• Bengali Word stock 1 English definition [স্টক্] (noun) ১ [countable noun, uncountable noun] দোকান বা ভাণ্ডার, যেখান থেকে বিভিন্ন দ্রব্য বিতরণ বা বিক্রি করা হয়।
    (be) in/out of stock প্রাপ্তব্য নয়/পাওয়া যাবে না; মজুত নেই; ভাণ্ডারে নেই: That item is out of stock. Do you stock the lime cordial? stock-list (noun) প্রাপ্তব্য দ্রব্যসামগ্রীর তালিকা। stock-room (noun) ভাণ্ডার; যে ঘরে বা প্রকোষ্ঠে জিনিসপত্র মজুদ করে রাখা হয়। stock-taking (noun) জিনিসপত্রের তালিকার সঙ্গে সেগুলি মিলিয়ে দেখা: From 25th of June we wish to start stocktaking. take stock of something/somebody (লাক্ষণিক) কোনো পরিস্থিতির সমীক্ষা করা; কারো যোগ্যতা বা গুণের পরীক্ষা নেওয়া; যাচাই করা। stock-in-trade (noun) [uncountable noun] কোনো ব্যবসায় বা পেশার জন্য যা যা প্রয়োজনীয়। (২) (attributive(ly)) সাধারণত ভাণ্ডারে রাখা হয়- এই সূত্রে সাধারণত পাওয়া যায়: stock sizes in trousers; সাধারণত যে সাইজেরটি ব্যবহৃত হয়ে থাকে; ব্যবহারজীর্ণ: stock arguments; stock questions. We are prepared for your stock formalities. stock company যে দল বা গোষ্ঠী কয়েকটি বাঁধাধরা নাটক বা নৃত্যানুষ্ঠান পরিবেশন করে থাকে। (৩) [countable noun, uncountable noun] কোনো বিষয়ের সরবরাহ: He is a good stock of jokes. Store stock of winter vegetables in the frigidaire. stock -piling (noun) (সাধারণত সরকারিভাবে) সচরাচর লভ্য নয় এমন দ্রব্যসামগ্রী বা কাঁচামাল কিনে মজুদ করে রাখা (বিশেষত যুদ্ধ বা আপৎকালীন অবস্থায়)। (৪) [uncountable noun] (live-) stock খামারের পশুপাখি। fat-stock পশু বা প্রাণীর পরিমাণ এমন যে খাদ্য হিসেবে ব্যবহারের জন্য এখন সেগুলি হত্যা করা যায়। fat-prices এ ধরনের হত পশু বা প্রাণীর অপেক্ষাকৃত কম বিক্রয়মূল্য। stock-breeder/farmer (noun) যিনি পশুর খামার গড়ে তোলেন, পশুপালন করেন। stock-car (noun) (America(n)) রেলগাড়ির যে বগিতে পশুর পাল বহন করা হয়। stock-car racing (noun) সাধারণভাবে বাজারে যে ধরনের মোটরগাড়ি ক্রয় বিক্রয় করা হয় তেমন গাড়ির প্রতিযোগিতা। stockyard (noun) খামারের ঘেরা সেই অংশ, যেখানে সাময়িকভাবে পশু-প্রাণী রাখা হয়; কোনো বাজারের যে অংশে বিক্রয়ের আগে পশু জড়ো করা হয়। (৫) [countable noun, uncountable noun] সরকার কর্তৃক গৃহীত ঋণের স্বীকারপত্র; যৌথবাণিজ্য প্রতিষ্ঠানের অংশীদারীপত্র; কোম্পানির কাগজ বা শেয়ার: have 50,000 in the stocks. Allow your money to grow in safe stocks. stockbroker (noun) যে ব্যক্তি পেশাগতভাবে শেয়ার ক্রয় বা বিক্রয়ের কাজে নিয়োজিত। stock exchange (noun) যে স্থানে বা ভবনে প্রকাশ্যভাবে শেয়ার ক্রয় বিক্রয় করা হয়। stock holder (noun) (প্রধানত যুক্তরাষ্ট্রে যৌথবাণিজ্য প্রতিষ্ঠানের অংশীদার শেয়ার ক্রয়সূত্রে)। stockjobber (noun) শেয়ার ক্রয়বিক্রয়ের ব্যবসায়ী; ফটকা ব্যবসায়ী; স্টক এক্সচেঞ্জের সদস্য; যার কাছ থেকে শেয়ার দালালরা শেয়ার কেনাবেচা করে। stock-list (noun) চলতি দামের উল্লেখসহ শেয়ার ক্রয়বিক্রয় তালিকা। (৬) [uncountable noun] কুলপরিচয়; বংশ: a man of stock; Dravidian stock. He belongs to the tribal stock. (৭) stocks and stones জড় বস্তু। stock still (adverb) অনড়। laughing-stock হাসি বা ব্যঙ্গরসের বিষয়/বস্তু। (৮) [uncountable noun] উৎপাদনের জন্য প্রস্তুত কাঁচামাল: paper stock, কাগজ তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল। (৯) [uncountable noun] যে তরল পদার্থের মধ্যে হাড় প্রভৃতি তাপের সাহায্যে সিদ্ধ করা হয়; স্যুপ ও ঝোল বানানোর জন্য প্রয়োজনীয় মাংস ও সবজির রস। stock -cube (noun) বিশুষ্ক পদার্থের খণ্ড (যে খণ্ডগুলি বিভিন্ন বস্তুকে শুকনা করার পর বানানো হয়েছে)। stockfish (noun) যে মাছ (প্রধানত তিমি) কেটে এবং লবণ ছাড়া বাতাসে শুকিয়ে রাখা হয়েছে (কোনো কোনো দেশের প্রধান খাদ্য)। stockpot (noun) যে পাত্রে (৯)- এ বর্ণিত রস বানানো হয়। (১০) [countable noun] কোনো যন্ত্র বা হাতিয়ারের ভিত্তি বা হাতল: the stock of a rifle; the stock of a whip; the stock of an anchor. lock, stock and barrel (লাক্ষণিক) সম্পূর্ণত; পূর্ণাঙ্গভাবে। (১১) [countable noun] গাছের গুঁড়ি বা প্রধান কাণ্ডের নিচের অংশ। (১২) [countable noun] বেড়ে ওঠা যে গাছে কলম কাটা হয়। (১৩) (plural) যে কাঠামোর উপর স্থাপন করে জাহাজ নির্মাণ করা হয় বা মেরামত করা হয়। on the stocks নির্মাণাধীন। (১৪) (plural) (প্রাচীনকালে) কর্তব্যে অবহেলা বা অনুরূপ দোষের কারণে অপরাধীকে বসার ভঙ্গিতে আটকে রাখার লক্ষ্যে তার গোড়ালিতে পরানোর জন্য বেড়িবিশেষ। (১৫) [countable noun] শক্ত কাপড় বা চামড়ার তৈরি চওড়া বিশেষ ধরনের (আধুনিককালের টাইয়ের মতো) গলবন্ধনী, যা প্রাচীনকালে পুরুষরা ব্যবহার করত। (১৬) বাগানের এক ধরনের উজ্জ্বলবর্ণ সুমধুর গন্ধের ফুল। stock book (noun) মজুদ জিনিসপত্রের হিসাবের খাতা। stockist (noun) বিক্রির মালপত্রের মজুদকারী। stock market শেয়ারবাজার; ফটকাবাজার। stockly (adverb) stockness (noun) stock rises or falls (লাক্ষণিক) (কারো) জনপ্রিয়তা বৃদ্ধি বা হ্রাস পাওয়া।