T পৃষ্ঠা ২৬
- English Word travel Bengali definition [ট্র্যাভ্ল্] (verb intransitive), (verb transitive) (travelled, travelling, travels, America(n) traveled, traveling, travels) (১) ভ্রমণ করা। travel agent (noun) ট্রাভেল এজেন্ট; ভ্রমণের টিকিট ও বাসস্থানের ব্যবস্থাকারী ব্যক্তি। travel agency/bureau (noun(s) traveling fellowship (noun) শিক্ষাসফরের জন্য অর্থমঞ্জুরি। (২) travel (in something) (for somebody) ফেরিওয়ালা অথবা সেল্সম্যান হিসেবে একস্থান থেকে অন্যস্থানে ঘোরা। (৩) চলা; যাওয়া। (৪) একবিন্দু থেকে আরেক বিন্দুতে যাওয়া। traveling (America(n)= traveling) (noun) [uncountable noun] (বিশেষত attributive(ly)) : traveling expenses. □(noun) (১) [uncountable noun] traveling ভ্রমণ। travel sickness (noun) [uncountable noun] ভ্রমণপীড়া। (২) (যৌগশব্দে) travel-soiled/-stained/-worn ভ্রমণসৃষ্ট আবর্জনাপূর্ণ; ভ্রমণজীর্ণ। (৩) (plural) বিদেশভ্রমণ; বিদেশসফর। (৪) যন্ত্রাংশের নড়াচড়া। traveled (America(n)= traveled) (adjective) (১) ভ্রমণ অভিজ্ঞতাসম্পন্ন। পর্যটক-ব্যবহৃত: a much travelled area of the country. traveller (America(n)= traveler) [ট্র্যাভ্লা(র্)] (noun) (১) পর্যটক। traveller’s cheque (America(n) travelers check) (noun) ট্রাভেলার-চেক। (২) commercial traveller ফেরিওয়ালা। travelogue (অপিচ log) [ট্র্যাভালগ্ America(n) ট্র্যাভালোগ্] (noun) ভ্রমণকাহিনী; ভ্রমণচিত্র।
- English Word traverse Bengali definition [ট্র্যাভাস্ America(n) ট্রাভাস্] (verb transitive) মাঝ দিয়ে অতিক্রম করে যাওয়া। □(noun) [countable noun] (পর্বতারোহণে) (১) খাড়া পাহাড়ের পাশ ঘেঁষে গমন। (২) ট্রেঞ্চের দিক পরিবর্তন।
- English Word travesty Bengali definition [ট্র্যাভাস্টি] (noun) [countable noun] (plural travesties) প্যারোডি। □(verb transitive) (past tense, past participle travestied) প্যারোডি করা।
- English Word trawl Bengali definition [ট্রোল্] (noun) [countable noun] (১) trawl (-net) সমুদ্রের তলদেশে টেনে নেওয়ার জন্য তৈরি খোলা জাল। (২) (America(n)) trawlline (অপিচ setline) মৎস্যশিকারের জলরেখা। □(verb intransitive), (verb transitive) সমুদ্রে ব্যবহারের জন্য নির্মিত জাল দিয়ে মাছ ধরা; সমুদ্রের তলদেশে টেনে চলা। trawler (noun) মাছধরার নৌকা; জাহাজ।
- English Word tray Bengali definition [ট্রেই] (noun) ট্রে: He brought a tea-tray.
- English Word treacherous Bengali definition [ট্রেচারাস] (adjective) (১) প্রতারক; বিশ্বাসঘাতক। (২) অনির্ভরযোগ্য। treacherously (adverb) treachery [ট্রেচারি] (noun) (plural treacheries) [uncountable noun] প্রতারণা।
- English Word treacle Bengali definition [ট্রীক্ল্] (noun) [uncountable noun] গুড় (America(n) molasses) treacly [ট্রীকালি] (adjective) গুড়সদৃশ; (লাক্ষণিক) অতিমিষ্ট treacle sentiments.
