদ্ধি; যুক্তি: amenable to reason. bring somebody to reason বুঝিয়েসুঝিয়ে নির্বোধ কার্যকলাপ, অনর্থক বাধাদান ইত্যাদি থেকে বিরত করা। do anything in/within reason যুক্তিসঙ্গত যেকোনো কিছু করা। listen to/hear reason সদুপদেশে/যুক্তির কথায় কান দেওয়া। lose all reason কাণ্ডজ্ঞানহীন হওয়া; কাণ্ডজ্ঞান বিসর্জন দেওয়া। see reason যৌক্তিকতা উপলব্ধি করা। without rhyme or reason, দ্রষ্টব্য rhyme (১). It stands to reason (that...) যুক্তিবাদী ব্যক্তিমাত্রই স্বীকার করবেন যে...। reasonless (adjective) যুক্তিহীন।
    • Bengali Word reason 2 English definition [রীজ্‌ন্] (verb intransitive), (verb transitive) ১ যুক্তি/বিচারবুদ্ধি প্রয়োপ করা।
      (২) reason with somebody স্বমতে আনার জন্য কারো সঙ্গে তর্ক করা। (৩) reason that... যুক্তিচ্ছলে বলা; যুক্তি দেখানো। (৪) যুক্তিযুক্তভাবে প্রকাশ করা: a well reasond statement, যুক্তিপরম্পরায় বিন্যস্ত বিবৃতি। reason something out যুক্তিপরম্পরায় কোনো প্রশ্নের উত্তর নির্ণয় করা: reason out the answer to a question. (৫) reason somebody into/out of something যুক্তি প্রদর্শনের মাধ্যমে কাউকে দিয়ে কিছু করানো বা কাউকে কিছু করা থেকে নিরস্ত করা। reasoning (noun) [uncountable noun] যুক্তিবৃত্তির মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হওয়ার প্রক্রিয়া; যুক্তিবিন্যাস; যুক্তিপাত।
    • Bengali Word reasonable English definition [রীজনাব্‌ল্‌] (adjective) ১ যুক্তিপরায়ণ; যুক্তিসম্মত; যুক্তিবাদী: beyond reasonable doubt.
      (২) পরিমিত; ন্যায়সঙ্গত; যুক্তিসঙ্গত: no doubt it is a reasonable price/offer. (৩) যুক্তিযুক্ত; ন্যায়সঙ্গত; ন্যায্য: a reasonable excuse. reasonableness (noun) যুক্তিপরায়ণতা; যুক্তিযুক্ততা। reasonably [রীজনাব্‌লি] (adverb) যুক্তিসঙ্গতভাবে।
    • Bengali Word treason English definition [ট্রীজ্‌ন্] (noun) [uncountable noun] রাজনৈতিক প্রতারণা বা বিশ্বাসঘাতকতা; অবাধ্যতা।
      treasonous [ট্রীজানাস্], treasonable [ট্রীজানাব্‌ল্] (adjective(s) রাজনৈতিক প্রতারণা; ছলচাতুরীপূর্ণ। treasonably [ট্রীজানাআব্‌লি] (adverb) প্রতারণার সঙ্গে।
    • Bengali Word unreasonable English definition [আন্‌রীজনাব্‌ল্‌] (adjective) অন্যায্য; অযৌক্তিক; যুক্তিহীন; অসংগত; অপরিমিত; অতিশয়িত; অতিরেক: make unreasonable demands