• Bengali Word shoot 2 English definition [শূট্] (verb intransitive), (verb transitive) (past tense, past participle shot [শট]) ১ সবেগে ছুটে আসা বা যাওয়া; সবেগে নিক্ষেপ করা বা নিক্ষিপ্ত হওয়া; শা করে বেরিয়ে আসা/ছুটে যাওয়া; ছুড়ে দেওয়া/মারা; উৎক্ষিপ্ত হওয়া: As the trains collided, passengers were shot out.
    shoot a bolt খিল খোলা বা বন্ধ করা। shoot one’s bolt শেষ চেষ্টা করা। shoot dice পাশা চালা। shoot rubbish (গরুর গাড়ি ইত্যাদি থেকে স্তূপে) আবর্জনা ছুড়ে ফেলা। shooting star উল্কা; উল্কাপিণ্ড। (২) (চারা, ঝোপ ইত্যাদি) নতুন ডালপালা গজানো; মঞ্জরিত হওয়া। (৩) (ব্যথা) ছুরিকাঘাতের অনুভূতির মতো হঠাৎ দ্রুত সঞ্চালিত হওয়া; লাফিয়ে ওঠা: a shooting pain, টনটনে ব্যথা। (৪) (নৌকা) (কোনোকিছুর উপর/মধ্য দিয়ে) দ্রুত এগিয়ে যাওয়া বা চালনা করা: shoot the bridge, সেতুর নিচ দিয়ে তিরবেগে ছুটে যাওয়া। (৫) বন্দুক বা রিভলভারে তাক করে গুলি ছোড়া; তাক করে তির ছোড়া; গোলা, বুলেট, তির ইত্যাদির আঘাত হানা; গুলি, তির ইত্যাদি ছুড়ে আহত বা হত্যা করা: The soldiers are shooting at a target. They are shooting tigers in the jungle.shoot away (fire away, এই অর্থে অধিকতর প্রচলিত) (ক) গুলি চালনা করতে বা তির ছুড়তে থাকা। (খ) (লাক্ষণিক) অগ্রসর হওয়া; শুরু/উপক্রম করা। shoot something away (fire something away অধিক প্রচলিত) গুলি চালিয়ে নিঃশেষ করে ফেলা: shoot away all one’s ammunition. shoot something down গুলি করে ভূপাতিত করা: to shoot down an enemy plane. shoot something off গুলির আঘাতে বিচ্ছিন্ন করা: The child had his leg shot off. shoot a covert/an estate, etc সেখানকার পশুপাখি শিকার করা। shoot a line (অপশব্দ) বাড়িয়ে বলা; প্রতারিত করা। shoot one’s mouth off (America(n) অপশব্দ) পাগলের মতো প্রলাপ বকা; বেহিসেবে কথা বলা। shoot a place up (America(n) অপশব্দ) (কোনো শহর, মহল্লা ইত্যাদির মধ্য দিয়ে যেতে যেতে) এলোপাতাড়ি গুলি করে সবাইকে সন্ত্রস্ত করা। shooting-box (noun) শিকারের মৌসুমে শিকারিদের ব্যবহারের জন্য গৃহ (যেমন জলাভূমিতে) শিকারের ভেলা। shooting-brake (noun) (পূর্বকালে শিকারিদের সাজসরঞ্জাম, শিকার করা পশুপাখি ইত্যাদি বহনের জন্য) বড় আকারের ঘোড়ার গাড়ি; (আধুনিককালে) এস্টেট কার (অর্থে কখনো কখনো ব্যবহৃত)। shooting-gallery (noun) পিস্তল বা এয়ারগান দিয়ে লক্ষ্যভেদ অনুশীলন করবার স্থান; শরব্যশালা। shooting-range (noun) (রাইফেল চালনা অনুশীলনের জন্য) চাঁদমারি। shooting-stick সুচালো প্রান্তযুক্ত হাতলওয়ালা লাঠি বিশেষ, যার সুচালো প্রান্তটি মাটিতে পুঁতে হাতলের দিকটি ভাঁজ খুলে আসনরূপে ব্যবহার করা যায়; শিকারের লাঠি। (৬) (চলচ্চিত্র) (কোনো দৃশ্যের) চিত্রগ্রহণ করা: a shooting script. চিত্রগ্রহণের সময় চাবি ব্যবহার করার জন্য লিপি (যাতে দৃশ্যগুলো অনুক্রমে চিত্রায়িত হবে, তার নির্দেশ থাকে)। (৭) (ফুটবল, হকি) প্রধানত গোল করার জন্য বলমারা। shooting (noun) [uncountable noun] (বিশেষত) (কোনো নির্দিষ্ট এলাকায়) শিকার; ঐরূপ শিকারের অধিকার: sell the shooting on an estate. অপিচ দ্রষ্টব্য ৬।