• Bengali Word sit English definition [সিট্] (verb intransitive), (verb transitive) ১ বসা; উপবেশন করা: sit on a chair; sit on the floor.
    sit to an artist (বসে থাকা অবস্থায়) চিত্রকরকে দিয়ে নিজের ছবি আঁকিয়ে নেওয়া। sit (for) an examination পরীক্ষা দেওয়া। sit for one’s portrait চিত্রকরের সামনে বসে থেকে নিজের ছবি আঁকিয়ে নেওয়া। sittight (ক) নিজের জায়গা ছেড়ে না-নড়া, বিশেষত ঘোড়ার জিনের উপর চেপে বসে থাকা। (খ) নিজের উদ্দেশ্যে, মতামত ইত্যাদিতে অবিচল থাকা। sit for (a borough, etc) পার্লামেন্ট বা সংসদে কোনো এলাকার প্রতিনিধিত্ব করা। sitting member সাধারণ নির্বাচনে যে প্রার্থী সংসদ ভেঙে দেওয়ার পূর্ব পর্যন্ত তার আসনে নির্বাচিত প্রতিনিধি ছিলেন, অর্থাৎ বিগত সংসদের সদস্য ছিলেন। (২) বসানো; উপবেশন করানো: He sat the child on the rocking-horse. (৩) (পার্লামেন্ট, আদালত, কমিটি ইত্যাদি সম্বন্ধে) অধিবেশন করা; সভায় মিলিত হওয়া: The parliament will sit again at 10 am tomorrow. (৪) (ঘোড়া ইত্যাদির উপর) ঠিকমতো বসে থাকা: He can’t sit horse well. (৫) (পাখি) ডালের উপর বসা: sitting on a branch. sitting duck সহজ শিকার। sitting tenant বর্তমান ভাড়াটে, অর্থাৎ, যে ভাড়াটে বাসরত অবস্থাতেই আছে, বাইরে থেকে নতুন করে আসছে না: Get rid of a sitting tenant. (৬) (গৃহপালিত মুরগি বা হাঁস) ডিমে তা দেওয়ার জন্য খাঁচায় বা খুপরিতে বসে থাকা: The duck is sitting since morning. (৭) (পোশাক) মাপসই বা মানানসই হওয়া; The shirt sits badly in the sleeves His new authority sits well on him, (লাক্ষণিক) নতুন কর্তৃত্ব/ক্ষমতা/পদমর্যাদা তাকে বেশ মানিয়েছে। (adverbial particle ও prep-সহ বিশেষ ব্যবহার): sit back (ক) পিছনে হেলান দিয়ে আরাম করে বসা। (খ) (লাক্ষণিক) (কঠিন পরিশ্রমের পর) আরাম করা; কোনো কাজ করা; নিষ্ক্রিয় থাকা। sit down আসন গ্রহণ করা: please sit down. sit-down strike উপবেশন ধর্মঘট, এতে দাবি বিবেচিত বা পূরণ না-হওয়া পর্যন্ত শ্রমিকেরা তাদের কর্মস্থল ত্যাগ করতে অস্বীকৃতি জানায়। sit down under (insults, etc) প্রতিবাদ বা অভিযোগ না-করে নীরবে (অপমান, লাঞ্ছনা, যন্ত্রণা ইত্যাদি) সহ্য করা। sit in (শ্রমিক, ছাত্র ইত্যাদি) কোনো ভবন বা তার অংশবিশেষ দখল করে এবং অভিযোগ বিবেচিত না হওয়া পর্যন্ত অথবা নিজেরা বিতাড়িত না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করা। এর থেকে, sit-in (noun) অবস্থান বিক্ষোভ: organise a sit-in. There are reports of students sitting in at the Chittagong University. sit in/on something (আলোচনা ইত্যাদিতে) পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকা, কিন্তু অংশগ্রহণ করা নয়। sit on/upon something (ক) (ব্যক্তি সম্বন্ধে) (জুরি, কমিটি ইত্যাদির) সদস্য হওয়া। (খ) (কথ্য) ব্যবস্থা গ্রহণে অবহেলা করা: The DG has been sitting on my application for over a month. sit on/upon something (জুরি ইত্যাদি) (কোনো মামলার) তদন্ত করা। sit on/upon somebody (কথ্য) দমন করা; ধমক দেওয়া: It’s time you sat on. that impudent cousin of yours. sit out ঘরের বাইরে বসা: It was very hot indoors, so we sat out in the garden.sit something out (ক) (অনুষ্ঠান ইত্যাদির) শেষ পর্যন্ত বসে থাকা: sit out an uninteresting show. (খ) (বিশেষত কোনে নাচে) অংশ না-নেওয়া: She said she would sit out the next dance. sit up জেগে বসে থাকা; শুতে না-যাওয়া: The mother sat up with her sick child all night. sit (somebody) up শায়িত অবস্থা থেকে (উঠে বসা) বা কুঁজো হয়ে বসা থেকে সোজা হয়ে বসা: I am well enough to sit up in bed now. Sit up straight! পিছনে হেলান দিয়ে বোসো না! হাত-পা ছড়িয়ে শুয়ে/বসে থেকো না। make somebody sit up (and take notice) (কথ্য) কাউকে ভয় দেখানো; কাউকে নিষ্ক্রিয় অবস্থা থেকে সক্রিয় করে তোলা।