s পৃষ্ঠা ৫০
- English Word spray 1 Bengali definition [স্প্রেই] (noun) ফুলপাতায় শোভিত গাছের ছোট ডাল; ফুলপাতার আকারে তৈরি গহনা: a spray of diamonds.
- English Word spray 2 Bengali definition [স্প্রেই] (noun) (১) [uncountable noun] ক্ষুদ্র ক্ষুদ্র জলকণার আকারে বাতাসে ছড়িয়ে দেওয়া তরল পদার্থ; স্প্রে: The spray of waves breaking on the rocks. (২) [countable noun, uncountable noun] স্প্রে-র আকারে ব্যবহারের জন্য তরল সুগন্ধি, জীবাণু বা কীটনাশক পদার্থ। (৩) [countable noun] স্প্রে-র আকারে তরল পদার্থ ব্যবহারের যন্ত্র; স্প্রে করার যন্ত্র। spray-gun (noun) কোনোকিছুর উপর রং, বার্নিশ ইত্যাদি প্রয়োগ করার যন্ত্রবিশেষ। □ (verb transitive) spray something/somebody (with something); spray something (on somebody/something) স্প্রে-র আকারে ছড়িয়ে দেওয়া; স্প্রে করা; spray fruit-trees; spray the enemy with bullets, স্প্রে-র আকারে গুলিবর্ষণ করা; গুলিতে আচ্ছন্ন করা। sprayer (noun) (১) যে ব্যক্তি স্প্রে করে। (২) স্প্রে করার যন্ত্র।
- English Word spread Bengali definition [স্প্রেড্] (verb transitive), (verb intransitive) (১) spread something on/over something; spread something with something; spread something(out) মেলে দেওয়া; মেলে ধরা; মেলে দিয়ে ঢেকে দেওয়া: spread a cloth upon a table; spread out a map; spread (out) one’s arms; The bird spread its wings. The sails spread in the wind. (২) ছড়িয়ে বা মাখিয়ে বা লেপে দেওয়া: spread butter on bread. (৩) ছড়ানো; ছড়িয়ে পড়া: spread knowledge/disease. The rumour spread quickly through the town. spread oneself (ক) (দেহ প্রসারিত করে) প্রচুর জায়গা জুড়ে শুয়ে বা বসে থাকা। (খ) (কোনো বিষয়ে) সবিস্তারে বলা বা লেখা। (গ) (আতিথেয়তা ইত্যাদিতে) ভাণ্ড উজাড় করে দেওয়া। (৪) বিস্তৃত: The heath spread for miles around. (৫) সময়ের থেকে সম্প্রসারিত করা বা হওয়া: payments spread over six months. (৬) spreadeagle (noun) (মুদ্রাপৃষ্ঠে দৃষ্ট) পা ও ডানা ছড়ানো ঈগল পাখির প্রতিকৃতি। □ (verb transitive) (reflex) হাতপা ছড়িয়ে ক্রশাকারে শায়িত হওয়া: Sunbathers spread eagled on the sands. spread-over (noun) যে ব্যবস্থায় শিল্পকারখানায় বিশেষ প্রয়োজনের দিকে লক্ষ রেখে কাজের সময় নির্ধারিত হয়। □ (noun) (কদাচিৎ plural) (১) বিস্তৃতি; ব্যাপ্তি; প্রস্থ; প্রসার: The spread of a sail. (২) সম্প্রসারণ; বিস্তার: The spread of education. (৩) (কথ্য) সুস্বাদু আহার্য ও পানীয় দ্বারা সাজানো টেবিল; ভোজ: a grand spread. (৪) যা বিস্তৃত হয়েছে (সাধারণত যৌগশব্দে ব্যবহৃত): a bed spread, বিছানার চাদর; develop (a) middle-age spread, (কথ্য) মাঝ বয়সের স্ফীতি লাভ করা, অর্থাৎ কোমরের দিকে মুটিয়ে যাওয়া। (৫) রুটির উপর ছড়িয়ে দেওয়ার জন্য ব্যবহৃত নানা ধরনের লেই বা পিটুলির সাধারণ নাম। spreader (noun) যে ব্যক্তি বা বস্তু ছড়িয়ে বা প্রসারিত করে দেয়, যেমন স্টোভ বা তেলচালিত উনুনের শিয়া বাড়িয়ে দেওয়ার কল বা flame-spreader; রুটির উপর লেই, পিটুলি ইত্যাদি ছড়িয়ে দেওয়ার কল।
- English Word spree Bengali definition [স্প্রী] (noun) আনন্দময় ক্রীড়াকৌতুক; খুশির জোয়ার। be on the spree; go out on a spree হাসিগানে মেতে থাকা; খুশির জোয়ারে ভেসে যাওয়া; আনন্দ করতে যাওয়া। a spending/buying spree খরচের হিড়িক।
- English Word sprig Bengali definition [স্প্রিগ্] (noun) (১) ফুলপাতাসহ গাছের ছোট ডাল: a sprig patabahar. (২) (সাধারণত অবজ্ঞার্থে) ছোকরা। sprigged (adjective) লতাপাতার নকশা করা: sprigged muslin.
