• Bengali Word trip English definition [ট্রিপ্] (verb intransitive), (verb transitive) (tripped, tripping, trips) ১ দ্রুত; লঘু পদক্ষেপে হাঁটা, নাচা বা দৌড়ানো: go tripping down the road.
    (২) trip (over) (something) পা আটকে গিয়ে হোঁচট খাওয়া: trip over a boulder. trip (somebody) (up) হোঁচট খাওয়া বা খাওয়ানো; ভুল পদক্ষেপ নেওয়া বা নেওয়ানো। (৩) trip (out) (অপশব্দ) চিত্তবিভ্রমজনক মাদকদ্রব্য সেবনের অভিজ্ঞতা লাভ করা; নেশা করা। (৪) (পুরাতনী) trip measure দ্রুত; লঘু পদক্ষেপে নাচা। □(noun) [countable noun] ১ যাত্রা; প্রমোদসফর: a trip to the seaside; a honeymoon trip to Paris. (২) হোঁচট; (লাক্ষণিক) ত্রুটি; প্রমাদ; বিচ্যুতি। tripwire (noun) মাটিতে পাতা তার, যাতে বাধা পেয়ে পশু ইত্যাদি হোঁচট খেলে তারসংলগ্ন ফাঁদ বন্ধ হয়ে যায়। tripper (noun) যে ব্যক্তি আনন্দের জন্য (সাধারণত সংক্ষিপ্ত) সফরে বেরোয়; আনন্দযাত্রী। tripping (adjective) দ্রুত ও লঘু। tripingly (adverb) দ্রুত লঘু পায়ে।