• Bengali Word tip 3 English definition [টিপ্‌] (verb transitive) (tipped, tipping, tips) ১ আলতোভাবে ছোঁয়া বা আঘাত করা।
    tip-and-run (adjective) (ডাকাত প্রভৃতির হামলা) হামলা করেই দ্রুত পলায়ন করা হয় এমন। (২) বকশিশ দেওয়া; (ঘোড়দৌড় ইত্যাদিতে সম্ভাব্য বিজেতা) আভাস বা পরামর্শ দেওয়া (নিচে ২ দ্রষ্টব্য)। tip somebody off (কথ্য) হুঁশিয়ারি বা ইঙ্গিত দেওয়া। সুতরাং, tip-off (noun) ইঙ্গিত বা হুঁশিয়ারি; আভাস; ইশারা: give the police a tip-off. tip somebody the wink (কথ্য) বিশেষ তথ্য সরবরাহ করা; গোপনে সতর্ক করে দেওয়া। tip the winner (সাধারণত ঘোড়দৌড়) বিজেতা সম্বন্ধে আভাস দেওয়া। □(noun) [countable noun] ১ বকশিশ। (২) কিছু করার জন্য পরামর্শ, বিশেষত ঘোড়দৌড়ে সম্ভাব্য বিজেতা সম্বন্ধে কিংবা শেয়ারের ভবিষ্যৎ মূল্য সম্বন্ধে তথ্য; সন্দেশ; ইঙ্গিত; আভাস; পরামর্শ; a tip for the Derby. (৩) হালকা আঘাত; টোকা।