- English Word sprightly Bengali definition [স্প্রাইট্লি] (adjective) প্রাণচঞ্চল; চটপটে। sprightliness (noun)
- English Word spring 1 Bengali definition [স্প্রিঙ্] (noun) (১) উল্লম্ফন; লাফানি। (২) ঝরনা: hot spring; (attributive(ly)) spring water. (৩) স্প্রিং: The spring of a watch. spring-balance (noun) স্প্রিং ব্যবহার করা দাঁড়িপাল্লা। spring-board (noun) ঝাপ খাওয়ার জন্য স্প্রিং-আঁটা লাফানো তক্তাবিশেষ। spring-gun (noun) যে বন্দুকের ট্রিগারের সঙ্গে একটি তার এমনভাবে লাগানো আছে যেকোনো অনুপ্রবেশকারী তারটির সংস্পর্শে আসামাত্র গুলি ছুটে আসে। spring-mattress (noun) স্প্রিং-আঁটা গদি। spring tide (noun) (দুই শব্দ; spring 2 শিরোনামায় spring tide, spring time দ্রষ্টব্য) অমাবস্যা ও পূর্ণিমার অব্যবহিত পরে সৃষ্ট জোয়ার। neap শিরোনামে neap-tide দ্রষ্টব্য . (৪) স্থিতিস্থাপকতা: These rubber bands have lost their spring. (৫) (প্রায়ই plural) কারণ বা উৎস: The springs of human conduct. springless (adjective) স্প্রিংশূন্য: a springless cart. springy (adjective) (চলন বা গতি) লাফানো: walk with a springy step; (পদার্থ) স্থিতিস্থাপক: Rubber is a springy substance.
- English Word spring 2 Bengali definition [স্প্রিঙ্] (noun) [countable noun, uncountable noun] বসন্তকাল; ব্রিটেনে মার্চের শেষার্ধ থেকে জুনের শেষার্ধ পর্যন্ত (বাংলাদেশে ফাল্গুন ও চৈত্র এই দুই মাস): In (the) spring; (attributive(ly)) spring flowers. springtime (কাব্যিক springtide) (noun(s) বসন্তকাল। spring-clean (verb transitive) (বাড়ি বা ঘর) ঘষে মেজে ঝকঝকে করা। এর থেকে, spring-cleaning (noun) springlike (adjective) বসন্তের মতো; spring like weather.