- English Word tread Bengali definition [ট্রেড্] (verb intransitive), (verb transitive) (past tense) trad [ট্রেড্] past participle trodden [ট্রড্ন্] বা' trod) (১) tread (on something) হাঁটা; মাড়ানো। tread on air আনন্দে ভেসে বেড়ানো। tread on somebody’s earns/toes (লাক্ষণিক) তাকে মর্মাহত করা। tread on somebody’s heels (লাক্ষণিক) খুব কাছ থেকে অনুসরণ করা। tread (out/down) ধ্বংস করে দেওয়া; পায়ের ধাক্কায় ফেলে দেওয়া। (৩) হেঁটে হেঁটে পথ তৈরি করা। (৪) দুর্গম পথে চলা: tread a dangerous path. tread water গভীর পানিতে হাতপা নেড়ে ভেসে থাকা। □(noun) (১) হাঁটার ভঙ্গি বা পায়ের শব্দ। (২) সিঁড়ি ধাপ। tread-mill (noun) ঘানি; চাকতি; (লাক্ষণিক) একঘেয়ে কাজ। (৩) টায়ারের অংশবিশেষ; দ্রষ্টব্য retread.
- English Word treadle Bengali definition [ট্রেড্ল্] (noun) যন্ত্রের পাদানি। □(verb intransitive) পায়ে চালানো।
- English Word treason Bengali definition [ট্রীজ্ন্] (noun) [uncountable noun] রাজনৈতিক প্রতারণা বা বিশ্বাসঘাতকতা; অবাধ্যতা। treasonous [ট্রীজানাস্], treasonable [ট্রীজানাব্ল্] (adjective(s) রাজনৈতিক প্রতারণা; ছলচাতুরীপূর্ণ। treasonably [ট্রীজানাআব্লি] (adverb) প্রতারণার সঙ্গে।
- English Word treasure Bengali definition [ট্রেজা(র্)] (noun) (১) [countable noun, uncountable noun] স্বর্ণ; রৌপ্য; অলংকার (এর ভাণ্ডার); সম্পদ। treasure-house (noun) কোষাগার। treasure-trove (noun) [uncountable noun] গুপ্তধন। (২) অত্যন্ত মূল্যবান সম্পদ অথবা ব্যক্তি। □(verb transitive) (১) treasure something (up) ভবিষ্যতে ব্যবহারের জন্য সঞ্চয় করা। (২) মহামূল্য বিবেচনা করা। treasurer [ট্রেজারা(র্)] (noun) কোষাধ্যক্ষ।
- English Word treasury Bengali definition [ট্রেজারি] (noun) (plural treasuries) (১) the Treasury (in British/Britain) ট্রেজারি; সরকারি রাজস্ব বিভাগ। First Lord of the Treasury প্রধানমন্ত্রী। the Treasury Board/Loard of the Treasury রাজস্ব বিভাগের দায়িত্বপ্রাপ্ত অফিসারগণ (প্রধানমন্ত্রী আরো কয়েকজন)। the Treasury Bench ‘হাউজ অব কমনসে’ মন্ত্রিসভার সদস্যদের জন্য সংরক্ষিত আসন। treasury bill (British/Britain) ট্রেজারি বিল। treasury note মার্কিন ট্রেজারি কর্তৃক ইস্যুকৃত কাগজি মুদ্রা। (২) ধনাগার। (৩) জ্ঞানভাণ্ডার; তথ্যভাণ্ডার।
- English Word treat Bengali definition [ট্রীট্] (verb transitive), (verb intransitive) (১) treat (as) ব্যবহার করা; আচরণ করা। (২) treat as বিবেচনা করা। (৩) আলোচনা করা। (৪) treat of (আনুষ্ঠানিক)বিষয়ের আলোচনা। (৫) চিকিৎসা করা। (৬) নির্মাণ প্রক্রিয়ায় (কোনো দ্রব্য) আরোপ করা। (৭) treat somebody/one self (to something) নিজ ব্যয়ে (খাদ্য, পানীয়) সরবরাহ করা। (৮) treat with somebody কারো সঙ্গে আলোচনা করা। □(noun) (১) [countable noun] আনন্দদায়ক জিনিস/ঘটনা। (২) খরচের পালা। stand treat (কথ্য) আমোদপ্রমোদের, বিশেষত মদ্যপানের খরচ বহন করে।
- English Word treatise Bengali definition [ট্রীটিজ্ America(n) ট্রীটিস্] (noun) treatise (on/upon) গবেষণামূলক আলোচনাগ্রন্থ।
- English Word treatment Bengali definition [ট্রীট্মান্ট্] (noun) [countable noun, uncountable noun] (বিশেষত) আচরণ; চিকিৎসা।
- English Word treaty Bengali definition [ট্রীটি্] (noun) (plural treaties) (১) [countable noun] (দুই দেশের মধ্যে সম্পাদিত) আনুষ্ঠানিক চুক্তি। treatyport (noun) বাণিজ্যিক চুক্তির মাধ্যমে সংরক্ষিত উন্মুক্ত বন্দর; চুক্তিবন্দর। (২) [uncountable noun] আপসনামা; চুক্তি।
- English Word treble 1 Bengali definition [ট্রেব্ল্] (adjective), (noun) তিনগুণ। treble chance ফুটবল-প্রতিযোগিতার নিয়মবিশেষ। □(verb transitive), (verb intransitive) তিনগুণ করা।
- English Word treble 2 Bengali definition [ট্রেব্ল্] (noun) সংগীতে ‘তারা’ অংশ। treble clef, দ্রষ্টব্য clef.