- English Word spring 3 Bengali definition [স্প্রিঙ্] (verb intransitive), (verb transitive) (১) হঠাৎ লাফিয়ে ওঠা বা লাফিয়ে এগুনো: She sprang out of bed. He sprang forward to help me. (২) spring (up) হঠাৎ প্রবাহিত হওয়া বা সৃষ্ট হওয়া বা দেখা দেওয়া; মাটি থেকে বা বৃক্ষের কাণ্ড থেকে দ্রুত উদ্ভূত হওয়া: A strong northerly wind suddenly sprang up. Weeds are springing up everywhere. (লাক্ষণিক) A doubt sprang up in my mind. (৩) spring from জন্মলাভ করা; হঠাৎ এসে হাজির হওয়া: The feuding families sprang from a common stock, বিবদমান পরিবার দুটি একই উৎসজাত; Where did he spring from? হঠাৎ কোত্থেকে এসে হাজির হলো? (৪) spring something on somebody হঠাৎ জানানো; হঠাৎ উপস্থাপন করা; সহসা সৃষ্টি করা: spring a surprise on somebody, কাউকে অবাক করা বা চমকে দেওয়া; spring a new theory on somebody, হঠাৎ কারো সামনে নতুন তত্ত্ব হাজির (= উপস্থাপন) করা। (৫) যান্ত্রিক উপায়ে চালানো: spring a mine, (যান্ত্রিক উপায়ে) মাইন বিস্ফোরণ ঘটানো। spring a leak (জাহাজ) ফুটা হয়ে যাওয়া যাতে (জাহাজে) পানি প্রবেশ করে।
- English Word springbok Bengali definition [স্প্রিঙ্বক্] (noun) দক্ষিণ আফ্রিকার ক্ষুদ্রকায় সুদৃশ্য হরিণবিশেষ।
- English Word sprinkle Bengali definition [স্প্রিঙ্ক্ল্] (verb transitive) sprinkle something (on/with something) (কোনোকিছুর উপর কোনোকিছু) ছড়িয়ে বা ছিটিয়ে দেওয়া: sprinkle water on a dusty shop-front; sprinkle a shop-front with water.
- English Word sprinkler Bengali definition [স্প্রেঙ্ক্লা(র্)] (noun) (তৃণাবৃত আঙিনা বা লন কিংবা বাগানে) পানি ছিটিয়ে দেয়ার যন্ত্র; আগুন নেভাতে কোনো ভবনে স্থায়ীভাবে বসানো অনুরূপ যন্ত্র। sprinkling (noun) এখানে-ওখানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা লোকজন বা জিনিসপত্র: There was a sprinkler of hooligans in the crowd.
- English Word sprint Bengali definition [স্প্রিন্ট্] (verb intransitive) পূর্ণবেগে সীমিত দূরত্ব দৌড়ানো: She sprinted past her competitors. □ (noun) এ রকম দৌড়; (বিশেষত) কোনো দৌড় প্রতিযোগিতার শেষ প্রান্তে এসে প্রতিযোগী কর্তৃক সঞ্চারিত মরণপণ বেগ। sprinter (noun) দৌড়বিদ।
- English Word sprit Bengali definition [স্প্রিট্] (noun) পাল মেলে দিতে মাস্তুল থেকে পালের উপরের দিকের কোণ পর্যন্ত আড়াআড়িভাবে পাতা দণ্ড। sprintsail (noun) এ রকম দণ্ডের সাহায্যে মেলে দেওয়া পাল।
- English Word sprite Bengali definition [স্প্রাইট্] (noun) পরী; বামন ভূত।
- English Word sprocket Bengali definition [স্প্রকিট্] (noun) শিকলের আংটার সঙ্গে সংযোগ রক্ষাকারী চাকার দাঁত। sprocket-wheel (noun) শিকলের আংটার সঙ্গে দাঁতের সাহায্যে সংযোগ রক্ষাকারী চাকা (যেমন বাইসাইকেলে ব্যবহৃত হয়)।
- English Word sprout Bengali definition [স্প্রাউট্] (verb intransitive), (verb transitive) (১) sprout (up) পল্লবিত হওয়া; পাতা গজানো; বাড়তে শুরু করা: Spring is here, you can see from the sprouting leaves. (২) অঙ্কুরিত বা পল্লবিত করানো: The continuous rain has sprouted the rice. (৩) উদ্গত করা; গজানো: He has sprouted a moustache. □ (noun) গাছের কচি ডাল; অঙ্কুর।
- English Word spruce 1 Bengali definition [স্প্রুস্] (adjective) পোশাকে; চেহারায় কেতাদুরস্ত; ফিটফাট। □ (verb transitive), (verb intransitive) spruce (somebody/oneself) (up) সেজেগুজে ফিটফাট হওয়া: She spruced herself up. He was spruced up for the party. sprucely (adverb) spruceness (noun)
- English Word spruce 2 Bengali definition [স্প্রুস্] (noun) spruce (fir) বড় আকারে আবাদ করা কতিপয় জাতের ফার গাছ, এর কাঠ থেকে কাগজ তৈরি হয়।
- English Word sprung Bengali definition [স্প্রাঙ্] spring 2- এর past participle
- English Word spry Bengali definition [স্প্রাই] (adjective) প্রাণবন্ত; চটপটে: He is still spry at seventy. look spry চটপট করা; চটপটে হওয়া।
- English Word spud Bengali definition [স্পাড্] (noun) [countable noun] (১) (কথ্য) আলু। (২) খনন কাজের কিংবা আগাছা পরিষ্কার করতে ছোট কোদালজাতীয় হাতিয়ার।
- English Word spue Bengali definition [স্পিউ্] (verb transitive), (verb intransitive)= spew.
- English Word spume Bengali definition [স্পিউম্] (noun) [uncountable noun] ফেনা; গাঁজলা; পানা।
- English Word spun Bengali definition [স্পান্] spin ক্রিয়াপদের past participle
- English Word spunk Bengali definition [স্পাঙ্ক্] (noun) [uncountable noun] (কথ্য) সাহস; তেজ: a man with plenty of spunk; (অপশব্দ) বীর্য। spunky (adjective) সাহসী; তেজি।
- English Word spur Bengali definition [স্পা(র্)] (noun) (১) ঘোড়াকে তাড়না করার জন্য আরোহীর বুট জুতার গোড়ালিতে সংলগ্ন নালবিশেয। win one’s as (ইতিহাস) নাইট (knight) বা বীরব্রতীর পদ লাভ করা; (লাক্ষণিক) খ্যাতি ও সম্মান অর্জন করা। (২) (লাক্ষণিক) তাড়না; উদ্দীপনা: The spur of poverty. Act on the spur of the moment, মুহূর্তের (আকস্মিক) তাড়নায় কাজ করা। (৩) মোরগের পায়ের পিছনের দিকে শক্ত তীক্ষ্ণ নখরতুল্য অংশ। (৪) পাহাড় বা পর্বতগাত্রের অভিক্ষিপ্ত অংশ বা পার্শ্বীয় শাখা। □ (verb transitive), (verb intransitive) (১) spur somebody/something on (নালের আঘাতে) তাড়না করা: The man was spurred on by ambition. (২) দ্রুতবেগে (অশ্ব) চালনা করা; He spurred on to his destination.
- English Word spurious Bengali definition [স্পিউআরিআস্] (adjective) মেকি; মিথ্যা; জাল; ভেজাল: spurious coins; spurious credentials. spuriously (adverb) spuriousness (noun)
- English Word spurn Bengali definition [স্পান্] (verb intransitive) অবজ্ঞাভরে প্রত্যাখ্যান করা; ঘৃণাভরে মুখ ফিরিয়ে নেওয়া।
- English Word spurt Bengali definition [স্পাট্] (verb intransitive) (১) spurt (out) (from) (তরল, আগুনের শিখা ইত্যাদি) অকস্মাৎ সবেগে নির্গত বা উৎসারিত হওয়া: blood spurting from a wound. (২) বিশেষত কোনো প্রতিযোগিতায় অকস্মাৎ সংক্ষিপ্ত কিন্তু মরণপণ প্রয়াস করা: The runner spurted as he approached the winning post. □ (noun) অকস্মাৎ (তরল পদার্থের) সবেগে নির্গমন বা উৎসারণ; শক্তির আকস্মিক স্ফুরণ: spurts of water/energy; a spurt of anger.