- English Word tree Bengali definition [ট্রী] (noun) (১) গাছ। at the top of the tree পেশার শীর্ষে। up a (gum-) tree (কথ্য) একঘরে; কোণঠাসা। family tree (noun) বংশলতিকা। tree-fern (noun) বৃক্ষাকারের লতাগুল্ম। (২) কাষ্ঠখণ্ড। □(verb transitive) গাছে আশ্রয় নিতে বাধ্য করা: the dog treed the cat. treeless (adjective) গাছগাছালিহীন।
- English Word trefoil Bengali definition [ট্রেফইল্] (noun) তিনপাতা বিশিষ্ট গাছ; পাথরে তিনপাতা সদৃশ অলংকরণ।
- English Word trek Bengali definition [ট্রেক্] (verb intransitive) (trekked, trekking, treks) সুদীর্ঘ দুর্গম পথে যাত্রা করা। □(noun) সুদীর্ঘ দুর্গম পাড়ি।
- English Word trellis Bengali definition [ট্রেলিস্] (noun) মাচাবিশেষ। □(verb transitive) মাচা করে দেওয়া।
- English Word tremble Bengali definition [ট্রেম্ব্ল্] (verb intransitive) (১) (ভয়ে, রাগে, ঠাণ্ডায়, শারীরিক দুর্বলতায়) কেঁপে ওঠা; শিউরে ওঠা। (২) এদিকওদিক নড়াচড়া করা। (৩) উত্তেজিত হওয়া। in fear and trembling ভীতসন্ত্রস্ত অবস্থায়। □(noun) কম্পন; কাঁপন।
- English Word tremendous Bengali definition [ট্রিমেন্ডাস্] (adjective) (১) সুমহৎ; সুপ্রচুর; শক্তিশালী; প্রচণ্ড। (২) (কথ্য) অসাধারণ: she’s a tremendous talker, প্রথম শ্রেণির। tremendously (adverb)
- English Word tremolo Bengali definition [ট্রেমালো] (noun) (plural tremolos [ট্রেমালোজ্]) (সংগীতে) গানে কণ্ঠস্বর কাঁপিয়ে মাধুর্য সৃষ্টি; মিড়ের কাজ।
- English Word tremor Bengali definition [ট্রেমা(র্)] (noun) [countable noun] (১) কাঁপন; দোলা; ভূকম্পন। (২) শিহরণ।
- English Word tremulous Bengali definition [ট্রেমইউলাস্] (adjective) (১) কম্পিত: with a tremulous hand. (২) ভিতু; দুর্বলচিত্ত। tremulously (adverb) কেঁপে কেঁপে।
- English Word trench Bengali definition [ট্রেন্চ্] (noun) [countable noun] ময়লার গর্ত; সৈন্যদের ট্রেনচ্। trench-coat সৈন্যদের ওয়াটারপ্রুফ কোট। □(verb transitive) চর্তুদিকে গর্ত করে ঘিরে ফেলা; ট্রেন্চ তৈরি করা।
- English Word trenchant Bengali definition [ট্রেন্চান্ট্] (adjective) (ভাষা) প্রবল; তীক্ষ্ণ ও মর্মভেদী। trenchantly (adverb) trenchancy [ট্রেন্আন্সি] (noun) তীক্ষ্ণতা।
- English Word trencher Bengali definition [ট্রেন্চা(র্)] (noun) (ইতিহাস) বারকোশ। trencher-man [ট্রেন্চা(র্)মান্] (noun) (plural trenchermen) a good/poor trencherman পেটুক/স্বল্পভোজী।